সাইদুল ইসলাম জনি

সাইদুল ইসলাম জনি মানুষ মানুষের জন্য

16/10/2025

এখন বয়ান করছেন হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব,,কুমিল্লাহ,,,ধারিয়ার চর, বাঞ্ছারামপুর, ব্রাম্মণবাড়িয়া

যু*দ্ধবিরতির পর গা'জা'র এক ব্যক্তি তাঁর বাসায় ফিরে আসেন এবং দেখতে পান, হা[মা]সের কোনো এক যো*দ্ধা তাঁর জন্য ৫০ শেকেলের নো...
16/10/2025

যু*দ্ধবিরতির পর গা'জা'র এক ব্যক্তি তাঁর বাসায় ফিরে আসেন এবং দেখতে পান, হা[মা]সের কোনো এক যো*দ্ধা তাঁর জন্য ৫০ শেকেলের নোট এবং একটি চিরকুট লিখে রেখে গেছেন। তিনি মূলত সেই বাড়িটি থেকে একজোড়া স্যান্ডেল ব্যবহার করেছিলেন।

চিরকুটে লিখা ছিল:

“এটা হচ্ছে স্যান্ডেলের দাম, আমরা ক্ষমা চাচ্ছি” (স্যান্ডেল ব্যবহারের জন্য)
©

ভারত সফরে মুত্তাকী হাফিযাহুল্লাহ বলেন, “আপনারা আমাদের আফ/গানিস্তানে এসে দেখুন!আফ!গানিস্তানে আমাদের কোনো মন্ত্রী কিংবা গভ...
12/10/2025

ভারত সফরে মুত্তাকী হাফিযাহুল্লাহ বলেন,
“আপনারা আমাদের আফ/গানিস্তানে এসে দেখুন!
আফ!গানিস্তানে আমাদের কোনো মন্ত্রী কিংবা গভর্নরের গাড়ির আগে-পিছে গার্ড হিসেবে একটিও গাড়ি থাকে না।
এমনকি আমরা মন্ত্রীরা অনেক সময় কাবুলে সাইকেল চালিয়ে বাসা থেকে মন্ত্রনালয়ে যাই।

কথাগুলো শুনে মনে হল—এ যেন কোনো কাল্পনিক দৃশ্যের গল্প!

অথচ আমাদের দেশে বাস্তবতা ঠিক উল্টো।
হাসিনা পালানোর পর উপদেষ্টাদের সরকার গঠনের আগেই
বাংলাদেশের প্রায় সব টেলিভিশন চ্যানেল ঘোষণা দিচ্ছে—
উপদেষ্টা হলে কী কী সুবিধা পাবে!
কথা বলার জন্য আইফোন, চলার জন্য গাড়ি—
আরো কত কী পাওয়ার কথা শুনলাম!

আসলে নিজের কপালে মাঝে মাঝে নিজে থাপরাই! এই দেশে কেন জন্ম নিলাম?

©

12/10/2025

'বিপদ কেটে গেলে মানুষ অহংকারী ও উৎফুল্ল হয়ে উঠে'।
[সুরা-হুদ, আয়াত : ১০]

12/10/2025

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

05/10/2025
02/10/2025

ধ*র্ষণ যখন মসজিদের ইমাম করে, তখন সোশ্যাল মিডিয়া গর্জে ওঠে। কিন্তু পূজা মণ্ডপের সহ সভাপতির হাতে মুসলিম শিশুর ধ*র্ষ*ণের ঘটনায় তারা হঠাৎ বোবা হয়ে যায়।

যারা সারাদিন মানবতা আর ন্যায়বিচারের বুলি আওড়ায়, তারা আজ নীরব। তাদের এই নীরবতা প্রমাণ করে, প্রতিবাদ তারা করে অপরাধের জন্য নয় বরং সুযোগ আর রাজনীতির জন্য।

এরা আসলে ন্যায়বিচারের সৈনিক নয়, এরা রাজনৈতিক সুযোগসন্ধানী। ধ*র্ষ'ক ইমাম হোক বা পু*রো*হিত ঘৃণা আর ন্যায়বিচারের দাবি হতে হবে একদম সমান। প্রতিবাদ যদি বেছে বেছে করতে হয়, তবে সেটা প্রতিবাদ নয় সেটা নিছক ভণ্ডামি, যা অপরাধীকে উৎসাহ দেয়। অপরাধীর ধর্ম, পোশাক বা নাম দেখে এদের ক্ষোভের মাপ ঠিক হয়। অপরাধীর ধর্ম দেখে ক্ষোভ/প্রতিবাদের মাত্রা বদলে ফেলা মানবতা নয়, এটি মু'খো'শ'পরা ভ'ণ্ডামি।

30/09/2025

হে আল্লাহ তুমি, আমাদেরকে দুনিয়া ও আখিরাতে, উভয়ই কল্যাণ দান করেন, আমাদেরকে আপনার রহমতের চাদরে ঢাকিয়া নেন,,আমিন🖤🤲💝

30/09/2025

I gained 13,697 followers, created 153 posts and received 6,308 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

24/09/2025

“নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারন
বিলাসিতা চিরস্থায়ী হয় না।”

উমর ইবনুল খাত্তাব (রা.)
(হিলইয়াতুল আউলিয়া, ১০ম খন্ড, পৃষ্ঠা: ২৪২)

23/09/2025

মৃত্যু এমন এক মেহমান যে দরজায় এসে দাঁড়াইলে তাকে ফিরিয়ে দিওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীর নেই।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাইদুল ইসলাম জনি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share