Pera Military

Pera Military শান্তি,শৃঙ্খলা,উন্নয়ন,নিরাপত্তায় সর্বত্র আমরা।

ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্যবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়,যেখানে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সাহ...
02/12/2025

ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্যবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়,
যেখানে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সাহসিকতার সাথে অংশ নেন। 💪

অভিযানে বাজারের বিভিন্ন দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়েছে।
👉 মানুষের সুস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

👉 সচেতন নাগরিক হই, নিরাপদ খাদ্য ব্যবহার করি।

শেয়ার করে সবাইকে সচেতন হতে সহয়তা করুন

25/11/2025

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী❤️🇧🇩

আলহামদুলিল্লাহ, প্রজাতন্ত্রের সেবায় সপ্তম বছরে পদার্পণ 🇧🇩❤️
17/11/2025

আলহামদুলিল্লাহ,
প্রজাতন্ত্রের সেবায় সপ্তম বছরে পদার্পণ 🇧🇩❤️

সৈনিকের গ্রেড ১৭, বেসিক বেতন ৯০০০/-প্রাইমারী শিক্ষকের গ্রেড ১৩, বেসিক ১১০০০/-শিক্ষকের ডিউটি সপ্তাহে ৫ দিন, দিনে ৭ ঘন্টা।...
14/11/2025

সৈনিকের গ্রেড ১৭, বেসিক বেতন ৯০০০/-
প্রাইমারী শিক্ষকের গ্রেড ১৩, বেসিক ১১০০০/-

শিক্ষকের ডিউটি সপ্তাহে ৫ দিন, দিনে ৭ ঘন্টা। এছাড়া বিভিন্ন সরকারি ছুটির দিনে তো বন্ধ আছেই।ঈদ, পুজা বিভিন্ন দিবস,সব সময়ই ছুটি থাকে।

সৈনিকের ডিউটি সপ্তাহে ৭দিনই, দিন রাত মিলিয়ে ৮-১২ ঘন্টা, সেই সাথে পিটি,প্যারেড,ওয়ার্কিং,গেইম তো আছেই।
আর সরকারি ছুটির দিনগুলোতে ডিউটির চাপ আরো বেশি বেড়ে যায়। এছাড়া শত্রুর বুলেটের ভয় তো সর্বক্ষন আছেই। দুই মাসের আগে ছুটিও নাই।

অথচ আগে শিক্ষক এবং সৈনিক একি গ্রেডে বেতন পেতো। এখন বলবেন সৈনিকে ঢুকতে তো ssc পাসই যথেষ্ট, কিন্তু এখন ৯০% সৈনিকই অর্নাস/ডিগ্রি কমপ্লিট করা,কেউ অধ্যয়নরত।
শিক্ষকরা ১৩তম গ্রেড পেয়েও এখন ১০ম গ্রেড চাচ্ছে! আর সৈনিকরা ১৭তম গ্রেডেই সারাজীবন সেবা দিয়ে গেলো!!

আমরা শিক্ষকদের ১০গ্রেড পাওয়ার বিপক্ষে না।
আমরা যাস্ট ইনসাফ চাই,কেউ দিন দিন উপরে উঠেও আরো উপরে উঠতে চাইবে,আর কেউ একি জায়গায় সারাজীবন সার্ভিস দিয়ে যাবে অধিক পরিশ্রম করেও,এটা হয় না।
শিক্ষক যদি হয় মানুষ গড়ার কারিগর, সৈনিক তাহলে দেশ রক্ষার কারিগর।

১ কেজি আলু এখন ১৮ টাকা, একটা সিঙারা ১০ টাকা।একসময় এই সিঙারা পাওয়া যেত মাত্র ৫ টাকায়। তখন যুক্তি ছিল  “আলুর দাম বেড়েছে!” ...
11/11/2025

১ কেজি আলু এখন ১৮ টাকা, একটা সিঙারা ১০ টাকা।
একসময় এই সিঙারা পাওয়া যেত মাত্র ৫ টাকায়। তখন যুক্তি ছিল “আলুর দাম বেড়েছে!” তাই সিঙারার দাম দ্বিগুণ করা হলো।
একইভাবে, “ময়দার দাম বেড়েছে” এই অজুহাতে ৫ টাকার পরোটা ১০ টাকায় উঠলো।

