23/04/2025
গল্পঃ “অদৃশ্য ভাড়াটিয়া”
তামান্না নামের একটি মেয়ে, নতুন বাসায় উঠেছে। ছোট চাকরি, একা থাকে, তাই একটু সস্তা ভাড়ার খোঁজে শহরের এক পুরনো দোতলা বাড়ি ভাড়া নিয়েছে। মালিক কেবল বলেছিল, “বাড়িটা একটু পুরনো, কখনো কখনো কিছু আওয়াজ পাবা_ তবে ভয় নাই, আমি ২৫ বছর ধরে শুনেই যাচ্ছি।”
প্রথম সপ্তাহ সব ঠিকঠাক কিন্তু... দ্বিতীয় সপ্তাহে সমস্যা শুরু।
রাতে রান্নাঘর থেকে ভাজা মাছের গন্ধ আসে_
তামান্না রান্না করেনি!
ঘুমাতে গেলে দেখে, আলনা থেকে কাপড় পড়ে আছে, জামা-কাপড় এলোমেলো, কসমেটিকস গুলো পড়ে রয়েছে, মোবাইল বিছানার পাশে রাখা নেই মেঝেতে পড়ে আছে ইত্যাদি। সকালে উঠতেই আবার জায়গারটা জায়গায়!
তামান্না ভাবল, কেউ হয়তো চাবি কপি করে ঢুকে…
তো যেই ভাবা সেই কাজ,
তামান্না ক্যামেরা বসাল।
রাত ৩টা ১৭ মিনিট_
ভিডিওতে দেখা গেল, বাতাসে হঠাৎ একটা চেয়ার নিজে নিজে ঘোরে, আর দরজা একটু খুলে আবার বন্ধ হয়ে যায়। কেউ নেই… অথচ কিচেনে মাছ ভাজা বা আলু ভাজি তেলে চটচট করছে! তবে এসব কি করে হয়...?
তামান্না ভয়ে দিশেহারা, কিন্তু বাসা ছাড়ে না।
কারণ...?
ভূতটা একদিন আয়নায় লিখে রেখেছিলো_
“ভয় পাসনে, আমি তোর কোন ক্ষতি করবো না, তুই থাক, আমি একা, আর ভালো লাগে না…।”
এখন তারা “রুমমেট”_
তামান্না রান্না করে, ভূত খায়। আর মাঝেমাঝে দরজা খুলে শুধু একটা শব্দ ভেসে আসে,
“নুনটা একটু কম হয় রে!”
কারন ভুতেদের নুনতা মাংস ভীষণ পছন্দের... 😰