23/07/2025
পৃথিবীতে সবচাইতে ভালো আমি তোমাকেই বাসলাম৷ অথচ দেখো, সেই তুমিই কিনা আমাকে বুঝলে না! সবচাইতে ভরসা আমি তোমায় করেছি, এখন এত হতাশা, একাকিত্বের দায়ভার তুমি নিলে না!
তুমি কখনো দেখেছো, যত্ন ছাড়া মানুষ থাকে? কখনো দেখেছো, কথা বলা ছাড়া সম্পর্ক ভালো থাকে? আমি তো তোমার দিনরাত ২৪ ঘন্টার ভাগিদার হতে চাইনি।
আমি তোমার কাছে এই সময়, যত্ন, আর আদর ছাড়া আর কি চেয়েছি? যতবার অভিমানে দূরে সরে যাওয়া, নিজেকে তীলে তীলে কষ্ট দেয়া, সব তোমার অবহেলার কারণে! পৃথিবীতে সবচাইতে বড় যন্ত্রণার ব্যাপার বোধহয় কাউকে তীব্র ভাবে ভালোবেসে তার কাছ থেকে দূরে সরে যাওয়া, তার সাথে কথা না বলা, তাকে দুচোখ দিয়ে দেখতে না পারাটা!
আমার ভীষণ কষ্ট হয়, নিজেকে বড্ড একা লাগে। তোমার না থাকা জুড়ে মাইগ্রেন, একাকিত্ব, জ্বর, কোনোকিছু ভালো না লাগা অনুভূতি বিরাজ করে! আমি জানি, তোমার সময় নেই। মানুষ যাকে ভালোবাসে, এবং সত্যি ভালোবাসে, তার জন্য শত ব্যস্ততার মাঝেই সময় বের করে নেয়।
যতবার দূরে সরে যাওয়া, চোখের আড়াল হওয়া, কথা না বলা, দেখা না হওয়া –তোমার তাতে অনুশোচনা নেই, শোক নেই। সময় তোমার, মনও তোমার। তাই সেখানে আমার কোনো অংশীদারিত্ব নেই! আমার সবকিছু তোমার হলেও, তোমার সবকিছুই শুধু তোমার। সেখানে আমার কোনো আধিপত্য নেই, কোনো অধিকার নেই!
তোমায় ভালোবাসার বিনিময়ে যে যন্ত্রণা আমায় দিলে, এত যন্ত্রণা আমার শ ত্রু ও তার ঘৃণায় কখনো দেয়নি!😭