Jin Voot Dot Com

Jin Voot Dot Com গল্প নয়, সত্যি ঘটনা

18/05/2025

সত্যি ঘটনা: আয়নার পেছনের চোখ। 👀

ঢাকা শহরের এক পুরনো বাসায় রাতে একা থাকতো একটা মেয়ে। হঠাৎ আয়নার দিকে তাকিয়ে দেখে, নিজের প্রতিবিম্ব তাকে না দেখে আয়নার পেছনের দিকে তাকিয়ে আছে।
ভয় পেয়ে মেয়েটা চোখ বন্ধ করল। আবার খুলে দেখে—এইবার আয়নার ভেতরের সে একটুও নড়ছে না।
কিছুক্ষণ পর আয়নাটা নিজে থেকেই ফেটে যায়।
সেই রাতের পর থেকে, মেয়েটা আর কোনো আয়নার সামনে দাঁড়াতে পারে না… 🪞

17/05/2025

ভয়ংকর ফুঁ দিলো। (রাত ৩টার ঘটনা)

এক লোক রাত ৩টার দিকে উঠেছিল পানির জন্য। হাঁটতে হাঁটতে বারান্দায় যেতেই শুনলো, তার কানের পাশে কে যেনো হালকা ফুঁ দিচ্ছে।
সে তাকিয়ে কিছু দেখতে পায়নি, কিন্তু প্রতিদিন একই সময় সে সেই ফুঁটা শুনতে থাকল…
একদিন এক হুজুরের কাছে গেলেন, বিস্তারিত শুনে শেষে হুজুর আসলেন, এসে বললেন..
“জ্বীন শুধু ছুঁয়ে দেখে না, তারা কখনো কখনো নিঃশ্বাস দিয়েও দাগ রেখে যায়।”
লোকটার গায়ে আজও সেই স্থানে সবসময় ঠান্ডা অনুভূত হয়… 😱

17/05/2025

তুমি কি কখনো অনুভব করেছো_
রাতে একা ঘরে বসে থাকলে হঠাৎ মনে হয় কেউ ঠিক তোমার পেছনে দাঁড়িয়ে আছে?

চোখ ঘুরিয়ে দেখলে কেউ নেই,
কিন্তু বুকের ভেতর ঠান্ডা একটা স্রোত বয়ে যায়…
এই অনুভূতিটা মিথ্যা না…
কারণ, অনেক সময় যারা আমাদের চারপাশে থাকে,
তারা শুধু মানুষই হয় না…
অন্য কিছুও হয়।। 😳

“তোমার জীবনে কখনো এমন অদ্ভুত কিছু ঘটেছে?”
কমেন্টে লিখে জানাও_ তোমার গল্পটাই হতে পারে আমাদের পরের পোস্ট!” 🤗

#জ্বীনভুতডটকম #ভয়েরগল্প

17/05/2025

পুতুলের চোখঃ

এক ছোট বাচ্চা মেয়েকে উপহার দেওয়া হয়েছিল একটা পুতুল।
সবাই দেখে হাসিমুখের পুতুলটা খুব সুন্দর।
কিন্তু সেই মেয়ে বলত, “ও চোখ দিয়ে সব দেখে… এমনকী আমি ঘুমালে, ও আমার পাশে এসে বসে।”
একদিন মেয়েটা অসুস্থ হয়ে পড়ে, আর পুতুলটার একটা চোখ নিজে থেকেই কুচকে যায়… 😵‍💫
আজও পুতুলটা ওই ঘরের তাকেই আছে, কারও সাহস হয় না ছুঁতে। 🪆

সত্য ঘটনাঃ ‘আযান দিলেই কাঁপত ঘরটা।’২০০৮ সালের কথা। ময়মনসিংহের এক গ্রামে এক বুড়ি থাকতেন একা। তার ছেলে-মেয়েরা ঢাকায় থাক...
10/05/2025

সত্য ঘটনাঃ ‘আযান দিলেই কাঁপত ঘরটা।’

