10/03/2025
ঠিক যেই মুহুর্তে আছিয়ার কেইস টা নিয়ে কাজ করছি সেই মুহুর্তেই আরও অনেকগুলো ধ*র্ষণের খবর আসে আমার কাছে-
১. লক্ষীপুরে রাতে মেয়ের চিৎকার শুনে রুমে ঢুকে মা। ঢুকে দেখে তার মেয়েকে জোরাজুরি করে ধ*র্ষণ করা হচ্ছে। এটা দেখে জোরে চিৎকার করে মানুষ জমায়েত করে মা।
এর পরদিন মা এর বিচার চেয়ে সালিসি বৈঠক করে। কিন্তু সেখানে মেয়েটা বিচার তো পায়ই না উল্টো অবমাননা করা হয় তাকে।
তাদের বাড়িতে গিয়ে ধ*র্ষকরা দলবল নিয়ে হুমকি দিয়ে আসে- যদি তারা আবার বিচার চায় তাহলে মেয়েকে চুল ছেঁটে গ্রাম ছাড়া করবে। এ অবমাননা সহ্য করতে না পেরে মেয়েটা আজকে আত্মহ*ত্যা করেছে।
২. টাঙ্গাইলের মির্জাপুরে মাত্র ১০ বছরের এক শিশুকে ধ*র্ষণ করা হয়েছিল। বিচার চাইতে গেলে স্থানীয় নেতারা প্রভাব খাটিয়ে ব্যাপারটা মিটমাট করে ফেলে।
মাত্র দেড় লাখ টাকা দিয়ে ধ*র্ষণের মত সেনসিটিভ ইস্যুর বিচার শেষ করে ফেলে তারা।
দেড় লাখ টাকার মধ্যে ধর্ষিতার পরিবারকে এখনও পুরো টাকা দেয়নি, ৫৮ হাজার টাকা এখনো বাকি।স্থানীয় নেতারাই হয়তো খেয়ে দিবে সে টাকা।
৩. ফরিদপুরে সাইকেলে ঘুরানোর কথা বলে বাগানে নিয়ে যাওয়া হয় এক শিশুকে। সাইকেলে ঘুরাবে এটা শুনে খুশি হয় বাচ্চা মেয়েটা।
কিন্তু মেয়েটা কিছুক্ষণ পর টের পায় তাকে সাইকেলে ঘুরানো বাদে নিয়ে যাওয়া হচ্ছে অন্য জায়গায়। তারপর সেখানেই ধ*র্ষণ করা হয় তাকে। শিশুটির অবস্থা এখন শোচনীয়।
৪. নরসিংদীতে গর্ভবতী এক নারীকে তিন দিন যাবত আটকে রাখে দলবদ্ধ কয়েকজন। তারপর লাগাতার চলতে থাকে গণধ*র্ষণ। গর্ভবতী নারী পুরোটা সময় জুড়ে শুধু যন্ত্রণায় কাতরাচ্ছিল। পুলিশ একজনকে বাদে আরও কাউকেই ধরতে পারেনি এখনও।
৫. মুন্সীগঞ্জে দুইটা শিশুকে বেলুন কিনে দেওয়ার কথা বলে পরিচিত এক বয়স্ক লোক। বেলুনের কথা শুনে খুশি হয় বাচ্চারা। চলে যায় লোকটার সাথে।
তারপর তাদেরকে আড়ালে নিয়ে অনেকক্ষণ যাবত চলতে থাকে ধ*র্ষণ। বাচ্চা দুটো ব্যথায় চিৎকার করছিল শুধু।
---
এই হচ্ছে আজকের গুটিকয়েক ঘটনা। এমন আরও বহু ঘটনা আছে। সব ঘটনার মধ্যেই একটা বিষয় কমন। ধ*র্ষকদের কিছুই করা হয়নি। হয়তো হবেও না।
নেতাদের ক্ষমতা আর টাকা দিয়ে এদেশে জামিন পাওয়া ডালভাত। ধ*র্ষকরাও বুঝে গেছে তাদের কিচ্ছু হবে না। দু একদিন পর সবাই চুপ হয়ে গেলে এমনিতেই বের হয়ে আসতে পারবে।
আসলে এ দেশে রাষ্ট্রের চেয়ে ধ*র্ষকদের ক্ষমতা বেশি।
ধ*র্ষিতার চিৎকারের চেয়ে টাকার মূল্য বেশি।
ধ*র্ষকরা হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় আর আমাদের ধ*র্ষিতা বোন অবমাননা সইতে না পেরে আত্মহ*ত্যা করে। কি লজ্জা!
~ Ibrahim Khalil Shawon