Arpita Islam Bithi - Taiba

Arpita Islam Bithi - Taiba Art and Drawing আমার মন ভালো রাখার ঔষধ

⚡বাঙালির বিয়েবাড়িতে যে  ঘটনাগুলো ঘটবেই:১. বরযাত্রা শুরু হবে, এসময় দেখা যাবে গুরুত্বপূর্ণ কেউ উপস্থিত নেই। খুঁজতে গেলে জা...
01/10/2025

⚡বাঙালির বিয়েবাড়িতে যে ঘটনাগুলো ঘটবেই:

১. বরযাত্রা শুরু হবে, এসময় দেখা যাবে গুরুত্বপূর্ণ কেউ উপস্থিত নেই। খুঁজতে গেলে জানা যাবে তিনি শেভ করতে সেলুনে নয়তো জুতা পালিশ করতে গেছেন।

২. যথাযথভাবে আমন্ত্রণ করা হয়নি এই অভিযোগে কিছু আত্মীয়স্বজন অনুষ্ঠান বর্জন করবে।

৩. বর বা কনের চাচা এবং মামা পক্ষের মধ্যে একটা রেষারেষি থাকবেই। বিয়েতে কোন পক্ষের কর্তৃত্ব বেশি হবে সেটা নিয়ে অঘোষিত প্রতিযোগিতা চলবে।

৪. গুরুত্বপূর্ণ সময়ে বর বা কনের দুলাভাই টাইপের কেউ অভিমান করবে। তার মান ভাঙাতে অন্য মুরুব্বিরা অক্লান্ত পরিশ্রম করে যাবে।

৫. কনের বাড়িতে গেট দিয়ে ঢোকার সময় টাকা দেয়া নিয়ে ব্যাপক দেনদরবার হবেই। কখনও কখনও এটা মারামারির পর্যায়ে চলে যাবে। মেয়েরা একগ্লাস চিনি ছাড়া শরবত দিয়ে ৫ হাজার টাকা দাবি করে বসবে।

৬. বরযাত্রীরা কখনই যথাসময়ে কনের বাড়ি পৌঁছাতে পারবে না এবং নির্দিষ্ট সংখ্যার চেয়ে বরযাত্রী বেশি হবেই। এটা নিয়ে তাদেরকে কনে পক্ষের খোঁটাও হজম করতে হবে।

৭. পাত্র পক্ষের দেয়া শাড়ি কিংবা গহনার মান নিয়ে দুই পক্ষের তর্কবিতর্ক হবে। এক্ষেত্রে সাধারণত কনের খালা/ফুফুরা বেশি ভূমিকা পালন করে।

৮. মেয়ের বাবা কর্তৃক ছেলের যোগ্যতা অনুযায়ী "খুশি করে দেয়া" (যৌতুক নয় কিন্তু) নিয়েও বাদানুবাদ হবে।

৯. খাবার নিয়ে একটা ঝামেলা হবে, অনেক সময় অতিরিক্ত মেহমানের কারণে কোনো একটা নির্দিষ্ট আইটেমের শর্ট পড়বে, আর সেটা নিয়ে তুলকালাম বেধে উঠবে। অনেকেই খাসির মাংস খায় না অজুহাত দেখিয়ে মুরগির রোস্ট ডাবল নেওয়ার চেষ্টা করবে। পরে আবার খাসির মাংসের আইটেমটাও নেবে।

১০. কোনো তরুণীকে বিরক্ত করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শোরগোল এবং উত্তপ্ত বাক্যবিনিময় হবে।

১১. বর বা কনে যতই সুন্দর হোক না কেন দাওয়াতে আসা কিছু মানুষ খুঁত খুঁজে বের করবেই।

১২. নতুন বউয়ের দোষ প্রথম খুঁজে পাবে বউ দেখতে আসা পাশের বাড়ির মহিলারা। এটা গ্রামে চাউর হবেও তাদের মাধ্যমে। খাবারের মান নিয়েও এরা প্রশ্ন তুলবে।

১৩. বরের জুতা চুরির ঘটনা ঘটবে, আর তা জিম্মি করে নিরীহ গোবেচারা বরের কাছ থেকে টাকাও বাগিয়ে নেওয়া হবে।

