Muhammad Maruf

Muhammad Maruf Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muhammad Maruf, Digital creator, Dhaka/Bangladesh, Gazipur.

MR Tech Institute – Your Trusted Online Learning Hub for Digital Skills

Welcome to MR Tech Institute, a professional online learning platform dedicated to empowering individuals with practical digital skills. Our channel is designed for students, professionals, and entrepreneurs who want to stay ahead in today’s fast-paced digital world.

📚 What We Offer:
• In-depth tutorials on computer fundamen

tals and mobile applications
• Professional guidance in digital marketing and online tools
• Step-by-step solutions to common technical problems
• Skill development for freelancing and online career growth

At MR Tech Institute, we believe in accessible, practical, and quality education. Our goal is to help you build confidence and competence through easy-to-understand, real-world content.

🔔 Follow now and make MR Tech Institute your go-to destination for online learning and digital success.

05/08/2025

5 August

23/05/2025

আপনাদের জন্য উনিই সেরা

একজন এসে জিজ্ঞেস করলেন আচ্ছা, বাম হাত দিয়ে খেলে কি গু'না'হ হবে?প্রশ্ন কর্তাকে বেশ সিরিয়াস মনে হলো। হয়ত কারো সাথে বাক বিত...
07/03/2025

একজন এসে জিজ্ঞেস করলেন আচ্ছা, বাম হাত দিয়ে খেলে কি গু'না'হ হবে?

প্রশ্ন কর্তাকে বেশ সিরিয়াস মনে হলো। হয়ত কারো সাথে বাক বিতন্ডা হয়েছে। এখন চাচ্ছেন একটা থার্ড পার্সপেক্টিভ।

আসল উত্তরে আসার পূর্বে একটা গল্প বলি,

গল্পটা অতিরণজিৎ মনে হতে পারে তবুও বলি হয়তো কিছু ডট কানেক্ট হবে।

১৯৮২ সালে রজার মরনীও নামের এক ওয়াল্র্ড ওয়ার ২ ভেটেরিয়ান এক বো'মা ফাটা'নো বই পাবলিশ করেন
বইটির নাম "এ ট্রিপ ইনটু দা সুপার ন্যাচারাল" এটা নিয়ে ইউটিউবে তার একটা ৩ ঘণ্টার ইন্টারভিউও আছে [১]

সেখানে তিনি জানান যে দ্বিতীয় বিশ্ব যু'দ্ধ শেষে তিনি যখন বাড়ি ফিরছেন। তার এক সিনিয়র তাকে এক স্পেশাল পার্টিতে ইনভাইট করেন। বলেন যে, তুমি যদি তোমার মৃ'ত বাবা মার সাথে দেখা করতে চাও তাহলে এই পার্টিতে এসো।

প্রপোসালটা পেয়ে তিনি কিছুটা ভ্যাবাচেকা খেয়ে যান।
আমার মৃ'ত বাবা মায়ের সাথে দেখা করাবে! সেটা কিভাবে সম্ভব! দোটানা আর কিছুটা দুশ্চিন্তা নিয়েই তিনি হাজির হলেন সেই পার্টিতে। পার্টিতে গিয়ে দেখতে পান বড় বড় ব্যবসায়ী আর বড় বড় পলিটিশিয়ানদের।
সাথে ছিল বড় বড় পলিসি মেকার আর সেলিব্রেটিরাও।

সেখানে দেখতে পান লম্বা আলখেল্লা পড়া এক ম্যা-জিশিয়ান। এক এক করে ওডিয়েন্সদের ডাকছেন।
আর তাদের নানান উইশ ফুলফিল করছেন।রি'কোয়েস্ট অনুপাতে কারো মৃ'ত ভাই, কারো মৃ'ত বন্ধু, বা কারো মৃ'ত বাবা মাকে পর্দার আড়াল থেকে ডেকে আনছেন।

এক সময়ে তার টার্ন এলো তিনি তার বাবা মাকে দেখতে চাইলেন। অবাক করে দিয়ে পর্দার আড়াল থেকে ঠিকই তার প্রয়াত বাবা মা বের হয়ে আসলেন।

তিনি তখন নিজেকে ধরে রাখতে পারেননি। প্রচণ্ড আবেগ প্রবন হয়ে উঠেন। বলেন সে এক অন্যরকম এক্সপেরিয়েন্স! ঘটনার অকোষীকতায় তিনি হতভম্ব।
হতভম্ব অবস্থাতেই তিনি সেই সি'ক্রেট গ্রুপে জয়েন করলেন।

প্রশ্ন আসতে পারে এটা কি করে পসিবল হলো?

