Md Ishak Gazi

Md Ishak Gazi দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!

25/12/2025

যারা অন্যায়ের সামনে মাথা নত করে, হাদি ভাই তাদের জন্য আয়না।

21/12/2025

শহীদের জন্য শহীদের দোয়া—এ যেন ইতিহাসের পাতায় লেখা এক অনন্য অধ্যায়।
শহীদ আনাসের কবরে শহীদ হাদির দোয়া—রক্তের ভাষায় উচ্চারিত এক পবিত্র আমিন।
এক শহীদের কবর, আরেক শহীদের প্রার্থনা—এই দৃশ্য সময়কে থমকে দেয়, বিবেককে নাড়িয়ে দেয়।

হে রব,
দুই শহীদের এই শহীদি মৃত্যু কবুল করো।
তাদের রক্তকে সত্যের সাক্ষ্য বানাও,
জান্নাতের সর্বোচ্চ মাকামে তাদের স্থান দান করো।
আমিন।

এর আগে কি কখনো এমন জানাযা দেখা গেছে—যেখানে অগণিত মানুষের চোখ একসাথে ভিজে ওঠে? যেদিকে তাকাই, সেদিকেই অশ্রু; নীরব কান্নায় ...
21/12/2025

এর আগে কি কখনো এমন জানাযা দেখা গেছে—যেখানে অগণিত মানুষের চোখ একসাথে ভিজে ওঠে? যেদিকে তাকাই, সেদিকেই অশ্রু; নীরব কান্নায় কাঁপছিল বাতাস। সে ছিল শুধু একটি দেহের বিদায় নয়, যেন অসংখ্য হৃদয়ের একসাথে ভেঙে পড়া—শোকের এক গভীর, নিঃশব্দ মহাকাব্য।

জীবিত হাদী চেয়েছিলো সংসদে যেতে, দেশের প্রতিচ্ছবি হয়ে কথা বলতে। কিন্তু শহীদ হাদী আজ পুরো দেশকেই সংসদে টেনে আনলো! এটাই তো ...
20/12/2025

জীবিত হাদী চেয়েছিলো সংসদে যেতে, দেশের প্রতিচ্ছবি হয়ে কথা বলতে। কিন্তু শহীদ হাদী আজ পুরো দেশকেই সংসদে টেনে আনলো!

এটাই তো শহীদের শক্তি....
আল্লাহ তুমি আমাদেরকেও শহীদ হিসেবে কবুল করো

ওসমান হাদির ঐতিহাসিক জানাজায় অংশগ্রহণে গণঅধিকার পরিষদ।
20/12/2025

ওসমান হাদির ঐতিহাসিক জানাজায় অংশগ্রহণে গণঅধিকার পরিষদ।

20/12/2025

প্রিয় সহযোদ্ধাগন এবং দেশবাসীকে আহ্বান জানাচ্ছি!
বাদ যোহর জাতীয় সংসদ ভবন–মানিক মিয়া এভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করুন।

যেসব সহযোদ্ধাগণ ঢাকায় আসতে পারবেন না, তাদেরকে মসজিদে-মসজিদে, পাড়া-মহল্লায়, শহরে-উপশহরে, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা আয়োজন করার আহ্বান জানাচ্ছি।

গায়েবানা জানাজা শেষে আধিপত্যবাদবিরোধী কফিন মিছিল বের করুন। শহীদ ওসমান হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় দোয়া-মোনাজাতের আয়োজন করুন।

আল্লাহ আমাদের ভাই শহীদ ওসমান হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমাদেরকে তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার তৌফিক দান করুন। আমীন।

19/12/2025

এমন জীবন তুমি করিবে গঠন
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।

14/12/2025
13/12/2025

আমার সাহসী ভাই—সত্যের পথে অবিচল, অন্যায়ের সামনে অটল, অন্ধকারে আমাদের আলোর ভরসা।

12/12/2025

ওসমান ভাই! আমাগো ছাইড়া যাইয়েন না।
হে আল্লাহ, আমার ভাইটারে আমাগো মাঝে ফিরাইয়া দেন।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Ishak Gazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share