Romana Akter

Romana Akter অন্যের সাফল্যে খুশি হতে শিখুন,
আল্লাহ আপনাকেও দিতে
দেরি করবেন না।

26/08/2025

এই যে এমন অবহেলায় দিব্যি এড়িয়ে গেছো দিনের পর দিন। অনাদর–অযত্নে হতাশায় মুখ থুবড়ে পড়ে থেকেছি, তুমি ফিরেও তাকাওনি। একটু সময় চেয়েছি, প্রচন্ড মন খারাপে তোমার সঙ্গ চেয়েছি, তুমি ব্যস্ততার বাহানায় সময় দাওনি। নিজের সময় সুযোগ বুঝে তুমি সঙ্গ দিতে।

আজ অভিযোগ করছি না। শুধু বলছি, তোমার মতো আর কাউকে পাবো না কোনোদিন। যে তুমি এত কষ্ট–যন্ত্রণা দিতে, সেই তোমার সামান্য সঙ্গ পেলে পৃথিবীর সব মন খারাপ দৌড়ে পালাতো। ভালোবাসার মানে, সে তো তোমার থেকেই শেখা।

তোমায় ছাড়া অনুভূতি জাগে না।
পৃথিবীতে সবার প্রতিই কী অনুভূতি জাগে? বলো...
কত অসম্মান, অবজ্ঞা পেয়েও সেই তো তোমার কাছেই থাকতে চেয়েছি। সবকিছুর পরেও সেই তোমার কাছেই হাত পেতেছি।

তুমি বলতে, “ এত আবেগ ভালো নয়। ”
অথচ তোমার আবেগী কথায় আমি আজ তোমার মায়া জালে বন্দী। মায়ার শেকল পায়ে পড়ে, যেই ভাবি পথ পাল্টাবো, আর শেকল খোলা যায় না!

পৃথিবীতে তোমার মতো কেউ হবে না।
আদর করে বুকে টেনে নিয়ে ফের বুক থেকে ছুঁড়ে ফেলে দিতে দ্বিতীয়বার ভাবতে হয় না, এমন মানুষ আর কে আছে তুমি ছাড়া?

তুমি তো সঙ্গ পাও চাইলেই।
অথচ আমায় দেখো, তোমায় ছাড়া জাগতিক সব সঙ্গই নিঃসঙ্গতার যন্ত্রণা দেয়! নিজেকে একা লাগে, অভিমানে আরও বেশি প্রেম প্রেম পায়, তোমাকে ছুঁতে ইচ্ছে করে।

আমি তো তোমার মতো কাউকে পাবো না, তবে তুমি কী আমার মতো কাউকে পাবে? কিংবা আমার থেকে ভালো, আবেগ খুবই কম, যে তোমায় তোমার মতো বুঝবে। তুমি অবহেলা করলেই বিনিময়ে সে তোমায় দিবে ভালোবাসা?

24/08/2025

খণ্ড-খণ্ড সময়ে আমি যে কত প্রবলভাবে তোমাকে পেতে চাই—
এমন প্রবলতা কেবল মা-হীন শিশুর ক্ষুধায় থাকে।

এত বিশদ অস্থিরতা শুধুমাত্র দুঃস্বপ্নে নিজেরে মরে যেতে দেখলেই হয়।

তোমার দৃষ্টিসীমার বাইরে আমি একটা উৎকৃষ্ট গোলাপ।
তোমার হৃদয়ে আমার যাবজ্জীবন হবে না, জানি।
তবুও খণ্ড-খণ্ড সময়ে আমি যে কত প্রবলভাবে তোমাকে ভালোবাসি—

এই ভালোবাসা যদি তুমি টের পেতে,
তাহলে তুমি অমর হতে চাইতে! 💔🌹

#ভালোবাসা #অস্থিরতা #অমরতা #অভিমান #অনুভূতি

24/08/2025

প্রতিটি মুহূর্তে তাকে বুঝিয়েছি আমার ভালোবাসা,
প্রতিটি মুহূর্তে অনুভব করিয়েছি তার, কতটা মূল্যবান সে আমার কাছে।
প্রতিটি মুহূর্তে বলেছি—
তুমি ছাড়া আমি শূন্য…

