Sultan Aslam Uddin

Sultan Aslam Uddin digital creator, IT professional.

With Habib Adnan – I just got recognised as one of their top fans! 🎉
05/03/2025

With Habib Adnan – I just got recognised as one of their top fans! 🎉

Dead Horse Theory: The Reality Around UsSuppose you are riding a horse. After a while, you realize — the horse is dead.W...
05/03/2025

Dead Horse Theory: The Reality Around Us

Suppose you are riding a horse. After a while, you realize — the horse is dead.
What should you do in such a situation?
If you are smart, you will change the horse, or walk.
But what do we do in reality?
• We bring a new design saddle, so that it is comfortable to sit on the dead horse.
• We improve the horse's diet, so that the dead body is a little better.
• We change the horse's driver, thinking that maybe the new driver will do the magic.
• We form a committee and hold meetings, and we are immersed in discussions for months — how to increase the speed of the dead horse!
• At the end, the committee reports — yes, the horse is really dead!
This theory teaches us that there is no point in wasting time, money and energy by avoiding the real cause of the problem. Rather, success is possible only if we first accept the reality and make effective decisions.

We have to accept reality....
We have to use our conscience, not our emotions...
Recognize the dead horses around us,
We have to abandon the illusion of dead horses and move forward....far and wide....

#পাতা

27/02/2025

Everything today was perfect. A heartfelt “thank you” for making this day the best.

এমন সুন্দর  ফুল ফুটলে কার না ছবি তুলতে ইচ্ছা কে। যারা ❀ ফুল বাগানে মালিক তাদেন দৃষ্টি আকর্ষণ করছি।                 #পাতা...
26/02/2025

এমন সুন্দর ফুল ফুটলে কার না ছবি তুলতে ইচ্ছা কে।
যারা ❀ ফুল বাগানে মালিক তাদেন দৃষ্টি আকর্ষণ করছি।
#পাতা Molly Aslam

23/02/2025
21/02/2025

শীতলক্ষ্মা নদীর পাড়ে গড়ে উঠেছে বহু প্রাচীনতম মাছের বাজার

11/02/2025

সাপের খেলা দেখে কেউ ভয় পাবেন না। অনেকদিন পর দেখলাম সেই শৈশবের সাপের খেলা
FLOW

একটা সিনেমার ট্রেইলার শুরু করা হয় শুধুমাত্র ছাদের একটা ছবি দিয়ে। শুধুমাত্র সাদা একটা ছাদ। আর কিছু না।এক মিনিট যায়, দু...
24/06/2024

একটা সিনেমার ট্রেইলার শুরু করা হয় শুধুমাত্র ছাদের একটা ছবি দিয়ে। শুধুমাত্র সাদা একটা ছাদ। আর কিছু না।

এক মিনিট যায়, দুই মিনিট যায়, তিন মিনিট যায়। কিন্তু স্ক্রিনে কোন পরিবর্তন আসে না। সেই সাদা ছাদ এর ছবি। কোন নড়াচড়া নাই, রঙের পরিবর্তন নাই।

এভাবে ৬ মিনিট পার হয়ে যাওয়ার পর দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ অভিযোগ করলো, এই মুভি তাদের "মূল্যবান" সময় নষ্ট করছে। কেউ কেউ এতো কিছু না বলে স্রেফ উঠে চলে গেল। একটা সাদা ছাদের স্থিরচিত্র কতক্ষণ আর সহ্য করা যায়?

এরপর হঠাৎ করেই, ক্যামেরাটি ধীরে ধীরে ছাদ থেকে নিচে নামা শুরু করলো। এবং দেখা গেল, ছোট্ট একটা অসুস্থ বাচ্চা বিছানায় শুয়ে আছে। চোখ সেই ছাদের দিকে। স্পাইনাল কর্ডের সমস্যায় ভোগা বাচ্চাটা ঠাঁই তাকিয়ে ছিলো ঐ সাদা ছাদের দিকে।

এরপর ক্যামেরা আবারও উপরে উঠে গেল, আবারও পর্দায় ভেসে উঠলো সেই সাদা ছাদের দৃশ্য।

সিনেমাটি শেষ করার ঠিক আগে আগে দর্শকদের উদ্দেশ্য করে বলা হলো, আমরা মাত্র ৮ মিনিট এই দৃশ্যটা ধৈর্য্য ধরে দেখতে পারি নাই, কেউ অভিযোগ করেছি, কেউ আবার উঠে চলে গেছি। অথচ এই বাচ্চাটাকে তার সারাটা দিন, দৈনিক ২৪ ঘন্টাই এই দৃশ্য দেখেই কাটাতে হয়। অসুস্থতার কারণে সে ঘাড় পর্যন্ত নাড়াতে পারে না, হাঁটা চলা তো দূরের কথা।

যে জীবন আপনি মাত্র ৬ মিনিটের জন্যও যাপন করতে রাজি নন, সেই জীবন একটা শিশুকে যাপন করতে হচ্ছে বছরের পর বছর ধরে।

কাজেই, আল্লাহর কাছে নিজেকে নিয়ে অভিযোগ করার আগে আমাদের উচিত অন্যদের দিকেও একটু তাকানো। খোদার যে করুণা, যে দয়া আর যে রহমতগুলো আমরা নিশ্চিত হিসেবে ধরে নিই, কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই, সেসব দয়া, বা নিয়ামত না থাকলে আমাদের জীবন কেমন ভয়ঙ্কর হতে পারতো, সেটা নিয়েও কি আমাদের একটু চিন্তা করা উচিত না?
Copy by boro bhai

23/06/2024

Hi,
Friends I am new on Facebook platform please help to connect with me.

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Sultan Aslam Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share