RS Anick Eshahak

RS Anick Eshahak Everything is rights IM run one way track........

১ম বিয়ের জন্য মেয়ে দেখতে গেছি। পছন্দও হইছে। পরেরদিন শুনি মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পা"লাইছে।২য় মেয়ে। গ্রামে ঢুকতে পারি নাই। ...
08/08/2025

১ম বিয়ের জন্য মেয়ে দেখতে গেছি। পছন্দও হইছে। পরেরদিন শুনি মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পা"লাইছে।

২য় মেয়ে। গ্রামে ঢুকতে পারি নাই। মেয়ের বয়ফ্রেন্ড দলবল নিয়া কইলো, গাড়ি ঘুরাবি নাকি ভা'ঙমু?

৩য় মেয়ে। বিয়ে প্রায় কনফার্ম। কেনাকাটা শেষ। বিয়ের আগের দিন মেয়ে ফোন দিয়া কইলো, বয়ফ্রেন্ডের লগে রাগারাগি করে বিয়েতে হ্যাঁ বলছি। এখন ঝগড়া মিটছে। আমাকে বিয়ে করলে করতে পারেন, তবে আমি চান্স পেলেই ভাগবো।

৪র্থ মেয়ে। প্রথম কবুল বলে ফেলছি। দ্বিতীয়টা বলার আগেই মেয়ের বয়ফ্রেন্ডের অতর্কিত আক্রমণ। লা"ঠির বা!ড়ির চো! টে গাল ওমনেই হা হইয়া আছে। ৩ হাত পা ভাঙ!ছে। হাসপাতালে নেয়ার কেউ ছিলোনা।

৫ম জন। আমাকে হাসপাতালে রেখেই বাপ-মা মেয়ে দেখতে গেছে। মেয়ের বয়ফ্রেন্ড হাসপাতালে আইসা বাকি পা-টাও ভা"ঙছে।

আপনারা আরো অ্যারেঞ্জ ম্যারেজের আশায় বইসা থাকেন। প্রেম কইরেন না।.

বাংলাদেশে হাই রেঞ্জের প-তি-তা ভার্সিটির। অর্থাৎ বাংলাদেশের এলিট শ্রেণীতে সবচেয়ে চড়া মূল্যে বাসায় আনতে হয় ভার্সিটির সুন্দ...
04/08/2025

বাংলাদেশে হাই রেঞ্জের প-তি-তা ভার্সিটির।
অর্থাৎ বাংলাদেশের এলিট শ্রেণীতে সবচেয়ে চড়া মূল্যে বাসায় আনতে হয় ভার্সিটির সুন্দরী মেয়েদের।

বিশেষ করে ভার্সিটির শিক্ষক,ব্যাংকার,ব্যবসায়ী,নেতা ইত্যাদি ধরণের ক্যাটাগরির মানুষের প্রথম পছন্দ ভার্সিটির মেয়ে।

একেকজন এর রেট ১০ হাজার থেকে এক লক্ষ টাকা হতে পারে৷।
বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির মেয়েদের চাহিদা বেশি।

আমি যখন ভার্সিটিতে পড়ি। তখন আমাদের ভার্সিটির একটা লোকেশনে এসব কার্যকলাপ ছিলো।
ভার্সিটির মেয়েরা এসব করে এগুলা অনেকে বিশ্বাস ই করবে না।

কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে অভিজাত শ্রেনীর মানুষরা এখন ভার্সিটির মেয়ে ছাড়া ভোগ করে না।

আর সাধারণ আবাসিক হোটেল ত লেবার,ড্রাইভার, দিনমজুরদের।

একটা ভার্সিটির মেয়ে যদি মাসে ৩/৪ লাখ টাকা আর্ন করে। সে কিভাবে টাকার লোভ সামলাবে।
চট্টগ্রামে হালিশহরে একটা পতি-তালয়ের সন্ধান পেয়েছি।
যা ভার্সিটির মেয়েদের দ্বারা পরিচালিত।

আর তাদের সেবা গুলো ভিন্ন ধরণের হয়ে থাকে।
যেমন নির্দিষ্ট পতি'তা কে ২/৪ দিনের জন্য কন্টাক্ট করে কক্সবাজার বা নিজেদের বাসায় নিয়ে যায়।

বেশিরভাগ কক্সবাজারে নিয়ে যায় সবাই।
কক্সবাজারে ট্রেন সেবা চালু হয়েছে।
এটার একটা হিডেন ম্যাসেজ আছে।

এই দেশটা কে সমূলে ধ্বংস করতে কক্সবাজারের বিকল্প নাই।
ট্যুরিস্ট স্পট গুলো সহজলভ্য করা মানে। আর্থিক ব্যানিফেশিয়াল এর পাশাপাশি অবাধ যৌনতা দিয়ে দেশ কে ডুবিয়ে দেওয়া।

কক্সবাজারে অধিকাংশ যায় এসব হোটেলে প্রাইভেট এনজয় করার জন্য৷
আর ঢাকার কথা কি বলব।

ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলো অবস্থা ভয়াবহ।
ঢাকা এখন স্মার্ট পতি-তা নগর৷

—সংগ্রহ পোস্ট

30/05/2025

"বাবা নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এল। গিয়ে দেখলো, তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে..!😊
রাতে তিন জন যখন এক সাথে ডিনার টেবিলে বসলো, বাবা জিজ্ঞেস করলো-- তোর সাথে এই মেয়েটি কে রে ? 🤔

ছেলে বলল- বাবা, ও আমার রুম পার্টনার, আমার সাথে থাকে . . . তুমি এটা নিয়ে কী ভাবছ, সেটা আমি জানি। কিন্তু আমাদের দুজনের মধ্যে সে রকম কোন সম্পর্কই নেই। আমাদের দুজনের আলাদা আলাদা কামরা, আলাদা আলাদা বেড | আমরা দু'জন শুধু খুব ভাল বন্ধু।
বাপ বলল- ঠিক আছে..! 😇

পরের দিন বাপ নিজের গ্রামে চলে গেল..!
এক সপ্তাহ পর...!😊

মেয়েটি ছেলেটিকে বলল --শোনো, গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন, ওই প্লেটটা খুঁজে পাচ্ছি না, আমার সন্দেহ তোমার বাবাই এটা নিয়ে গেছেন।

ছেলেটি রেগে গিয়ে বলল-- শাট আপ.. . এসব কী কথা, তুমি কি আমার বাবাকে চোর বলছো ?

মেয়েটি বলল- তা না | কিন্তু, তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করেই দেখো না, জিজ্ঞেস করতে আপত্তি কিসের?
ছেলেটি বলল- OK, আমি জিজ্ঞেস করব..!🙄

পরদিন ছেলে বাপকে একটা ই-মেল পাঠালো..তাতে লিখলো--আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন, অথবা এটাও বলছি না যে আপনি প্লেটটা নিয়ে যাননি ... মানে, যদি ভুলবশতঃ আপনি প্লেটটা নিয়ে গিয়ে থাকেন, তাহলে ওটা ফেরত দিয়ে দেবেন কারণ, ওটা ওই মেয়েটির খুব পছন্দের প্লেট।

ইতি,
আপনার ছেলে..! 😊

এক ঘন্টা পরই বাবার জবাব এলো-- আমি এটা বলছি না যে তোর্ রুম পার্টনার রাতে তোর্ সাথে ঘুমায় আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর্ সাথে ঘুমায় না। তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে, নিজের বেডে শুতে যেত, তাহলে ওর বালিশের নিচেই সে তার প্লেটটা পেয়ে যেত, কারণ প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসেছিলাম।

ইতি
তোর বাপ..!😂😢🙄

#বাপ

ব্যাংকিং ক্যারিয়ারের 1 বছর + এ যা দেখলাম "যত বিবাহিত মেয়ে একাউন্ট ওপেন করতে আসে বা ডিপি এস, সঞ্চয় পত্র কিনতে আসে ৯০% মেয়...
06/05/2025

ব্যাংকিং ক্যারিয়ারের 1 বছর + এ যা দেখলাম "যত বিবাহিত মেয়ে একাউন্ট ওপেন করতে আসে বা ডিপি এস, সঞ্চয় পত্র কিনতে আসে ৯০% মেয়ে বা মহিলা তার স্বামীকে নমিনি দিতে চায় না, নমিনী দেয় তার মা বাবা অথবা ভাই বোনকে, কিন্তু বিবাহিত পূরুষদের ৯৫% ই স্ত্রীকে নমিনি দিতে চায়।"

তারমধ্যে অনেক প্রায় ২০% আসে তার সম্পূর্ণ আয় স্ত্রীর নামে ব্যাংকে রাখে। কিন্তু ২% স্ত্রী পাওয়া যাবে কিনা সন্দেহ যে নিজের ইনকাম স্বামীর নামে রাখে। এটাই নারী ও পুরুষের মধ্যে পার্থক্য...

লেখকঃ মো: ইয়াছিন হোসেন একজন ব্যাংকার।😅💔

04/05/2025
😝🤨
27/04/2025

😝🤨

অনেকেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে ফিলিস্তিনের পতাকা ব্যবহার করার ক্ষেত্রে ভুল পতাকা ব্যবহার করছেন! দেখে নিন কোনটা ফিলিস্তি...
08/04/2025

অনেকেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে ফিলিস্তিনের পতাকা ব্যবহার করার ক্ষেত্রে ভুল পতাকা ব্যবহার করছেন!

দেখে নিন কোনটা ফিলিস্তিনের আসল পতাকা! 🇵🇸

30/03/2025

৩৩ বছর পর আবার দেখা মিলে গেলো একই মাসে রমজান ও ঈদ!
আলহামদুলিল্লাহ 🌙🤍

Address

Dhaka
Gazipur
TONGI

Alerts

Be the first to know and let us send you an email when RS Anick Eshahak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RS Anick Eshahak:

Share