Romantic Story l রোমান্টিক গল্প

Romantic Story l রোমান্টিক গল্প just love the way you want to live গল্প পড়তে সবাই পছন্দ করে। কিছু নতুন গল্পের সমারোহে তৈরী এই পেজটি। নিত্য নতুন গল্প পেতে আমাদের উত্‍সাহ দিন

10/03/2025

ঠিক যেই মুহুর্তে আছিয়ার কেইস টা নিয়ে কাজ করছি সেই মুহুর্তেই আরও অনেকগুলো ধ*র্ষণের খবর আসে আমার কাছে-

১. লক্ষীপুরে রাতে মেয়ের চিৎকার শুনে রুমে ঢুকে মা। ঢুকে দেখে তার মেয়েকে জোরাজুরি করে ধ*র্ষণ করা হচ্ছে। এটা দেখে জোরে চিৎকার করে মানুষ জমায়েত করে মা।

এর পরদিন মা এর বিচার চেয়ে সালিসি বৈঠক করে। কিন্তু সেখানে মেয়েটা বিচার তো পায়ই না উল্টো অবমাননা করা হয় তাকে।

তাদের বাড়িতে গিয়ে ধ*র্ষকরা দলবল নিয়ে হুমকি দিয়ে আসে- যদি তারা আবার বিচার চায় তাহলে মেয়েকে চুল ছেঁটে গ্রাম ছাড়া করবে। এ অবমাননা সহ্য করতে না পেরে মেয়েটা আজকে আত্মহ*ত্যা করেছে।

২. টাঙ্গাইলের মির্জাপুরে মাত্র ১০ বছরের এক শিশুকে ধ*র্ষণ করা হয়েছিল। বিচার চাইতে গেলে স্থানীয় নেতারা প্রভাব খাটিয়ে ব্যাপারটা মিটমাট করে ফেলে।
মাত্র দেড় লাখ টাকা দিয়ে ধ*র্ষণের মত সেনসিটিভ ইস্যুর বিচার শেষ করে ফেলে তারা।

দেড় লাখ টাকার মধ্যে ধর্ষিতার পরিবারকে এখনও পুরো টাকা দেয়নি, ৫৮ হাজার টাকা এখনো বাকি।স্থানীয় নেতারাই হয়তো খেয়ে দিবে সে টাকা।

৩. ফরিদপুরে সাইকেলে ঘুরানোর কথা বলে বাগানে নিয়ে যাওয়া হয় এক শিশুকে। সাইকেলে ঘুরাবে এটা শুনে খুশি হয় বাচ্চা মেয়েটা।

কিন্তু মেয়েটা কিছুক্ষণ পর টের পায় তাকে সাইকেলে ঘুরানো বাদে নিয়ে যাওয়া হচ্ছে অন্য জায়গায়। তারপর সেখানেই ধ*র্ষণ করা হয় তাকে। শিশুটির অবস্থা এখন শোচনীয়।

৪. নরসিংদীতে গর্ভবতী এক নারীকে তিন দিন যাবত আটকে রাখে দলবদ্ধ কয়েকজন। তারপর লাগাতার চলতে থাকে গণধ*র্ষণ। গর্ভবতী নারী পুরোটা সময় জুড়ে শুধু যন্ত্রণায় কাতরাচ্ছিল। পুলিশ একজনকে বাদে আরও কাউকেই ধরতে পারেনি এখনও।

৫. মুন্সীগঞ্জে দুইটা শিশুকে বেলুন কিনে দেওয়ার কথা বলে পরিচিত এক বয়স্ক লোক। বেলুনের কথা শুনে খুশি হয় বাচ্চারা। চলে যায় লোকটার সাথে।

তারপর তাদেরকে আড়ালে নিয়ে অনেকক্ষণ যাবত চলতে থাকে ধ*র্ষণ। বাচ্চা দুটো ব্যথায় চিৎকার করছিল শুধু।
---
এই হচ্ছে আজকের গুটিকয়েক ঘটনা। এমন আরও বহু ঘটনা আছে। সব ঘটনার মধ্যেই একটা বিষয় কমন। ধ*র্ষকদের কিছুই করা হয়নি। হয়তো হবেও না।

নেতাদের ক্ষমতা আর টাকা দিয়ে এদেশে জামিন পাওয়া ডালভাত। ধ*র্ষকরাও বুঝে গেছে তাদের কিচ্ছু হবে না। দু একদিন পর সবাই চুপ হয়ে গেলে এমনিতেই বের হয়ে আসতে পারবে।

আসলে এ দেশে রাষ্ট্রের চেয়ে ধ*র্ষকদের ক্ষমতা বেশি।
ধ*র্ষিতার চিৎকারের চেয়ে টাকার মূল্য বেশি।

ধ*র্ষকরা হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় আর আমাদের ধ*র্ষিতা বোন অবমাননা সইতে না পেরে আত্মহ*ত্যা করে। কি লজ্জা!

