
12/02/2025
হঠাৎ করেই আমার চাকুরীটা চলে গেল....।।
বেকার হয়ে গেলাম।
ভাবলাম,,,গেছে গেছে,,,কত বন্ধুবান্ধব আমার,,,কতোজন কে চাকুরী দিলাম,,,পেয়েই যাবো আবার।
মেসে শুয়ে বসে সময় কাটছিলো আমার।
বিকেলে বসে এক এক করে সব বন্ধুকে ১মিনিট করে ফোন করলাম....আমার জন্য চাকুরী দেখার জন্য।
সবাই আশা দিলো....যে খুজবে , পেলে জানাবে....
একটু ভরসা পেলাম...।।
হঠাত করে মায়া ফোন করল ...ও হ্যা বলাই হয়নি মায়া আমার গার্লফ্রেন্ড....।।ফেসবুক থেকে পরিচয়,,তারপর দেখা,,কথা,,বন্ধুত্ব, প্রেম।
রিসিভ করলাম,,,
_____হ্যালো,,কোথায় তুমি??(মায়া)
_____এই তো মেসে শুয়ে আছি,,কেন??(আমি)
_____তুমি একটু পার্কে আসবে,, এখনি আসো....টুট টুট টুট....ফোন কেটে দিলো....
রেডি হয়ে বাসে উঠে গেলাম পার্কে।
মায়া গেটে দাড়িয়ে আছে,,আমাকে দেখেই...
_____(রেগে)এত লেট করলে কেন?কতক্ষন দাড়িয়ে আছি,,,(মায়া)
_____রেডি হয়ে আসতে তো সময় লাগে নাকি??(আমি)
_____বাদ দাও,, চলো,,ফুচকা খাবো(মায়া)
_____ওকে........
ফুচকা খেলাম,,ঘুরলাম,,,,আমার 500 টাকা শেষ....মায়া টাকা দিতে চাইছিলো কিন্তু আমি বিল দিতে দিইনি,,,সবসময় দুহাতে খরচ করেছি তো,,,আজ ও দেবে,, নিজের কাছে কেমন যেন লাগছিলো....যদিও মায়া জানেনা যে,,,আজ আমি বেকার,,,চাকুরী চলে গেছে।
ওকে বিদায় দিয়ে মেসে এসে শুয়ে পরলাম.....
যতই দিন যাচ্ছিলো টাকার টান পড়ছিলো....আমার কাছে কিছু টাকাছিলো,,,তা দিয়ে কোন রকমে চলছিলাম....।।
তবে হ্যা,,,মনে পড়ছিল সেই সব দিন এর কথা ....যখন দুহাতে খরচ করতাম...আড্ডা দিতাম....কত বন্ধু বান্ধব.....
অবাক হলাম,,,,যে আমার ফোনে সারাক্ষন ফোন আসতো,,,বন্ধুদের,,,সেই বন্ধুদের ফোন আসাও আস্তে আস্তে কমতে থাকে.....
১ মাস কেটে গেলো,,নিজে থেকে ফোন করে বন্ধুদের চাকুরীর কথা বললে.. সবাই শুধু আশাই দেয়,,,চাকুরীর খবর কেউ দেয়না.....
হয়তো আমার কপাল খারাপ.....
মায়ার সাথেও ঝগড়া চলছিলো....
আগে সারাদিন ফোন করতাম ,,প্রায় প্রতি সপ্তাহে ঘুরতে যেতাম...এখন তো আর তা পারিনা....এসব নিয়ে ঝগড়া....
ঝগড়া চলতে চলতে হয়েই গেল ১দিন ব্রেকআপ....তখনো মায়া জানতো না,,,যে এখন আমার চাকুরী আর নেই ....আমি ও জানাইনি.....কেন জানাইনি জানিনা,,,
টেনেটুনে মেসের বিল দিলাম....পকেট,, হাত সব প্রায় ফাকা....।।
আমি আসলে টাকার কষ্টটা বুঝিনি,,,কারন মাইনে ভালোই পেতাম আর দুহাতে খরচ করতাম......
তবে আজ ভালোই বুঝতে পারছি....
