মেধা শুন্য জাতি

মেধা শুন্য জাতি আমার পেইজে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🌹♥️

ডিভোর্সের পর বাবার বাড়িতে খুব কষ্টে আছি, সবার চোখের বালি আমি, কেউ আমাকে নিয়ে যাবেন  আমার দায়িত্ব নিবেন? 🥲
07/06/2025

ডিভোর্সের পর বাবার বাড়িতে খুব কষ্টে আছি, সবার চোখের বালি আমি, কেউ আমাকে নিয়ে যাবেন আমার দায়িত্ব নিবেন? 🥲

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!আছিয়া আর আমাদের মাঝে নেই!আল্লাহ  তাঁকে  বেহেস্ত নসিব করুন!
13/03/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
আছিয়া আর আমাদের মাঝে নেই!
আল্লাহ তাঁকে বেহেস্ত নসিব করুন!

12/03/2025

বন্ধু যখন টিভিতে নাচ করে নিজেদের কেমন লাগে!

প্রত্যেক মেয়েদের এটা পড়ার জন্য অনুরোধ রইলো 😭😭😭😭এই ভুল কখনই করোনা। 'স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসেছি।'আসার সময়...
08/03/2025

প্রত্যেক মেয়েদের এটা পড়ার জন্য অনুরোধ রইলো 😭😭😭😭
এই ভুল কখনই করোনা। 'স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসেছি।

'আসার সময় উচ্চস্বরে বলেও এসেছি
তোমার সংসার করবোনা। স্বামী আমার কথা শুনে নির্বাক হয়ে শুধুমাত্র চেয়েছিলো।

'বাবার বাড়িতে আসা মাত্রই ভাইয়া জিঙ্গেস করলো।
কি ব‍্যপার আয়েশা তুই হঠাৎ বাড়িতে!

'কেনো আমি কি আসতেছে পারিনা।
নাকি আসা বারন আছে।

'আরে সেটা বলিনাই।
তুইতো আসার আগে বলে আসিস। কিন্তু আজ বলে আসলিনা এই জন‍্যে বললাম।

'ওহ।

'আচ্ছা তুই বিশ্রাম কর।
আমি বাজার থেকে কিছু নিয়ে আসি।

'এমন মুহূর্তে ভাবি বলে উঠলো,বাহ দরদ দেখি উতলে পরতেছে বোনের জন‍্যে। আমার বাবা-মা আসলে বাজারে যাওয়ার নাম গন্ধ থাকেনা।
এই দিকে বোন বাড়িতে আসা মাত্রই বাজারে চলে যাচ্ছে। বলছি-কি পকেটে টাকা আছে।
নাকি বাচ্ছার স্কুলে যেই টাকা দিবা সেই টাকা
নিয়ে যাচ্ছো হ‍্যা।

'ভাবির এমন কথায় ভাইয়া বললো।
আরে এমন করে বলতেছো কেনো বুজলাম না।

'তোমাকে বাজারে যেতে হবেনা।
বাসায় যা আছে আয়েশাও সেটাই খাবে।
ওই টাকাটা নষ্ট করিওনা।

'ভাবির মুখে এই কথা গুলা শুনে কি বলবো
ভেবে পাচ্ছিনা।কারন পৃথিবীতে আমার এই ভাইটি ছাড়া কেউ নেই।
বাবা-মা অনেক আগেই মারা গিয়েছে।

'ভাইয়া থাক বাজারে যেওনা।
আমি থাকার জন‍্যে আসিনি এই দিক দিয়ে যাচ্ছিলাম
তাই ভাবলাম ভাইয়া - ভাবিকে একটু দেখে যাই।
এখনতো দেখা হলো।
আমি চলে যাচ্ছি।

'মানে এখনি যাবি।

'হ‍্যা ভাইয়া এখনি যাইতে হবে। আচ্ছা ভাবি ভালো থাইকেন যদি সময় পান আমার বাড়িতে আসিয়েন
ঘুরতে।

'আচ্ছা।

'এর পরে আর একটি কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে আসলাম।
স্বামী আমাকে দেখে মিট-মিট করে হাসতেছে।

'হাসার কিচ্ছুনেই।
ভালোবাসি বলেই চলে আসলাম 🤗

'হ‍্যা জানিতো।
শোন তুমি রান্না বসাও আমি বাজারে থেকে
কেনা কাটা করে আসতেছি।

'আসলেই বিয়ের পরে যদি সুখের কোন স্থান থাকে সেটা স্বামীর বাড়ি।
স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়িতে যান বাস্তবতা বুজবেন।
কে-আপন আর কে-পর বুঝা যায়।😢