~ Ibrahim Khalil Shawon

05/01/2025

আমার বিবাহিত জীবনের ১৩ বছর৷ স্রী খুবই ভালো ও সুন্দর। ১৩ বছর সংসার জীবনে আমি বা আমার পরিবারের কারো সাথে ওর কোন মনোমালিন্য হয় নি। কিন্তু ১৩ বছর সংসার জীবনে আমি এখনও বাবা হতে পারিনি। বাংলাদেশ সহ ভারতে নিয়ে ওর চি*কিৎসা করিয়েছি। ডাক্তারের শেষ পরামর্শ, ও কোনদিন মা হতে পারবেনা। বর্তমানে ২ বছর থেকে মালেশিয়াতে আছি। ওখানে ও কিছু ডাক্তারের সাথে কথা বলেছি। ওর স*মস্যা সম্পর্কে বিস্তারিত বলেছি। ওরা ও বাচ্চা হবে এমন ৫% নিশ্চয়তা দিতে পারছে না।

আমি পরিবারের একমাত্র ছেলে। আর ও এত ভালো একটা মেয়ে, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার মুখে ওর খুবই প্রসংশা। কি করবো একটু পরামর্শ দিবেন দয়া করে ।

> নাম প্রকাশে অনিচ্ছুক

মীম এর জন্য বিশেষ উপহার 😁😁
17/12/2024

মীম এর জন্য বিশেষ উপহার 😁😁

আমি চাইলেই আমার আম্মাকে যা ইচ্ছে কিনে দিতে পারি। যেটা আমার স্ত্রী তার বাবা মাকে দিতে পারে না। কারণ সে জব করে না।একজন মাস...
17/12/2024

আমি চাইলেই আমার আম্মাকে যা ইচ্ছে কিনে দিতে পারি। যেটা আমার স্ত্রী তার বাবা মাকে দিতে পারে না। কারণ সে জব করে না।

একজন মাস্টার্স করা নারী হওয়ার পরও সে তার সবটুকু ঢেলে দিয়েছে আমার সংসারে। এটা অনেক বড় জব, অথচ স্যালারি নেই।

আমি তাকে বলেছি, তোমাকে আমি কতটুকু কি দিতে পারব জানি না, কিন্তু তোমার বাবা মাকে যদি কিছু দিতে ইচ্ছে করে, সেটা যত দামীই হোক আমার মানিব্যাগ থেকে নিয়ে নিবা। এর জন্য আমার পারমিশনও নিতে হবে না। সেই সময়ের জন্য আমার মানিব্যাগটা হয়ে যাবে তোমার স্যালারি একাউন্ট।

একটা মেয়ে তার বাবা মাকে কতটা ভালবাসে তা আমার চেয়ে ভালো কেউ জানে না। কারণ আমারও দুটো মেয়ে আছে।

আমি আমার স্ত্রীকে সেভাবেই রাখার চেষ্টা করি যেভাবে আমার মেয়েদের দেখতে চাই 🌹🌹

এক্স বয়ফ্রেন্ড প্রায় ই বলতো, ওর পিছনে নাকি অনেক মেয়ে ঘুরে। ওদের অনেক সম্পত্তি। ওর দাদারা নাকি আগের যুগের জমিদার🐸তাই আম...
12/12/2024

এক্স বয়ফ্রেন্ড প্রায় ই বলতো, ওর পিছনে নাকি অনেক মেয়ে ঘুরে। ওদের অনেক সম্পত্তি।
ওর দাদারা নাকি আগের যুগের জমিদার🐸

তাই আমার কাছে মাত্র ১০ লাখ যৌতুক চাইতো🌚 আমাকে ভালোবাসে দেখে নাকি কম চেয়েছে।
ওর বাসায় নাকি মেয়ের মায়েরা ২০/২৫ লাখ টাকা নিয়ে মেয়ে বিয়ে দেওয়ার জন্য বসে থাকে🙄

