Online Haat

Online Haat Health Food & Household Products Store

Uber এর নিজের কোন গাড়ি নেই,Amazon এর অধিকাংশ প্রোডাক্ট তাদের নিজেদের না, Alibaba এর কোন ইনভেন্টরি নেই। কিন্তু মজার ব্যাপ...
15/12/2025

Uber এর নিজের কোন গাড়ি নেই,
Amazon এর অধিকাংশ প্রোডাক্ট তাদের নিজেদের না,
Alibaba এর কোন ইনভেন্টরি নেই।

কিন্তু মজার ব্যাপার হলো এরা বিশ্বের টপ কোম্পানি!!

কারণটা কি জানেন?
"The Art of being a good Middleman."

আমরা সবাই দালালদের ঘৃণা করি, তাই না?
আমাদের ধারণা,
মাঝখানের লোকটাকে সরাতে পারলেই সব সস্তা হয়ে যাবে।
কিন্তু বাস্তবতা হলো,
মডার্ন ইকোনমির পুরোটাই দাঁড়িয়ে আছে এই Middleman-দের ওপর।
আর যারা সফলভাবে এই পজিশনটা নিতে পারছে,
তারাই এখন রাজত্ব করছে।

ব্যাপারটা একটু খুলে বলি।
ধরুন, আপনি দারাজ থেকে একটা নেক ফ্যান (Neck Fan) কিনলেন।
দারাজ কিন্তু এই ফ্যানটা বানায়নি।
তারা শুধু একটা প্ল্যাটফর্ম দিয়েছে।
ফ্যানটা হয়তো বানিয়েছে চায়নার এক ম্যানুফ্যাকচারার,
সেখান থেকে কিনেছে এক হোলসেলার,
তার থেকে কিনেছে ডিস্ট্রিবিউটর,
আর সবশেষে দারাজের মাধ্যমে সেটা আপনার হাতে।
এখানে ৫-৬ জন মানুষ বা কোম্পানি মাঝখানে ছিল!!

আপনি হয়তো ভাবছেন,
"ইশ! ডিরেক্ট ফ্যাক্টরি থেকে কিনলে কত কম পড়তো!"
সমস্যা হলো, "Direct-to-Consumer" বা DTC মডেল শুনতে খুব ফ্যান্সি লাগলেও, বাস্তবে এটা কাজ করানো প্রায় অসম্ভব।

কারণটা সিম্পল।
একটা ম্যানুফ্যাকচারারের কাজ হলো প্রোডাক্ট বানানো,
কাস্টমার সার্ভিস দেয়া বা লজিস্টিকস সামলানো না।
ডিস্ট্রিবিউটররা এই "ঝামেলা" গুলো নিজের কাঁধে নেয় বলেই ম্যানুফ্যাকচারাররা নিশ্চিন্তে প্রোডাকশন করতে পারে।

এই এফিসিয়েন্সির দামটাই আমরা দিই।

🟣আপনি যখন ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করেন, দোকানদার কিন্তু খুশি মনেই তাদেরকে একটা ফি দেয়। কেন? কারণ ক্যাশ টাকার ঝামেলা, হিসাব রাখা, আর সিকিউরিটি মেইনটেইন করার চেয়ে ওই কয়েক পয়সা ফি দেয়া অনেক সহজ। এখানে Visa বা Mastercard হলো ব্যাংক আর আপনার মাঝখানের মিডলম্যান।

🟣 বড় বড় টেক কোম্পানিগুলো (Google, Meta) সরাসরি কর্মী নিয়োগ না দিয়ে অনেক সময় কনসাল্টিং ফার্ম বা এজেন্সির মাধ্যমে লোক নেয়। এতে তাদের লিগ্যাল রিস্ক কমে যায়। মাঝখান থেকে এই এজেন্সিগুলো শুধু কানেকশন করিয়ে দিয়েই বিলিয়ন ডলার কামায়।