১৪. রঙ দিয়ে একে অপরকে রাঙানোর নামে হালকা মল্লযু'দ্ধ তুমুল হট্টগোলে রূপ নেবে।

সব শেষে সবাই সবাইকে বলবে, কিছু মনে করবে না ভাই, বিয়েশাদীতে এরকম টুকটাক হয়েই থাকে। আমরা আমরাই তো। এটাই বাস্তব।
Arpita Islam Bithi - Taiba😂🤣

30/09/2025

★মুখে বলা মিষ্টি কথা অনেকটা হাওয়াই মিঠাইয়ের মতো—
হালকা, নরম, মিষ্টি আর মুহূর্তেই মিলিয়ে যায়।
কথার সেই মিষ্টতা মানুষকে সাময়িক আনন্দ দেয়, কিন্তু
সময় পেরোলেই তা আর থাকে না।

অন্যদিকে জীবনের দুঃখ অনেকটা পলিথিনের মতো—
যা সহজে পচে না, সহজে হারিয়েও যায় না।
এমনকি সময় গড়িয়ে গেলেও দুঃখ বুকের গভীরে থেকে যায়।

কিন্তু জীবন তো শুধু দুঃখ বয়ে বেড়ানোর নাম নয়।
জীবন হলো ধৈর্যের সঙ্গে এগিয়ে যাওয়া আর
কৃতজ্ঞতার সঙ্গে বেঁচে থাকার শিক্ষা।

ধৈর্য শেখায় কষ্টের পাহাড়েও দাঁড়িয়ে থাকতে।
কৃতজ্ঞতা শেখায় অন্ধকারের ভেতরেও আলোর সন্ধান খুঁজে পেতে।

তাই জীবনের প্রতিটি মুহূর্তে মনে রাখতে হবে—
হাওয়াই মিঠাইয়ের মতো সুখকে উপভোগ করো,
আর পলিথিনের মতো দুঃখকে ধৈর্য দিয়ে সহ্য করো।

শেষ পর্যন্ত ধৈর্যই মানুষকে শক্তিশালী করে তোলে,
আর কৃতজ্ঞতাই মানুষকে প্রকৃত শান্তির আসনে বসায়।
হে আল্লাহ! আপনি আমাকে ধৈর্য্য দেন 🤲

Starry Night but make it Fashion.💙💛
30/09/2025

Starry Night but make it Fashion.💙💛

🌸
29/09/2025

🌸

.......🌸💗
29/09/2025

.......🌸💗

★পোলাপানের সাথে এমনভাবে মিশিতারা তাদের সমবয়সী ভেবে থাপ্পর মেরে চলে যায় 🤦‍♀️🤦‍♀️
28/09/2025

★পোলাপানের সাথে এমনভাবে মিশি
তারা তাদের সমবয়সী ভেবে থাপ্পর মেরে চলে যায় 🤦‍♀️🤦‍♀️

💙💛
28/09/2025

💙💛

★কার কার এমনটা হয় 🤣
27/09/2025

★কার কার এমনটা হয় 🤣

যদি কখনও স্বপ্নের ভেতরের অদ্ভুত দৃশ্যগুলোকে ক্যানভাসে ফুটিয়ে তোলা যায়, তাহলে কেমন হবে?এই অসাধারণ কৌশলকেই বলা হয়—সুররিয়াল...
27/09/2025

যদি কখনও স্বপ্নের ভেতরের অদ্ভুত দৃশ্যগুলোকে ক্যানভাসে ফুটিয়ে তোলা যায়, তাহলে কেমন হবে?
এই অসাধারণ কৌশলকেই বলা হয়—সুররিয়ালিজম।

✍️ সুররিয়ালিজম (Surrealism) হলো বিংশ শতাব্দীর শুরুতে জন্ম নেওয়া এক বিশেষ শিল্প আন্দোলন, যার মূল লক্ষ্য ছিল অবচেতন মন, স্বপ্ন এবং কল্পনার জগৎকে শিল্পে প্রকাশ করা। বাস্তব জীবনের নিয়ম-কানুন বা লজিক এখানে কাজ করে না—বরং স্বপ্নের মতো অদ্ভুত, কখনও রহস্যময়, আবার কখনও অসম্ভব দৃশ্যগুলোই প্রধান হয়ে ওঠে।