আমি অনেক লাকি আর ওর ভালোবাসার মানুষ তাই নাকি মাত্র ১০ লাখে আমায় বউ করে নিবে🐸

যাকগে আমি এক পয়সাও দিতে পারবো না দেখে একমাস আগে ব্রেক আপ করে দেই। একটু কষ্ট ও পাই🥺

কিন্তু আসল কাহিনী হলো আজকে আমাদের বাসায় ফ্রিজ নষ্ট দেখে শোরুম থেকে মিস্ত্রি পাঠিয়েছে। সেই মিস্ত্রিকে দেখে তো আমি শিহরিত🐸

ওমা দেখি জমিদার বংশের জমিদারের কোটিপতি পোলা আমাদের বাসায় ফ্রিজ ঠিক করতে এসেছে🤣🤣

16/11/2024

পরিচয় গোপন রাখবেন দয়া করে।
আমি একজন নারী।বিবাহিত। বয়স ২৩।অনার্স ৩য় বর্ষে পড়ালেখা করি।
৫ বছর রিলেশন এর পরে পারিবারিক ভাবে ই ২ ফেমিলির মতামতেই বিয়ে হয়।বিয়ে হয়েছে ৩ বছর। দেড় বছর বয়সের ছেলে সন্তান আছে আমার। বিয়ে র সময় স্বামী বেকার ছিল সে ও স্টুডেন্ট ছিল বিয়ের বছরেই তার পড়াশোনা শেষ হয় এখন সে স্কুল টিচার। শ্বশুর বাড়িতে আমি, আমার স্বামী, শ্বশুর শ্বাশুড়ি আর ননদ এই কয়জন মানুষ। সাংসারিক কাজ আমি একা হাতেই সবসময়ই করি।মাঝে মধ্যে শ্বাশুড়ি সাহায্য করে। সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রুটি বানানো থেকে শুরু করে সব কাজ করি।কারন বেবি ঘুম থেকে উঠে গেলে কাজ করতে ঝামেলা হয়ে যায়। এদিকে সকাল ৯-১০ টার আগে কেউ ঘুম থেকে উঠে না,তাই সকালে বেবি কে দেখার মতো কাউকে পায় না। গত পরশু দিন সকালে কাজ করতে করতে হঠাৎই বেবি উঠে গেলো তারপর ওকে নিয়ে বাকি কাজ গুলো কোনরকমে শেষ করি। ঘন্টা খানিক পর শ্বাশুড়ি ঘুম থেকে উঠে। বেশির ভাগ সময়ই সকালে ঘুম থেকে উঠে মুখটা গোমড়া করে রাখবেন ওনি আর বিভিন্ন কাজে খুত ধরবেন,রুটি টা মোটা হলো কেন,রুটি গুলো নরম হয়ছে কেন এই সেই,একেই তো বেবি কে নিয়ে পারিনা তারপর আবার এত খুত।তো ওই দিন সকালে আমার ফেসবুক আইডি তে একটা পোস্ট দেয় যে--- ( কিছু মানুষ আছে সকাল ৯-১০ টাই ঘুম থেকে উঠে মুখটা গোমড়া করে রাখবে। কেন যে এরা ঘুম থেকে উঠে। না উঠলেই তো সারাজীবন সারাদিন ঘুমিয়ে থাকলেই হয়।)
জাস্ট এই কথা টাই লিখলাম।
তার কিছু ক্ষন পর স্বামী ইনবক্সে মেসেজ দেওয়া শুরু করলো। প্রথমত সে লিখলো যে,
-- তুমি মানুষ কে জানাচ্ছো পোস্ট দিয়ে
-- আগুন লাগাচ্ছো
-- আগুন নিভাও
তখন আমি দুপুরের রান্না করি মেসেজ সিন করতে পারিনায়।
রান্না শেষ করে যখন ফোন টা হাত নেয় তখন, আমি জাস্ট থ হয়ে গেছি।এত অকথ্য ভাষায় গালাগালি
--- কুত্তার বাচ্চা তোরে মাইরালামু
--- তুই আমার মা বাবার মৃত্যু কামনা করোছ
--- তুই সুখে আছোচ সুখ সহ্য হয় না তোর
___ খানকি
-- মাগি
-- তোর মানসম্মান নাই
-- তোর দুঃখ শেষ করে দিবো তুই চলে যাইছ
--- তুই পরকিয়া করোছ
-- তোর প্রেমিক দের বলিস তোকে বিয়ে করতে । আরো অনেক গালাগালি
আমি জাস্ট থ,
আমি কি লিখলাম যার জন্য এত খারাপ কথা আমি শুনলা?
তার রিয়েকশন দেখে মনে হলো সে অনেক দিনের রাগ ক্ষোপ পুষে রেখেছিল যার জন্য এই সামান্য ইশু টাকে কেন্দ্র করে আমাকে কথা গুলা বললো।
৮ বছর ধরে মানুষ টাকে আমি চিনি কিন্তু মানুষ যেন নিমিষেই পরিবর্তন হয়ে যায়।
হে আমার ভুল হয়তো হয়েছে পোস্ট করাটা ভুল হয়েছে আার সেজন্য আমার এই কথা গুলো প্রাপ্য ছিল।
আমার স্বামী আমাকে এভাবে ট্রিট করে। মানসিক যন্ত্রনা আর নিতে পারছি না। তার দিকে আমি তাকাইতে পারিনা আমার লজ্জা করে। অথচ আমরা ভালোবেসে বিয়ে করেছি। ২ টা বছর ধরে সে বেকার ছিল এখন ৮ মাস ধরে সে জব করে।কোন কিছু র আবদার তার কাছে আমি করতে পারি না কারন এখনো সেই সামর্থ্যে সে জায়নায়।নিজে থেকে কখনো সে আমাকে হাত খরচ দেয় নায়।চাইলে দিতো।আমি নিজে বাসায় ইন্টারমিডিয়েট এর ব্যাচ পরায় নিজের পরাশোনার খরচ চালায়।
তবুও দিন শেষে এটা ভেবে শান্তি ছিলাম যে আমরা সুখি দম্পতি।
কিন্তু আমার স্বামী আমাকে এভাবে ট্রিট করে, আমি কি করবো, আমার সন্তান কে নিয়ে আলাদা রুমে থাকি আমি। যে পরিমান ভালোবাসতাম সেই ডাবল পরিমাণ ঘৃনা চলে এসেছে মনে।কিছু তেই যেন ঘৃনা টা কে বদলাতে পারছিনা।
মাঝে মাঝে মনে হয় আমার সন্তান কে নিয়ে আমি রাতের আধারে কোথাও চলে যায়,যেখানে কেউ আমাদের খুজে পাবে না। সারাজীবন কিভাবে কাটাবো।যেখানে একে অপরের প্রতি সম্মান নেয়, অবিশ্বাস আর সন্দেহ।
অথচ এই মানুষ টাকে আমি ভালোবেসে বিয়ে করেছি।
ডিভোর্স হয়ে গেলে আমার বাচ্চা টার কি হবে।
আমার বেচে থাকার অবলম্বন আমার সন্তান।
কি করবো মানসিক যন্ত্রনা আর নিতে পারছি না।

