ইচ্ছে পাতা

ইচ্ছে পাতা ইচ্ছে মতো লিখি সব
মনের যত কথা💓💝
(6)

চোখ কচলে বলেন-কি দেখতে পাচ্ছেন?এখানে কি হচ্ছে?এ কে?
12/10/2025

চোখ কচলে বলেন-
কি দেখতে পাচ্ছেন?
এখানে কি হচ্ছে?
এ কে?

07/10/2025

মিউ মিউ মিউ

03/10/2025

#বাস্তব!
খাবার নষ্ঠ করবেন না

ট্রাম্পাসুর যখন দেবতা ছিলো...
29/09/2025

ট্রাম্পাসুর যখন দেবতা ছিলো...

ভুলেও ইয়াহুদীদের কথা বিশ্বাস কোরেন না।বিশ্বাস করেছেন কি মরেছেন!যারা আল্লাহ্‌কেও পর্যন্ত ছাড়েনি, মিথ্যেচার তারা তো খোদ আল...
27/09/2025

ভুলেও ইয়াহুদীদের কথা বিশ্বাস কোরেন না।
বিশ্বাস করেছেন কি মরেছেন!
যারা আল্লাহ্‌কেও পর্যন্ত ছাড়েনি, মিথ্যেচার তারা তো খোদ আল্লাহ্‌কে নিয়েই করে!

এই সেই চার ভাইরাল দ্বীনি নাপিত!
26/09/2025

এই সেই চার ভাইরাল দ্বীনি নাপিত!

আজ শুধুই স্মৃতি!
24/09/2025

আজ শুধুই স্মৃতি!

আল্লাহ্‌'র এক অপূর্ব সৃষ্টি!বিশ্বের সবথেকে ঝুঁকি গ্রহণকারী খাদক
22/09/2025

আল্লাহ্‌'র এক অপূর্ব সৃষ্টি!
বিশ্বের সবথেকে ঝুঁকি গ্রহণকারী খাদক

বিপিপি(বিপ্পি)বাংলাদেশ পোষ্টার পার্টি
19/09/2025

বিপিপি(বিপ্পি)
বাংলাদেশ পোষ্টার পার্টি

এই ধরণের গাড়িগুলোকে একদা বলা হতো Ladies Car,কারণ এদের আকৃতি Lady Bird Beetle এর মতো
17/09/2025

এই ধরণের গাড়িগুলোকে একদা বলা হতো Ladies Car,
কারণ এদের আকৃতি Lady Bird Beetle এর মতো

Doctor of Literature
16/09/2025

Doctor of Literature

আজ ১৬ সেপ্টেম্বর। লিবিয়ার শহীদ ওমর আল মুখতার রহ.-কে ১৯৩১ সালের আজকের এই দিনে ফাঁসীতে ঝুলিয়ে হত্যা করেছে ইতালীয়রা। তাঁকে ...
16/09/2025

আজ ১৬ সেপ্টেম্বর। লিবিয়ার শহীদ ওমর আল মুখতার রহ.-কে ১৯৩১ সালের আজকের এই দিনে ফাঁসীতে ঝুলিয়ে হত্যা করেছে ইতালীয়রা। তাঁকে বলা হতো মরুর সিংহ।

১৯১১ সালের অক্টোবর মাসে উসমানীয় সাম্রাজ্যের সঙ্গে ইতালির যুদ্ধের সময় ইতালির নৌবাহিনী হানা দেয় লিবিয়ার উপকূলে। সে সময় লিবিয়া ছিল উসমানীয় সাম্রাজ্যের অংশ। ইতালিয়রা লিবিয়াকে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু তুর্কি সেনারা ও তাদের লিবিয় সহযোগীরা আত্মসমর্পণের পরিবর্তে উপকূল ছেড়ে পেছনের দিকে সরে আসেন।

ইতালিয় হানাদার বাহিনী তিন দিন ধরে ত্রিপলি ও বেনগাজিতে বোমা বর্ষণ করে। এরপর লিবিয়া দখলে নিয়ে নেয়।

লিবিয়ার সাইরেনাইকা অঞ্চলের জনগণ ওমর মুখতারের নেতৃত্বে একের পর এক প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। মরুভূমির লড়াইয়ে অভিজ্ঞ ওমর মুখতার হয়ে ওঠেন ইতালিয় সেনাদের জন্য চক্ষুশূল। অবশেষে ২০ বছর পর ১৯৩১ সালের ১১ সেপ্টেম্বর এক অতর্কিত হামলায় আহত ও বন্দি হন মুখতার। ৫ দিন পর আতঙ্কগ্রস্ত ইতালিয় দখলদাররা তাকে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করে।

শাহদাতের পূর্বে তাঁকে প্রস্তাব দেওয়া হলো, যদি তিনি মুজাহিদদের কাছে চিঠি লেখেন যাতে মুজাহিদরা ইটালিয়ানদের সাথে যুদ্ধ বন্ধ করে তবে তাঁকে মুক্ত করে দেওয়া হবে।
উমর মুখতার বলেছিলেন,
"যেই শাহাদাত অঙ্গুলি দিয়ে আমি প্রতিদিন সাক্ষ্য দেই যে, এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। সেই আঙ্গুল দিয়ে অসত্য কোনো কথা লিখতে পারবো না। আমরা এক আল্লাহ ছাড়া আর কারো কাছে আত্মসমর্পণ করি না। আমরা হয় জিতি, না হয় মরি।"

মহান আল্লাহ তায়ালা বীর শহীদ ওমর আল মুখতারকে জান্নাতে সুমহান মর্যাদা দান করুন। তাঁকে সম্মানিত করুন দুনিয়া ও আখিরাতে। আমিন।
(সংগৃহিত)

Address

Cosmetic Road
Gazipur
1702

Alerts

Be the first to know and let us send you an email when ইচ্ছে পাতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইচ্ছে পাতা:

Share