🟣 অ্যামাজন বা ওয়ালমার্ট কেন অপরাজেয়?
কারণ তারা জানে আপনি কখন কী কিনবেন।
তারা সাপ্লায়ারের ডেটাও জানে,
আবার আপনার পকেটের অবস্থাও জানে।
দুই পক্ষের তথ্য যার কাছে, সেই আসল রাজা।

🟣 Honey অ্যাপের কথাই ধরুন (যেটা নিয়ে রিসেন্টলি অনেক বিতর্ক হয়েছে)। তারা দাবি করতো তারা আপনার জন্য কুপন খুঁজে দিচ্ছে। কিন্তু বাস্তবে তারা হয়তো এফিলিয়েট লিংকের মাধ্যমে মাঝখানে ঢুকে কমিশন খাচ্ছিল, যেখানে হয়তো তাদের কোন অবদানই ছিল না। এটা অনৈতিক হতে পারে, কিন্তু এটাই প্রমাণ করে যে শুধু ট্রানজেকশনের মাঝখানে ঢুকে যেতে পারলেই টাকার অভাব হয় না।

আপনি যদি বিজনেস করতে চান,
সব সময় নতুন কিছু বানাতে হবে ব্যাপারটা এমন না!
ভাবুন কোথায় একটা গ্যাপ আছে যেখানে আপনি ভ্যালু এড করতে পারেন?
সাপ্লাই চেইনের কোথায় দাঁড়ালে আপনি বায়ার এবং সেলার দুইজনেরই জীবন সহজ করতে পারবেন?

মনে রাখবেন, The art of good business is being a good middleman. যারা কানেক্ট করতে জানে, ক্রিয়েট করতে না জানলেও চলে।
আমরা এইরকম সেবা নিয়ে কাজ করি। যারা আমাদের সাথে থেকে নিজের একটা ব্যবসা দাড় করয়াতে চান তাদ্রা যোগাযোগ করুন।
Whatsapp 01575-283576 ✨ #

সম্মানিত ক্রেতাদের অনলাইন হাট এর পক্ষ থেকে শুভেচছা জানাচ্ছি। যারা আমাদের থেকে নিয়মিত পন্য বা সেবা নেন তাদের প্রতি কৃতজ্ঞ...
11/12/2025

সম্মানিত ক্রেতাদের অনলাইন হাট এর পক্ষ থেকে শুভেচছা জানাচ্ছি। যারা আমাদের থেকে নিয়মিত পন্য বা সেবা নেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনলাইন হাট সর্বদা চেষ্টা করে মানসম্মত এবং প্রয়োজনীয় পন্য বা সেবা দিতে। তাই আপনাদের জন্য বছরের শেষ মানে ডিসেম্বর মাসে অতিরিক্ত কিছু দুবিধা নিয়ে এসেছে।
১) ফ্রি ডেলিভারী।
২) ২০২৫ সালের অর্ডার অনুযায়ী গিফট (নিচে দেওয়া নাম্বারে পূর্ন ঠিকানা দিতে হবে)।
৩) বেশি দামি পন্যের ক্ষেত্রে কিস্তী বা ইন্সটলমেন্ট সুবিধা।
৪) ব্যবসা করতে চান তাদের জন্য ডিলার মূল্যে পন্য।
৫) যাদের পুজি কম তারা এফিলিয়েট মার্কেটিং কর‍তে পারেন। শর্তসাপেক্ষে "প্রয়াস ফাউন্ডেশন" এর মাধ্যমে ফান্ডিং সহায়তা করা হবে।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন।
Whatsapp: 01575-283576

বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃক গোষ্ঠী তাকাফুল চুক্তির আওতায় ২,৫৮,৪০০ টাকার দাবি পরিশোধআজ (০৯ ডিসেম্বর, মঙ্গলবার) বেঙ্গল ইসলাম...
09/12/2025

বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃক গোষ্ঠী তাকাফুল চুক্তির আওতায় ২,৫৮,৪০০ টাকার দাবি পরিশোধ

