Rajon's World

Rajon's World Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rajon's World, Gazipur, Dhaka, Dhaka.

30/09/2025

বাংলাদেশি অনলাইন শপ কেন ব্যর্থ হয়? গল্প না বলার কারণে

বাংলাদেশে অনলাইন ব্যবসার সংখ্যা দিনে দিনে বাড়ছে। কিন্তু একটা বিষয় অনেকেই মিস করে যায় তা হলো স্টোরি টেলিং। শুধুমাত্র প্রোডাক্টের ছবি, দাম আর অফার দিলেই বিক্রি হবে এমনটা ভাবা আসলে সবচেয়ে বড় বোকামি। কারণ, আজকের কাস্টমার শুধু প্রোডাক্ট কিনতে চায় না, সে চায় তার সমস্যার সমাধান কি আপনার প্রোডাক্ট দিতে পারবে, সে চায় তার অনুভূতি কি আপনি পূরণ করতে পারবেন আপনার প্রোডাক্ট দিয়ে।

ধরুন, আপনি যদি হ্যান্ডমেইড শাড়ি বিক্রি করেন। শুধু লিখলেন “কটন শাড়ি, দাম ১৫০০ টাকা”—এতে তেমন ইমপ্যাক্ট পড়বে না। কিন্তু যদি বলেন, “এই শাড়ি গরম দিনে দেবে আপনাকে আরামদায়ক অনুভূতি।” —তাহলেই কাস্টমার মনে করবে, সে শুধু শাড়ি কিনছে না, বরং সে তার সমস্যার সমাধান পাচ্ছে।

আরেকটা উদাহরণ ধরা যাক ধরুন একটি কফি শপ অনলাইনে প্রচার করছে। যদি শুধু বলে, “আমাদের কাছে সেরা কফি আছে, দাম ২০০ টাকা”, তাহলে সেটা সাধারণ বিজ্ঞাপন। কিন্তু যদি তারা বলে, “আমাদের কফি বিন আসে চট্টগ্রামের পাহাড়ি চাষিদের কাছ থেকে, যেখানে প্রতিটি বিন প্রাকৃতিকভাবে শুকানো হয়” এই গল্প কাস্টমারকে টানবে, কারণ সে বুঝবে তার কফির পেছনে একটি যাত্রা আছে। বা অরগানিক অনুভূতি আছে।

স্টোরি টেলিং মানে মিথ্যে বানানো গল্প নয়। বরং আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ভেতরের সত্যি গল্পটাই সুন্দরভাবে তুলে ধরা বিষয়। যারা এটা করে, তারা শুধু বিক্রি করে না, তারা ব্র্যান্ড তৈরি করে। আর যারা করে না, তারা শুধু দামে প্রতিযোগিতা করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে।

আজকের অনলাইন মার্কেটে টিকে থাকতে চাইলে শুধু প্রোডাক্ট নয়, বরং গল্প বিক্রি করতে শিখতে হবে।




Targeting is dead in 2025 ⚠️এখন Creative-ই ঠিক করবে কে Scroll থামাবে।Facebook আপনার Audience আপানার চাইতেও ভালো চেনে।কে ...
24/09/2025

Targeting is dead in 2025 ⚠️

এখন Creative-ই ঠিক করবে কে Scroll থামাবে।

Facebook আপনার Audience আপানার চাইতেও ভালো চেনে।

কে late night scroll করে,
কে discount দেখলে চোখ বড় করে,
কে add to cart দিয়ে morning-এ cancel করে
সব ডাটার ভেতর লেখা আছে।

মানে audience খুঁজে বের করার খেলা শেষ।
এখন আসল খেলা creative.

👉 Your visuals.
👉 Your copy.
👉 Your story.
👉 Your offer.

Competitors সবাইকেই পৌঁছাচ্ছে।
কিন্তু তাদের stop-scroll করাবে শুধু আপনার creative

২০২৫ এ সমীকরণ: 👇

Creative = Attention
Attention = Clicks
Clicks = Sales

তাই ads fail করলে targeting-কে নয়,
Creative-কে question করেন।

কারণ আজকের মার্কেটিং-এ -
Creative isn’t part of the strategy.
Creative is THE strategy.

Do you agree?

প্রয়োজনে সহজে খুজে পেতে নিজের টাইমলাইনে রেখে দিন।

Want a FREE page audit? Just message me 'AUDIT'

Rajon's World

জন্ম নিবন্ধন করার জন্য ষ____আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়⁉️এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে ন...
24/09/2025

জন্ম নিবন্ধন করার জন্য ষ____
আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়⁉️

এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশে এখন ডিজিটাল ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে।

দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার✌️, নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনীয় সেবা নিন।

★ নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application

★ জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction

★ জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search

★ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status

★ জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print

★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint৥

সফল হওয়ার আগে কাউকে পাশে পাবেন নাহ...! এটা পুরনো বাক্য
09/09/2025

সফল হওয়ার আগে কাউকে পাশে পাবেন নাহ...! এটা পুরনো বাক্য

Address

Gazipur, Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajon's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajon's World:

Share