Abiha mim

Abiha mim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abiha mim, Video Creator, Gazipur.

14/09/2025
19/07/2025
With Anjoly's dream – I'm on a streak! I've made it onto their weekly engagement list 3 weeks in a row. 🎉
25/06/2025

With Anjoly's dream – I'm on a streak! I've made it onto their weekly engagement list 3 weeks in a row. 🎉

 #কাঠগড়ায়_বউ_কেনো‼️⁉️এই তবে ঘটনা‼️⁉️সবাই তো গতকাল থেকেই বউটা রে মোটামুটি ধুয়ে দিছিল😭😭কেন রে‼️উনি তো চিঠিতে মায়ের কথা ও ল...
10/05/2025

#কাঠগড়ায়_বউ_কেনো‼️⁉️

এই তবে ঘটনা‼️⁉️
সবাই তো গতকাল থেকেই বউটা রে মোটামুটি ধুয়ে দিছিল😭😭
কেন রে‼️
উনি তো চিঠিতে মায়ের কথা ও লিখেছিল, বউরে স্বর্ণ দিতে বলেছে আর মারে বাকি সব কিছু।
হিসাব করলে দেখা যায়, স্বর্ণের চেয়ে তো ব্যাংক ব্যালেন্সই বেশি হবে।
বেশিটা গেল তো মায়ের ভাগে।
তাহলে বউরে ধোয়ার সময় মারে বাদ দিলেন কেন‼️⁉️

অশান্তি কি খালি বউয়ের জন্য হয় সংসারে⁉️
একটা মেয়ে নতুন একটা পরিবেশে খাপ খাওয়ানো এতোই সহজ?
আপনারা বেটা মানুষ, শ্বশুর বাড়ি গিয়ে এতো আপ্যায়নের মধ্যে এক রাত কাটাতে কষ্ট হয়ে যায়, আর আপনাদের বউরে তো আনার পর আপনার পরিবার আইরন মেশিন দিয়ে মোটামুটি আইরন করে ফেলে।
তার খবর জানেন‼️⁉️

এরপর আসলো টানাটানির বিষয় ‼️
বিয়ের পর দেখবেন,বিবাহিত ছেলেরে নিয়ে মোটামুটি সবার আশা-ভরসা বেড়ে যায়।
বউ চাই নতুন বিয়ে করেছে,তার স্বামী তারে সময় দিক।
এদিকে মা-বোন চিন্তা করে,ছেলে-ভাই হাত ছাড়া হয়ে যাচ্ছে, বউয়ের হয়ে যাচ্ছে।
তারা ও সর্বদা চেষ্টা করে বিবাহিত ছেলেরে তাদের দিকে ঝুকাতে।

কোনো কোনো পরিবারে দেখবেন, অবিবাহিত ছেলে টারে নিয়ে কোনো ঝামেলা নাই,বিবাহিত টারে একদিকে বউ টানবে আর অন্য দিকে মা-বোন।

ঘরের যাবতীয় সমস্যা, অসুখ-বিসুখ সব কষ্ট বেড়ে যাবে বিবাহিত ছেলেরে দেখলে,,অবিবাহিত টা তো দুধভাত।
এটারে কেউ ঘরের সদস্যই মনে করবে না😄
এটারে কাজে লাগে শুধু ঝগড়ার সময়, মায়েরে জিতিয়ে দেবার জন্য 😄

বিবাহিত ছেলে বউ নিয়ে ঘুরতে গেলে সমস্যা, বউ বাবার বাড়ি গেলে দেখবেন প্রেশার উঠানামা করবে,, আর ছেলে-বউ দেরিতে ঘুম থেকে উঠলে তো আর কথাই নেই।

কেন ভাই ⁉️‼️
বউরে অপরাধী তো আপনারা বেটা মানুষই করেন,অন্যের কথা কি বলবো⁉️
গতরাতে এই ভদ্রলোকের বউ নিয়ে যে যেভাবে পারছে লিখছে।
কই ভাইয়েরা⁉️
মারে নিয়ে লিখছেন⁉️

ছেলে বিয়ে করালে তো মার ও আশা বেড়ে যায়।
বউয়ের চেয়ে বেশি ভালোবাসতেছে কিনা,,কেয়ার করতেছে কিনা, বউরে দামী জিনিস দিচ্ছে, মারে দিচ্ছে কিনা, আরো কত কিছু।

তাহলে মারা যাবার পর কাঠগড়ায় বউ কেন‼️⁉️
মা জন্ম দিয়েছে বলে‼️⁉️
আপনার সন্তানদের ও তো আপনার বউ জন্ম দিয়েছে।
তাহলে আপনার সন্তানের মায়ের প্রতি সম্মান নেই কেন‼️⁉️
হাজার হাজার পরিবারে দেখবেন,বিপদের সময়,, বিবাহিত ছেলেদের ক্ষেত্রে বউ সব উজাড় করে দেয়, এমন ও হাজার হাজার বউ আছে, স্বামীর বিপদে নিজের গয়না বিক্রি করে দেয়।
অথচ মা দেয় না।

মা দেয় তবে বিবাহিত টারে না😄😄আবিয়াত্তা টারে

দুই পরোকীয়ার রানী। যাদের ৭ বছর সংসার করার পর মনে হয়েছে তাদের সামী নেশাখোর তাদেরকে সময় দেয়না ঢং করে ভিডিও বানায় না।ক্যামে...
06/05/2025

দুই পরোকীয়ার রানী। যাদের ৭ বছর সংসার করার পর মনে হয়েছে তাদের সামী নেশাখোর তাদেরকে সময় দেয়না ঢং করে ভিডিও বানায় না।ক্যামেরার সামনে এসে মাখামাখি করে না।
কিন্তু মজার বিষয় হলো তারা একবারের জন্য এইটা শিকার করে না যে তারা পরকীয়া করেছে এখন তাদের জামাই ভালো লাগে না এইটা বললে তো পাবলিক খাবে না। যাইহোক বিস্তারিত আরো জানতে চোখ রাখুন পেজে....

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abiha mim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category