Sumi's Vlogs

Sumi's Vlogs Greetings from my page to all as a sister.

02/05/2025

প্রিয় পাঠকগণ, আমি এক অসহায় নারী। সন্তান জন্মদানের পর আমার চেহারায় বয়সের ছাপ পড়ায় আমার স্বামী আমাকে নানাভাবে অপমান করতে শুরু করে। প্রেম করে বিয়ে করলেও এখন সে আমাকে নিয়ে লজ্জা পায়, এমনকি আমার সাথে থাকতে তার ঘৃণা হয়। সম্প্রতি সে কোনো আলোচনা ছাড়াই দ্বিতীয় বিয়ে করে এনেছে এবং আমাকে বলেছে, "থাকতে চাও থাকো, না হয় চলে যাও।"

আমি এখন সম্পূর্ণ হতভাগ্য। আমার বাবা নেই, মা ভাইয়ের সংসারে থাকেন। আমার কোনো পেশাগত দক্ষতাও নেই। আমার সন্তান মাত্র দেড় বছরের। কী করব বুঝতে পারছি না—আমি কি এই অসহ্য জীবন থেকে মুক্তি নেবো, নাকি সতিনের সাথে সংসার চালিয়ে যাবো? কেউ যদি পরামর্শ দেন, খুব উপকৃত হব।

— **একটি দুঃখভারাক্রান্ত মায়ের আকুল আবেদন**

**বিঃদ্রঃ** এটি একটি বাস্তব ঘটনা ভিত্তিক অভিযোগ। অভিযোগকারী "রাবেয়া"।

Sumi's Vlogs

23/04/2025
05/04/2025

কারা কারা আাছো ১৯৯০ এর???
ছেলে মেয়ে

আমরা 90's এর কিড যারা, তারা কপাল করে বাপ মা পাইছিলাম।

যারা কিনা পোলাপানের লাইফের থেকেও তরকারি পুড়ে যাওয়াকে বেশি ইম্পর্ট্যান্ট মনে করতো 🥱🥱।

ছেলে মেয়ের মুড সুইং এর একমাত্র সমাধান ছিল তাদের কাছে বিছানা ঝাড়ু দিয়ে বারি দেওয়া 🙄🙄।

আর "মাই লাইফ, মাই রুলস" এর প্রতিউত্তরে তারা বলতো- "তোর গাল, আমার জুতা" 🤦‍♀️🤦‍♀️।

তাদের কাছে একমাত্র সার্বক্ষণিক কোমল অস্ত্র বলতে থাকতো গাল মুচড়ানি। যেটা তারা যেখানে সেখানে, যত্রতত্র ভাবে প্রয়োগ করতো 😷😷।

তারা এতোটাই সহজ সরল ছিল যে, তাদের পোলাপান বাই রে গিয়ে কারো হাতে মাইর খেয়ে আসলে তারা আবার মাইর দিতো। যেন নেক্সট টাইম ওখানে আর না যাই 😄😄।

তাদের ছেলে মেয়ের নামে কেউ বিচার দিলে তারা আগে একচোট মাইর দিয়ে তারপর জিজ্ঞেস করতো ঘটনা সত্য কিনা। যদি ঘটনা মিথ্যা হইতো তাহলে কান্না থামানোর জন্য আবার একচোট মাইর দিতো 😂😂😂।

আমরা 90's কিড, আমাদের টিফিনের টাকা জমায় আবেগ কেনার সুযোগ থাকত না, কারন আমাদেরকে টিফিন বাড়ি থেকে বানিয়ে ব্যাগের ভিতর দিয়ে দেওয়া হইতো 🫣🫣( আমি প্রতিদিন ২ টাকা পেতাম)।

এখন যেমন বাচ্চারা ভ্যাকেশনে দেশের বাহিরে যায়, আমরাও যাইতাম। বাট ডেস্টিনেশন সবসময়ই সেম, মামার বাড়ি দাদার বাড়ি তবে আমার ঢাকার অন্য জেলা ও আব্বার সুবাদে ঘুরা হয়েছে 🥱🥱।

আমরা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এসব শব্দ জানতামই না স্যান্ডেলের বারির ভয়ে।

আমরা মুখে যতোই বলতাম আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই, আসলে আমরা ওসব কিছুই হতে চাইতাম না। আমরা শুধু বড় হইতে চাইতাম, ঠিক যতোটা বড় হলে আর কারো মাইর না খাওয়া লাগে।

26/03/2025

বিকাশে ১০০০ টাকায় ২০ টাকা দিতে বাধ্য।
অথচ ১০০০ টাকায় ২৫ টাকা যাকাত দিতে অজুহাত খুঁজি। আল্লাহ হেদায়েত দান করুক

25/03/2025

Get super fast organic instagram growth! from Upwork Freelancer Sumi A with 97% job success rate.

19/03/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

18/03/2025

Get targeted b2b lead generation, LinkedIn research and email list building from Upwork Freelancer Sumi A with 97% job success rate.

Address

Katlamara, Hoatpra, Gazipur Sodor
Gazipur
01741499464

Telephone

01704879120

Website

https://www.youtube.com/@SumiAkter-jb8fu

Alerts

Be the first to know and let us send you an email when Sumi's Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumi's Vlogs:

Share