কিন্তু আজ যখন আলু ও ময়দার দাম আগের চেয়ে অনেক কম, তখন সেই যুক্তি আর দেখা যায় না! বরং সিঙারা,পরোটার আকার ছোট হয়েছে, গুণগত মানও কমেছে — তবু দাম কমেনি এক টাকাও।

মজার ব্যাপার হলো, বাংলাদেশে কোনো কিছুর দাম একবার বাড়লে তা আর কখনো নিচে নামে না।
এটাই আমাদের অর্থনীতির বাস্তবতা আর ভোক্তাদের নীরব আফসোস🥹

সৈনিকের গ্রেড ১৭, বেসিক বেতন ৯০০০/-প্রাইমারী শিক্ষকের গ্রেড ১৩, বেসিক ১১০০০/-শিক্ষকের ডিউটি সপ্তাহে ৫ দিন, দিনে ৭ ঘন্টা।...
11/11/2025

সৈনিকের গ্রেড ১৭, বেসিক বেতন ৯০০০/-
প্রাইমারী শিক্ষকের গ্রেড ১৩, বেসিক ১১০০০/-

শিক্ষকের ডিউটি সপ্তাহে ৫ দিন, দিনে ৭ ঘন্টা। এছাড়া বিভিন্ন সরকারি ছুটির দিনে তো বন্ধ আছেই।ঈদ, পুজা বিভিন্ন দিবস,সব সময়ই ছুটি থাকে।

সৈনিকের ডিউটি সপ্তাহে ৭দিনই, দিন রাত মিলিয়ে ৮-১২ ঘন্টা, সেই সাথে পিটি,প্যারেড,ওয়ার্কিং,গেইম তো আছেই।
আর সরকারি ছুটির দিনগুলোতে ডিউটির চাপ আরো বেশি বেড়ে যায়। এছাড়া শত্রুর বুলেটের ভয় তো সর্বক্ষন আছেই। দুই মাসের আগে ছুটিও নাই।

অথচ আগে শিক্ষক এবং সৈনিক একি গ্রেডে বেতন পেতো। এখন বলবেন সৈনিকে ঢুকতে তো ssc পাসই যথেষ্ট, কিন্তু এখন ৯০% সৈনিকই অর্নাস/ডিগ্রি কমপ্লিট করা,কেউ অধ্যয়নরত।
শিক্ষকরা ১৩তম গ্রেড পেয়েও এখন ১০ম গ্রেড চাচ্ছে! আর সৈনিকরা ১৭তম গ্রেডেই সারাজীবন সেবা দিয়ে গেলো!!

আমরা শিক্ষকদের ১০গ্রেড পাওয়ার বিপক্ষে না।
আমরা যাস্ট ইনসাফ চাই,কেউ দিন দিন উপরে উঠেও আরো উপরে উঠতে চাইবে,আর কেউ একি জায়গায় সারাজীবন সার্ভিস দিয়ে যাবে অধিক পরিশ্রম করেও,এটা হয় না।
শিক্ষক যদি হয় মানুষ গড়ার কারিগর, সৈনিক তাহলে দেশ রক্ষার কারিগর।

ম্যাডাম বলছে পুলিশ নির্লজ্জ জাতি, ম্যাডামের টাকায় পুলিশের বেতন হয়, ম্যাডাম কলম ছুঁড়ে ফেলেছে... ইত্যাদি ইত্যাদি। কিন্ত...
09/11/2025

ম্যাডাম বলছে পুলিশ নির্লজ্জ জাতি, ম্যাডামের টাকায় পুলিশের বেতন হয়, ম্যাডাম কলম ছুঁড়ে ফেলেছে... ইত্যাদি ইত্যাদি।

কিন্তু কথা হচ্ছে আপনি চাকুরী নিলেন ১৩ গ্রেডে, এখন রাস্তা বন্ধ করে জনগণের ভুগান্তি সৃষ্টি করে আন্দোলন করছেন ১০ গ্রেডে যাওয়ার জন্য।

এখন সত্যিকারের নির্লজ্জ কারা❓

সব জেনে শুনেই তো চাজরিতে আসছেন,চাকুরি নেওয়ার আগে গ্রেড দেখেন নি..?? বিসিএস দিতেন তাহলে ৯ম গ্রেডে বেতন পেতেন।

