Churnalism By Siraj

Churnalism By Siraj "আল্লাহ্ ধৈর্য্যশীলদের সাথে আছেন "_কুরআন ৮:৪৬
"Allah is with the patient "_Quran 8:46

একজন দায়িত্বশীল পুলিশ  #পুলিশ
25/07/2025

একজন দায়িত্বশীল পুলিশ #পুলিশ

এখন চ্যাটজিপিটির মোবাইল অ্যাপে ভয়েস মোডে ইংরেজি বলার অনুশীলন করা যায়। অ্যাপ খুলে নিচের ডান কোণে ‘হেডফোন’ আইকনে ক্লিক করল...
25/07/2025

এখন চ্যাটজিপিটির মোবাইল অ্যাপে ভয়েস মোডে ইংরেজি বলার অনুশীলন করা যায়। অ্যাপ খুলে নিচের ডান কোণে ‘হেডফোন’ আইকনে ক্লিক করলেই ভয়েস মোড চালু হয়। এরপর স্বাভাবিকভাবে কথা বললে চ্যাটজিপিটি উত্তর দেবে, যেন বাস্তব কথোপকথন হচ্ছে

বাবা তো তাই....
25/07/2025

বাবা তো তাই....

Success makes successful stories     তার সাফল্যের গল্পটা অন্যদের চেয়ে আলাদা। একজন কর্মজীবী নারীর দিন যেভাবে শুরু হয় তার ...
25/07/2025

Success makes successful stories
তার সাফল্যের গল্পটা অন্যদের চেয়ে আলাদা। একজন কর্মজীবী নারীর দিন যেভাবে শুরু হয় তার দিনটিও একইভাবে শুরু হয়েছিলো সেদিন। চিন্তা, উৎকণ্ঠায় দুরুদুরু মন নিয়ে যেদিন সকাল ৯টায় যান অফিসে। একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় আছেন তিনি। কিন্তু অন্য কর্মজীবীর চেয়ে তিনি আবার আলাদা। কারণ তিনি একই সাথে অনেক কাজ করেন- যেন এক সব্যসাচী। তাইতো অফিস শেষেই পড়ন্ত বিকালে দৌড় মারতে হয় একটি টিভি চ্যানেলে। অনুষ্ঠান সঞ্চালনা করতে। অনুষ্ঠান বিরতিতে টিভি স্টুডিয়োতেই জানতে পারলেন ফল প্রকাশিত হয়েছে। দেখলেন সফলদের তালিকাতে তার রোল নম্বরটিও জ্বলজ্বল করছে। বলছিলাম ৪১তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ফারজানা রহমান তন্বীর কথা।

ফারজানা রহমান তন্বী একজন সংগ্রামী নারীর প্রতিচ্ছবি। জন্ম নরসিংদীর শিবপুর উপজেলায়। তার এই সাফল্য পাওয়ার পথটি মোটেও মসৃণ ছিলো না। সরকারি কর্মকর্তা বাবা মরহুম মো হাফিজুর রহমান এবং মা মোকারিমা খনম খুব করে চাইতেন তাদের আদরের মেয়ে হবে বিসিএস ক্যাডার। ৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার ফল প্রকাশের দিন বাবাকে হারিয়েছিলেন। এসময় তন্বী মানসিকভাবে ভেঙে পড়েন। এই অবস্থায় মায়ের যত্ন নেয়ার পাশাপাশি, চাকরি-লিখিত প্রস্তুতি চলে যুগপৎভাবে। তন্বী ফলাফল পাওয়ার পরই প্রথমে মা’কে ফোন দিয়ে জানিয়েছিলেন। আর বার বার বলেছিলেন ‘আমার আব্বু দেখে যেতে পারলো না! বাবা তোমার মেয়ে এখন বিসিএস ক্যাডার হয়ে গেছে।'

এলাকায় স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন তন্বী। অনার্স দ্বিতীয় বর্ষ চলাকালীন বিসিএস প্রস্তুতি শুরু করলেও তিনি তখন পুরোদমে শুরু করেন নি। ২০১৭ সালের শেষ দিকে পূর্ণাঙ্গভাবে বিসিএস প্রস্তুতি নেন। তার পড়ালেখার যেকেনো বিষয়ে বুঝে বিস্তারিত পড়ার অভ্যাস ছিলো। বিসিএস প্রস্তুতি শুরু থেকে খুটিনাটি সব বিষয়ের নোট করতেন। এজন্য লিখিত পরীক্ষা তার জন্য সহজ হয়ে যায়। উপস্থাপনা করতে গিয়ে কথা বলার বিষয়টি তন্বীর ভাইবায় অনেক কাজে দিয়েছিলো। ভাইবার প্রস্তুতিও তিনি বেশ গুছিয়ে নিয়েছিলেন। একটি প্রশ্নের উত্তর দিলে পরের প্রশ্ন কী হবে এই চিন্তা করে ভাইবার প্রস্তুতি নিয়েছিলেন।

