FilmDrop

FilmDrop হিন্দি মুভির সেরা মুহূর্ত — প্রতিদিন নতুন ক্লিপ!

13/05/2025

"পুরুষরাও কষ্ট পায়"

পুরুষরা সবসময় শক্ত থাকার অভিনয় করে, কিন্তু ভেতরে তারাও মানুষ।
সবচেয়ে বেশি কষ্ট পায় যাদের তারা সবচেয়ে বেশি ভালোবাসে—
মা-বাবা, স্ত্রী, সন্তান আর কাছের মানুষদের অবহেলায়।
তারা চুপ থাকে, বলে না কিছু… কারণ তাদের শেখানো হয়
"তুমি তো পুরুষ, তোমার কাঁদা মানায় না।"

তবে মনে রেখো,
ভালোবাসা আর সম্মানই পুরুষের সত্যিকারের শক্তি।

---

#মানবতা #সম্মান_সবার #পুরুষরাও_মানুষ

"সাপ না, কিন্তু নাম স্নেক ফ্রুট! ইন্দোনেশিয়ার টক-মিষ্টি এই দারুণ ফলটা বাংলাদেশে খুব কমেই চেনে কেউ। দেখলেই প্রেমে পড়ে য...
12/05/2025

"সাপ না, কিন্তু নাম স্নেক ফ্রুট! ইন্দোনেশিয়ার টক-মিষ্টি এই দারুণ ফলটা বাংলাদেশে খুব কমেই চেনে কেউ। দেখলেই প্রেমে পড়ে যেতে হয়!"









"স্বাদের নতুন ঠিকানা — Taste of Sohel!"1. বেগুন (Eggplant): কোলেস্টেরল কমাতে সাহায্য করে ও হজমশক্তি বাড়ায়।2. গাজর (Carro...
12/05/2025

"স্বাদের নতুন ঠিকানা — Taste of Sohel!"
1. বেগুন (Eggplant): কোলেস্টেরল কমাতে সাহায্য করে ও হজমশক্তি বাড়ায়।

2. গাজর (Carrot): চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।

3. পেঁয়াজ (Onion): হৃৎপিণ্ড সুস্থ রাখে ও রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে।

4. ব্রকলি (Broccoli): ক্যানসার প্রতিরোধে সাহায্য করে ও শরীর ডিটক্স করে।

5. লাল টমেটো (Tomato): ত্বক সুন্দর রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

6. ক্যাপসিকাম / লাল মরিচ (Red Chili Pepper): বিপাকক্রিয়া বাড়ায় ও ফ্যাট বার্নে সাহায্য করে।

7. ধনেপাতা (Coriander leaves): রক্ত পরিশোধনে সাহায্য করে ও হজম ভালো করে।

8. আলু (Potato): শক্তির উৎস, তবে পরিমিত খাওয়া উচিত।

9. লাউ (Bottle Gourd): হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে ও হজমে সহায়ক।

10. শশা (Cucumber): শরীর ঠান্ডা রাখে ও পানিশূন্যতা দূর করে।

11. বাঁধাকপি (Cabbage): ওজন কমাতে সাহায্য করে ও ফাইবারে ভরপুর।

12. গাজরের মতো সবুজ পাতা (Kale): ভিটামিন কে ও আয়রনের ভালো উৎস।

13. পেঁয়াজ পাতা (Spring Onion): রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও কোলেস্টেরল কমায়।





এই পথ চলা যদি শেষ না হতো কেমন হতো বলো না
15/05/2024

এই পথ চলা যদি শেষ না হতো কেমন হতো বলো না

10/11/2023

Success does not come without hard work.

Address

Gazipur. Malakerbari. National Univercity.
Gazipur
1704

Telephone

+8801954929700

Website

Alerts

Be the first to know and let us send you an email when FilmDrop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FilmDrop:

Share