Afsara Hasna

Afsara Hasna "Chasing Dreams"
profile - Afsara Mirza

08/10/2024

মা-বাবার ভালোবাসা আমাদের শক্তি ও নিরাপত্তা দেয়, তারা আমাদের জীবনের পথপ্রদর্শক।পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো আমাদের সুখ ও শান্তির উৎস। মা-বাবা,পরিবারের প্রতি ঠিক কতটা ভালোবাসা রয়েছে তা একমাত্র বুঝতে পারি তাদের থেকে দূরত্বে থেকে, সমস্ত বিপদ-আপদ, দুঃখ কষ্টের আশ্রয়স্থল মা-বাবা, পরিবার।

"বইয়ের পাতায় প্রকৃতির সুর, হৃদয়ে শান্তির অমর রূপরেখা।"
04/09/2024

"বইয়ের পাতায় প্রকৃতির সুর, হৃদয়ে শান্তির অমর রূপরেখা।"

20/08/2024

নারীর কোনো আত্মপরিচয় নেই। কখনো কারো মেয়ে, কখনো কারো বউ আবার কখনো কারো মা হয়ে সারা জীবন কাটাতে হয়। একজন নারীর নিজের কোনো ঠিকানা নেই, প্রথমে তার বাবার বাড়ি, তারপর তার স্বামীর বাড়ি এবং শেষে সন্তানের বাড়ি। নারীর কোনো নিজস্বতা নেই। প্রতিটি নারীর নিজের একটি পরিচয় প্রয়োজন, তার নিজের একটি ঠিকানা যাতে তাকে অন্য কারো পরিচয় দ্বারা পরিচিত না হয়, নারীর নিজের পরিচয় নিজেরই তৈরি করা উচিত।

20/08/2024

ভালোবাসার জন্য যোগ্যতা নয় যোগ্য মানুষের প্রয়োজন,যে বিশ্বাসের মর্যাদা দেবে কথা দিয়ে কথা রাখবে!!'🤍🌸

পূর্নতার হাসি একটু বেশি সুন্দর! 🌸যেমন সূর্যের হাসিতে ফুলগুলো পূর্ণতা পায়! ❤️
20/08/2024

পূর্নতার হাসি একটু বেশি সুন্দর! 🌸
যেমন সূর্যের হাসিতে ফুলগুলো পূর্ণতা পায়! ❤️

20/08/2024

নিজের জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। এটা একটা সহজ সত্য। তুমি নেই তারমানে পৃথিবীর কাছে তোমার কোনো অস্তিত্ব নেই!

20/08/2024

মানুষ বদলাতে কতক্ষণ? মানুষ হারিয়ে যেতে কতক্ষণ?
বিশ্বাস করেন, এই দুইটা প্রশ্নের উত্তর আপনি কখনো পাবেন না। কেন জানেন? আপনার সাথে চলতে চলতে হুট করে, একটা মানুষ বদলে যাবে এবং হারিয়ে যাবে; আপনি বুঝতেও পারবেন না।

একা আসছেন, একাই যাবেন এবং এটাই চিরন্তন সত্য।'🖤

20/08/2024

খুব করে চাওয়া ইচ্ছে গুলো হয়তো একদিন পূরণ হয় কিন্তু তখন আর মনের মধ্যে সেই পাগলামি টা থাকে না , থাকে না সেই খুশি আসলে এই জন্যই বোধহয় সময়ের এতো গুরুত্ব, যখন যেটার সময় তখনই সেটা মানায়, সময় চলে গেলে ঐ জিনিস টা পেলেও তার আর গুরুত্ব তেমন একটা থাকে না।