বিসিএস তন্বীর অনেক দিনের স্বপ্ন ছিলো। বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে বিসিএস ক্যাডারদের যে সম্মান করা হতো তখন থেকে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখতেন। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নটা তিনি নিজে যতটা দেখেছিলেন তার থেকে বেশি স্বপ্ন ছিলো তন্বীর বাবার। তিনি দেখতে চাইতেন যে তন্বী একদিন বিসিএস ক্যাডার হবেন। বাবার ইচ্ছা আর জীবনসঙ্গীর অনুপ্রেরণাই তন্বী নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে থাকেন। তন্বী বলেন, ‘২০২১ সালের ১ আগস্ট একই সাথে আমার খুশির আমার সবচেয়ে কষ্টের দিন। সেদিন ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের দিনই আমার প্রিয় বাবা এই দুনিয়া ছেড়ে চলে যায়। আব্বু শুধু জেনেছিলেন আমি প্রিলিতে পাশ করেছি। এভাবে আব্বুকে হারিয়ে আমি বিসিএসের প্রতি আরও বেশি ডেডিকেটেড হয়েছি। প্রতিদিন মনে হয়েছে, আব্বুর স্বপ্নটা পূরন করতেই হবে আমাকে।’

তন্বী ২০১৭ সালে আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টারে অংশগ্রহণ করে বাকৃবি থেকে ক্যাম্পাস স্টার হন। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেন। তখন থেকে তন্বীর মিডিয়া জগতে কাজ করা শুরু হয়। তন্বী ২০১৮ সাল থেকে বেসরকারি দীপ্ত টিভিতে জনপ্রিয় দীপ্ত কৃষি বিষয়ক অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এখন তিনি গ্লোবাল টিভিতে উপস্থাপক হিসেবে কর্মরত আছেন।

তন্বী বিশ্বাস করেন বিসিএস ক্যাডার হওয়া ভাগ্যের বিষয়। প্রত্যেকেরই প্রচেষ্টা থাকে। যারা লিখিত দিয়ে ভাইবা পর্যন্ত আসে এবং যারা শেষ পর্যন্ত আসতে পারে তারা যেমন মেধাবী, যারা আসতে পারে নি তারাও মেধাবী। মেয়েদের ক্ষেত্রে পড়ালেখা শেষ করে বিসিএস প্রস্তুতি নেওয়া একটি চ্যালেঞ্জিং বিষয়। ধৈর্য্য ধরে সামনে এগিয়ে আসতে হবে।

ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে তন্বী বলেন, আমার দায়িত্বটা আমার স্বপ্নের জায়গা। একটি আবেগের জায়গা। আমার অর্পিত দায়িত্ব সততা, নিষ্টার সাথে পালন করতে পারি। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। বিশেষ করে নারী, শিশু এবং যারা মাইনরিটি আছে তাদের কল্যানে কিছু করতে পারি এটাই আমার স্বপ্ন।

 #সংগৃীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে চীন...
25/07/2025

#সংগৃীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে চীনের কুনমিং বিমানবন্দরে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল বুধবার বাংলাদেশ সময় দুপুর একটার দিকে দক্ষিণ কোরিয়ায় একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

জানা যায়, অধ্যাপক জাহাঙ্গীর আলম The Daesoon Academy of Sciences (DAOS)-এর আমন্ত্রণে অংশ নিতে গত ১৭ জুলাই দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হন। ১৮ থেকে ২০ জুলাই অনুষ্ঠিত ‘East Asian Society for the Scientific Study of Religion’-এর ৭ম বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি দেশে ফেরার পথে ছিলেন।

ঘটনার সময় তিনি একা ছিলেন বলে জানা গেছে। চীনের কুনমিং বিমানবন্দরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বিমানবন্দর কর্তৃপক্ষ তার সঙ্গে থাকা ট্রাভেল এজেন্সির টিকিটের নম্বর থেকে যোগাযোগ করে রাতে তার মৃত্যুর খবর পরিবার ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, “মর্মান্তিক এ ঘটনায় আমরা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে এবং এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক সহায়তা করবে।”

অধ্যাপক জাহাঙ্গীর আলমের মৃত্যুর খবরে তার সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. দিদারুল ইসলাম বলেন, “কোরিয়ায় তিন দিনের কনফারেন্সে অংশগ্রহণ শেষে গতকালই তার বিভাগে যোগদানের কথা ছিল। আজ পরীক্ষার হলে দায়িত্বে থাকার কথা ছিল। কিন্তু খোঁজ করেও তাকে না পেয়ে পরে আমরা মৃত্যুর খবর পাই।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এক শোকবার্তায় বলেন, “অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছিলেন একজন নিরহংকার, সদালাপী ও সজ্জন ব্যক্তি। তাঁর মৃত্যুতে জাতি একজন গুণী শিক্ষক ও গবেষককে হারাল।” তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। #ঢাকাবিশ্ববিদ্যালয় #ঢাবি

Bangladesh all-out in 104 runs but last over by Taskin Ahmed was fantastic.
24/07/2025

Bangladesh all-out in 104 runs but last over by Taskin Ahmed was fantastic.

