Books With Anik

Books With Anik বই পড়ে বই সম্পর্কিত আমার পর্যালোচনা ও অনুভূতি নিয়ে আলোচনা করা হয় এই পেজে। বইয়ের সাথে আমার কাটানো মুহূর্তগুলো সংরক্ষণ করার জন্য।
(1)

19/07/2025

বই নংঃ ১২
বইঃ পরানবন্দি
লেখকঃ ডা.শামসুল আরেফীন

নতুন নতুন বই সম্পর্কে জানতে ও তথ্য পেতে Books With Anik পেইজের সাথে যুক্ত হওয়ার অনুরোধ রইলো।

07/04/2025

سْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

- পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

- সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি সকল সৃষ্টি জগতের মহান পালনকর্তা।

الرَّحْمَنِ الرَّحِيمِ

- যিনি পরম করুণাময়, অসীম দয়ালু।

مَالِكِ يَوْمِ الدِّين

- যিনি প্রতিফল দিবসের মালিক।

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

- আমরা শুধু আপনারই দাসত্ব করি এবং শুধু আপনারই নিকট সাহায্য কামনা করি।

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

- আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন।

صرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ

- তাদের পথে, যাদের আপনি অনুগ্রহ করেছেন।

غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

- এবং তাদের পথে নয় যারা আপনার ক্রোধের শিকার ও পথভ্রষ্ট।

- আমীন

30/03/2025

ঈদ মোবারক ❤️

আমাদের অন্তরকে বানানোই হয়েছে এইভাবে। এই দিল অন্যকারও সংস্পর্শে ততটা উজ্জীবিত হয় না, যতটা হয় নবিজির ক্ষেত্রে। আমাদের আবেগ...
19/03/2025

আমাদের অন্তরকে বানানোই হয়েছে এইভাবে। এই দিল অন্যকারও সংস্পর্শে ততটা উজ্জীবিত হয় না, যতটা হয় নবিজির ক্ষেত্রে। আমাদের আবেগ-ভালোবাসা-শিহরন সব উথলে ওঠে এই একটা নামের মধ্যেই। এইখানে এসে আমরা কোনো ছাড় দিতে রাজি না। মুহাম্মাদ (স.) আমাদের সম্মান, আমাদের গাইরত। তাঁকে ছেড়ে আমরা জান্নাতে যেতেও রাজি না।

নবি-প্রেমিক অনেক মানুষ সফর করেছেন তাঁর রওজায়। রওজাকে একবার যে স্বচোক্ষে দেখেছে, রিয়াজুল জান্নাতে যে একবার দুই রাকাত নামাজ পড়েছে, সে জানে দিলের হালত কেমন হয়। প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে মনে হতে থাকে-হৃদয়টা বান্ধা আছে এই সবুজ গম্বুজের মধ্যে। আর যদি ফেরা না লাগত! কেউ যদি এসে তাড়া না দিত! আহ, কতই-না ভালো হতো! আর বাইতুল্লাহকে দেখে তো চোখের পানি অটোমেটিক ঝরতে থাকে। মনে হয় জীবনটা এখানেই কাটিয়ে দিই। "আমি শুয়ে আছি কাবার ছায়ায়, কেন আমাকে জাগিয়ে দেওয়া হবে! আমি আশ্রয় নিয়েছি জান্নাতের টুকরায়, কেন আমাকে ভিসার কথা বলে তাড়া দেওয়া হবে!" মন মানে না। কিন্তু বেঁধে দেওয়া সময় ফুরিয়ে যায় চোখের পলকেই। দিলের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। মনে হয়, এই দরজা ছেড়ে দু'কদম সামনে এগোলেই আমি মারা যাব।

এই বইতে এমনই মনোমুগ্ধকর বর্ণনা স্থান পেয়েছে। ভ্রমণকাহিনী হিসেবে লেখক যা তুলে ধরেছেন, সেটা যে-কারও হৃদয়কে গলিয়ে দেবে। বইটি শেষ করে পাঠক বুঝতে পারবেন, মুমিনের পরান আসলে কোথায় বাঁধা আছে। পরানবন্দির জগতে আপনাকে স্বাগতম...

বইঃ পরানবন্দি
লেখকঃ শামসুল আরেফীন

Books With Anik

18/03/2025

وَعَسَى أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ * وَعَسَى أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ةُ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ

"... কিন্তু তোমরা কোনোকিছু অপছন্দ কর সম্ভবত তোমাদের জন্য তা কল্যাণকর এবং সম্ভবত কোনোকিছু তোমাদের কাছে প্রিয় অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহই ভালো জানেন তোমরা তা জানো না।” (সূরাহ বাকারা, ২:২১৬)