সে ছিল আমার কাছে হিরা, মুক্তোর মতো অমূল্য।
কখনো চাইনি তার মন কষ্ট পাক, তাই প্রতিটি কথাই বলেছি ভেবেচিন্তে।

কিন্তু দিন শেষে আমি পেয়েছি শুধু শূন্যতা…
বুঝে গেছি—আমার মূল্য কতটা সামান্য!
সবটুকু দিয়ে ভালোবেসে আজ আমি নিজেই হয়েছি শূন্য।

#ভালোবাসা 💔 #একাকিত্ব #শূন্যতা #হৃদয়ের_কথা #অমূল্য_মূল্য

23/08/2025

আলহামদুলিল্লাহ আমাকে ছাড়া সে ভালোই আছে, আল্লাহ তায়ালা তার এই ভালো থাকা কোনোদিন দূর না করুক।
তবে তাকে ভালোবেসে কোনো কারণ ছাড়াই চরিত্রহীন অপবাদ পেয়েছি, তাকে ভালোবেসে সব হারাইছি!💔

06/08/2025

জীবনের শুধু বয়স বাড়ছে, অথচ জীবন এক জায়গায় এসে সেই কবে থেকেই থেমে আছে।

এক বড়ো গহিন শূন্যতায় এসে জীবন ক্রমশ দুলছে।

জীবনের মুক্তি নেই, মুক্তি পেলেও কোনো গন্তব্য নেই। গন্তব্য মিললেও পৌঁছানোর শক্তি নেই। শক্তিটুকু থাকলেও যেন ততটা সময়ের জন্য আয়ু জীবনের জন্য বরাদ্দ নেই।

হাঁপিয়ে ওঠা জীবনটা যেন এক সঙ্গীহীন পাখির মতো, যার কাছে অসীম আকাশের দৈর্ঘ্য ও মনে হয় বড্ড সংকীর্ণ।

03/08/2025

অভাব নিয়ে বাঁচা গেলেও, অবহেলা নিয়ে বাঁচা যায় না।😌
অপেক্ষা করা গেলেও, আক্ষেপ নিয়ে থাকা যায় না।💔

~অপূর্ণতা নিয়ে বাঁচালেও, অযত্ন নিয়ে বাঁচা যায় না..........!
চুপ করে সব মেনে নিলেও, মিথ্যা মানা যায় না।

মানুষ থেকে মানসিক রোগী হয়ে গেলেও, অমানুষ চিনা যায় না..💔

27/07/2025

ভাবতে পারো, আমি কতখানি একা হবার পর নিজেকে তোমার থেকে গুটিয়ে নিলাম? তোমার চোখে যখন ভালোবাসার বদলে বিরক্ত দেখতে শুরু করলাম, আমার জন্যে সম্মানের ছিটেফোটাও কোথাও খুঁজে পাচ্ছিলাম না সবার প্রায়োরিটি আকাশচুম্বী আর আমার স্থান একদম নিচের দিকে দেখতে পাচ্ছিলাম।
ঠিক তখনই আমি নিজেকে গুটিয়ে নিতে শুরু করে নিলাম। তুমি আমার গুটিয়ে যাওয়া দেখেছিলে, আমার ভেজা চোখ দেখনি। আমার অন্তর পুড়ে ছাই হয়ে যেতে দেখনি। দেখবে কি করে? এতো মানুষের ভীড়ে তোমার দৃষ্টি আমার দিকে পড়ার সময়ই হয় নি। আর তুমি প্রয়োজনও মনে করোনি আমার দিকে দৃষ্টি দেওয়ার। আমার দিকে দৃষ্টি থাকলে কি আর তুমি এদিক সেদিক সুখ কুঁড়াতে চাইতে?
অতঃপর আমি চুপ থেকে নিজেকে গুটিয়ে নিতে শিখে গেলাম।
তুমি যে ভালোবাসা দিয়েছিলে, তা হয়তো কখনও সত্যিই ছিল না—ছিল কেবল অভ্যাস। আমি দিনকে দিন তা বুঝতে পেরেও চুপ ছিলাম। কারণ, আমার ভেতরের মানুষটা শেষ আশাটুকু বাঁচিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু প্রতিদিন তুমি যতটা দূরে সরে গেলে, আমি নিজেকেও ততটাই অচেনা লাগতে শুরু করলো। আমি ভেবেছিলাম, হয়তো একদিন তুমি ফিরে তাকাবে, হয়তো একদিন তুমি আমার চোখের জল দেখবে। কিন্তু তোমার দৃষ্টি আর আমার জন্য থামলো না।

