Online Haat

Online Haat Health Food & Household Products Store

21/04/2025

জুতা পরিষ্কার করা একটা দেশের অর্থনীতি ঘুরিয়ে দিতে পারে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন তবুও তাদের হম্বিতম্বি খুব একটা নেই, অথচ আমেরিকা আজও তাদের নিয়ে চিন্তিত! এটা খুজতে গিয়ে প্রযুক্তি, সামরিক শক্তি ছাড়াও যা পেলাম তা শকিং...

চীনের প্রায় প্রতিটা পরিবারে একটা ছোট কারখানা, একটা সেলস ইউনিট।
তারা যেমন দক্ষ প্রোডাক্ট তৈরিতে, তেমনি ভয়ানক স্কিলড মার্কেটিং ও সেলস-এও!

📌 এই দানবীয় দক্ষতার মূল উৎস কী জানেন?
→ চীনের শিক্ষা ব্যবস্থা।

চীনের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে একটা বাধ্যতামূলক কোর্স আছে – প্রোডাক্ট সেলিং এক্সারসাইজ। এটা শুধু কোর্স না, এটা জীবন শেখার চর্চা।

কেউ জুতা পালিশ করছে, কেউ গান গেয়ে লোক আকর্ষণ করছে, কেউ চকলেট বা পানি ফ্রি দিচ্ছে, কেউ চোখ বেঁধে "বিশ্বাস" ক্যাম্পেইন করছে, সবচাইতে বড় শিক্ষা "সেল করো!"

সেলসের গুরুদের মতে, সেলস করতে হলে চামড়া মোটা করতে হয়, অনেক মোটা.. ভাল সেলসম্যান দের পাতলা চামড়া তার অযোগ্যতা।
হ্যাঁ, অনেকে তুচ্ছ ভাবছে তাকে, অথচ সে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নিজের প্রজেক্টের অংশ হিসেবে মাঠে নেমেছে।

তাদের শিক্ষা:
নিজে পণ্য ঠিক করো → নিজের মত করে সেল করো → রিজেক্ট হও → আবার দাঁড়াও → শিখে ফেলো।

কারণ, একবার প্রোডাক্ট বিক্রি করতে মেক্সিমাম টাইম ১৩–১৫ বার “না” শুনতে হতে পারে..! প্রশ্ন হলো – ১৬তম বার কে দাঁড়িয়ে থাকে?

এই শিক্ষা থেকেই চীন দাঁড়িয়েছে বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি হিসেবে।
কারণ, যে সেলস জানে, সে ঠেকে থাকে না।
সেলস মানে শুধু বিক্রি না,
সেলস মানে প্রেজেন্টেশন করতে জানা।
সেলস মানে পাব্লিক স্পিকিং করতে জানা।
সেলস মানে কমিউনিকেশন স্কিল জানা।
সেলস মানে ❝রিজেকশন❞ মেনে নেওয়ার শিক্ষা।

আরেকট শক দেই, পড়েন:
★ বাংলাদেশে বছরে স্টার্টআপ হয়: মাত্র ২,৫০০টি
★ আমেরিকায় প্রতি বছর: ৫ লাখ+
★ চীনে প্রতি বছর: ৬৫ লাখ+ (টাইপিং ভুল না! এটা সত্যিই ৬৫ লাখ!)

এটাই সেলস এর ক্ষমতা, এখন ভাবুন, আপনি হাতিরঝিলে দাঁড়িয়ে পানি বিক্রি করছেন, পাশের বাসার আন্টি দেখে ফেললো! বা আপনার বাসায় জেনে গেলো, আপনি ঝালমুড়ি বিক্রি করছেন ভার্সিটিতে (RIP)

অস্বস্তি লাগছে না.? ২/১ টা কথাও কমেন্টে শুনায়া দিতে ইচ্ছা করছে তাই না.?

