
06/12/2024
'অক্ষি বিভ্রম'
--HasiNoob
বিষন্ন বিকেল বেলায়
হাঁটতে হাঁটতে পথিক দাঁড়ায়,
অন্ধকার ঐ গলির মাথায়।
মায়াচোখ দুটো দেখার আশায়।
দুই তলার পূর্বমুখী জানালায়
আলো-আধারে থেকে,
মায়াবতী তাকায়।
ভীড়ের মাঝে ব্যাস্ত রাস্তায়
অপেক্ষারত মায়াবতীর শেষ দেখায়,
আক্ষেপ ছিল চোখের তারায়।
মায়াবতীর যাবার বেলায়,
আকাশও কেঁদেছিল
হয়তো সেই পথিকের বেদনায়।