এরকম সুন্দর ও সুচারু জ্ঞান মুলক পোস্ট পেতে পেজটাকে ফলো করার জন্য অনুরোধ রইলো 🌸🥀🙏

🖊️সংগৃহীত
#দুঃখের চিঠি

কেমন আছেন বন্ধুরা সবাই
08/03/2025

কেমন আছেন বন্ধুরা সবাই

                           ゚viral
01/03/2025









゚viral

জীবনসঙ্গী যদি বেইমান হয়! এর চাইতে কষ্টের আঘাত পৃথিবীতে দ্বিতীয়টা আর কিছু হতে পারে না..! এটা সব চাইতে কষ্টের জিনিস। একজ...
23/02/2025

জীবনসঙ্গী যদি বেইমান হয়! এর চাইতে কষ্টের আঘাত পৃথিবীতে দ্বিতীয়টা আর কিছু হতে পারে না..! এটা সব চাইতে কষ্টের জিনিস। একজন জীবন সঙ্গী হচ্ছে আমার জীবনের সবচেয়ে অংশেষে! আমার খাওয়ার মাঝে সে,আমার ঘুমের মাঝেও সে, আমার পুরো জীবনের পরিশ্রমের সাথেও আছে সে,

এই সাগর পাড়ে এসে আমারমাতাল মাতাল লাগে
23/02/2025

এই সাগর পাড়ে এসে আমার
মাতাল মাতাল লাগে

পরকীয়া একটা দীর্ঘ মেয়াদি প্রসেস। হুট করে প্রথম দেখায় ভালবাসা হলেও, পরকীয়া কিন্তু হুট করে হয় না। যখন দেখবেন হায় হ্যালো থে...
18/02/2025

পরকীয়া একটা দীর্ঘ মেয়াদি প্রসেস। হুট করে প্রথম দেখায় ভালবাসা হলেও, পরকীয়া কিন্তু হুট করে হয় না। যখন দেখবেন হায় হ্যালো থেকে আপনার কনভারসেশন মিড নাইট অব্দি চলে যাচ্চে, তখন আপনাকে বুঝতে হবে আপনি ভুল। যখন দেখবেন দরকারের বাইরেই কাউকে অযথা নক দিচ্ছেন, কল দিচ্ছেন বা কেয়ার করছেন তখন আপনাকে বুঝতে হবে শয়তান আপনার উপর ভর করেছে।
কিন্তু ভুল জানার পরেও ,বুঝার পরেও আপনি যখন সেটা কন্টিনিউ করবেন, তখন সেটা কে ঠান্ডা মাথার সিদ্ধান্ত বলে যেতে পারে। পরকীয়া যারা করে তারা ঠান্ডা মাথায় বুঝে শুনেই করে।
একজন সমাজ পরিবার তোয়াক্কা না করে পরকীয়া করে আবার অপর জন সমাজ এবং পরিবারের স্বার্থে সব জেনে বুঝেও মেনে নেয়। তার মানে দায়ভার আপনাদের উভয়ের।
ফেসবুক কখনো পরকীয়া, ডিভোর্স সমাধানের প্ল্যাটফর্ম হতে পারে না। ফেসবুকে মানুষ আপনাকে জাজ করবে, কয়েকদিন সমালোচনা করবে, আলোচনা করবে এবং একটা মুখ ররোচক টপিক হিসেবে দেখবে। তার পর যে যার মত ব্যস্ত হয়ে যাবে। আপনার জীবন আপনাকেই মেইনটেইন করতে হবে। তাই এই ধরনের বিষয় গুলা পরিবার কে সাথে নিয়ে সমাধান করুন বা করা উচিত।
চারদিকে যেভাবে পরকীয়া, চিটিং এসব হচ্ছে এতে করে ইয়াং জেনারেশন এর ছেলে মেয়েদের বিয়ের ভীতি ঢুকে গেছে। এটার দায়ভার আমরা এড়াতে পারি না। এই ইয়াং জেনারেশন এর ছেলে মেয়েরা বিশ্বাস করতে চেয়েও পারে না যে বিয়ে সবচেয়ে সুন্দরতম বিষয়। এর থেকে সুন্দর এবং পবিত্র কোন সম্পর্ক হতেই পারে না। কিন্তু এই সব পরকীয়া ,চিটিং করা এসবের জন্য তারা এখন বিয়েকে নেগেটিভ ভাবে দেখা শুরু করেছে।
তাই আপনাদের কাছে অনুরোধ পরকীয়ার মতো এতো নোংরা বিষয় নিয়ে ফেসবুকে না লিখে পারিবারিক এবং আইনী ভাবে সমাধানে আসুন।
ছেলে মেয়ে গুলা কে বুঝতে দিন, সবাই পরকীয়া করে না। সবাই এমন চরিত্রহীন/হীনা না। যারা এসবের বাইরে,তারা বিবাহিত জীবনে অনেক বেশী ভালো আছে। তারা একটা পজেটিভ ভাইব পাক ভালো কাপল দের থেকে। তাদের জীবন থেকে এই বিয়ে ভীতি দূর হোক। আর কতো!
মতামতের ভিন্নতা থাকলে পারে যেহেতু আমরা আলাদা মানুষ। তাই মত ভিন্ন হলেও আমি আপনার মতামত কে সম্মান জানাই।

