
09/08/2025
এই লজ্জা মানবজাতির #ভাবতেই আবাক লাগে,
ভোর দুইটা নাগাদ ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত চাকমা ঘাটে এই ট্রাক গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয় এবং ভোর তিনটার মধ্যে দুর্যোগ মোকাবিলা কর্মীরা চলে আসে।
সকাল ছয়টা পর্যন্ত এই মিহির দেবনাথ জীবিত ছিল কিন্তু তাকে ট্রাক থেকে বের করতে পারেনি। এক সময় রনে ভঙ্গ দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। হায়রে মানব সভ্যতা।আমরা আমাদের এমন এক সোনার বাংলাদেশ বসবার করি,যেখানে মানুষকে বাঁচানোর জন্য এগিয়ে আসার মতো ১টা হাত নেই। কিন্তু দুঃখ জনক হলে-ও সত্যি ভিডিও করার এফ বিতে আপলোড করতে শত শত হাত আছে 😭😭😭👌🏻