আজ (০৯ ডিসেম্বর, মঙ্গলবার) বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইকো ব্যাটারিজ লিঃ-এর মধ্যে বিদ্যমান গোষ্ঠী তাকাফুল চুক্তির আওতায় ইকো ব্যাটারিজ লিঃ-এর সেলস্ সার্ভিস বিভাগের সুপারভাইজর মরহুম শহিদুল ইসলাম-এর স্ট্রোক জনিত চিকিৎসা খরচ ও পরবর্তীতে তাঁর মৃত্যুতে মৃত্যু দাবি বাবদ মোট ২ লাখ ৫৮ হাজার ৪শত টাকার চেক প্রদান করা হয়। গাজীপুরের মাওনাতে অবস্থিত ইকো ব্যাটারিজ লিঃ-এর নিজস্ব কারখানায় উক্ত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মীদের উপস্থিতিতে মরহুমের মনোনীতকের নিকট চেক হস্তান্তর করেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম।

এসময় আরোও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের হেড অব কর্পোরেট বিজনেস মোঃ মাজহারুল ইসলাম, হেড অব ক্লেইমস্ মোঃ আনিসুর রহমান সুমন এবং ইকো ব্যাটারিজ লিঃ এর পক্ষে উপস্থিত ছিলেন ফ্যাক্টরি ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, ম্যানেজার - এইচআর, এডমিন ও কম্প্লায়েন্স মোঃ জসিম উদ্দিন এবং ম্যানেজার - প্রোডাকশন মোঃ ইসমাইল হোসেন ।
আপনার বা আপনার পরিবারের সুরক্ষার জন্য বেছে নিন আপনার উপযোগী পলিসি। আমাদের সাথে যোগাযোগ করুন।
Whatsapp : 01575-283576

অনলাইন হাট এর সম্মানিত ক্রেতাদের জন্য নিয়ে এসেছি একের ভিতর দুই। আগরবাতির সুঘ্রাণ এবং সেইসাথে মশা নিবারন।মশা তাড়ানোর কয়েল...
09/12/2025

অনলাইন হাট এর সম্মানিত ক্রেতাদের জন্য নিয়ে এসেছি একের ভিতর দুই। আগরবাতির সুঘ্রাণ এবং সেইসাথে মশা নিবারন।
মশা তাড়ানোর কয়েল স্বাস্থ্যের জন্য ক্ষতিকির হলেও ব্যবহার না করে উপায় নাই। কিন্তু কয়েলের উপাদান ভাল না হলে আরও বেশি ক্ষতিকর। তাই স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত আমাদের আগরবাতি এবং মশা তাড়ানোর স্টিক।
১প্যাকেটে ২ ধরনের ৫টি করে মোট ১০টি কাঠি থাকে। ৫টি সুঘ্রাণে ভরপুর আগরবাতি এবং ৫টি মশা তাড়ানোর স্টিক। প্রথমে ১-২টি মশা তাড়ানোর স্টিক জ্বালিয়ে দরজা বা জানালা খুলে রাখুন, পরে দরজা বা জানালা লাগিয়ে ১টি আগরবাতি স্টিক জ্বালিয়ে রাখুন। ঘরে অনুভব করুন অন্যরকম অনুভূতি।
খুচরা বা পাইকারী নিতে যোগাযোগ করুন।
হেলথকেয়ার এবং বিউটি কেয়ার পন্য নিয়ে কমিশন ভিত্তিক কাজ করতে চাইলে যোগাযোগ করুন।
Whatsapp 01575-283576

"যদি আপনি ঘুমের মধ্যেও উপার্জন করার কোনো উপায় খুঁজে না পান, তবে আপনাকে মৃত্যুর দিন পর্যন্ত কাজ করে যেতে হবে।"— ওয়ারেন ...
28/11/2025

"যদি আপনি ঘুমের মধ্যেও উপার্জন করার কোনো উপায় খুঁজে না পান, তবে আপনাকে মৃত্যুর দিন পর্যন্ত কাজ করে যেতে হবে।"

— ওয়ারেন বাফেট

এটা শুনতে কঠিন, কিন্তু সত্য।

বেশিরভাগ মানুষ সারাজীবন একই চক্রে আটকে থাকে—
👉 চাকরি করো
👉 বেতন পাও
👉 খরচ করো
👉 আবার পরের মাসের জন্য অপেক্ষা