ব্ল্যা'ক ম্যা'জি'ক? না অন্য কিছু?

একচুয়েলি এটা হলো কারিন জীনকে মেনুপুলেশনের মাদ্ধমে । কি'তাবে পেয়েছি যে দা'জ্জা'ল যখন আসবে তখন সে এধরণের মিরাকেল দেখাবে। সে মানুষের মৃ'ত আত্মীয়স্বজনকে জীবিত করে দেখাবে। এবং মানুষ তাতে বিশ্বাস আনা শুরু করবে। উলামারা বলেন সে আসলে মৃ'ত'দের প্রেজেন্ট করবে না। করবে হচ্ছে তাদের কারিনকে। কা'রিন হলো আমাদের স্পিরিচুয়াল ডাবল। দেখতে হুবহু আমাদের মতোই দেখতে। সে ছোট বেলা থেকে আমাদের সাথেই আছে। সে আমাদের প্রতিটা মু'ভ নকল করতে পারে। আর কা'রিন যেহেতু প্রজাতিতে জি'ন। সে বাঁ'চেও লম্বা সময় ধরে।

যাই হোক, একটা পর্যায়ে সেই গ্রূপের সাথে উনার সক্ষতা বেড়ে উঠে। ধীরে ধীরে ভিতরে অ্যাকসেস পেতে থাকেন। একটা সময় গিয়ে জানতে পারেন যে, গ্রূপের নাম ফ্রি মেসন। আর সেই গ্রুপের আসল লিডার হলো এক সুপার ন্যাচারাল বিয়িং।

যে ক্লেইম করে যে, সে সৃষ্টির শুরু থেকেই আছে। সে আদি কাল থেকে সকল যু'দ্ধ দেখছে। আর আদি কাল থেকে পলিটিক্স করছে। সে রজার কে তার সাথে হাত মিলাতে আহ্বান করে। বিনিময়ে সে উনাকে অর্থ সম্পদ আর ক্ষ'ম'তার প্রতিশ্রুতিও দেয়। তবে দেয় একটা শর্ত সাপেক্ষে। ইন রিটার্ন, রজার সাহেব কে সেই সুপার ন্যাচারাল বিয়িং কে সম্মান বা হোমেজ দিতে হবে।

কিভাবে দিতে হবে?সেটারও এক লম্বা লিস্ট ধরিয়ে দেয়! সেই লিস্টের কিছু কর্ম কান্ড এতটাই ডা'র্ক আর জ'ঘ'ন্য যে আমি লিখতেও পারছি না।

রজার ভিতর ভিতর শিও-রে উঠে। শান্তির খোঁজে বাইবেল পড়া শুরু করে। বাইবেলে তিনি লুসিফার নামক একজনকে পায় যার কথা সেই লিডারের সাথে হুবুহু মিলে যায়। তো একদিন সে কিউরাসটি আটকে না রেখে জিজ্ঞেস করেই ফেলে, আচ্ছা বলতো তুমি কে?তুমি কি সেই লুসিফার? যার কথা বাইবেলে বলা আছে?

জবাবে লুসি'ফার হেসে উত্তর দিয়ে জানায়,

হা আমিই সেই লুসি'ফার! লুসি'ফার হলো ইব'লিশের বিবলিকাল নাম।

কেন করছো তুমি এসব? তিনি জানতে চান।

কি প্রয়োজন তোমার?

উত্তরে লুসিফার জানায়, আরে আমিই তো এই দুনিয়ার মালিক। সৃষ্টির শুরু থেকেই আমি আছি। আমি হলে তোমাদের ভালোই চাই। তুমি আমার কথা মত চলো।
দেখবে তোমার সব কিছু ঠিকঠাক যাচ্ছে।

লুসিফার আরো বলে,

তুমি কি জানো প্রতিটা ধ'র্মই আমাকে হোমেজ দেয়?

কিভাবে? তুমি দেখবে প্রতিটা ধর্মে তাদের দেবতাদের ছবি গুলো এমন ভাবে আঁকা। যেন তাদের পিছনে দিক থেকে দিয়ে সূর্য উঠছে।

তুমি কি জানো?