যে বন্ধুরা সময় পেলেই আমার কাছে আসতো,,,এখন আমার আশেপাশে তাদের ছায়াও দেখা যায়না......
হায়রে মানুষ.......
কত বহুরূপী........
দেখতে দেখতে দু মাস হয়ে গেল....চাকুরী হচ্ছেনা....মেসে খাওয়ার বিল যে আমি সবার আগে দিতাম,,,,সেই আমি বাকি রাখলাম,,,,যে একটু ম্যানেজ করুন প্লিজ.. সামনের মাসে দিয়ে দেবো ...কেউ দিতে চায়নি টাকা,,,কারন আজ আমি বেকার....কিন্তু অভি দিয়েছিলো...আমি চাইনি কিন্তু ও আমার হয়ে দিয়েছিল।অভিকে গত বছর আমি গ্রাম থেকে নিয়ে এসে চাকুরী দিয়েছিলাম....।।
লজ্জা লাগে,,,যে হাত,, দিয়ে এসেছে সব সময়,,,সে হাত কারো কাছে চাইবে....
এটা ভাবতেও লজ্জা লাগে....।।
একদিন রান্নার মাসি আসেনি,,,মেসে রান্না হয়নি,,,সবাইকে হোটেলে খেতে হবে...
সবাই ডিউটিতে গেছে,,,আমার তো কাজ নেই,,,শুয়ে আছি....সকাল টা না খেয়ে,,শুধু জল খেয়ে কাটিয়ে দিলাম....পকেটে হাত দিয়ে দেখলাম ৪ টাকা আছে।
দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো.... খিদের জ্বালা টা ভালই টের পাচ্ছিলাম,,,,সহ্য হচ্ছিলো না,,, খিদের জ্বালা....আমার এক কাছের বন্ধুকে ফোন করলাম ..... ...
_____হ্যালো রাজীব তুই কোথায়??(আমি)
____এই তো বাজারে,,,কেন??(রাজীব )
_____দাড়া,,আমি আসছি.....
বলেই বাজারের দিকে হাটা দিলাম....ওকে আমি অনেক খায়িয়েছি....ও নিশ্চয়ই আমাকে একদিন খাওয়াতে আপত্তি করবেনা,,,,পেটে তখন কামড় দিচ্ছিলো আমার......
বাজার গিয়ে দেখলাম,,,ও ওর কয়েকটা বন্ধুকে নিয়ে দাড়িয়ে আছে.....আমাকে দেখেই
_____কিরে কেমন আছিস??
_____এইতো চলছে...আজকাল যে আর দেখাই করিসনা,,,কি ব্যাপার??(আমি)
_____আসলে ব্যাস্ত থাকি রে তাই,,,আচ্ছা যাই রে,,,তাড়া আছে....
চলে গেল,,,
আমিও কিছুই বলতে পারলামনা। ওর বন্ধুরা ওর পাশে ছিলো....
পেটে তখন আমার এত ক্ষিদে,, যে কেউ যদি আমার রক্তের বিনিময় খেতে দেয়,,তবু আমি রাজি.....
আমি যে হেটে মেসে যাবো,,,সেই শক্তি পাচ্ছিলাম না,,,বসে পরলাম........
ক্ষিদের জ্বালা যে কতটা ভয়ানক,, আজ বুঝতে পারছি....
কত মানুষ আসছে,,যাচ্ছে,,, কেউ একবার ও তাকিয়ে দেখছে না আমার দিকে।বলেনা,,,ও না খেয়ে আছে,,ওকে কিছু খাওয়াই......
ঈশ্বর মহান,,,,তিনি তো আছেন....
তিনি তো কাউকে মারেননা,,...আমি বসে আছি,,,, ক্ষিদের জালায় কাতরাচ্ছি,,,,এমন সময় মায়া কোথা থেকে এল ....ও নাকি কি এক কাজে এদিকে আসছিলো....
মায়া আমার কাছে আসতেই চমকে উঠলাম,,কিন্তু চুপ করে বসে আছি.....
