Qur’aanic Sounds "কুরআনের ধ্বনি"

Qur’aanic Sounds "কুরআনের ধ্বনি" (❁´◡`❁) তুমি জান্নাত চেয়েও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। হযরত আলী (রা)

কুরআন এবং হাদিসের আলোকে।। হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সা. বলেছেন, 'কিয়ামত কায়েম হবে না, যে পর্যন্ত ...
12/12/2024

কুরআন এবং হাদিসের আলোকে।।
হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সা. বলেছেন, 'কিয়ামত কায়েম হবে না, যে পর্যন্ত না ইলম ওঠিয়ে নেয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে, হারজ বৃদ্ধি পাবে। (হারজ অর্থ খুনখারাবী) তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে, উপচে পড়বে।' (বুখারি, হাদিস ৯৭৯)
এ ছাড়াও কিয়ামতের আগে মানুষের মধ্যে যে ৫৬ আচরণের প্রকাশ ঘটবে।।
১. নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না।
২. আমানতের খেয়ানত করবে।
৩. সুদের লেনদের করবে।।
৪. মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে।
৫. সামান্য বিষয়ে অন্যের প্রাণ সংহার করবে।
৬. উচু উচু ভবন নির্মাণ করবে।
৭. আত্মিয়তার সর্ম্পক ছিন্ন করবে।
৮. ইনসাফ উঠে যাবে।।
৯. জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে।
১০. তালাক বেড়ে যাবে।
১১. আকস্মিক মৃত্যু বেড়ে যাবে।।।
১২. সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য মনে করা হবে।
১৩. দুর্নীতি পরায়ন মানুষদের সেবক মনে করা হবে।
১৪. অপবাদ আরোপের পরিমাণ বেড়ে যাবে।
১৫. লোকেরা সন্তান নেয়া বন্ধ করে দিবে।
১৬. নীচ লোকেরা সম্পদশালী হবে।
১৭. ভদ্রলোকেরা নিষ্পষিত, লাঞ্চিত হবে।
১৮. আমানতের খেয়ানত হবে।
১৯. শাসক শ্রেণির লোকেরা অহরহমিথ্যা কথা বলবে।
২০. নেতৃবর্গ জালেম হবে।
২১. আলেম ও কারিগণ বদকার হবে।
২২. স্বর্ণের দামকমে যাবে এবং রুপার দাম বেড়ে যাবে।
২৩. গুনাহের পরিমাণ বেড়ে যাবে।
২৪. জান মালের নিরাপত্তা কমে যাবে।
২৫. শরিয়তের দন্ড বিধি অকার্যকর হবে।
২৬. ব্যাপকভাবে মদ্যপান ছড়িয়ে পড়বে।
২৭. কোরআন শরিফ সঞ্জিত করা হবে।
২৮. দাসি স্বীয় মুনিবকে ভর্ৎসনা দিবে।
২৯. নিচু শ্রেণির লোকেরা দেশের শাসক বনে যাবে।
৩০. নারী-পুরুষ কাধে কাধ মিলিয়ে কাজ করবে।
৩১. পুরুষরা মহিলার বেশ এবং মহিলারা পুরুষের বেশ ধারণ করবে।
৩২. গাইরুল্লাহর নামে শপথ করা হবে।
৩৩. মুসলমানরাও নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দিবে।
৩৪. সম্মানের রেওয়াজ উঠে যাবে।
৩৫. দুনিয়া লাভের আশায় দ্বীন ইলম শিক্ষা করা হবে
৩৬. আখেরাতের কাজের দ্বারা দুনিয়া অর্জন করা হবে।
৩৭. জাতীয় ও রাষ্ট্রিয় সম্পদকে নিজের মনে করা হবে।
৩৮. আমানতের মালকে লুটের মাল মনে করা হবে।
৩৯.সমাজের নিচ ও নিকৃষ্ট লোককে নেতা বানানো হবে।
৪০.সন্তান পিতা-মাতার অবাধ্য হবে।।
৪১. বন্ধু বন্ধুর ক্ষতি করবে।
৪২. লোকেরা স্ত্রীর আনুগত্য করবে।
৪৩. বদকার লোকেরা মসজিদে শোরগোল করবে।
৪৪.গায়িকা মহিলাদ

27/09/2024

একটা ১৯ বছরের মেয়েকে,

বিয়ে করার জন্য একটা ছেলে অনার্স-মাস্টার্স দিয়ে ২৮ বছরে প্রতিষ্ঠিত হয়েছে।

অথচ এই মেয়েকে কোনো কিছু ছাড়াই দিনের পর দিন ভো'গ করেছে তার সম-বয়সী কলেজ বয়ফ্রেন্ড।

এই সমাজের জন্য দায়ী কে?

হালাল উপার্জন সহজ নয়। আল্লাহ আমাদেরকে হালাল উপায়ে উপার্জন করার তাওফিক দান করুন।❤️🌸
19/06/2024

হালাল উপার্জন সহজ নয়। আল্লাহ আমাদেরকে হালাল উপায়ে উপার্জন করার তাওফিক দান করুন।❤️🌸

13/02/2024
• Today's the best Photo 🌿🥰•🔴 Beautiful                                                                                 ...
17/01/2024

• Today's the best Photo 🌿🥰
•🔴 Beautiful


















































Today's the best Photo 🌿🥰
💚💚💚💚💚💚💚💚💚💚

আলহামদুলিল্লাহ্‌ ❤️🥀• Today's the best Photo 🌿🥰•🔴 Beautiful                                                             ...
17/01/2024

আলহামদুলিল্লাহ্‌ ❤️🥀

• Today's the best Photo 🌿🥰
•🔴 Beautiful


















































Today's the best Photo 🌿🥰
💚💚💚💚💚💚💚💚💚💚

• Today's the best photo  🌿🥰•🔴 Beautiful                                                                                ...
14/01/2024

• Today's the best photo 🌿🥰

•🔴 Beautiful














































10/01/2024

রাতের সেরা পোস্ট (𝐀𝐋𝐋𝐀𝐇)💚🌺

09/01/2024

(❁´◡`❁) তুমি জান্নাত চেয়েও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। হযরত আলী (রা)

Address

Gazipur

Telephone

+8801957401070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qur’aanic Sounds "কুরআনের ধ্বনি" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qur’aanic Sounds "কুরআনের ধ্বনি":

Share