14/11/2024

আমার প্রেমিক আমাকে না জানিয়ে বিয়ে করেছিল তিন মাস আগে, আমি ঘটনা জানার পর তাকে কিছু না বলে তার স্ত্রীকে সবকিছু খুলে বলি তার স্ত্রী বিশ্বাস করতে চাইনি আমি সমস্ত প্রমাণ তাঁর স্ত্রীর সামনে নিয়ে আসি.....

তার স্ত্রী এ বিষয়গুলো দেখার পর তার প্রতি ক্ষুব্ধ হয়েছে এবং তাদের সংসারে অশান্তি শুরু হয়ে যায়.....
আমার প্রেমিকা আমাকে অসংখ্য বার কল দিয়েছে আমি আর তার কল রিসিভ করিনি....!
দুইদিন আগে শেষ আমার অফিসে আসে অফিসে এসে আমার সাথে কথা বলতে চাই সবার সামনে কান্নাকাটি শুরু করে....

সে বলে তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গিয়েছে এখন তার মানসিক অবস্থা খুব খারাপ...
আমি কেন তার স্মৃতি এসব কথা জানিয়েছি এটা নিয়ে তার কোন প্রশ্ন নেই...
এখন সে আমার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় সে আমাকে বিয়ে করতে চায়...
তার সাথে সম্পর্ক স্বাভাবিক করার কোন ইচ্ছা আমার নেই,
তবে আমি যাচ্ছি তাকে বিয়ে করতে, তাকে বিয়ে করে পরদিন তাকে আমি তালাক দিব তাহলে আমার মন শান্তি পাবে।।
আমি কি কোনো ভুল পরিকল্পনায় আছি....