এক মাস যদি কাজ না করো—
আয়ও বন্ধ।

কিন্তু ধনী মানুষরা ভিন্নভাবে চিন্তা করে।
তারা এমন সিস্টেম বানায় যেখানে তাদের উপস্থিতি ছাড়া টাকাই কাজ করে—
✔ বিনিয়োগ
✔ ব্যবসা
✔ রেন্ট
✔ রয়্যালটি
✔ অনলাইন প্রোডাক্ট

তারা ঘুমাচ্ছে—টাকা আসছে।
ছুটিতে—টাকা আসছে।
পরিবারে সময় দিচ্ছে—আয় থামে না।

এটা রাতারাতি হয় না। পরিকল্পনা লাগে।
হয়তো এখন চাকরি করতেই হবে—
কিন্তু পাশাপাশি একটা Passive Income Source তৈরি করতে হবে।

মনে রাখো—
তোমার সময় সীমিত, কিন্তু তোমার তৈরি করা সিস্টেম Unlimited হতে পারে।
এখন থেকেই ভাবো, কীভাবে টাকা তোমার জন্য কাজ করবে…
শুধু তুমি টাকার জন্য কাজ করবে না।
আমাদের সেবাসমূহ:
>এফিলিয়েট মার্কেটিং
>ইন্টারন্যাশনাল ফ্র‍্যাঞ্চাইজি
>স্বাস্থ্যসেবা ও ঝুঁকি ব্যবস্থাপনা
>জমি, ফ্ল্যাট, এগ্রো প্রজেক্ট
>চ্যারিটি, সমাজসেবা
আমাদের সাথে থাকতে যোগাযোগ করুন।
Whatsapp 01575-283576

আরিফুল ইসলাম কে ধন্যবাদ। সে সুদুর সিংগাপুর থেকে তার পরিবারের জন্য এনএফসি ডিসকাউন্ট কার্ড অর্ডার করেছে এবং সাথে নিমহানি স...
28/11/2025

আরিফুল ইসলাম কে ধন্যবাদ। সে সুদুর সিংগাপুর থেকে তার পরিবারের জন্য এনএফসি ডিসকাউন্ট কার্ড অর্ডার করেছে এবং সাথে নিমহানি সাবানের কম্বো প্যাক এবং নিম কম্বো প্যাক।
আপনার প্রয়োজনীয় পন্য অর্ডার করতে যোগাযোগ করুন।
Whatsapp 01575-283576

আমাদের জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে টাকার দরকার হয়। শেষ বয়স পর্যন্ত নিশ্চিন্তে টাকা আয়ের জন্য আমরা সরকারি চাকরির...
27/11/2025

আমাদের জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে টাকার দরকার হয়। শেষ বয়স পর্যন্ত নিশ্চিন্তে টাকা আয়ের জন্য আমরা সরকারি চাকরির চেষ্টা করি। কেন? বিভিন্ন কারন আছে তবে এগুলো অন্যতম।
১) কাজের চাপ কম
২) জবাবদিহিতা তুলনামূলক কম
৩) পেনশন সুবিধা
জীবন চালাতে এবং শেষ বয়সে যাতে অন্যের টাকায় চলতে না হয় সেজন্য অনেকে সঞ্চয় এবং বিনিয়োগ করে থাকে, কিন্তু যাদের আয় কম, তারা বিপদে পড়ে।
সবাই সরকারি চাকরি পায় না, আবার বেসরকারি চাকরি বা অন্যান্য কাজে সবখানে পেনশন সুবিধা নাই। ফলে সমস্যা সৃষ্টি হয়।
সময় পরিবর্তন হয়েছে তাই নিজেদেরকে পরিবর্তন করতে হবে চিন্তায় এবং কাজে। আমাদের প্রতিদিনের কেনাকাটা করার মাধ্যমে পেনশন সুবিধা নিয়ে এসেছে ইউনিক বাজার লিমিটেড। আপনাকে যা করতে হবে আগের মতই কেনাকাটা করবেন শুধু প্রতিষ্ঠান পরিবর্তন করে। তাহলে আপনার নামে ১০ বছরের পেনশন সুবিধা পাবেন, এর জন্য ১০ বছর অপেক্ষা করতে হবে না। প্রতি বছর বছর পাবেন। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? একটা বাস্তব ঘটনা বলি। এই যে আমরা মোবাইল ফোন দিয়ে দেশে, বিদেশে, শহরে, গ্রামে ভিডিও কল করি, এটা ১৫/২০ বছর আগে কে কে চিন্তা করেছিলেন? এটা এখন বাস্তব। ঠিক তেমনি আমাদের সাথে থাকলে তাই হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এখানে বিনিয়োগ করছেন না শুধু কেনাকাটা করবেন।
যা করতে হবে:
১) তালিকা থেকে যেকোন ১টা প্যাকেজ পন্য নিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
২) প্রতি মাসে কিছু কিছু পন্য কিনবেন।
যাদের পেনশন প্রয়োজন তারা সরাসরি অফিসে বা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।
পন্য কুরিয়ারে পাঠানো যাবে।
বাগদাদ তানজিয়া টাওয়ার, গাজিপুর চৌরাস্তা।
Whatsapp 01575-283576

