10/10/2025
# আসসালামু_আলাইকুম
⏰ শনিবার ⏰
♢১১ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ
♢১৮ রবিউস সানি ১৪৪৭ হিজরি
♢২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
___
___
⏰ রবিউস সানি মাসের আমল ⏰
1. রবিউস সানি মাসের বিশেষ কোন ইবাদাত নেই।
2. আইয়ামে বীযের রোযা ১৩,১৪,১৫ রবিউস সানি
(৬,৭,৮ অক্টোবর)।
3. সোমবার ও বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নাত রোযা।
🔹রমাদানের ভাংতি বা কাযা রোযা থাকলে দ্রুত রেখে দিবেন।
♥ আপডেট সব পোস্ট পেতে আমাদের প্রধান পেজটি ফলো করতে পারেন // " প্রতিদিনের নামায ও রোযার সময়সূচী " \\♥
____
____
🔸যে দিন রোযা রাখতে হয় তার আগের দিন রাতে সাহরি খেতে হয়।
❌আযান পর্যন্ত বা ফজরের ওয়াক্তে সাহরি খাওয়া যাবে না। খেলে রোযা হবে না। সাহরি না খেয়েও রোযা রাখা যায়। তবে উত্তম না। সাহরি খাওয়া সুন্নাত ও অনেক বরকতের। সাহরির শেষ সময় জেনে নিবেন ইনশাআল্লাহ।🚫
(♥ ঢাকা জেলার জন্য প্রযোজ্য♥)
1 ●তাহাজ্জুদের উত্তম সময় শুরু -১২:৫৯
2 ●সাহরি ও তাহাজ্জুদ শেষ -৪:৩৩
3 ●ফজর শুরু -৪:৩৯/ফজর শেষ -৫:৫৩
4 🚫সূর্যোদয় -৫:৫৪
5 🚫নিষিদ্ধ সময় -৫:৫৪~৬:১৩
6 ●ইশরাক -৬:১৪~১১:৩৪ (প্রথম দিকে পড়াই উত্তম)
7 ●চাশত -১০:০০~১১:৩৪
8 🚫নিষিদ্ধ সময় -১১:৩৫~১১:৪৫
9 ●যাওয়াল -১১:৪৮~১২:১৮
10 ●যুহর শুরু -১১:৪৮/যুহর উত্তম শেষ -৩:০৬/যুহর শেষ -৩:৫৭
11 ○আছর শুরু -৩:০৮/আছর শেষ -৫:১৬ (শাফেয়ী)
12 ●আছর শুরু -৩:৫৯/আছর শেষ -৫:১৬
13 ○আছর মাকরূহ শুরু -৫:১৭/মাকরূহ শেষ -৫:৩০
14 🚫নিষিদ্ধ সময় -৫:৩১~৫:৩৬
15 🚫সূর্যাস্ত -৫:৩৬
16 ●ইফতার -৫:৩৯
17 ●মাগরিব শুরু -৫:৩৯/মাগরিব শেষ -৬:৫১
18 ●নফল নামায-মাগরিব থেকে ইশা পর্যন্ত (আওয়াবিন)
19 ●ইশা শুরু -৬:৫৩/ইশার উত্তম শেষ -৯:১৭/জায়েজ শেষ -১১:০৭
20 ○ইশা মাকরূহ শুরু -১১:০৮/মাকরূহ শেষ -৪:৩৩
____
____
🚫 বিঃদ্রঃ 🚫
✅ 1) সতর্কতার জন্য সাহরিতে ৬ মিনিট কম ও ইফতারে ৩ মিনিট বেশি রাখা হয়েছে।
যদি কেউ সঠিক ভাবে নিজ স্থানের সুবহে সাদিক ও সূর্যাস্তের সময় বের করতে পারেন তাহলে সেই অনুপাতে সাহরি ও ইফতার করতে পারেন, তাতে আমাদের কোন আপত্তি বা দ্বিমত নেই।
✅ 2) যুহর ও যাওয়ালে ৩ মিনিট বেশি রাখা হয়েছে।
___
___
🔻কিয়ামুল লাইল (তাহাজ্জুদ) : - ইশার পর থেকে সাহরির শেষ সময় পর্যন্ত।
🔺অন্যান্য নফল নামায : - নিষিদ্ধ তিন সময়, ফজরের ওয়াক্ত ও আছরের পরে বাদে সব সময় পড়া যাবে।
🔻সালাতুত দুহা (আওয়াবিন) : - ইশরাক ও চাশতের নামাজ ই সালাতুত দুহা। আওয়াবিনও বলা হয়।
🔺কাযা নামায : - নিষিদ্ধ তিন সময় বাদে সব সময় পড়া যাবে।
____
____
⭕বিঃদ্রঃ উক্ত সময় ঢাকা জেলার জন্য প্রযোজ্য⭕
___
___
জাঝাকুমুল্লাহু খইরন