15/04/2025

দেশের জনপ্রিয় এবং গুনগত মান সম্পন্ন ওষুধ প্রস্তুতকারী এবং বাজারজাত কারী কোম্পানীতে নিম্নোক্ত পদ সমূহে গাজিপুর জেলায় কিছু সংখ্যক কর্মী/ডিলার নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগন সরাসরি অথবা গুগল ফর্মে অথবা হোয়াটসআপ নাম্বারে যোগাযোগ করুন।
পদ সমূহঃ
 এরিয়া ম্যানেজার
 মেডিকেল প্রমোশন অফিসার
 সেলস প্রমোশন অফিসার
 ডিজিটার মার্কেটার
এলাকা সমূহঃ
 কালিয়াকৈর
 শ্রীপুর
 গাজিপুর সদর
 টঙ্গী
শর্ত সমূহঃ
 যাদের টাকা দরকার
 বেশি তাড়া নাই
 নিজের কোন কাজের পাশাপাশি বাড়তি ইনকাম করতে চান
 ডাক্তার/ফার্মাসিস্ট/স্বাস্থ্যকর্মী/ছাত্র/শিক্ষক/চাকুরীজীবি/গৃহিনী/সমাজকর্মী
সুবিধা সমূহঃ
 আনলিমিটেড ইনকামের সুযোগ
 ভাল ক্যারিয়ার গড়ার সুযোগ
 ইনকামের পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদান
 সরাসরি/অনলাইনে মিটিং এর সুযোগ
 লাইফটাইম সাপোর্ট
গুগুল ফর্মঃ
https://tinyurl.com/indexlab
যেকোন প্রয়োজনেঃ
DSM (Deputy Sales Manager)
Whatsapp: 01575-283576

ইনডেক্স ল্যাবরেটরিজ (আয়ুঃ) লিঃ মার্কেটিং বিভাগে কিছু সংখ্যক মার্কেটিং অফিসার, এরিয়া ম্যানেজার এবং ডিলার ও ইনডেক্স সেলস স...
09/04/2025

ইনডেক্স ল্যাবরেটরিজ (আয়ুঃ) লিঃ মার্কেটিং বিভাগে কিছু সংখ্যক মার্কেটিং অফিসার, এরিয়া ম্যানেজার এবং ডিলার ও ইনডেক্স সেলস সেন্টার প্রতিনিধি পদে নিয়োগ চলছে। আকর্ষনীয় কমিশন এবং প্রফিট শেয়ারের অংশীদার হতে নিচের ফর্ম পূরন করুন। কোম্পানী প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে।
গুগল ফর্মঃ
https://tinyurl.com/indexlab

31/03/2025
মুসলিম হিসেবে আজ এক গুরুত্বপূর্ণ সময়, ব্যক্তি হিসেবে ছেলের পৃথিবীতে আগমন,৭১ এর স্বাধীনতার ঘোষণা, ১২ বছর আগের কোম্পানির ন...
25/03/2025

মুসলিম হিসেবে আজ এক গুরুত্বপূর্ণ সময়,
ব্যক্তি হিসেবে ছেলের পৃথিবীতে আগমন,
৭১ এর স্বাধীনতার ঘোষণা,
১২ বছর আগের কোম্পানির নতুন অধ্যায় শুরু,
নতুন এক কোম্পানি ত্বাক্বওয়া ইকো সিটির শুভ সুচনা।
আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ!
তাক্বওয়া ইকো সিটি লিমিটেড এর নিজস্ব জমিতে আজ ইফতার করলাম।
টোটাল ৫ হাজার বিঘা জমি নিয়ে তাক্বওয়া ইকো সিটির হাউজিং প্রকল্প বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। প্রোজেক্টের প্রথম জমি আজ রেজিস্ট্রি করলাম।

দয়াময়ের দরবারে লাখো কোটি শুকরিয়া।
আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!! আলহামদুলিল্লাহ!!!

একটা মাছি জানালার কাচে আটকে গেছে। মরিয়া হয়ে ধাক্কা দিচ্ছে, গোঁ গোঁ শব্দ করছে, শেষ শক্তিটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অ...
06/03/2025

একটা মাছি জানালার কাচে আটকে গেছে। মরিয়া হয়ে ধাক্কা দিচ্ছে, গোঁ গোঁ শব্দ করছে, শেষ শক্তিটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ কয়েক পা দূরে একটা খোলা দরজা। ওখান দিয়ে উড়ে গেলেই মুক্তি!

কিন্তু মাছিটি সেটা দেখছে না। দেখতে চাচ্ছেও না।

কতো বোকা, তাইনা!

তারপর ভাবলাম, শুধু মাছিটাই বোকা না, আমরাও তো এমন করি।

একটা কাজ করছি, কাজটা হচ্ছে না। কিন্তু আমরা সেটাই করে যাচ্ছি। কারণ আমরা বিশ্বাস করি, 'আরো চেষ্টা করো, আরো জোরে!'

কিন্তু বেশি চেষ্টা করলেই কি সব হয়?