হয়তো তুমি জানো না, গুটিয়ে নিতে নিতে আমি আমার হাসিটুকুও হারিয়ে ফেলেছি। আমার স্বপ্নগুলো ছাই হয়ে গেছে, ভালোবাসার রঙ মুছে গেছে, আমি এখন ফাঁকা হয়ে গেছি। আর এই ফাঁকা মানুষটাকে তুমি চেনো না। হয়তো আর চিনতেও পারবে না।💔💔💔

23/07/2025

পৃথিবীতে সবচাইতে ভালো আমি তোমাকেই বাসলাম৷ অথচ দেখো, সেই তুমিই কিনা আমাকে বুঝলে না! সবচাইতে ভরসা আমি তোমায় করেছি, এখন এত হতাশা, একাকিত্বের দায়ভার তুমি নিলে না!

তুমি কখনো দেখেছো, যত্ন ছাড়া মানুষ থাকে? কখনো দেখেছো, কথা বলা ছাড়া সম্পর্ক ভালো থাকে? আমি তো তোমার দিনরাত ২৪ ঘন্টার ভাগিদার হতে চাইনি।

আমি তোমার কাছে এই সময়, যত্ন, আর আদর ছাড়া আর কি চেয়েছি? যতবার অভিমানে দূরে সরে যাওয়া, নিজেকে তীলে তীলে কষ্ট দেয়া, সব তোমার অবহেলার কারণে! পৃথিবীতে সবচাইতে বড় যন্ত্রণার ব্যাপার বোধহয় কাউকে তীব্র ভাবে ভালোবেসে তার কাছ থেকে দূরে সরে যাওয়া, তার সাথে কথা না বলা, তাকে দুচোখ দিয়ে দেখতে না পারাটা!

আমার ভীষণ কষ্ট হয়, নিজেকে বড্ড একা লাগে। তোমার না থাকা জুড়ে মাইগ্রেন, একাকিত্ব, জ্বর, কোনোকিছু ভালো না লাগা অনুভূতি বিরাজ করে! আমি জানি, তোমার সময় নেই। মানুষ যাকে ভালোবাসে, এবং সত্যি ভালোবাসে, তার জন্য শত ব্যস্ততার মাঝেই সময় বের করে নেয়।

যতবার দূরে সরে যাওয়া, চোখের আড়াল হওয়া, কথা না বলা, দেখা না হওয়া –তোমার তাতে অনুশোচনা নেই, শোক নেই। সময় তোমার, মনও তোমার। তাই সেখানে আমার কোনো অংশীদারিত্ব নেই! আমার সবকিছু তোমার হলেও, তোমার সবকিছুই শুধু তোমার। সেখানে আমার কোনো আধিপত্য নেই, কোনো অধিকার নেই!

তোমায় ভালোবাসার বিনিময়ে যে যন্ত্রণা আমায় দিলে, এত যন্ত্রণা আমার শ ত্রু ও তার ঘৃণায় কখনো দেয়নি!😭

"কথা শেষ হয়নি… অথচ Messenger বলছে – This person is unavailable.হয়তো শেষ কথাটাও শোনার দরকার ছিল না তার…" 😔💔
23/07/2025

"কথা শেষ হয়নি… অথচ Messenger বলছে – This person is unavailable.
হয়তো শেষ কথাটাও শোনার দরকার ছিল না তার…" 😔💔

23/07/2025

বিশ্বাস ভরসা প্রতিশ্রুতি সবাই রক্ষা করতে পারে না।

21/07/2025

যতটা না ক'ষ্ট দেয় একা থাকা, তার চেয়ে বেশি ক'ষ্ট দেয় অবজ্ঞা'য় থাকা।😰

চুপচাপ থাকা মানে সব মেনে নেওয়া না, কখনও কখনও সেটা ভা'ঙ'নের চি'হ্ন।💔

মানুষ হারিয়ে গেলে খোঁজ মেলে, কিন্তু অনুভব হারিয়ে গেলে ফেরা হয় না!🖤

08/05/2025

💔 💔

Address

Gazipur
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Romana Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share