Rima's lifestyle

Rima's lifestyle nothing

20/09/2025

ইনশাআল্লাহ

20/09/2025

শূন্য স্থান সারা জীবন ই শূন্য থাক তারপর ও ভুল মানুষ দাঁড়া পূর্ণ না হোক

20/09/2025

মেয়ে মানুষের নিজের একটা ইনকামের ব্যবস্থা থাকা দরকার সেটা প্রয়োজনে ছোট হোক তার পর ও নিজের হোক। অন্যের উপর নির্ভর করে চলা মানে প্রতি নিয়ত অপমানের শিকার হওয়া।

🔴সি/জারিয়ান মা-বোনদের জন্য সতর্কবার্তা।আমার প্রিয় সি/জারিয়ান মা-বোনেরা, ডাক্তারের কথাগুলো সত্য বলে প্রমাণিত হয়েছে।  সে*ল...
20/09/2025

🔴সি/জারিয়ান মা-বোনদের জন্য সতর্কবার্তা।

আমার প্রিয় সি/জারিয়ান মা-বোনেরা, ডাক্তারের কথাগুলো সত্য বলে প্রমাণিত হয়েছে।

সে*লাই অনেক আগের হলেও, অতিরিক্ত ভার বহন বা ক্লান্তি আপনার পুরনো সে*লাই খুলে দিতে পারে বা র./ক্ত/পা./ত ঘটাতে পারে।

অনেকেই আগে বিষয়টা তেমন গুরুত্ব দেন না। যতক্ষণ না তাদের নিজের সাথে
দূ/র্ঘ/টনা ঘটে।

এক বোনের হঠাৎ অস্বস্তি লাগলে পেটে হাত রাখলেন।

তারপর নাক ছুঁতেই দেখেন আঙুলে দুর্গন্ধ!

তিনি চিন্তা করে পাচ্ছিলেন না যে, এই দূর্গন্ধ কোথা থেকে এলো। অথচ তিনি শুধু পেট ছুঁয়েছেন।

পরে দেখেন সামান্য র/ক্ত আর পুঁ/জের মতো কিছু।

দুর্গন্ধ, জ্বা/লাপো/ড়া করা ও ব্যথার কারণ ছিল এটাই।

তিনি দ্রুত জায়গাটা পরিষ্কার করলেন, বিটাডিন লাগালেন এবং ডাক্তারের শরনাপন্ন হলেন।

আল্লাহর রহমতে তিনি তাড়াতাড়ি বুঝতে পেরেছিলেন এবং অনেকের মতো ভয়ানক কিছু হয়নি।

🟥তাই আপনারা যারা সি/জারিয়ান মা, তাদের উচিত—

✅ভারী জিনিস বহন না করা।
✅বারবার ক্লান্ত না হওয়া।
✅নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া।

কারণ এতে সেলাই খুলে যেতে পারে বা
র/ক্তপা/ত হতে পারে, এটা সত্যি।

আল্লাহর শুকরিয়া ও কৃতজ্ঞতা যে, এই বোনের বড় কিছু হয়নি।

সতর্ক থাকুন, সচেতন থাকুন। কারণ ছোট ভুল বড় বি/পদ ডেকে আনতে পারে।

আমি নিজেও একজন সি/জারিয়ান মা তাই এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না।😢
আপনার ছোট একটা শেয়ার হতে পারে অনেক মায়ের জীবন র/ক্ষা🙏🙏
#সতর্কবার্তা #মায়েরজীবন

প্রেমিকা VS স্ত্রীঅপ্রিয় হলেও সত্যিপ্রতিটা দম্পতিদের পড়া উচিত।📌📌📌প্রেমিকা আর স্ত্রী কখনোই এক হয় না 🙅‍♀️ প্রেমিকা যেখা...
20/09/2025

প্রেমিকা VS স্ত্রী
অপ্রিয় হলেও সত্যি

প্রতিটা দম্পতিদের পড়া উচিত।

📌📌📌প্রেমিকা আর স্ত্রী কখনোই এক হয় না 🙅‍♀️ প্রেমিকা যেখানে রূপচর্চায় ব্যস্ত থাকে 🫠 স্ত্রী সেখানে স্বামী কি খাবে না খাবে? সেই সব দিকে ব্যস্ত থাকে😔🥺🥹

♦️♦️♦️খেয়াল করে দেখবেন, প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায়, রেস্টুরেন্টে, পার্কে, সিনেপ্লেক্সে, নদীর পাড়ে, লেকের ধারে কিন্ত এ সমস্ত জায়গায় স্বামী স্ত্রী কে খুব কম পাবেন। কথাটা অপ্রিয় হলেও সত্য😐🙊😔

📍 প্রেমিকার ভালোবাসা পেতে নতুন মডেলের আই-ফোনটা দিতে পারলে প্রেমিকের ধন্য মনে হয়। অথচ বউয়ের জন্য লাল কাঁচের চুড়িটা কিনতে গেলে বিরক্তি বোধ হয়। 😐

📍প্রেমিকার সাথে সারারাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও,বউয়ের সাথে একরাত গল্প করাটাই নেহাৎ বোকামী।😐

📍প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক,কিন্তু বউয়ের জন্য কখনোও একটা লাল গোলাপের আবদারে তার আদিখ্যেতা লাগে।😐

📍প্রেমিকার হাতে বিস্বাদের খিচুড়িও অমৃত মনে হয়, অথচ বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভিষণ বড় অপরাধ।😐

📍প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক খায়,আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে😐😐

📍প্রেমিকার জন্য ৩২ মাইল দূরে গিয়ে ৩০ টাকার ফুচকা কিনতেও বাধে না,আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয়!😔😔

📍প্রেমিকা অসুস্থ হলে ১০ মিনিট পরপরই তার খোজ নেওয়াটা কেয়ার বলে গন্য, আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না বিরক্ত বিরক্ত লাগে😔😔

একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, তার ১০ ভাগের ১ ভাগও যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো, তাহলে-এই এক জীবনে সুখের কোন কমতি থাকতো না আর চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না।☺️☺️☺️

👉 আপনার কাছে কি মনে হয়…?

সংগৃহীত fb

16/09/2025

সন্তানের জন্য তাদের প্রথম শিক্ষাই হলো বাবা মা যাদের কাছ থেকে শিক্ষা নিয়ে তারা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে।🌞🌞আর সেই বাবা মার কাছ থেকে সন্তান কি শিক্ষা পাইতেছে। সন্তানকে সঠিক শিক্ষা না দিতে পারলে কোন বাবা-মারই উচিত না সন্তানকে পৃথিবীতে এনে তাদের সুন্দর জীবন টা নষ্ট করা। 👍👍এই রকম বাবা মা কোন সন্তানের জীবনে না আসুক যে বাবা-মা সন্তানের জন্য নিজের চরিত্র কে ঠিক করতে পারে না 😡😡

11/09/2025
10/09/2025
10/09/2025

Address

Gazipur, Dhaka
Gazipur
1703

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rima's lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category