👉 পরিবর্তন দরকার।
যদি দেখেন, বারবার ধাক্কা খাচ্ছেন, তাহলে পথ বদলান। কাচ ভাঙার চেষ্টা করে লাভ নেই, দরজার দিকে যান।

👉 শুধু পরিশ্রম করলে হবে না, বুদ্ধি দিয়ে পরিশ্রম করতে হবে।
কেউ যদি দেয়ালে মাথা ঠুকতে থাকে, তাকে কি বলা উচিত—"আরো জোরে ঠুকো"? নাকি বলা উচিত—"ভাই, দরজাটা খুঁজো"?

👉 পরিকল্পনা ছাড়া পরিশ্রম অর্থহীন।
মাছিটির মতো আমরাও অনেক সময় ভাবি, 'আরো চেষ্টা করলেই হবে'। কিন্তু কোনো পরিকল্পনা ছাড়া শুধু চেষ্টা করলেই তো হবে না!

👉 সুযোগ চিনতে শিখুন।
জীবনে অনেক সময় মুক্তির দরজা কাছেই থাকে, কিন্তু আমরা শুধু জানালার কাচে ধাক্কা খেতে থাকি।

👉 অহেতুক জেদ রেখে দিন।
একটা পথ কাজ করছে না মানে সেটা একমাত্র পথ নয়। নতুন পথ খুঁজুন, না হলে মাছিটির মতো জানালার সিলে পড়ে থাকতে হবে!

👉 সচেতন থাকুন, চারপাশ দেখুন।
চারপাশে খোলা দরজা থাকতে অনেকে জানালার কাচে মাথা ঠুকে ঠুকে মরে। মাছির মতো হবেন না।

👉 শক্তি নয়, বুদ্ধিই আসল ক্ষমতা।
কম শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে কাজ করা যায়। শুধু চেষ্টা নয়, সঠিক দিকেও চেষ্টা করতে হবে।

শেষ কথা?

👉 শুধু চেষ্টা করলেই হবে না, বুদ্ধি দিয়ে চেষ্টা করতে হবে!

🚀🚀 ইউ স্কয়ার বইয়ের প্রথম অধ্যায় থেকে যা শিখলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি বইটি পড়ে থাকলে আপনার লার্নিংগুলোও শেয়ার করুন।
আমরা কাজ করছি:




অফলাইন বা অনলাইনে কাজ করতে চাইলে যোগাযোগ করুন:
Whatsapp: 01575-283576

যারা ব্যবসা করতে চান কিন্তু বুঝতে পারতেছেন না কি নিয়ে শুরু করবেন। তাদের জন্য আমারদের সাজেশন হচ্ছে মেয়েদের জামাকাপড়। জামা...
06/02/2025

যারা ব্যবসা করতে চান কিন্তু বুঝতে পারতেছেন না কি নিয়ে শুরু করবেন। তাদের জন্য আমারদের সাজেশন হচ্ছে মেয়েদের জামাকাপড়। জামাকাপড় এর ডেট এক্সপায়ার নাই। আর এই ধরনের থ্রিপিছ, রেডিমেড কাপড়ের চেয়ে কম স্টাইল পরিবর্তন হয়। তাই তুলনামূলক ভাবে কম পুজিতে শুরু করতে পারেন। কারন আমাদের দেওয়া ছবি গুলো সম্ভাব্য ক্রেতাদের নিকট উপস্থাপন করে অর্ডার কনফার্ম হলে তখন টাকা পেমেন্ট করে অথবা ক্যাশঅন ডেলিভারিতে নিতে পারবেন। এছাড়া ক্ষেত্রবিশেষে আর্থিকভাবে সহযোগীতার জন্য রয়েছে "প্রয়াস ফাইন্যান্স"।
আমাদের কথা হচ্ছে "ছোট হলেও শুরু করুন"।
পাইকারী নিতে যোগাযোগ:
Whatsapp: 01575-283576

📣✨ বিশেষ প্রমোশন! ওরিকেয়ার চাইনিজ হারবাল টুথপেস্ট – সীমিত সময়ের জন্য! 🪥🎁তি‌য়ানশি বাংলাদেশ নিয়ে এলো সীমিত সময়ের দুর্...
03/02/2025