সূর্য প্রতি দিন আমার পিছন থেকেই বের হয়! এভাবেই সেই পেইন্টিং গুলো ইন্ডিরেক্টলি আমাকেই হোমেজ দিয়ে যাচ্ছে! কারণ সে গুলো আমার ইনফ্লুয়েন্সই তৈরী।
কারণ আমিই তো যুগে যুগে ৭০ জন বড় বড় মনী'ষী ও তাদের অনুসারীদেরকে বি'ভ্রা'ন্ত করে রেখেছি!

ইন্টারেস্টিংলি সহি বুখারীতে এমনি একটা সিমিলার হাদিস পাওয়া যায়, হাদীসটি অনেক কাল আমাকে ভাবিয়েছে। হাদিসে বলা হয়েছে,

সূর্য শ'য়-তানের দু শিং-এর মধ্যখান দিয়ে উদিত হয় [2]

সেটা কিভাবে হয় মডার্ন সায়েন্স হয়তো এক্সপ্লেইন করতে পারবে না। তবে রজার মরনীওর সেই ইন্টারভিউ আমাকে কিছুটা হলেও ক্লেরিটি দিয়েছিল।

লুসিফার আরো জানায় যে,

ডারউইনকে তো আমিই ইভোলিউশনের আইডিয়া দেই। কারণ মানুষ যখন স্রষ্টার কনসেপ্ট থেকে দূর সরে যাবে। আমার কাজ তোতই সহজতর হয়ে উঠবে!

পুরো ইন্টারভিউটা বেশ ডার্ক বাট ফেসিনেটিং [কমেন্টে আছে দেখতে পারেন]

আবারো বলি এটা নিয়ে এতো সিরিয়াস হওয়ার কিছু নেই। কারণ এটা আকিদা গত কোনো বিষয় না।

ফিরে আসি মূল বক্তব্যে,

আমরা এখানে দুটো ক্যারেক্টার পেলাম। এক হলো কা'রিন আর দ্বিতীয় হলো লুসি'ফার বা ই'ব'লিশ
লুসি'ফারকে তো এখন রমজানে বেঁ'ধে রাখা হয়েছে।
বাকি থাকছে কা'রিন! কা'রিনা এখনো বলবৎ।

কাল বলেছিলাম কা'রিনের ওয়াসওয়াসা কিভাবে আইডেন্টিফাই করা যায়। আজ বলবো সেই ওয়া'সওয়াসাকে কি করে দু'র্ব'ল করা যায়।

আমাদের সাথে কা'রিনা আছে বিষয়টা ভী'তি'কর না।
কারণ হাদিস শরিফে এসেছে, আমাদের হেফাজতের জন্য সাথে ৪ জন ফেরেস্তাও আছে।

সমস্যা হলো আমরা যখন অ'শ্লী'ল'তা বা খারাপ আমলে লি'প্ত থাকি। সেই ফেরেস্তা গুলো সেখান থেকে গায়েব হয়ে যায় আর কা'রিনা সুযোগ পেয়ে যায়।তাই উলামারা বলেন, আমাদের কা'রিন কত শক্তিশালী হবে সেটা ডিপেন্ডস করবে আমাদের আমলের উপর। আমরা যদি নেক আমল বেশি করতে থাকি তাহলে সে তত দু'র্বল হতে থাকবে। আর আমরা যদি ব'দ আমল বেশি করতে থাকি সে ততটাই সবল হতে থাকবে।

এক খানে পেয়েছিলাম যে [রেফারেন্স খুঁজে পাচ্ছি না]

হজরাত আব্দুল্লাহ ইবনে আব্বাস বা আরেকজন সাহাবী একদিন তার কা'রিনের দেখা পান। তখন তিনি দেখতে পান যে তার কা'রিন খুব রুগ্ণ আঁর জীর্ণ। তো তিনি তাকে প্রশ্ন করেন, তোমার এই হাল কেন?

উত্তরে তাঁর কারিন জানায় যে, আপনার নেক আমলগুলোর কারণে! দেখুন, আমরা ভিসিবল ওয়ার্ল্ডে যত টুকু দেখছি তা শুধু ফ্রেকশন মাত্র। পর্দার আড়ালে আছে আরেকটা বিশাল দুনিয়া। সেই দুনিয়াকে আপনি নোটবল সায়েন্স দিয়ে এক্সপ্লেইন করতে পারবেন না।

কে জানে হয়তো রাসুলের ছোট ছোট এই আমল গুলো এমনভাবেই ডিসাইন্ড যে এগুলো আমাদের সেই ইনবিশ্বল ওয়ার্ল্ডের কা'রিনকে দু'র্ব'ল করে যাচ্ছে।

