21/04/2025
জুতা পরিষ্কার করা একটা দেশের অর্থনীতি ঘুরিয়ে দিতে পারে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন তবুও তাদের হম্বিতম্বি খুব একটা নেই, অথচ আমেরিকা আজও তাদের নিয়ে চিন্তিত! এটা খুজতে গিয়ে প্রযুক্তি, সামরিক শক্তি ছাড়াও যা পেলাম তা শকিং...
চীনের প্রায় প্রতিটা পরিবারে একটা ছোট কারখানা, একটা সেলস ইউনিট।
তারা যেমন দক্ষ প্রোডাক্ট তৈরিতে, তেমনি ভয়ানক স্কিলড মার্কেটিং ও সেলস-এও!
📌 এই দানবীয় দক্ষতার মূল উৎস কী জানেন?
→ চীনের শিক্ষা ব্যবস্থা।
চীনের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে একটা বাধ্যতামূলক কোর্স আছে – প্রোডাক্ট সেলিং এক্সারসাইজ। এটা শুধু কোর্স না, এটা জীবন শেখার চর্চা।
কেউ জুতা পালিশ করছে, কেউ গান গেয়ে লোক আকর্ষণ করছে, কেউ চকলেট বা পানি ফ্রি দিচ্ছে, কেউ চোখ বেঁধে "বিশ্বাস" ক্যাম্পেইন করছে, সবচাইতে বড় শিক্ষা "সেল করো!"
সেলসের গুরুদের মতে, সেলস করতে হলে চামড়া মোটা করতে হয়, অনেক মোটা.. ভাল সেলসম্যান দের পাতলা চামড়া তার অযোগ্যতা।
হ্যাঁ, অনেকে তুচ্ছ ভাবছে তাকে, অথচ সে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নিজের প্রজেক্টের অংশ হিসেবে মাঠে নেমেছে।
তাদের শিক্ষা:
নিজে পণ্য ঠিক করো → নিজের মত করে সেল করো → রিজেক্ট হও → আবার দাঁড়াও → শিখে ফেলো।
কারণ, একবার প্রোডাক্ট বিক্রি করতে মেক্সিমাম টাইম ১৩–১৫ বার “না” শুনতে হতে পারে..! প্রশ্ন হলো – ১৬তম বার কে দাঁড়িয়ে থাকে?
এই শিক্ষা থেকেই চীন দাঁড়িয়েছে বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি হিসেবে।
কারণ, যে সেলস জানে, সে ঠেকে থাকে না।
সেলস মানে শুধু বিক্রি না,
সেলস মানে প্রেজেন্টেশন করতে জানা।
সেলস মানে পাব্লিক স্পিকিং করতে জানা।
সেলস মানে কমিউনিকেশন স্কিল জানা।
সেলস মানে ❝রিজেকশন❞ মেনে নেওয়ার শিক্ষা।
আরেকট শক দেই, পড়েন:
★ বাংলাদেশে বছরে স্টার্টআপ হয়: মাত্র ২,৫০০টি
★ আমেরিকায় প্রতি বছর: ৫ লাখ+
★ চীনে প্রতি বছর: ৬৫ লাখ+ (টাইপিং ভুল না! এটা সত্যিই ৬৫ লাখ!)
এটাই সেলস এর ক্ষমতা, এখন ভাবুন, আপনি হাতিরঝিলে দাঁড়িয়ে পানি বিক্রি করছেন, পাশের বাসার আন্টি দেখে ফেললো! বা আপনার বাসায় জেনে গেলো, আপনি ঝালমুড়ি বিক্রি করছেন ভার্সিটিতে (RIP)
অস্বস্তি লাগছে না.? ২/১ টা কথাও কমেন্টে শুনায়া দিতে ইচ্ছা করছে তাই না.?