তিন বছরের শিশুকে নিয়েই আন্দোলনে যোগ দেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা এক মা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার ক...
11/02/2025

তিন বছরের শিশুকে নিয়েই আন্দোলনে যোগ দেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা এক মা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ।

তিন বছরের শিশুকেও ওরা জলকামান থেকে রেহাই দেয়নি।

কেউ একজন বলেছিলোঃ আপনাকে ভীষন ভালোবাসি।। আমি বলেছিলামঃ কেন??সে বলেছিলোঃ আপনার চোখ দুটো সুন্দর, আপনার কণ্ঠস্বর শুনতে ভালো...
05/02/2025

কেউ একজন বলেছিলোঃ আপনাকে ভীষন ভালোবাসি।। আমি বলেছিলামঃ কেন??

সে বলেছিলোঃ আপনার চোখ দুটো সুন্দর, আপনার কণ্ঠস্বর শুনতে ভালো লাগে খুব মিষ্টি করে কথা বলেন।।

আপনার ঠোঁটের নিচের কালো তিল টা দেখে যে কেউ প্রেমে পড়বে আমিও তাই আপনাকে ভালোবাসি।।

আমি বুঝেছিলাম! এটা তার ভালোবাসা না, এটা তার ভালোলাগা। তাই তাকে আর ভালোবাসা হলো না।।

একজনকে একটা গোলাপ দিয়ে বলেছিলামঃ "ভালোবাসি" তারপর কিছুদিন পর গোলাপটা তার কাছে চাইলাম।

সে বলেছিলোঃ গোলাপ টা শুঁকিয়ে গিয়েছে! গন্ধহীনা হয়ে গিয়েছে তাই ছুঁড়ে ফেলে দিয়েছি!!

আমি বুঝেছিলাম! সে সৌন্দর্যের প্রতীক! সৌন্দর্য নষ্ট হয়ে গেলে, সে গোলাপের মতো আমাকেও ছুঁড়ে ফেলে দিবে।। তাই তাকেও আর ভালোবাসা হয় নি!!

আরো একজন এসেছিল সম্পর্কের শুরুতে তার ভালোবাসা ছিল অসীম।।

কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাড়লো তার অবহেলা!!

আমি বুঝেছিলাম! সে নতুনে মুগ্ধ! একটু পুরোনো হলে, তার আর আগের মতো ভালো লাগে না। তাই তাকেও আর ভালোবাসা হয় নি।।

জীবনে ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে ভালোবাসার থেকে, সারাজীবন সঠিক মানুষটার জন্য অপেক্ষা করাই ভালো।।

সে জীবনে এলে, আপনার সৌন্দর্য কে নয় আপনার ব্যাক্তিত্বের প্রেমে পড়বে। তার কাছে আপনি কখনোই পুরাতন হবেন না।।

আপনার দেওয়া গোলাপ টা শুকিয়ে গন্ধহীনা হয়ে যাওয়ার পরেও যত্ন করে রেখে দিবে ডাইরির ভাঁজে।।

ঠিক যেমন আপনাকে সারাজীবন হৃদয় মাঝারে যত্ন করে রাখবে!!

Address

Gazipur

Telephone

01747320021

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেধা শুন্য জাতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category