The path of faith

The path of faith Stay connected with follow.... "Assalamualaikum"

"Assalamualaikum"
The path of faith is a page that create only for invitation of Islam.Dear all of my followers, interested viewers.Here you'll find Islamic feature and know about Allah is Almighty.

13/11/2024

যদি অহংকারী না হন তাহলে উত্তর দিয়ে যাবেন
আমাদের রব কে?

13/11/2024
17/03/2024

নামাজে বসে যে আত্তাহিয়াতু দু'আ পড়ি তার পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং নামাজ পড়ায় ম‌নো‌যোগ ও বাড়‌বে। ঈমানও তাজা হবে।

আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!

আত্তাহিয়াতু আসলে, আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল...?

কারন; আমরা মহান আল্লাহকে বলতে পারব না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন; আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-

▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু

অর্থঃ- যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেন:-

▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।

অর্থঃ- হে নবী; আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সঃ) বলেন:-

▪আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন।

অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন:-

▪আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।
"সুবহানাল্লাহ"।

এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম, এবার একটু চিন্তা করুন তো, এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে! ইনশাআল্লাহ।

26/10/2023

হে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ভাই-বোনদের হেফাজত করুন

15/02/2022

বর্তমান সময়ে ঈমানবিধ্বংসী এমন এক ভয়াবহ পরিবেশে আজ আমরা বসবাস করছি – যখন মানুষ সকালে মুমিন থাকে, অথচ বিকালে কাফের হয়ে যায়। আবার বিকালে মুমিন থাকে, সকালে কাফের হয়ে যায়। এমন এক সময়ের ব্যাপারেই নবী করীম (ﷺ) তাঁর উম্মতকে সতর্ক করে গিয়েছেন।
রাসূলুল্লাহ (ﷺ ) বলেছেন,
‘অন্ধকার রাত্রির ন্যায় ফেতনা আসার আগেই যা আমল করার করে ফেল! মানুষ তখন সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। দুনিয়ার তুচ্ছ লাভের আশায় নিজের ঈমানকে সে বিক্রি করে দেবে।’
(সহীহ বুখারী)
তাই ইসলামের ছায়াতলে প্রবেশের পর আমাদের সবার আগে শিখতে হবে ঈমান। আর আমাদের ঈমান হতে হবে সাহাবায়ে কিরামের মতো। আমরাও যেন তাদের মতো বলতে পারি,
‘আমরা শুনলাম ও মান্য করলাম’
(সূরা নূর ২৪/৫১)
কারণ একজন খাঁটি মুসলমানের ঈমান নিয়ে কোনো সংশয়-দ্বিধা থাকে না। আল্লাহ ও রাসূলুল্লাহ (ﷺ ) এর আনীত সকল বিষয়েই সে পরিপূর্ণ আস্থা রাখে।

Address

Gazipur

Telephone

+8801914471162

Website

Alerts

Be the first to know and let us send you an email when The path of faith posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The path of faith:

Share