🌟 সুররিয়ালিজমের সূচনা

প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে এক ধরনের মানসিক শূন্যতা তৈরি হয়। ঠিক সেই সময় ফরাসি কবি আন্দ্রে ব্রেতঁ (André Breton) ১৯২৪ সালে Surrealist Manifesto প্রকাশ করেন। তিনি বলেছিলেন—“সত্যিকারের সৃজনশীলতা আসে অবচেতন মন থেকে।” এই ধারণাই শিল্পীদের নতুন এক পথে নিয়ে যায়।

🎨 সুররিয়ালিজমের বৈশিষ্ট্য

ছবিতে স্বপ্নের মতো পরিবেশ—যেখানে বাস্তব আর অবাস্তব একসাথে থাকে।

পরিচিত জিনিসকে অচেনা করে তোলা—যেমন গলতে থাকা ঘড়ি, ভেসে থাকা পাথর, উড়ন্ত মানুষ।

প্রতীকী ইমেজ ব্যবহার—যা দর্শকের মনে অদ্ভুত কৌতূহল বা বিস্ময় জাগায়।

👨‍🎨 বিখ্যাত সুররিয়ালিস্ট শিল্পী

সবচেয়ে পরিচিত নাম হলো সালভাদর দালি (Salvador Dali)। তাঁর ছবিতে আমরা দেখি গলে যাওয়া ঘড়ি (The Persistence of Memory), কিংবা মরুভূমিতে দাঁড়িয়ে থাকা অবাস্তব অবয়ব। এছাড়াও রেনে মাগ্রিত (Rene Magritte) এবং ম্যাক্স আর্নস্ট (Max Ernst) এই ধারার গুরুত্বপূর্ণ শিল্পী।

🌌 কেন এটি বিশেষ?

সুররিয়ালিজম আমাদের শেখায়—শিল্প মানে শুধু চোখে দেখা বাস্তবতা নয়, বরং মনের ভেতরের অদৃশ্য জগতও। এই ধারা আমাদের অবচেতন কল্পনাশক্তিকে শিল্পে প্রকাশ করার সাহস দেয়।

আজও সুররিয়ালিস্ট শিল্পকর্ম দেখলে মনে হয়—আমরা যেন এক স্বপ্নের ভেতরে ঢুকে পড়েছি, যেখানে সবকিছু পরিচিত অথচ অচেনা, বাস্তব অথচ অবাস্তব।

Arpita Islam Bithi - Taiba💙

ভাবুন তো—এক মুহূর্তের আলো, বাতাসের ছোঁয়া আর সূর্যের ঝলক যদি ক্যানভাসে বন্দী হয়, কেমন লাগবে?এই ম্যাজিকটাই সৃষ্টি করেছিল ই...
26/09/2025

ভাবুন তো—এক মুহূর্তের আলো, বাতাসের ছোঁয়া আর সূর্যের ঝলক যদি ক্যানভাসে বন্দী হয়, কেমন লাগবে?
এই ম্যাজিকটাই সৃষ্টি করেছিল ইমপ্রেশনিজম!

✍️ ইমপ্রেশনিজম উনিশ শতকের দ্বিতীয় ভাগে ফ্রান্সে জন্ম নেওয়া এক বিপ্লবী শিল্প আন্দোলন। এর আগে শিল্পীরা চিত্রকর্মে বাস্তবতাকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করতেন। কিন্তু ইমপ্রেশনিস্ট শিল্পীরা চাইলেন অন্য কিছু—তারা চাইলেন মুহূর্তের অনুভূতি আঁকতে, যা চোখে যেমন দেখছি, আলো-হাওয়া যেমন লাগছে, তাই ধরা পড়বে ছবিতে।

🎨 কিভাবে শুরু হলো?

