02/05/2025
প্রিয় পাঠকগণ, আমি এক অসহায় নারী। সন্তান জন্মদানের পর আমার চেহারায় বয়সের ছাপ পড়ায় আমার স্বামী আমাকে নানাভাবে অপমান করতে শুরু করে। প্রেম করে বিয়ে করলেও এখন সে আমাকে নিয়ে লজ্জা পায়, এমনকি আমার সাথে থাকতে তার ঘৃণা হয়। সম্প্রতি সে কোনো আলোচনা ছাড়াই দ্বিতীয় বিয়ে করে এনেছে এবং আমাকে বলেছে, "থাকতে চাও থাকো, না হয় চলে যাও।"
আমি এখন সম্পূর্ণ হতভাগ্য। আমার বাবা নেই, মা ভাইয়ের সংসারে থাকেন। আমার কোনো পেশাগত দক্ষতাও নেই। আমার সন্তান মাত্র দেড় বছরের। কী করব বুঝতে পারছি না—আমি কি এই অসহ্য জীবন থেকে মুক্তি নেবো, নাকি সতিনের সাথে সংসার চালিয়ে যাবো? কেউ যদি পরামর্শ দেন, খুব উপকৃত হব।
— **একটি দুঃখভারাক্রান্ত মায়ের আকুল আবেদন**
**বিঃদ্রঃ** এটি একটি বাস্তব ঘটনা ভিত্তিক অভিযোগ। অভিযোগকারী "রাবেয়া"।
Sumi's Vlogs