অর্ডার করতে ইনবক্সে মেসেজ করেন 1. গ্যানোডার্মা সমৃদ্ধএতে থাকা Ganoderma lucidum দাঁত ও মাড়ির স্বাস্থ্যে দারুণভাবে সহায়...
27/11/2025

অর্ডার করতে ইনবক্সে মেসেজ করেন 1. গ্যানোডার্মা সমৃদ্ধ
এতে থাকা Ganoderma lucidum দাঁত ও মাড়ির স্বাস্থ্যে দারুণভাবে সহায়তা করে।

2. কেমিক্যাল ফ্রি ফর্মুলা
এতে ফোমিং এজেন্ট (SLS) নেই, যা মাড়ির ক্ষতি কমায় এবং সংবেদনশীল দাঁতের জন্য নিরাপদ।

3. মাড়ি শক্ত করতে সাহায্য করে
নিয়মিত ব্যবহারে মাড়ির প্রদাহ, রক্তপাত ও ব্যথা কমাতে সহায়ক।

4. মুখের দুর্গন্ধ দূর করে
প্রাকৃতিক উপাদান মুখকে দীর্ঘসময় ফ্রেশ রাখে।

5. দাঁতের এনামেলকে সুরক্ষা দেয়
এনামেল নষ্ট না করে সহজে পরিষ্কার করে, বিশেষ করে সেনসিটিভ দাঁতের জন্য উপযোগী।

6. শিশু ও বড় সবার জন্য ব্যবহারযোগ্য
এটি হার্বাল ও মাইল্ড হওয়ায় পুরো পরিবার ব্যবহার করতে পারে।
পন্য পেতে বা যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন।
Whatsapp 01575-283576

কিছু কিছু মানুষ ইদানীং মনে করছে, কোনো একটা ঘটনায় দায়ী  Life Insurance company Limited  🙃– অথচ তারা জানেই না যে👇🔹 বাংলাদে...
26/11/2025

কিছু কিছু মানুষ ইদানীং মনে করছে, কোনো একটা ঘটনায় দায়ী Life Insurance company Limited 🙃

– অথচ তারা জানেই না যে👇

🔹 বাংলাদেশে রয়েছে:
- *৩৬টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি*
- *৪৬টি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি*
👉 মোট: *৮২টি ইন্স্যুরেন্স কোম্পানি*

এই ৩৬টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে:
✅ ৬টি কোম্পানি রয়েছে *Green ZONE*– শক্তিশালী ও দাবি পরিশোধে সেরা
🟡 ১৫টি কোম্পানি রয়েছে *Yellow ZONE*
🔴 ১৫টি রয়েছে *Red ZONE*

এবং এই শক্তিশালী ৬টি রয়েছে, যারা *দাবি পরিশোধে দেশের ১ নম্বরে রয়েছে* – সরকারি তথ্য অনুযায়ী।