১৮৭৪ সালে ক্লদ মনে (Claude Monet) তাঁর এক চিত্রকর্মের নাম দেন “Impression, Sunrise”। সমালোচকেরা এই নাম শুনে বিদ্রূপ করে বলেছিল—“এটা তো ঠিকমতো ছবি নয়, কেবল এক ইমপ্রেশন!” সেখান থেকেই আসলে জন্ম নেয় “Impressionism” নামটি। ব্যঙ্গ-বিদ্রূপ এক সময় রূপ নেয় শিল্পের ইতিহাসে এক নতুন যুগের সূচনায়।

🌞 ইমপ্রেশনিস্ট শিল্পীরা সাধারণত খোলা আকাশের নিচে, সরাসরি প্রকৃতির সামনে বসে আঁকতেন। তাঁরা বিশ্বাস করতেন—স্টুডিওর চার দেয়ালের ভেতরে বসে জীবন্ত প্রকৃতিকে আঁকা যায় না। তাই দ্রুত, ছোট ছোট ব্রাশস্ট্রোক দিয়ে তাঁরা ধরে ফেলতেন সূর্যের আলোয় জলে প্রতিফলন, আকাশের রঙ পরিবর্তন, বাতাসের দোলা কিংবা ভিড়ভাট্টার দৃশ্য।

তাঁরা গাঢ় কালো এড়িয়ে যেতেন, বরং উজ্জ্বল রঙ ব্যবহার করে ছায়াও ফুটিয়ে তুলতেন।

ছবির প্রতিটি অংশ নিখুঁতভাবে আঁকার বদলে সামগ্রিক অনুভূতিকে গুরুত্ব দিতেন।

তাদের ক্যানভাসে আলো যেন নাচত, রঙ যেন গান গাইত।

💡ইমপ্রেশনিজম ছিল এক ধরনের শিল্পবিপ্লব। এটি প্রমাণ করেছিল—শিল্প মানেই নিখুঁত ফটোকপি নয়, বরং মানুষের চোখে যেভাবে মুহূর্ত ধরা দেয়, সেটাকেই শিল্প বলা যায়। এ আন্দোলনের ফলেই পরবর্তীতে পোস্ট-ইমপ্রেশনিজম, কিউবিজম, এমনকি আধুনিক আর্টের অনেক ধারা জন্ম নেয়।

আজও ইমপ্রেশনিস্ট শিল্পকর্মে তাকালে আমরা শুধু ছবি দেখি না—আমরা সময়, আবহাওয়া আর মুহূর্তের সৌন্দর্যকে অনুভব করি💚
Arpita Islam Bithi - Taiba💚

❤️One day❤️
26/09/2025

❤️One day❤️

শিল্পাচার্য জয়নুল আবেদিন—বাংলাদেশের শিল্পকলার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম।কিন্তু ভেবে দেখেছেন কি, তাঁকে কেন ‘শিল্পাচার্য’ ...
26/09/2025

শিল্পাচার্য জয়নুল আবেদিন—বাংলাদেশের শিল্পকলার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম।
কিন্তু ভেবে দেখেছেন কি, তাঁকে কেন ‘শিল্পাচার্য’ উপাধি দেওয়া হয়েছিল?

✍️জয়নুল আবেদিন শুধু একজন চিত্রশিল্পী নন, তিনি ছিলেন একজন পথপ্রদর্শক। তাঁর কাজের মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন—শিল্প মানে শুধু রঙ-তুলি নয়, শিল্প হলো সমাজের আয়না।

১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষের চিত্র আঁকতে গিয়ে তিনি কাগজে-কালিতে ফুটিয়ে তুলেছিলেন লাখো মানুষের দুঃখ-যন্ত্রণা। তাঁর সেই দুর্ভিক্ষ সিরিজ আমাদের শিখিয়েছে কিভাবে শিল্প মানুষের কণ্ঠস্বর হতে পারে, সমাজের ইতিহাস বহন করতে পারে।

কিন্তু এখানেই শেষ নয়। জয়নুল আবেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিল্পকলার প্রথম পাঠশালা প্রতিষ্ঠা করেন, যা পরে চারুকলা ইনস্টিটিউট (আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) হিসেবে গড়ে ওঠে। তিনি শিল্পকে কেবল ধনী বা অভিজাতদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি; সাধারণ মানুষ, গ্রামীণ জীবন, কৃষক-শ্রমিক—সবাইকে শিল্পের ক্যানভাসে এনেছিলেন।

এ কারণেই তাঁকে শুধু “একজন শিল্পী” নয়, বরং “শিল্পাচার্য”—অর্থাৎ শিল্পের আচার্য, পথপ্রদর্শক ও গুরু—উপাধি দেওয়া হয়েছিল। তাঁর অবদান না থাকলে বাংলাদেশের শিল্পকলার ইতিহাস আজ ভিন্ন হতো।


Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arpita Islam Bithi - Taiba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share