📣✨ বিশেষ প্রমোশন! ওরিকেয়ার চাইনিজ হারবাল টুথপেস্ট – সীমিত সময়ের জন্য! 🪥🎁
তি‌য়ানশি বাংলাদেশ নিয়ে এলো সীমিত সময়ের দুর্দান্ত সুযোগ! এখন ৩টি ওরিকেয়ার চাইনিজ হারবাল টুথপেস্ট (ব্রাশসহ) কিনলে, পাবেন ১টি একদম ফ্রি! 🎉
🗓 অফার সময়কাল: ফেব্রুয়ারি ২০২৫ (Tiens Sales Fiscal Month)
🌿 ওরিকেয়ার টুথপেস্টের বিশেষত্ব:
✔ হারবাল ফর্মুলা – দাঁত ও মাড়ির সুরক্ষায় প্রাকৃতিক উপাদান
✔ দীর্ঘস্থায়ী ফ্রেশ ব্রেথ ও উজ্জ্বল হাসি
✔ অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রটেকশন
✔ উন্নত মানের ব্রাশ সংযুক্ত
🔥 সীমিত সময়ের জন্য! এখনই অর্ডার করুন।
Whatsapp: 01575-283576

ব্যবসা করতে চান?পুজি নাই?অভিজ্ঞতা নাই?বেশি সময় নাই?তাহলে এই বিজনেস আপনার জন্য।৪টা প্রশ্নের উত্তর জানতে ৪দিন রাত ৯টায় ১ঘন...
29/01/2025

ব্যবসা করতে চান?
পুজি নাই?
অভিজ্ঞতা নাই?
বেশি সময় নাই?
তাহলে এই বিজনেস আপনার জন্য।
৪টা প্রশ্নের উত্তর জানতে ৪দিন রাত ৯টায় ১ঘন্টা সময় বের করুন, তারপর সিদ্ধান্ত নিবেন।
বিস্তারিত:
Whatsapp: 01575-283576

🌱🌿"ডায়বেটিস" কি কোন রোগ ? প্রচলিত চিকিৎসায় ব্যবহৃত ড্রাগ কতটুকু কার্যকর ! সঠিক চিকিৎসা আছে কি ?🌱🌿প্রথমে ডায়বেটিস কি সেটা...
29/01/2025

🌱🌿"ডায়বেটিস" কি কোন রোগ ? প্রচলিত চিকিৎসায় ব্যবহৃত ড্রাগ কতটুকু কার্যকর ! সঠিক চিকিৎসা আছে কি ?🌱🌿

প্রথমে ডায়বেটিস কি সেটা আলোচনা করা যাক। সাধারন মানুষ জানে দেহ রক্তে 'সুগার ' বেড়ে গেলে একেই ডায়বেটিস বলে । আসলে রক্তে 'গ্লুকোজ' বেড়ে গেলে একে ডায়বেটিস বলে। গ্লুকোজ ও সুগার এক জিনিস নয়।গ্লুকোজ কি ? এটি হচ্ছে দেহ কোষের খাদ্য।আমাদের দেহ গ্লুকোজ খেয়ে শক্তি তৈরি করে। গ্লুকোজ কে বলা হয় দেহের জ্বালানী। গ্লুকোজ বেড়ে গেলে ডায়বেটিস হতে পারে কিন্তু না থাকলে দেহের মৃত্যু হতে পারে। দেহের শক্তি জোগানোর জন্য প্রাকৃতিক নিয়মেই গ্লুকোজ রক্তস্রোতে মিলিত হবে। এটিকে বাঁধা দিলে বরং দেহের জন্য প্রচন্ড বিপদ হতে পারে। রক্তে স্বাভাবিক পরিমানের চেয়ে বেশী গ্লুকোজ থাকাও ঠিক নয়। এত রক্ত এর ঘনত্ব বেড়ে গিয়ে ধমণী ও শিরা জালিকা পথে রক্ত চলাচল বাঁধা গ্রস্ত হয়ে অঙ্গ , প্রত্যঙ্গদির নানা অসুখ হয়। এ জন্যই ডায়বেটিস রোগীদের সর্ব অঙ্গে রোগ। হার্ট এটাক , স্ট্রোক , কিডনি ফেইল্যুর এর মত মারাত্মক বিপর্যয় হতে পারে। এ জন্য অবশ্যই রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রনে রাখা উচিত।

