26/08/2025
এই যে এমন অবহেলায় দিব্যি এড়িয়ে গেছো দিনের পর দিন। অনাদর–অযত্নে হতাশায় মুখ থুবড়ে পড়ে থেকেছি, তুমি ফিরেও তাকাওনি। একটু সময় চেয়েছি, প্রচন্ড মন খারাপে তোমার সঙ্গ চেয়েছি, তুমি ব্যস্ততার বাহানায় সময় দাওনি। নিজের সময় সুযোগ বুঝে তুমি সঙ্গ দিতে।
আজ অভিযোগ করছি না। শুধু বলছি, তোমার মতো আর কাউকে পাবো না কোনোদিন। যে তুমি এত কষ্ট–যন্ত্রণা দিতে, সেই তোমার সামান্য সঙ্গ পেলে পৃথিবীর সব মন খারাপ দৌড়ে পালাতো। ভালোবাসার মানে, সে তো তোমার থেকেই শেখা।
তোমায় ছাড়া অনুভূতি জাগে না।
পৃথিবীতে সবার প্রতিই কী অনুভূতি জাগে? বলো...
কত অসম্মান, অবজ্ঞা পেয়েও সেই তো তোমার কাছেই থাকতে চেয়েছি। সবকিছুর পরেও সেই তোমার কাছেই হাত পেতেছি।
তুমি বলতে, “ এত আবেগ ভালো নয়। ”
অথচ তোমার আবেগী কথায় আমি আজ তোমার মায়া জালে বন্দী। মায়ার শেকল পায়ে পড়ে, যেই ভাবি পথ পাল্টাবো, আর শেকল খোলা যায় না!
পৃথিবীতে তোমার মতো কেউ হবে না।
আদর করে বুকে টেনে নিয়ে ফের বুক থেকে ছুঁড়ে ফেলে দিতে দ্বিতীয়বার ভাবতে হয় না, এমন মানুষ আর কে আছে তুমি ছাড়া?
তুমি তো সঙ্গ পাও চাইলেই।
অথচ আমায় দেখো, তোমায় ছাড়া জাগতিক সব সঙ্গই নিঃসঙ্গতার যন্ত্রণা দেয়! নিজেকে একা লাগে, অভিমানে আরও বেশি প্রেম প্রেম পায়, তোমাকে ছুঁতে ইচ্ছে করে।
আমি তো তোমার মতো কাউকে পাবো না, তবে তুমি কী আমার মতো কাউকে পাবে? কিংবা আমার থেকে ভালো, আবেগ খুবই কম, যে তোমায় তোমার মতো বুঝবে। তুমি অবহেলা করলেই বিনিময়ে সে তোমায় দিবে ভালোবাসা?