20/08/2024

যে মানুষটাকে ছেড়ে দিতে চাচ্ছেন !!
শেষবারের মতো তাকে ধরে রেখে দেখুন হয়তো কিছুদিন পর আপনি নিজেই বলবেন তখন ছেড়ে দিলে বড্ড ভুল হয়ে যেতো !!ছেড়ে দিলে তো দিয়েই দিলেন, তাহলে আর কিছুই করার থাকে না... কিন্তু যদি একটু ধরে রাখতে পারেন তাহলে অনেক কিছুই করা যায় মানুষটাকে মনের মতো বানিয়ে নেয়ার জন্য... মনে রাখবেন এখনকার দিনে সবাই থেকে যেতে চায় না !!যে থেকে যেতে চায় তাকে একটু কষ্ট হলেও মানিয়ে নিন...
অন্তত তার কাছ থেকে আপনি কখনো ঠকবেন না সে যেমনই হোক... বরং মানুষটাকে রেখে দিলে আপনি বলতে পারবেন দিনশেষে পাশে থাকার মতো আপনার কেউ আছে... এটুকুই বা কয়জন গর্ব করে বলতে পারে !!ছেড়ে চলে যেতে তো সবাই পারে, কিন্তু সবাই তো আর ধরে রাখতে পারে না... আপনি একটু ধরে রেখে দেখিয়ে দিন সবাই ছেড়ে চলে যায় না... কেউ কেউ মানিয়ে নিয়েও থেকে যেতে পারে...
যদি ছেড়ে চলে যান তাহলে সবার সাথে আপনার কোনো তফাৎ রইলো না !!একটু এদিকওদিক হলেই যদি কাউকে ছেড়ে দিতে চান, তাহলে আপনার জীবনে শুধু একের পর এক মানুষ আসতেই থাকবে, কিন্তু কাউকে ধরে রাখতে পারবেন না... কাউকে ধরে রাখতে হলে মানিয়ে নেয়া জানতে হয়...
ধৈর্য ধরতে হয় !!ছোট্ট জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না... ভালো থাকতে হলে আপনার নির্দিষ্ট একজনকে বেছে নিয়ে তার মনের মতো করে মানিয়ে চলতে হবে... শতজনকে ভালো না বেসে একজনকে শত উপায়ে ভালোবেসে দেখুন, জীবন সুন্দর হবে !!এ জীবনে আপনি কাউকেই পারফেক্ট করে পাবেন না...
আর পেলেও তাকে ভালোবাসার মতো কিছুই থাকবে না আপনার, কারণ সে আগে থেকেই পারফেক্ট... ভালোবাসতে হয় একটু কমতি দেখে... ভালোবাসতে হয় একটু খুঁত দেখে... পরিপূর্ণ মানুষ হলো অনেকটা রোবটের মতো !!

ভালোবাসা কাকে বলে আমি জানি না কিন্তু তোমার প্রতি এক তিব্র আকর্ষণ অনুভব করি, তোমাকে আমি নিজের চোখে কখনো দেখিনি কখনো ছোঁয়ে...
20/08/2024

ভালোবাসা কাকে বলে আমি জানি না কিন্তু তোমার প্রতি এক তিব্র আকর্ষণ অনুভব করি, তোমাকে আমি নিজের চোখে কখনো দেখিনি কখনো ছোঁয়েও দেখিনি তবে কেন এই আকর্ষণ কেন এই ভালোলাগা বলতে পারো? আমার কল্পনায় যখন তোমাকে দেখি, তোমাকে ভাবি মনে হয় দেখতেই থাকি সহস্র জীবন তোমাকে ভেবেই কাটিয়ে দেই।চারপাশ টা কেমন শূন্য হয়ে যায় নিঃশ্বাস যেন ভারি হয়ে ওঠে বুকের বা পাশটা যেন প্রবল বেগে ওঠানামা করতে থাকে, এ কেমন অনুভূতি আগে তো কখনো কারো প্রতি এমন অনুভূতি জাগে নি তাহলে কি একেই ভালোবাসা বলে? জানি না আমি, শুধু জানি তোমার প্রতি আমার এই অনুভূতি বেঁচে থাকুক মৃত্যুর পরেও যেন শুধু তোমাকেই অনুভব করি।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afsara Hasna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share