15/10/2025
শিউলি ফুল
--জান্নাতুল মিতু
তুমি না হয় এক মুঠো
শিউলি ফুল দিও
অক্টোবরের শেষে,
দেখবে আমি হাজির হব
পরীর বেশে ।
আমি ফুল ভালোবাসি
তার চেয়ে বেশি আমি
তোমায় ভালোবাসি ।
সদ্য ঝরে পড়া শিউলিটা স্থান পাক
তোমার প্রিয়সির কানে,
অক্টোবর মাসে কি তা অন্য কিছু মানে?
ভোরের শিশির লেগে থাকা
শিউলি ফুল আমার হোক ,
হোক তবে ধমকা হাওয়ায়
বয়ে আসা শীতলতাও।
গোধূলিতে নেচে ওঠা শিউলি ফুল,
এলোমেলো করে দিক আমার সব চুল।
অক্টোবর নিয়ে আসুক নতুন ধারা,
মিষ্টি সকাল কি হবে শিউলি ছাড়া?