Ma Meyer khunshuti

Ma Meyer khunshuti assalamualaikum....❤️

27/03/2024

গত বছর হজ্জ শেষ করে বেশ কিছু আজওয়া খেজুর সাথে নিয়ে আসলাম। যথাসম্ভব আত্নীয় স্বজন বন্ধু বান্ধবদের দিয়ে আমি একটা জার ভর্তি করে নিজের জন্য রেখে দিলাম খুব যত্ন করে । ঐ খেজুর নিয়ে আমি মিশর যাই। তারপর আমেরিকা, সাথে আমার সেই আজওয়া খেজুর।

একদিন এক বাসায় বেড়াতে গেলাম। সে বাসার আন্টি রান্না করতে করতে গল্প করছিলেন । তার পাশেই কিচেনে বসে ছিলাম। এক পর্যায়ে হজ্জের প্রসঙ্গ , তারপর আন্টি আজওয়া খেজুর নিয়ে বলতে গিয়ে খুব ইমোশনাল হয়ে গেলেন। তিনি খুব শুনেছেন কিন্তু আজ অবধি খেতে পাননি। এক পর্যায়ে কাঁদছেন, যদি হজ্জে যেতে পারতেন, যেতেন যদি মদীনা। ইচ্ছেমত যদি আজওয়া খেতে পারতেন।

সেদিনের মত আন্টির কাছ থেকে বিদায় নিলাম। বাসায় ফিরে ফ্রীজ খুলে আমার আজওয়া খেজুরের জারটা হাতে নিয়ে বসে আছি। আন্টির কান্না ভেঁজা মুখ আর তার আফসোসটা মন থেকে সরছে না। আন্টিকে দিতে ইচ্ছে করছে, আবার তিন দেশ বয়ে বেড়ানো নিজের জন্য রেখে দেওয়া এত প্রিয় জিনিসটা দেই কি করে।

পরদিন সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে সোজা আন্টির বাসায়। হ্যান্ড ব্যাগ খুলে আজওয়া জারটা আন্টির হাতে দিয়ে বললাম ‘পুরোটাই আপনার’। কিছু অনুভুতি বলে বুঝানো যায় না। আমি বুঝাতে পারবো না তারপর সেখানে কি আবেগঘন মুহূর্ত হলো।

একটা চরম উপলব্ধি বাসায় ফিরলাম। খুব যত্ন করে তিন দেশ বয়ে সুদুর আমেরিকাতে নিয়ে যাওয়া আজওয়ার জারটা আসলে আমার না; আমাকে দিয়ে আল্লাহ সুবহানুওয়াতায়ালা সেটা যার জন্য বরাদ্দ তার হাতে পৌছে দিয়েছেন।

রিজিক যেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সেটা আসবেই,সাত সমুদ্র তেরো নদী পেরিয়েও।

ঘটনা এখানেই শেষ নয়। এর সপ্তাহ খানেক পর আমার ঘনিষ্ট বন্ধু ওমরা করে ফিরল । আমি দেখা করতে গেলাম। বিদায় নেয়ার সময় বন্ধু বললো ‘তোর জন্য খুব দামী গিফট আছে।’

সারাটা রাস্তা ঝাপসা চোখে ড্রাইভ করে বাসায় ফিরছি। আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় চোখ ভিঁজে যাচ্ছে বারবার। ঠিক এক জার আজওয়া নিয়ে বাসায় ফিরেছি, যেমনটা দিয়েছিলাম আন্টিকে।

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী।।

আল্লাহ তা‘আলা বলেন, وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَّرَهُ تَقْدِيرًا
‘‘এবং তিনি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছেন। অতঃপর তার একটি তাকদীর বা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন’’।
(সূরা ফুরকান: ২)

-সংগৃহীত

23/03/2024

যদি আপনি কাউকে মেসেজ দেওয়ার পর সে অনলাইনে থাকা সত্বেও প্রতিবার মেসেজ সিন করতে ও মেসেজের রিপ্লাই দিতে লেইট করে তাহলে তাকে মেসেজ দেওয়া বন্ধ করে দিন।

মনে রাখবেন যে আপনার সাথে কথা বলতে ইচ্ছুক সে অবশ্যই সাথে সাথে রিপ্লাই দিবে এবং সে নিজেও মেসেজ দিবে। তবুও যদি ব্যস্ত থাকে তাহলে একবার অন্তত বলবে আমি ব্যস্ত।

আপনি তখনও ইমম্যাচুর রয়ে গেলেন যখন কারো রিপ্লাই পাওয়ার জন্য আরো দুটি বাড়তি মেসেজ দিলেন। যখন আপনি নিজেও জানেন সে আপনাকে ইগ্নোর করছে তবুও জিজ্ঞেস করলেন "ইগ্নোর" করতেছেন?

আত্মসম্মান বিসর্জন দিয়ে কারো সাথে কথা বলতে চাওয়া মানে নিজের ব্যক্তিত্বের অপমান। যে নিজেকে সম্মান দিতে জানলো না, সে কখনো সম্মান পাওয়ার যোগ্য হতে পারলো না।

©আশরাফ আহমেদ

21/03/2024

আমি এটা জানতাম না তো!!

আল্লাহ তায়ালা বলেছেন 'আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি'

উপরিউক্ত কথাটি আমরা কমবেশি সবাই শুনেছি। এটি হাদিসে কুদসির অংশ বিশেষ। ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেন, এর চারটি অর্থ হতে পারে :

১. দুআ কবুল হওয়ার ব্যাপারে আমি বান্দার সাথে তার বিশ্বাস অনুপাতে আচরণ করি। যদি সে বিশ্বাস করে যে আমি তাকে ফিরিয়ে দেবো না, তবে সত্যিই তাকে ফিরিয়ে দেবো না।

২. তাওবা কবুল হওয়ার ক্ষেত্রে আমি তার বিশ্বাস অনুযায়ী আচরণ করি। যদি সে পুরোপুরি আত্মবিশ্বাসী হয়, তাহলে তাকে ফিরিয়ে দিই না।

৩. ইস্তিগফারের ক্ষেত্রে আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি। যদি সে ক্ষমা পাবে বলে বিশ্বাস করে তাহলে তাকে ক্ষমা করে দিই।

৪. ইবাদাত কবুল হওয়ার ব্যাপারেও আমি তার সাথে একই রকম আচরণ করি।

[সহিহ বুখারি : ৭৪০৫; ফাতহুল বারি : ১৫/২৭০]

21/03/2024

নিজের বাবা মা'র পেছনে সময় ব্যয় করুন। দিনশেষে উনারাই আপনার আপন। বাকীরা ফরমালিটি মেইন্টেইন করে শুধু। বাকী সবকিছুই জীবনে অনর্থক!💙

20/03/2024

দেখতে দেখতে রহমতের শেষ দশ দিন চলে যাচ্ছে 😔😔
রহমতের দশ দিনের শেষ সেহেরী ছিল আজ 😞

11/03/2024

ফুলকপির পাকোড়া🤤 কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন 🥰🥰

08/03/2024

Happy International Women's Day Maa 🦋❤️

"মা" শব্দটাই যথেষ্ট! ❤️🌻
মা শুধু একটা শব্দ নয়, এটা হলো পুরো পৃথিবী 🌍❤️

08/03/2024

কাট গোলাপ কার কার ভালো লাগে??...🌸

07/03/2024

07/03/2024

300 feet road 💕

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ma Meyer khunshuti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category