24/05/2025
(গ্রাম: ভোজদত্ত, ইউনিয়ন: দেওপাড়া, থানা: ঘাটাইল) একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। একজন সত্তোরোর্ধ সম্মানিত ভদ্রলোক—যিনি সারাজীবন সমাজে মর্যাদার সঙ্গে চলেছেন—এখন প্রবল অপমান আর মানসিক যন্ত্রণার শিকার হয়ে নিঃশব্দে চোখের পানি ফেলছেন।
কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে তিনি বরপক্ষ হয়ে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে কনে পক্ষের কিছু মেয়ে বরপক্ষের জুতা লুকিয়ে রাখে, যা আমাদের সংস্কৃতিতে মাঝে মাঝে মজার অংশ হিসেবে দেখা যায়। কিন্তু এরপর যা ঘটেছে, তা ছিল নির্মম।
ভদ্রলোক বারবার নিজের জুতা চেয়ে অনুরোধ করছিলেন। একসময় এক টিকটকার তরুণী নিজের পায়ে থাকা একটি জুতা ছুঁড়ে দেন তাঁর দিকে। তিনি সরল-সহজ মানুষ, পরিস্থিতি বুঝে না উঠে সেই জুতা পরেন, ভাবেন হয়তো মজার অংশ হিসেবেই বিষয়টি হচ্ছে। কিন্তু সেই টিকটকার তরুণী ঘটনাটির ভিডিও ধারণ করে বলেন, “আপনাকে ভাইরাল করে দেবো!”
তিনি “ভাইরাল” শব্দটির অর্থই বোঝেন না। বুঝতেও পারেননি, সেই মুহূর্তটি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে।
আজ, সেই ভিডিও তাঁকে এবং তাঁর পরিবারকে প্রবলভাবে অপমানিত করেছে। তাঁর ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন সবার কাছ থেকে অবান্তর ফোন আসছে, আর তিনি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন!
জাতির কাছে প্রশ্ন, আচ্ছা আমরা কি মানুষ হিসেবে এতটা অসংবেদনশীল হয়ে গেছি? একজন বয়স্ক মানুষকে নিয়ে রসিকতা করতে আমাদের এতটুকুও বিবেক কাজ করে না? সোশ্যাল মিডিয়ায় কয়েক সেকেন্ডের বিনোদনের জন্য কি কাউকে চিরতরে লজ্জিত করে তোলা যায়?
এই ঘটনায় আমরা যারা দেখেছি বা জানি, আমাদের উচিত স্পষ্টভাবে বলা " কারও মর্যাদা হরণ করে কোনো কিছুই মজার নয়। ভাইরাল হওয়ার পেছনে দায়িত্ববোধ থাকা উচিত। ”
©️