05/07/2025
মমতাময়ী মা কে নিয়ে আমি এই নগণ্য আর কী বা লিখবো। আমার মায়ের সরলতা মহাবিশ্বের সমান!
আমার প্রতি আমার মায়ের ভালোবাসা অসীম। নারীরা কতোটা স্নিগ্ধ, সুন্দর আর কোমল হৃদয়ের হতে পারে তা আমি আমার মাকে দেখে বুঝেছি!
আমার মা আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। সে আমার নিরাপদ আশ্রয় ; আমার একমাত্র ভরসা।
হে আমার সৃষ্টিকর্তা, আমার যতবার জন্ম হবে আমি আমার মাকে মা হিসেবে পেতে চাই বারেবারে! আপনি কবুল করুন আমার এ মোনাজাত।
আমার মা যে দুনিয়ার বুকে আমার জন্য এক টুকরো জান্নাত!