( নাম প্রকাশে অনিচ্ছুক )

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!
27/08/2024

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!

22/12/2023

আমি আর সহ্য করতে পারছি নাহ ভাইয়েরা। আমার স্ত্রী অতিরিক্ত মাত্রায় স*ন্দেহ করে। আমার পিছনে গো*য়েন্দা গিরি করে। স*ন্দেহ নিয়া ঝ*গড়া ঝা*মেলা করে৷ হাপায় উঠিলাম।

বিয়ার আগে থেকে রিদিতা আমার বেস্ট ফ্রেন্ড। ফ্রি টাইম স্পেন্ড করতে আমরা দুইজন রেস্টুরেন্ট, টুরিস্ট প্লেস, ঘোরাঘুরি পছন্দ করি। ও আমার জাস্ট ফ্রেন্ড ছাড়া কিছুই নাহ। এই নিয়ে আমার বউ প্রবল মাত্রায় অশা*ন্তি শুরু করছে।

গো*য়েন্দার মতো ফলো করতে করতে আমাদের পিছু নিয়া কক্সবাজার পর্যন্ত চলে আসছে। তারে অনেক বুঝাইছি রিদিতার সাথে আমার কোনো অবৈ*ধ সম্পর্ক নাই শুধুই জাস্ট ফ্রেন্ড আমার।

কিন্তু আমার বউ মানে নাহ। আমার বউরেই আমি ভালোবাসি। কিন্তু বেস্ট ফ্রেন্ডের সাথে গল্প গুজব, একা টাইম কাটানোর ফিলিংসই আলাদা। এতেই আমার বউ হিংসায় সন্দে*হে জ্ব*লে।

আমি আর নিতে পারছি নাহ। সেইদিনে রিদিতার মা বাবা গ্রামে গেছে, একা তার ভ*য় লাগে বলে আমারে কল দিয়া বাসায় ডাকে, দুইজনে মিলে গল্পগুজব করে রাত কাটাই দিতে। সেই তথ‍্যও আমার বউ সংগ্রহ করে নোং*রা অপ*মান করে রিদিতারে।

আমার অপ*মান সহ্য করলেও রিদিতার অপ*মান আমি সহ্য করতে পারছি নাহ আর। অতি নোং*রা ন্যক্কা*রজনক মা*নসিকতার পরিচয় দিতেছে আমার বউ। খা*রাপ ভা*ষা ব্যবহার করা শুরু করেছে রিদিতার প্রতি।

বন্ধুত্বের পবিত্র সম্পর্ক কে নোং*রা দিকে নিয়ে যাচ্ছে। ডি**ভোর্স দিতে চাই নাহ আমি তারে কিন্তু তার অ*শালীন কর্মকাণ্ডের পরে ডিভো*র্স নিয়ে ভাবতে বাধ্য হচ্ছি। কোনো উপায় আছে কি তারে বুঝানোর? তার নোং*রা মা*নসিকতা দূর করে সুস্থ মা*নসিকতা নিয়ে আনার?

নাম প্রকাশে অনিচ্ছুক

17/12/2023

আমি একজন ছেলে। ক্লাস ফাইভে পড়ি, তো এমন সময়ে সবাই প্রেম করে? আমার অনেক ফ্রেন্ড আছে যাঁরা জমিয়ে প্রেম করতেছে। আমার থেকে দেখতে খারাপ তারাও ২_৩ টা করে প্রেম করে। আমার বন্ধুরা আমার সামনে প্রেম করে, আমিও প্রেম করতে চাই কিন্তু আমার প্রেমের প্রতি কোনো ফি*লিংস নেই। আবার আমি দেখতে অসুন্দর না মাশাল্লাহ চেহারা সুরতও ভালো লম্বা চুরা কম না।

সবদিক দিয়েই ভালো। কিন্তু স*মস্যা হলো আজ অবদি একটা মেয়ে ফ্রেন্ডও আমার নাই। এমনিতে ফি*জিক্যালি সব ফিট আছি কোনো সম*স্যা নেই।

আচ্ছা তাহলে স*মস্যাটা কি বুঝিনা সবকিছু ঠিক আছে। কিন্তু আমার প্রেম হচ্ছে না কেনো,? কেউ কি একটু সুপরামর্শ দেবেন কিভাবে প্রেম করা যায়, প্লিজ।

নাম গোপন রাখবেন

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Romantic Story l রোমান্টিক গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share