কিন্তু সমস্যা হলো, মাত্র ৫টি দুর্বল কোম্পানির কারণে পুরো ইন্ডাস্ট্রি দোষের ভাগীদার হয়ে যাচ্ছে!
❌ সবাই বলে “সব কোম্পানি বাটপার!”
❓ অথচ যদি জিজ্ঞেস করেন:
– কয়টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে?
– কয়টা পলিসি করেছে সে নিজে?
👉 উত্তর দিতে পারবে না।

⛔ অল্প জ্ঞান নিয়ে অন্যকে দোষারোপ না করে আগে একটু জেনে নিন, পড়াশোনা করুন।
আপনার অজ্ঞতা অন্যের ক্ষতি ডেকে আনতে পারে।
লাইফ এবং হেলথ ইন্স্যুরেন্স একসাথে।
বিস্তারিত জানতে এবং পলিসি নিতে যোগাযোগ করুন।
Whatsapp 01575-283576

ইনভেস্ট ছাড়া বিজনেস—শুধু নিত্য দিনের পণ্য কোম্পানি পাল্টেই শুরু করুন আপনার আয়ের পথ!সাধারণ মানুষ প্রতিদিনই যে পণ্যগুলো ব্...
25/11/2025

ইনভেস্ট ছাড়া বিজনেস—শুধু নিত্য দিনের পণ্য কোম্পানি পাল্টেই শুরু করুন আপনার আয়ের পথ!
সাধারণ মানুষ প্রতিদিনই যে পণ্যগুলো ব্যবহার করে—সাবান, পেস্ট, শ্যাম্পু, কফি, চা, সাপ্লিমেন্ট, কসমেটিকস—এই সবই তো বাজার থেকে কিনতেই হয়।
তাহলে কেন সেই টাকা এমন একটি কোম্পানিতে ব্যবহার করবেন না, যেখান থেকে আজীবন ইনকাম সম্ভব?

⭐ কীভাবে Possible?

কারণ কিছু কোম্পানি আছে যারা ডিরেক্ট সেলস সিস্টেমে কাজ করে—যেখানে আপনি শুধু নিজের দৈনন্দিন প্রয়োজনের পণ্যগুলো সেখান থেকে কিনে ব্যবহার করবেন, আর একই অভ্যাস অন্যদের শেখালে আপনিও পাবেন ইনকাম।

⭐ ইনভেস্ট লাগে না কেন?

আলাদা দোকান লাগবে না

পণ্য স্টক করতে হবে না

ঝুঁকি একদম কম

শুধু নিজের কেনাকাটার জায়গা পরিবর্তন করলেই হয়

কোম্পানির রেডিমেড সিস্টেম আছে—আপনি শুধু Follow করবেন

⭐ এতে লাভ কী?

1️⃣ প্রতিদিনের ব্যবহার্য পণ্য থেকেই পয়েন্ট জমা হবে
2️⃣ আপনার টিম যত বড় হবে, ততই ইনকাম বাড়বে
3️⃣ প্যাসিভ ইনকাম—যা বছরের পর বছর চলতে পারে
4️⃣ নিজের সময় অনুযায়ী কাজ—চাকরি/ব্যবসা সবই চলবে
5️⃣ ছোট থেকে বড়—সবাই শুরু করতে পারে

⭐ কেন এ ধরনের ব্যবসা জনপ্রিয়?

আজকের দিনে মানুষ বেশি রিস্ক নিতে চায় না।
তাই এমন একটি সিস্টেম যেখানে কোনো ইনভেস্ট নেই, ঝুঁকি নেই, কিন্তু আয়ের সুযোগ অনেক বড়—এটা সত্যিই সবার জন্য উপযোগী।

👉 টাকা খরচ তো প্রতিদিনই হচ্ছে—
👉 শুধু কোম্পানি পাল্টান, ব্র্যান্ড পাল্টান—
👉 আর সেই খরচকেই বানিয়ে ফেলুন লাইফটাইম ইনকাম!

