Jannat aviary

Jannat aviary i am very simple person

26/09/2025

আল্লাহ্ তা‘আলার বাণীঃ ‘‘নিশ্চয়ই সালাত নির্ধারিত সময়ে আদায় করা মু’মিনদের উপর ফার্য (ফরয)।’’ (সূরাহ্ আন-নিসা ৪/১০৩)

10/09/2025

WhatsApp me for details

06/09/2025

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, তারা (সাহাবাগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! ইসলামে কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেনঃ যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে। (মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫) (আধুনিক প্রকাশনীঃ ১০, ইসলামিক ফাউন্ডেশনঃ ১০)

04/09/2025

ইবন ’উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি।

১. আল্লাহ্ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল-এ কথার সাক্ষ্য প্রদান করা।

২. সালাত কায়িম করা।

৩. যাকাত আদায় করা।

৪. হাজ্জ সম্পাদন করা এবং

৫. রমাযানের সিয়ামব্রত পালন করা।

04/09/2025

কোনো কিছু পাওয়ার জন্য
জোর জবরদস্তি করো না।
তুমি ততটুকুই পাবে,
যতটুকু আল্লাহ তোমার জন্য
বরাদ্দ রেখেছেন...

---শ্যায়খ ইবনুল আরাবী---

29/08/2025

ওযুর শুরুতে বলুন “বিসমিল্লাহ”
এবং
ওযুর শেষে পাঠ করুন কালেমায়ে শাহাদাত

“আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকালাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু”

ফযীলতঃ
রাসূল (সা:) বলেছেন, যে ব্যক্তি পরিপূর্ণ ও উত্তমরূপে ওযু করবে এবং ওযু শেষ করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করবে, তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। [সহীহ মুসলিম-২৩৪]

Raj golla running pair for sale
15/08/2025

Raj golla running pair for sale

14/08/2025

মাশাআল্লাহ

23/01/2024

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্।
🌄শুভ সকাল!
🟧আজ মঙ্গলবার ।
🟩২৩ জানুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ।
🟦০৯ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ।
🟪১১ রজব ১৪৪৫ হিজরী।
🌅ঋতু- শীতকাল।
⬛ফজর- ০৫:২৪ মিনিট
🟨যোহর- ১২:১২ মিনিট
🟫আসর- ০৪:০১ মিনিট
🔲মাগরিব- ০৫:৩৯ মিনিট
⬜ইশা- ০৬:৫৭ মিনিট।
🌄সূর্যোদয়- ০৬:৪২ মিনিট এবং
⏺সূর্যাস্ত- ০৫:৩৯ মিনিট (ঢাকা)।
সালাত কায়েম করুন সকল কাজের শুরুতে বিসমিল্লাহ আমল করুন সর্বদা আল্লাহকে স্মরণ করুন নিরাপদ ও আনন্দময় কাটুক আপনার সারাদিন ইনশাআল্লাহ।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়

22/01/2024

জাবির রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

بَيْنَ الْعَبْدِ وَبَيْنَ الْكُفْرِ تَرْكُ الصَّلاَةِ

বান্দা ও কুফর এর মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেয়া।

রেফারেন্সঃ
সুনানে আবু দাউদ, হাদীস ৪৬৭৮

পাদটীকাঃ
ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়া কোনো মুসলমানের কাজ হতে পারে না। নামাজ ছেড়ে দেয়া তো কাফেরের কাজ। যদি কেউ ইচ্ছাকৃত কোনো নামাজ ছেড়ে দেয়, তবে সে যেন মুমিন ও কাফেরের এ পার্থক্যটি মুছে দিল।

অবশ্য কেউ যদি নামাজ ছেড়ে দেয়াকে অন্যায় মনে করা সত্ত্বেও নামাজ ছেড়ে দেয়। তবে এ অপরাধের কারণে সে কাফের হয়ে যাবে না। সে ফাসেক হবে। আর যদি কেউ নামাজ ছেড়ে দেয়াকে কোনো অন্যায় মনেই না করে, তবে সে কাফের হয়ে যাবে।

20/01/2024

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত,

لَعَنَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِيَ وَالمُرْتَشِيَ فِي الحُكْمِ

বিচারক্ষেত্রে ঘুষখোর ও ঘুষদাতাকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অভিসম্পাত করেছেন।

রেফারেন্সঃ
জামে আত-তিরমিযী, হাদীস ১৩৩৬ (আহমাদ শাকের তাহকীককৃত) ১৩৪০ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

Address

Mahmud Denim Road , Shofipur
Gazipur
1751

Alerts

Be the first to know and let us send you an email when Jannat aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share