এই যেমন, সব কিছু বিসমিল্লাহ বলে স্টার্ট করা। ডান হাত দিয়ে খাওয়া, বা পা দিয়ে বাথরুমে যাওয়া
কিংবা ডান পা দিয়ে মসজিদে ঢুকা। অথবা বসে বসে পানি খাওয়া। এই সবই হয়তো আমাদের কা'রিনাকে দু'র্ব'ল করে তুলছে। সব কিছু তো আর আমাদের জানা নেই। তাই সেফার অপশন হচ্ছে উনার এই মাসনুন আমল গুলো প্র্যাকটিস করে যাওয়া।

তাই বলছি , ডান হাতে খেলে সোওয়াব আর বাম হাতে খেলে গু'না'হ হবে এরকম তর্কে না যাওয়াটা উত্তম।
বরং বলব, আমার রাসূল আমার রোল মডেল। এমন এক রোল মডেল,যিনি জীবনে কখনো মি'থ্যা বলেন নি।
এমন এক রোল মডেল, যিনি আমাদেরকে জানিয়েছেন সেই স্রষ্টার কথা। যিনি আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন
সেই স্রষ্টা যিনি এমন একটা কিতাব নাজিল করেছেন।
যার মদ্ধে কোনো ডাউট নেই।

তাই যদি হয়ে থাকে, তাহলে সেই পারফেক্ট রোল মডেলের পারফেক্ট সুন্নাহ গুলো ফলো করতো সমস্যাটা কোথায়? এটা একটা লজিকাল চয়েজ। এটা একটা ইন্টেলিজেন্ট চয়েজ। মোর ইম্পোরটেন্টলি এটা আমাদের রিলিজিয়াস চয়েজ।

এন্ড উই শুড বি প্রাউড অফ ইট!

লিখাঃ Samiul Haq

09/01/2025

Elon is crazy

সিরিয়ার একজন শিক্ষক মিশেল কিলো। যিনি সীদনায়া কা|রাগারে বন্দী ছিলেন। একদিন তিনি প্রহরীর মাধ্যমে বন্দীরত একটি শিশুর কক্ষে ...
18/12/2024

সিরিয়ার একজন শিক্ষক মিশেল কিলো। যিনি সীদনায়া কা|রাগারে বন্দী ছিলেন।
একদিন তিনি প্রহরীর মাধ্যমে বন্দীরত একটি শিশুর কক্ষে যাওয়ার সুযোগ পান, যেখানে শিশুটি ও তার মা ছিলো। শিশুটির বয়স ছিলো প্রায় পাঁচ বছর। তিনি সেখানে শিশুটিকে একটি গল্প শোনাতে গিয়ে বললেন—
একটি পাখি ছিলো....
শিশুটি তখন বললো—পাখি মানে কী?
মিশেল কিলো বললো—এটি একটি গাছের উপর ছিলো।

শিশুটি তাকে থামিয়ে দিয়ে আবার বলে উঠলো—গাছ মানে কী?

এবার মিশেল কিলো দুঃখে কান্নায় ভেঙে পড়েন আর প্রহরীকে চিৎকার করে বলেন—আমাকে এখান থেকে নিয়ে যাও।

25/10/2024

My son loves olives when he doesn't know that it is Sour

গ্রিসে 4000 বছরের পুরনো জলপাই গাছ! এই গাছটি প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দে বাড়তে শুরু করে, ব্রোঞ্জ যুগে, যখন শেষ উলি ম্য...
05/09/2024

গ্রিসে 4000 বছরের পুরনো জলপাই গাছ! এই গাছটি প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দে বাড়তে শুরু করে, ব্রোঞ্জ যুগে, যখন শেষ উলি ম্যামথ শিকার করা হয়েছিল, তখন মিশরের 7 তম রাজবংশ শেষ হয়েছিল এবং মানুষ কাঁচের অস্তিত্ব আবিষ্কার করেছিল।
এই গাছ মানুষকে ব্রোঞ্জ যুগ থেকে পারমাণবিক যুগে যেতে দেখেছে। এটি আমাদের পরিবর্তিত বিশ্বকে প্রত্যক্ষ করেছে এবং অনেক যুদ্ধের মধ্য দিয়ে বেঁচে আছে। এটি অনেক রাজা, রাজনীতিবিদ, যোদ্ধা এবং নবীদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখেছে এবং এটি এখনও বছরে জলপাই উৎপাদন করে চলেছে!

Address

Dhaka/Bangladesh
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Maruf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Maruf:

Share