গ্লুকোজ তো রক্তেই থাকবে। কেন না গ্লুকোজ দেহ কোষের খাবার।কোন কারনে বেশী গ্লুকোজ এর উপস্থিতি দেখা গেলে এটিকে 'ডায়বেটিস' নামে আখ্যায়িত করা এবং রোগী বানিয়ে চিকিৎসা করা কতটুকু যুক্তিযুক্ত আধুনিক বিজ্ঞানের আলোকে ভেবে দেখা উচিত। এ কারনে ভাবা উচিত যে, রক্তে গ্লুকোজের মাত্রা বেশী মানে হচ্ছে,দেহ কোষ গ্লুকোজ খেতে পারছে না। এ গ্লুকোজ যাবে কোথায় । রক্তই ভেসে বেড়াবে। সমস্যাটা কোষের।চিকিৎসা হওয়া উচিত কোষের।কিন্তু দুর্ভাগ্যবশতঃ চিকিৎসা হচ্ছে ডায়বেটিসের। কোষের চিকিৎসা আর ডায়বেটিসের চিকিৎসা এক নয়।

ডায়বেটিক চিকিৎসায় ব্যবহৃত ৬টি খাওয়ার টেবলেট ও ইনস্যুলিন (ইনজেকশান) এর কাজের কৌশল নিয়ে সামান্য আলোচনায় বুঝতে অসুবিধা হবে না যে আসলে কি হচ্ছে। গ্লিপাইজাইড, গ্লিক্লাজাইড , গ্লিমেপাইরাইড (ড্রাগ কোম্পানীগুলো বিভিন্ন নামে বাজারজাত করে ) এ তিনটি ড্রাগ সক্রিয় বিটাসেল এর ইনসুলিন নিঃসরন কে উত্তেজিত করে। মেটফরমিন লিভারের সঞ্চিত গ্লুকোজকে (গ্লাইকোজেন) ভাঙ্গতে বাঁধা দেয়। পাইওগ্লিটাজন , গ্লুকোজ ও চর্বি হজমকারী কোষের নির্দিষ্ট জিন কে উত্তেজিত করে (মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য অনেক দেশেই নিষিদ্ধ)। সাইটাগ্লিপটিন, অন্ত্রে গ্লুকোজ শোষনকে বাঁধাগ্রস্ত করে। (এই ৬টি ড্রাগ বিভিন্ন নামে ড্রাগ কোস্পানী গুলো বাজারজাত করে)

ইনস্যুলিন এক ধরনেরে প্রোটিন। বিটাসেল এটি তৈরি করে এবং রক্তে ছেড়ে দেয়। কোষের ভেতর গ্লুকোজ সরাসরি প্রবেশ করতে পারে না। গ্লুকোজ প্রবেশের জন্য প্রত্যেকটি কোষে প্রবেশ দ্বার আছে। এই দরজাটি সবসময় বন্ধ থাকে। প্রতিটি কোষ গ্লুকোজ খাওয়ার সময় হলে বিটা সেলের কাছে বার্তা পাঠায়। বিটাসেল ইনস্যুলিন তৈরি করে রক্তস্রেতে ছেড়ে দেয় এবং প্রতিটি কোষের প্রবেশ দ্বার খুলে দেয় গ্লুকোজ কোষ অভ্যন্তরে ঢুকে পড়ে। বিটাসেল ইনস্যুলিন তৈরি না করলে ইনজেকট করে ইনস্যুলিন নিতে হবে। এটিতো বিটা কোষের সমস্যা। কোষের কি কোন চিকিৎসা হয়েছে? ধরে নিচ্ছি বিটা সেল অকেজো। বাইরের ইনস্যুলিন নিতে হবে। কিন্তু কোষের প্রবেশ দ্বার যদি নষ্ট থাকে তবে ইনস্যুলিন নিলে কোন কাজ হবে ?

কোষের চিকিৎসা নিলে ডায়বেটিসই হবে না। আর কোষ যদি চিকিৎসা না নেয়, ডায়বেটিস এর চিকিৎসা করে রোগ মুক্ত থাকা যাবে না। আধুনিক চিকিৎসায় সুস্থ ও সবল কোষের প্রাকৃতিক ব্যবস্থাপনা স্বীকৃত হয়েছে।

♣Gymnema Tablets কেন?