অদম্য পিংকি! ৩৬ বার ফেল করেও এখন বিসিএস ক্যাডার!বিভিন্ন চাকরির প্রিলি পরীক্ষা দিয়েই যাচ্ছিলেন কিন্তু কোনো প্রিলিই পাশ কর...
24/07/2025

অদম্য পিংকি! ৩৬ বার ফেল করেও এখন বিসিএস ক্যাডার!

বিভিন্ন চাকরির প্রিলি পরীক্ষা দিয়েই যাচ্ছিলেন কিন্তু কোনো প্রিলিই পাশ করতে পারছিলেন না। একটি নয় দুটি নয় একের পর এক ৩৬টি চাকরির পরীক্ষায় পাশ করতে পারেননি। কিন্তু হার মেনে নেননি, দমেও যাননি। তার কাছে NO মানে Next Opportunity।

তার চেষ্টা অব্যাহত রেখেছিলেন এবং দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে অবশ্যই পারবেন, অবশ্যই সফল হবেন। অবশেষে ৩৭ নম্বর চাকরির পরীক্ষায় প্রথমবারের মতো প্রিলি পাশ করেন। এরপর থেকে মোটামুটি সব প্রিলি পরীক্ষায় পাশ করতে থাকেন। তারই ধারাবাহিকতায় ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পাশ করেন। ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আসে। ৩৮তম বিসিএসে নন-ক্যাডার তালিকায় জায়গা পান। কিন্তু দু:খ তখনো রয়ে গিয়েছিল কারণ ক্যাডার হতে পারেননি।

চেষ্টা অব্যাহত থাকে, ৪১তম বিসিএস শেষ বিসিএস। অবশেষে ৪১তম বিসিএসে বন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হোন। হ্যাঁ, ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত পিংকি রানী মজুমদারের গল্প বলছি।

পিংকি রানী মজুমদার ৪১তম বিসিএসে (বন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার বাবা দুলাল চন্দ্র মজুমদার, যিনি দীর্ঘ দিন প্রবাসে ছিলেন। মা মমতা রানী মজুমদার একজন গৃহিণী।

পিংকি রানী মজুমদার কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের জাগুরিয়া (ধলিরপাড়) গ্রামে জন্মগ্রহণ করেন। তার ছোটবেলা থেকে বেড়ে উঠা বরুড়া পৌরসভার অফিসপাড়ায়। স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে।

পিংকি রানী মজুমদার শৈশব ছিলেন দুরন্ত। পড়াশোনায় অমনোযোগী ছিলেন। দুষ্টুমি আর খেলাধুলা নিয়ে কেটে যেত সারা বেলা। দুষ্টুমির কারণে মামার বাড়ি পাঠিয়ে দেয় পড়াশোনার জন্য। সেখানে শাসন বারণের মাঝেও ছিল পড়াশোনা, দুষ্টুমি, দুরন্ত শৈশব।

নিজ উপজেলার গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি শেষ করে বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। সেখান থেকে ২০০৬ সালে এসএসসি পাশ করেন। অতঃপর বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে ২০০৮ সালে এইচএসসি পাশ করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান থেকে ২০১৫ সালে স্নাতকে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান এবং ২০১৬ সালে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করে পড়াশোনা শেষ করেন।

২০১৬ সালে জুলাই মাসে মাস্টার্স শেষ করেন। যেহেতু ডিপার্টমেন্টে পজিশন ছিলেন তাই ভেবেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন। #সংগৃীত

Bappy Birthday Rishad Hossain. Late celebration 🤲🤲🤲
24/07/2025

Bappy Birthday Rishad Hossain. Late celebration 🤲🤲🤲

মালিঙ্গা বাংলাদেশের ক্রিকেট খেলা দেখে খুবই আপ্লূত হয়েছেন
23/07/2025

মালিঙ্গা বাংলাদেশের ক্রিকেট খেলা দেখে খুবই আপ্লূত হয়েছেন

হে আল্লাহ আপনি সহায় হোন        #মাইলস্টোন    #জুলাই  #সংগৃীত  #রাজধানীরউত্তরায়মাইলস্টোনস্কুলঅ্যান্ডকলেজে
23/07/2025

হে আল্লাহ আপনি সহায় হোন #মাইলস্টোন #জুলাই #সংগৃীত #রাজধানীরউত্তরায়মাইলস্টোনস্কুলঅ্যান্ডকলেজে

অবশ্যই এবং পাশাপাশি অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ যারা উদ্ধার কাজে জড়িত ছিলেন তাদেরকে জাতীয় বীর খেতাব দিতে হবে  #মাইলস্টোন...
23/07/2025

অবশ্যই এবং পাশাপাশি অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ যারা উদ্ধার কাজে জড়িত ছিলেন তাদেরকে জাতীয় বীর খেতাব দিতে হবে #মাইলস্টোন

একজন আদর্শিক ও মহৎপ্রাণ শিক্ষক
23/07/2025

একজন আদর্শিক ও মহৎপ্রাণ শিক্ষক

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Churnalism By Siraj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Churnalism By Siraj:

Share