২০০৮ সালের কথা। ময়মনসিংহের এক গ্রামে এক বুড়ি থাকতেন একা। তার ছেলে-মেয়েরা ঢাকায় থাকে। রাতের বেলা ঘরে আগুন লাগত নিজের থেকেই—তিন-চার বার দমকল এসে নিভিয়েছে, তবুও আগুন লেগে যেত।
সবচেয়ে ভয়ংকর ঘটনা ঘটেছিল এক শুক্রবারে। ইমাম সাহেব এসে বললেন, “ঘরে জ্বীন বসবাস করছে।” তিনি আজান দিলেন—ঘরটা যেন ভূমিকম্পে কেঁপে উঠল! লোকেরা ভয়ে দূরে সরে গেল।
পরদিন ভোরে সেই বুড়ি চিরতরে গ্রাম ছেড়ে চলে গেল—আর কখনো ফিরে আসেনি।

#জ্বীনভুতডটকম
#ভয়ংকরসত্য

রাতের অন্ধকারে লুকিয়ে থাকে হাজারো রহস্য…আজও কেউ হয়তো শুনবে পায়ের আওয়াজ, কেউ দেখবে ছায়া… 🙉কিন্তু ভয় পেও না বন্ধু, আমরা তো...
06/05/2025

রাতের অন্ধকারে লুকিয়ে থাকে হাজারো রহস্য…
আজও কেউ হয়তো শুনবে পায়ের আওয়াজ, কেউ দেখবে ছায়া… 🙉
কিন্তু ভয় পেও না বন্ধু, আমরা তো আছি_ ‘জ্বীন ভুত ডটকম’ তোমার পাশে সবসময়!
শুভ রাত্রি। 😴
চোখ বন্ধ করো, স্বপ্নে দেখা হবে! 👻

গল্পঃ “অদৃশ্য ভাড়াটিয়া”তামান্না নামের একটি মেয়ে, নতুন বাসায় উঠেছে। ছোট চাকরি, একা থাকে, তাই একটু সস্তা ভাড়ার খোঁজে শহরের...
23/04/2025

গল্পঃ “অদৃশ্য ভাড়াটিয়া”

তামান্না নামের একটি মেয়ে, নতুন বাসায় উঠেছে। ছোট চাকরি, একা থাকে, তাই একটু সস্তা ভাড়ার খোঁজে শহরের এক পুরনো দোতলা বাড়ি ভাড়া নিয়েছে। মালিক কেবল বলেছিল, “বাড়িটা একটু পুরনো, কখনো কখনো কিছু আওয়াজ পাবা_ তবে ভয় নাই, আমি ২৫ বছর ধরে শুনেই যাচ্ছি।”

প্রথম সপ্তাহ সব ঠিকঠাক কিন্তু... দ্বিতীয় সপ্তাহে সমস্যা শুরু।
রাতে রান্নাঘর থেকে ভাজা মাছের গন্ধ আসে_
তামান্না রান্না করেনি!
ঘুমাতে গেলে দেখে, আলনা থেকে কাপড় পড়ে আছে, জামা-কাপড় এলোমেলো, কসমেটিকস গুলো পড়ে রয়েছে, মোবাইল বিছানার পাশে রাখা নেই মেঝেতে পড়ে আছে ইত্যাদি। সকালে উঠতেই আবার জায়গারটা জায়গায়!

তামান্না ভাবল, কেউ হয়তো চাবি কপি করে ঢুকে…
তো যেই ভাবা সেই কাজ,
তামান্না ক্যামেরা বসাল।
রাত ৩টা ১৭ মিনিট_
ভিডিওতে দেখা গেল, বাতাসে হঠাৎ একটা চেয়ার নিজে নিজে ঘোরে, আর দরজা একটু খুলে আবার বন্ধ হয়ে যায়। কেউ নেই… অথচ কিচেনে মাছ ভাজা বা আলু ভাজি তেলে চটচট করছে! তবে এসব কি করে হয়...?

তামান্না ভয়ে দিশেহারা, কিন্তু বাসা ছাড়ে না।
কারণ...?
ভূতটা একদিন আয়নায় লিখে রেখেছিলো_
“ভয় পাসনে, আমি তোর কোন ক্ষতি করবো না, তুই থাক, আমি একা, আর ভালো লাগে না…।”

এখন তারা “রুমমেট”_
তামান্না রান্না করে, ভূত খায়। আর মাঝেমাঝে দরজা খুলে শুধু একটা শব্দ ভেসে আসে,
“নুনটা একটু কম হয় রে!”
কারন ভুতেদের নুনতা মাংস ভীষণ পছন্দের... 😰

"ভূতের বাড়ির বাসিন্দা।" 👉 চাঁদের আলোয় ভেসে থাকা এক গ্রামে ছিল একটা পুরনো ভাঙাচোরা দোতলা বাড়ি। সবাই বলত ওটা নাকি “ভূতের ব...
21/04/2025

"ভূতের বাড়ির বাসিন্দা।"

👉 চাঁদের আলোয় ভেসে থাকা এক গ্রামে ছিল একটা পুরনো ভাঙাচোরা দোতলা বাড়ি। সবাই বলত ওটা নাকি “ভূতের বাসা।” দিনের বেলায় কেউ সামনেও যেত না, রাতের কথা বাদই দাও!