👌আমাদের প্রচলিত ধারণা, ডায়াবেটিস আজীবনের রোগ, এই কথা আসলেই ভিত্তিহীন। যা অনেক গভেষণায় প্রমাণিত। কারণ, বিধাতা এমন কোন সমস্যা দেননি যার সমধান নেই, হয়তো আমাদের অজানা। Gymnema সারা পৃথিবীর ডায়াবেটিস রোগীদের (২০০+দেশে চলছে) জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ নিয়ামাত/খাদ্য! Gymnema সেবনে লক্ষ লক্ষ ডায়াবেটিস রোগী সুস্থ্যতা লাভ করেছেন।

♣কার্যকারিতা : 👌👌👌👌👌👌👌

♠অগ্নাশয়ের বিটা সেলকে পূণর্জীবিত করে ও ইনসুলিন তৈরির প্রক্রিয়া তরান্বিত করে।
♠পাশাপাশি অগ্নাশয়ের চারপাশ ফ্যাটমুক্ত করে।
♠রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমায়।
♠দ্রুত ওজন ও মেদ কমাতে সাহায্য করে।
♠উচ্চ রক্ত চাপ কমায়। ঘণঘণ প্রসাব, প্রসাবের জ্বালাপোড়া কমায়।
♠মিষ্টিজাতীয় খবারের প্রতি আগ্রহ কমায়।
♠অ্যালকোহল ও ধুমপানের প্রতি আসক্তি হ্রাস করে।
♠বংশগত ডায়াবেটিস প্রতিরোধে অত্যন্ত কার্যকর।
♠তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা ৩ থেকে ৬ মাস নিয়মিত খেলে 3D (Drug, Discipline, Diet) সমস্যা থেকে মুক্তিলাভ সহ ডায়াবেটিস নামক মহামারী থেকে মুক্তি লাভ করবেন। ইনশাআল্লাহ্।
যেকোন পরামর্শ বা পন্য পেতে যোগাযোগ করুন।
Whatsapp: 01575-283576

একটু আগে আমার ছেলে এসে বলতেছে আব্বা আনারস খাবা আমি বললাম না বাবা তুমি খাও। চলে গেলো।একটু পড়ে আমার মেয়ে এসে বললো আব্বা আন...
26/01/2025

একটু আগে আমার ছেলে এসে বলতেছে আব্বা আনারস খাবা আমি বললাম না বাবা তুমি খাও। চলে গেলো।

একটু পড়ে আমার মেয়ে এসে বললো আব্বা আনারস খাবা, আমি বললাম না। মেয়েটা বললো ”আব্বা আনারসটা অনেক মজা, আমি তোমার জন্য নিয়া আসছি। এটা খাইলে তোমার কোন অসুস্থতা থাকবে না”

তখন আমি হাসতে হাসতে বললাম, ঠিক আছে দাও।

কি বুঝলেন?

আপনি যে বিষয়ে অভিজ্ঞ, যে পন্য বা সার্ভিস সম্পর্কে ভাল জানেন, সেটা নিয়ে সঠিক ক্রেতা বাছাই করে সুন্দরভাবে বক্তব্য বা পন্যের বিস্তারিত আলোচনা করুন।
মনে রাখবেন মানুষ পন্য বা সেবা কিনে শুধুমাত্র তার সমস্যা সমাধানের জন্য।
আপনাকে লোকেদের সমস্যা সমাধান করে দিতে হবে। পন্য বা সেবা অটোমেটিক সেল হবে।

আমাদের নিকট পাবেনঃ
১) অর্গানিক ফুডঃ গাওয়া ঘি, সরের ঘি, সল্টেড/আন সল্টেড বাটার
২) ফুড সাপ্লিমেন্টসঃ স্পিরুলিনা, ক্যালসিয়াম ও জিংক, ভিটামিন ডি
৩) বিউটি কেয়ারঃ সোপ, টুথপেষ্ট, ফেসওয়াশ
৪) হাউজহোল্ডঃ ডিটারজেন্ট, ডিশওয়াশ, হ্যান্ডওয়াশ, চা
৪) পোষাকঃ তাতের শাড়ী, থ্রি পিছ, পাঞ্জাবী
বিঃদ্রঃ পাইকারী নিয়ে ব্যবসা করতে চাইলে আপনার পছন্দের ক্যাটাগরি সিলেক্ট করে যোগাযোগ করুন।
ট্রেনিং সাপোর্টঃ অনলাইন হাঁট
আর্থিক সাপোর্টঃ প্রয়াস

Whatsapp: 01575-283576

Address

Auchpara, Khapara Road, Ward-54, Tongi Poschim Thana
Gazipur
1712

Opening Hours

Monday 06:00 - 22:00
Tuesday 06:00 - 22:00
Wednesday 06:00 - 22:00
Thursday 06:00 - 22:00
Friday 06:00 - 22:00
Saturday 06:00 - 10:00
Sunday 06:00 - 10:00

Telephone

+8801575283576

Alerts

Be the first to know and let us send you an email when Online Haat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Online Haat:

Share