Dear Rafi

Dear Rafi Allah is Almighty and prophet Muhammad is the last messenger of Allah.
(6)

প্রকৃত বন্ধুরা তারকার মত। তারকা সব সময় দেখা যায় না কিন্তু সেগুলো আকাশেই থাকে।
07/08/2025

প্রকৃত বন্ধুরা তারকার মত।
তারকা সব সময় দেখা যায় না
কিন্তু সেগুলো আকাশেই থাকে।







আল্লাহ সেই ব্যক্তির মুখ উজ্জ্বল করুন যে আমার কোন কথা শুনেছে, অতঃপর এ কথাকে স্মরণ রেখেছে ও রক্ষা করেছে এবং যা শুনেছে হুবহ...
06/08/2025

আল্লাহ সেই ব্যক্তির মুখ উজ্জ্বল করুন
যে আমার কোন কথা শুনেছে, অতঃপর
এ কথাকে স্মরণ রেখেছে ও রক্ষা করেছে এবং
যা শুনেছে হুবহু তা মানুষের নিকট পৌঁছিয়ে দিয়েছে। [মিশকাতুল মাসাবিহ: ২২৮]

#হাদিস

জ্ঞানীর সম্পদ হল তার জ্ঞান আর মূর্খের সম্পদ হল তার অর্থ।
06/08/2025

জ্ঞানীর সম্পদ হল তার জ্ঞান
আর মূর্খের সম্পদ হল তার অর্থ।







তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু কর।
05/08/2025

তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না
যতক্ষণ না তুমি পিঠ নিচু কর।







যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হয়েছে, সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর পথেই রয়েছে। [মিশকাতুল মাসাবিহ: ২২০]
04/08/2025

যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হয়েছে,
সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর পথেই রয়েছে। [মিশকাতুল মাসাবিহ: ২২০]

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!Md. Omar Faruk, Imtiaz Ahmed Murs...
04/08/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Md. Omar Faruk, Imtiaz Ahmed Murshed, Sagor Khan, Md Sultan Sk, H M Anamul Hoque, Sahidul Islam Sujon, Shawon Ahmed, Deliwer Hossain Babu, বাস্তবতার শহর, Wasim Hossain

যে ব্যক্তি জ্ঞানার্জন করে 'আলিমদের ওপর গৌরব করার জন্য অথবা জাহিল-মূর্খদের সাথে তর্ক-বিতর্ক করার জন্য অথবা মানুষকে নিজের ...
03/08/2025

যে ব্যক্তি জ্ঞানার্জন করে 'আলিমদের ওপর গৌরব করার জন্য অথবা জাহিল-মূর্খদের সাথে তর্ক-বিতর্ক করার জন্য অথবা মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন।
[মিশকাতুল মাসাবিহ: ২২৫]

বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না।কারণ, বাকপটু তোমাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে।
03/08/2025

বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না।
কারণ, বাকপটু তোমাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে।







রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ- যে ব্যক্তি কোন মু'মিনের দোষ-ত্রুটি গোপন করবে (প্রকাশ করবে না), আল্লাহ তা'আলা দুনিয়া ও আখেরাতে...
02/08/2025

রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ-
যে ব্যক্তি কোন মু'মিনের দোষ-ত্রুটি গোপন করবে (প্রকাশ করবে না), আল্লাহ তা'আলা দুনিয়া ও আখেরাতে তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। [ মিশকাতুল মাসাবিহ: ২০৪ ]

#সহিহ_হাদিস

সকলেরই নীতি ঠিক রাখা প্রয়োজন, কারণ,নীতিহীন মানুষ কাঁটা হীন ঘড়ির মত।
02/08/2025

সকলেরই নীতি ঠিক রাখা প্রয়োজন, কারণ,
নীতিহীন মানুষ কাঁটা হীন ঘড়ির মত।







রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ-যে ব্যক্তি অভাবগ্রস্ত লোকের অভাব (সাহায্যের মাধ্যমে) সহজ করে দিবে, আল্লাহ তা'আলা কিয়ামতের দিনে...
02/08/2025

রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ-
যে ব্যক্তি অভাবগ্রস্ত লোকের অভাব (সাহায্যের মাধ্যমে) সহজ করে দিবে, আল্লাহ তা'আলা কিয়ামতের দিনে তাকে
সুখ-স্বাচ্ছন্দ্য প্রদান করবেন। [ মিশকাতুল মাসাবিহ: ২০৪]

01/08/2025

সবচেয়ে বড় গুনাহ | আল্লাহর সঙ্গে কোন কিছুকে অংশীদার গন্য করা |

#সবচেয়ে_বড়_গুনাহ #আল্লাহর_সঙ্গে_কোন_কিছুকে #অংশীদার_গন্য_করা

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dear Rafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dear Rafi:

Share