একদিন সেই গ্রামে এল রাফিন, শহরের ছেলে, ইট-পাথরের কোলাহল থেকে শান্তি খুঁজতে এসেছে। শুনল ভূতের গল্প, হাসল, আর ঠিক করল—এই বাসাটাতেই থাকবে। গ্রামবাসী চোখ কপালে তুলে বলল, “ভাইরে, পাগল হইছো?”

রাফিন বলল, “ভূত থাকলে থাকুক, আমি ভূতের সেলফি তুলব!”

রাতে সে ঢুকল ভূতের বাসায়। মশারি টানল, লাইট অন করল, আর ফ্লেক্স দিয়ে লিখে দরজায় ঝুলাল:
"ভূত সাহেব, আমি নতুন ভাড়াটিয়া। দয়া করে একটু মিলে মিশে থাকবেন।"

ঘড়ি বারোটা বাজতেই জানালার পর্দা নড়ল, বাতাস থেমে গেল, আর এক টুকরো ধোঁয়া থেকে বের হল এক বুড়ো ভূত। গলা খাঁকারি দিয়ে বলল,
“ভাড়াটিয়া? এই বাসা তো আমার!”

রাফিন বলল, “ভাই, বাসা পুরনো হলেও রুমমেট হলে মজা হবে। Netflix আছে, WiFi ফ্রি!”

ভূত থতমত খেয়ে জিজ্ঞেস করল, “WiFi মানে কী?”

সেই শুরু_ রাফিন ভূতকে ইন্টারনেট শেখাল, ভূত তাকে রাতের বেলা হাওয়ার গতি দিয়ে কুলার সার্ভিস দিল। দুজন মিলে মাঝরাতে ভূতের চা বানিয়ে খেল, আর ভূত মাঝেমাঝে দেয়ালে ছায়া ফেলে টিকটক ভিডিও বানাত!

এখন সেই ভূতের বাসায় পোস্টার টাঙানো_
“রুম রেন্টেড/Only cool ghosts allowed!” 🥱🫰

21/01/2025

"পাটের মাঠের মেয়েটি"

গ্রামের পাটের মাঠে এক অদ্ভুত সুন্দরী মেয়ে দেখা যায়।
কেউ তার কাছে গেলে সে হারিয়ে যায়। কিন্তু একদিন এক যুবক তার প্রেমে পড়ে যায়
এবং জানতে পারে সে আসলে নদীতে ডুবে যাওয়া এক তরুণীর আত্মা! 😳
(শুভ রাত্রি বন্ধুরা 😴)

জীবনের চ্যালেঞ্জগুলোই আমাদের শক্ত করে, ব্যর্থতাগুলোই শেখায় পথ চলা, তাই হোঁচট খাওয়ার ভয়ে থেমে না গিয়ে, উঠে চলতে হবে তবেই ...
28/11/2024

জীবনের চ্যালেঞ্জগুলোই আমাদের শক্ত করে, ব্যর্থতাগুলোই শেখায় পথ চলা, তাই হোঁচট খাওয়ার ভয়ে থেমে না গিয়ে,
উঠে চলতে হবে তবেই না আপনি জয়ী হবেন। 🤗✌️
দোয়া ও শুভকামনা রইল সকলের জন্য।
"শুভ রাত্রি বন্ধুরা" 😴

With W A S I – I just got recognised as one of their top fans! 🎉
25/11/2024

With W A S I – I just got recognised as one of their top fans! 🎉

এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যা গুলোও না! 🤲✌️শুভ রাত্রি বন্ধুরা 😴
24/11/2024

এই বিশ্বে স্থায়ী কিছুই না,
এমনকি আমাদের সমস্যা গুলোও না! 🤲✌️
শুভ রাত্রি বন্ধুরা
😴

Address

পূর্ব এনায়েতপুর রোড
Gazipur
1346

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jin Voot Dot Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jin Voot Dot Com:

Share