17/03/2025

আমরা এমন একটা সময়ে বেঁচে আছি যখন জীবনকে মাপা হয় বস্তুর মানদণ্ডে। পরিচয় মাপা হয় উপার্জন দিয়ে। জীবনের সাফল্য হিসেব হয় পণ্য, ভোগ, সম্পদ আর সস্তা সুখের প্যারামিটারে। শিক্ষার উদ্দেশ্য ডিগ্রি পাওয়া, কাজের উদ্দেশ্য ভোগ করা। কী করো-মানে তুমি কত কামাই করো। কেমন চলছে-মানে তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং এখন কেমন। নৈতিকতার সবচেয়ে বড় মাপকাঠি হলো-'মানুষ কী বলবে', 'সমাজের আর দশজন কী করছে'।

ছোটবেলা থেকে এভাবেই আমরা জীবনকে দেখতে শিখি, মাপতে শিখি, স্বপ্ন দেখি। এভাবেই আমরা সাফল্য খুঁজি। চাকার ভেতরে আটকে পড়া ইঁদুরের মতো ক্রমাগত ছুটে চলি। কিন্তু এই ছোটা আমাদেরকে গন্তব্যের কাছে নিয়ে যায় না। প্রতিটি দিন শুরু করি ঠিক যেন আগের জায়গা থেকে।

চক্র চলতে থাকে।

বইঃ যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির
লেখকঃ সাজিদ ইসলাম

I've received 500 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
16/11/2024

I've received 500 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

'জীবনবোধ থেকে আপনার ভাবনা সুন্দর। সেজন্য হয়তো মনে হচ্ছে। হারিয়ে গেলে খুঁজব না। ঐযে অপেক্ষায় থাকব। কিন্তু খুঁজবো না। যে ন...
05/11/2024

'জীবনবোধ থেকে আপনার ভাবনা সুন্দর। সেজন্য হয়তো মনে হচ্ছে। হারিয়ে গেলে খুঁজব না। ঐযে অপেক্ষায় থাকব। কিন্তু খুঁজবো না। যে নিজে থেকে হারিয়ে যায় তাকে হারিয়ে যাওয়া বলে না আত্মগোপন বলে। আত্মগোপন যে করে তাঁকে হাজারো খুঁজলে তার দেখা মিলে না'।

বইঃ যেখানে স্মৃতিরা বেঁধেছিল
লেখকঃ খায়রুজ্জামান খান সানি

#অনিক #বাংলা #বই

সম্পর্কের বাঁধন ছিঁড়ে একদিন ঠিকই বাঁচতে শিখে যাই। শিখে যাই অপ্রিয় সত্য কথাগুলো লুকিয়ে রাখতে। অতঃপর, কোনো এক অপ্রিয় সুন্দ...
03/11/2024

সম্পর্কের বাঁধন ছিঁড়ে একদিন ঠিকই বাঁচতে শিখে যাই। শিখে যাই অপ্রিয় সত্য কথাগুলো লুকিয়ে রাখতে। অতঃপর, কোনো এক অপ্রিয় সুন্দর মুহূর্তে এক সময়ের প্রিয় মানুষটার কথা ভাবাতে থাকে খুব। সময় পেরুল, দরজায় খিল দিয়েছি যবে, উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে দূর থেকে! মন ছুটেছে প্রশান্তি খোঁজে।

'পাচ্ছি কি আর তাকে?' আজ বহুদূরে।
এক সময়, ‘সে ছিল মনে আঙিনা জুড়ে !'

বইঃ যেখানে স্মৃতিরা বেঁধেছিল
লেখকঃ খায়রুজ্জামান খান সানি

#বাংলা #বই #অনিক

28/10/2024

বই নংঃ ১১
বইঃ পরিনীতা
লেখকঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

নতুন নতুন বই সম্পর্কে জানতে ও তথ্য পেতে Books With Anik পেইজের সাথে যুক্ত হওয়ার অনুরোধ রইলো।

#বাংলা #সাহিত্য #বই #অনিক

যেখানে মিশে থাকে মা মাটির গন্ধ, স্পর্শ।কি যে এক মায়া! কি যে এক ভালোবাসা।বইঃ তবু ফুল ফুটুকলেখকঃ এম মিরাজ হোসেন   #তবু_ফুল...
27/10/2024

যেখানে মিশে থাকে মা মাটির গন্ধ, স্পর্শ।
কি যে এক মায়া! কি যে এক ভালোবাসা।

বইঃ তবু ফুল ফুটুক
লেখকঃ এম মিরাজ হোসেন

#তবু_ফুল_ফুটুক #বাংলা #সাহিত্য #বই #অনিক

তার পরেও শীত ভালোবাসি-বইঃ তবু ফুল ফুটুকলেখকঃ এম মিরাজ হোসেন   #তবু_ফুল_ফুটুক              #বাংলা  #বই  #সাহিত্য
26/10/2024

তার পরেও শীত ভালোবাসি-

বইঃ তবু ফুল ফুটুক
লেখকঃ এম মিরাজ হোসেন

#তবু_ফুল_ফুটুক #বাংলা #বই #সাহিত্য

Address

Gazipur
1711

Website

Alerts

Be the first to know and let us send you an email when Books With Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share