
06/01/2025
🗒️_বয়স যদি হয় ১৬-২৫_📝
🖋️জীবনের এই সময়টা একজন মানুষের জন্য বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে একজন ছেলের জন্য খুবই ক্রিটীকাল এবং ভেবে-চিন্তে পদক্ষেপ নেয়ার বয়স। এই সময়ে নেয়া আমাদের সিদ্ধান্ত অনেক সময়ই আমাদের পরবর্তী জীবনের রাস্তা এবং ভাগ্য তৈরি করে দেয়। বলে দেয়, আমাদের জীবনের বাকি অংশ আমাদের জন্য কি সুখ বয়ে আনবে নাকি দুঃখ। ১৬ বছরের আগের জীবনটা আমরা সাধারণ ক্ষেত্রে কোনরকম টেনশান বা বড় কোন সিদ্ধান্ত নেয়া ছাড়াই কাটইয়ে দিতে পারি । বড় বড় সিদ্ধান্ত গুলো বাসার কর্তারাই নিয়ে আমাদের রেহাই দেন। কিন্তু ১৬ বছর বয়সে এসে আমাদের প্রথম আমাদের নিজেদের জন্য রাস্তা পছন্দ করতে হয়। বাড়ির কর্তারা এই বাপারে গাইডলাইন দিলেও শেষ সিদ্ধান্তটা নিজেদের উপরেই থাকে। তাই সিদ্ধান্তটা অনেক ভেবেচিন্তেই নিতে হয়। কেননা A good Decision Can make You Smile 😊
ানুষকে_কিছু_শিখায়_না_ফেল_মানুষকে_শিখায় ゚viralシfypシ゚viralシalシ