16/07/2025
🌸💜
শখের বয়স থাকতে, Husband Wife একে অপরের সাথে সময় কাটানোটা ভীষণ দরকার ||
বছরে একবার হলেও দুজনে অজানা কোথাও ঘুরতে যাওয়া সপ্তাহে একবার হলেও, দুজনে একসাথে কোনও এক রেস্তোরাঁয় বসে খাওয়া দাওয়া করা অথবা, অচেনা পথের ধারে কোনও এক চায়ের দোকানে বসে, ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দেওয়া ||
কারণ ছাড়াই হাতে হাত রেখে কিছুটা পথ হেঁটে আসা রান্না ঘরে দুজনে একসাথে পছন্দের খাবার বানানো সুখ দুঃখের কথা বলা দুজনে দুজনকে প্রশংসা করা দিনে অন্তত ১০ মিনিট হলেও, একান্তে দুজনে সময় কাটানো ||
এগুলোই যেনো একটা সুন্দর এবং সুস্থ সম্পর্কের, মূল্যবান ঔষধ ||
লোকে হয়তো বলবে আদিখ্যেতা, তাতে কি এলো গেলো??? দিনশেষে নিজেদের ভালো থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ||
আজ একটু অর্থের অভাবে থাকলেও, একদিন হাতে অনেক টাকা থাকবে, অবসর অনেক সময়ও থাকবে থাকবে না উপভোগ করার শক্তি, থাকবে না শখ পূরণের ইচ্ছে, তখন দুজনেই বড্ড ক্লান্ত জীবন সংগ্রামে
হয়তো দুজনের মধ্যে কোনও একজন থাকবে • • • • • আর একজন হয়তো আকাশের তারা 😔
একমাত্র সন্তান সেদিন বড় হবে, ব্যস্ত হবে সে তার নিজের জীবন নিয়ে ||
তখন যদি দুজনেই বর্তমান, তবে বলবে হাতে হাত রেখে, "আমরা অনেক ভালো কিছু সময় কাটিয়েছে জীবনে" ||
আর যদি একজন আগেই চলে যায় • • • • • • • • • তাহলে যে একজন থেকে যাবে, সে যেনো বুকভরে বলতে পারে— “আমি সবটা পেয়েছি, ওর সঙ্গে বেঁচেছি বাঁচার মতন করে" ||
তাই সময় থাকতে, ভালোবাসো, সময় দাও ||
আজকের মুহূর্তগুলোই, একদিন বেঁচে থাকার শেষ শক্তি হয়ে উঠবে ||
✍️স্বপ্নের গল্পকথা Madhumita Bhowmick Sarkar