______একি অবস্থা হয়েছে তোমার??শরীরের যত্ন নাও না??(মায়া)
______(চুপ)(আমি)
______কি হলো,,,চুপ করে আছো কেন(মায়ার চোখের কোনে জল)
_____খুব লজ্জা লাগছে,,একটা কথা বলবো??(আমি)
_____বলো(মায়া)
______সারাদিন কিছু খাইনি,,খুব খিদে পেয়েছে ,,,আমাকে ৩০...৪০ টাকা ধার দাও ,,প্লিজ??
______এসো......
মায়া আমাকে নিয়ে গিয়ে একটা রেস্টুরেন্ট এ বসালো,,,,
তারপর,,,,
ভাত,, মাংস,,ডাল,, তরকারি...সব অর্ডার করলো....
আমার সামনে দেয়া মাত্র গপ গপ করে খেতে লাগলাম,,,,আর কোন দিকে খেয়াল নেই....২ প্লেট ভাত,, মাংস তরকারি,,,সব সাবার করে
যেন রাক্ষুসে পেট টা ভরলো,,,এত শান্তি লাগছিলো,,,যা ভাষায় প্রকাশ করার মতো না ....
মায়ার দিকে তাকালাম,,,,মায়া আমাকে দেখে শুধুই কাঁদছে ,,,হয়তো বুঝতে পেরেছে,,,কারণ মায়া ভালো করেই জানে,,আমি কারো কাছে চেয়ে খাওয়ার ছেলে নই.....
মায়া বিল দিল.....
তারপর বাইরে একটা একটু নির্জন জায়গায় এসে আমার হাত দুটো ধরে চোখে চোখ রেখে বললো...
______তোমার কি হয়েছে,,প্লিজ আমাকে বলো,,আমার দিব্বি দিলাম,,বলো??(মায়া)
______আমার চাকুরীটা আড়াই মাস আগে চলে গেছে...তারপর বেকার.....
_____মায়া রেগে আমার গালে ঠাস....
তারপর বললো....এটা আমাকে আগে কেন বলোনি??তাহলে এতো কষ্ট পেতামনা??তোমাকে সত্যি ভালোবাসি...
সুসময়,,দূঃসময় সবসময়....জড়িয়ে ধরে কাঁদতে লাগলো.....
আমিও বুঝলাম...মায়ার ভালোবাসা,,,আমি আসলে হয়তো এটা দেখার জন্যই আগে ওকে জানাইনি আমি বেকার....মায়া আমাকে ১৫০০ টাকা দিয়ে গেল,,,নিলাম,, টাকাটা না নিয়ে উপায় ছিলোনা.....২ মাস ২৫ দিনের মাথায় আমার অফিস থেকে ফোন করে.. আমাকে আবার চাকুরীতে জয়েন করার জন্য অফার করলো,,,আর সাথে আগের থেকে ৫০০০ টাকা বেশী স্যালারি.....।।আমি তো অনেক খুশী...ফিরে পেলাম চাকুরী,,,আর সাথে আমার মায়া....
দূঃসময় কেটে গেল,,,কিন্তু আমিও বদলে গেছি,,,,কেন যেন এই তিনটা মাস মনে পড়ে যায়,,,চিনে নিয়েছি অনেক মানুষকে.....
হয়তো ঈশ্বর আমার পরীক্ষা নিয়েছিলো,,,,বাড়ির সবার সাথে যোগাযোগ নেই,,,ঝগড়া করে বন্ধ করে দিয়েছিলাম.......
এখন কেন যেন মন চাইছে যোগাযোগ করতে....যারা আমাকে বড়ো করেছে,,,কখনো ক্ষিদের জালা কি বুঝতে দেয়নি.....
আজ ই বাবাকে ফোন করে কথা বলবো....
জানিনা বাবা কেমন রিএক্ট করবে??..
খারাপ সময় গুলো থাকেনা,,,রাত যখন আছে,,,তো ভোর হবেই....কিন্তু খারাপ সময় অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়,,,যা আগে চলার পথে অনেক কাজে লাগে....
চিনিয়ে দিয়ে যায় কে আসল বন্ধু.........
সংগৃহীত