আপনার টাকায় পুলিশের বেতন হলে, আপনাদের/শিক্ষকদের বেতন কার টাকা হয়❓

সৈনিক জীবনের ব্যস্ততা পেছনে ফেলে প্রিয় স্ত্রীকে নিয়ে কক্সবাজারের নীল জলে কিছু শান্তির মুহূর্ত  কি জীবনে কখনও আসবে?🥹
07/11/2025

সৈনিক জীবনের ব্যস্ততা পেছনে ফেলে প্রিয় স্ত্রীকে নিয়ে কক্সবাজারের নীল জলে কিছু শান্তির মুহূর্ত কি জীবনে কখনও আসবে?🥹

এরুপ পরিকল্পনা বাস্তবায়ন হলে নির্বাচন হবে খুবই রমরমা।নির্বাচনি দামাদোল থাকবে না।
06/11/2025

এরুপ পরিকল্পনা বাস্তবায়ন হলে নির্বাচন হবে খুবই রমরমা।
নির্বাচনি দামাদোল থাকবে না।

01/11/2025

ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মেয়াদোত্তীর্ণ পণ্যবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়,
যেখানে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সাহসিকতার সাথে অংশ নেন। 💪

অভিযানে বাজারের বিভিন্ন দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়েছে।
👉 মানুষের সুস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

👉 সচেতন নাগরিক হই, নিরাপদ খাদ্য ব্যবহার করি।

শেয়ার করে সবাইকে সচেতন হতে সহয়তা করুন

নিজ বাড়িতে থেকে চাকরি করে যাদের বেতন ১২,০০০ টাকা, এবং বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা মিলিয়ে চাকরির শুরু থেকেই ২৩,০০০ টাকার বে...
20/10/2025

নিজ বাড়িতে থেকে চাকরি করে যাদের বেতন ১২,০০০ টাকা, এবং বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা মিলিয়ে চাকরির শুরু থেকেই ২৩,০০০ টাকার বেশি বেতন পান, তারা সরকারি সব ছুটি ভোগ করেন। বছরে প্রায় ৩ মাস স্কুল ছুটি থাকে, সপ্তাহে ছুটি তো আছেই। গরু, মুরগি, ছাগল, হাঁস পালন আছে, নিজের জমিতে চাষাবাদও আছে, আলাদা ব্যবসাও করেন। নিজের ইচ্ছেমতো ছুটি নেওয়া যায়, মন না চাইলে স্কুলে না যাওয়া যায়।
এতে যদি তাদের না হয়, তাহলে যারা সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার বা ফায়ার সার্ভিসে চাকরি করেন—তাদের কথা একটু ভাবুন। ১৭তম গ্রেডে তাদের মূল বেতন মাত্র ৯,০০০ টাকা, সব ভাতা মিলিয়ে মোটে ১৫,০০০ টাকার মতো পান। তারা বাড়ি থেকে অনেক দূরে থেকে চাকরি করেন, বাসা ভাড়া করে থাকতে হয়। তাদের নেই শুক্রবার বা শনিবারের ছুটি, নেই সরকারি ছুটির দিন—বরং ডিউটি ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত চলে। অতিরিক্ত ডিউটির কোনো ওভারটাইম ভাতা নেই, সরকারি ছুটির দিনে ডিউটি করলেও কোনো অতিরিক্ত সম্মানী নেই।
সবচেয়ে বড় কথা—যে কোনো সময় একটি বুলেট বা বোমা কেড়ে নিতে পারে তাদের প্রাণ।
শিক্ষক যদি জাতি গড়ার কারিগর হন, তবে আমরা দেশ ও জাতি রক্ষার অকুতোভয় রক্ষক!
তাহলে আমাদের কথা কেউ বলে না কেন? শিক্ষক দের কথা যেমন বলা হয়, তেমনি বাকি সবার কথাও ভাবা উচিত। কেউ যেন মনে না করেন আমি শিক্ষকদের বিরুদ্ধে বলছি—আমি শুধু সবার কষ্টটা তুলে ধরেছি। যদি কারো পোস্ট খারাপ লেগে থাকে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত,, আর যদি ভালো লেগে থাকে তাহলে অনুপ্রেরণা দিবেন।

লাখো সৈনিকের মনের কথা থেকে লেখাটি...

Address

Gazipur
4300

Telephone

+8801811810860

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pera Military posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share