ইনভেস্ট নয়—অভ্যাসই বদলে দেবে আপনার জীবন।
আজ থেকে নিত্য দিনের কেনাকাটা করুন এমন কোম্পানি থেকে, যে কোম্পানি আপনাকে আয়ও দেবে!
Whatsapp 01575-283576

"অনলাইন হাট" এর সম্মানিত ফলোয়ার বা মেম্বারবৃন্দ আগামী নতুন বছর আগমন উপলক্ষে "অনলাইন হাট" এর পক্ষ থেকে "প্রয়াস ফাউন্ডেশন"...
15/11/2025

"অনলাইন হাট" এর সম্মানিত ফলোয়ার বা মেম্বারবৃন্দ আগামী নতুন বছর আগমন উপলক্ষে "অনলাইন হাট" এর পক্ষ থেকে "প্রয়াস ফাউন্ডেশন" এর আর্থিক সহায়তায় সকলের জন্য রয়েছে হেলথ কার্ড একদম ফ্রি।
শর্তাবলী:
১) নূন্যতম ১০,০০০ টাকার পন্য ক্রয় (একসাথে/আলাদা ভাবে)।
২) যখন উক্ত পরিমান ক্রয় সম্পন্ন হবে তখন থেকে নিম্নোক্ত সুবিধা প্রাপ্ত হবেন।
সুবিধা সমূহ:
১) সিংগেল হেলথ কার্ড
>বার্ষিক চিকিৎসা সহায়তা ১৫,০০০ টাকা।
>গ্রাহকের মৃত্যুতে নমিনী পাবে ১ লক্ষ টাকা।
>১টি স্মার্ট হেলথ কার্ড।
অথবা
২) স্টুডেন্ট হেলথ কার্ড
>বার্ষিক চিকিৎসা সহায়তা ১০,০০০ টাকা।
>স্টুডেন্ট এর মৃত্যুতে অভিবাবক পাবে ১ লক্ষ টাকা।
>অভিবাবক এর মৃত্যুতে স্টুডেন্ট পাবে ১ লক্ষ টাকা।
>১টি স্মার্ট হেলথ কার্ড।
৩) লক্ষাধিক টাকার পেনশন ফান্ড, যা বছরে নির্দিষ্ট সময়ে উত্তোলন করা যাবে।
বি:দ্র: উক্ত সুবিধাগুলো পন্য ক্রয়ের কারনে সম্পূর্ণ ফ্রি পাবেন। ধন্যবাদ।
উক্ত সুবিধা নিতে বা যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন।
Whatsapp 01575-283576

সম্মানিত ক্রেতাদের জন্য জরুরী ঘোষণা। "অনলাইন হাট" ক্রেতা, বিক্রেতা এবং পরামর্শদাতা সকলের জন্য "প্রয়াস ফাউন্ডেশন" এর সহযো...
10/11/2025

সম্মানিত ক্রেতাদের জন্য জরুরী ঘোষণা।
"অনলাইন হাট" ক্রেতা, বিক্রেতা এবং পরামর্শদাতা সকলের জন্য "প্রয়াস ফাউন্ডেশন" এর সহযোগীতায় ডাক্তারের ফ্রি পরামর্শ, ফ্রি টেলিমেডিসিন সেবা নিতে পারবেন। এছাড়া কিছু শর্তসাপেক্ষে মেডিসিন, রোগনির্নয় এবং হাসপাতালে বিশেষ ছাড় এবং ক্ষেত্র বিশেষে ফ্রি সুবিধা পাবেন।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন সরাসরি বা অনলাইনে।
Whatsapp 01575-283576

゚viralシfypシ゚viralシ

Address

Auchpara, Khapara Road, Ward-54, Tongi Poschim Thana
Gazipur
1712

Opening Hours

Monday 06:00 - 22:00
Tuesday 06:00 - 22:00
Wednesday 06:00 - 22:00
Thursday 06:00 - 22:00
Friday 06:00 - 22:00
Saturday 06:00 - 10:00
Sunday 06:00 - 10:00

Telephone

+8801575283576

Alerts

Be the first to know and let us send you an email when Online Haat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Online Haat:

Share