Bee Tech Online And Offline Business Place

Bee Tech Online And Offline Business Place Together We Can Change The World Economy
(1)

📍আপডেট নিউজ👇১। দোকানদারের রয়্যালিটিতে  আসার  সুযোগ। ন্যূনতম ১০০০ কাস্টমার আইডি করলেই রয়্যালিটিতে আসতে পারবে। কিন্তু কা...
05/10/2025

📍আপডেট নিউজ👇
১। দোকানদারের রয়্যালিটিতে আসার সুযোগ।
ন্যূনতম ১০০০ কাস্টমার আইডি করলেই রয়্যালিটিতে আসতে পারবে। কিন্তু কাস্টমারকে নিয়মিত পয়েন্ট দিতে হবে।

২। ইনশাআল্লাহ তিন মাস পর থেকে খুব দ্রুত বোনাস ঢুকবে।
৩। স্পেশালি JME দের জন্য রয়্যালিটি ইনকাম বাড়ানো হচ্ছে।
৪। নভেম্বর মাস থেকে বিটেক অ্যাপ চালু হবে।
৫। নভেম্বরের ভিতরে রাইডার অ্যাপস চালু হবে। যেখানে মাইক্রো, বাস, সিএনজি অটো, মোটরসাইকেল ইত্যাদি। যানবাহন রেজিস্ট্রেশন এর মাধ্যমে গাড়ি ভাড়া দিতে পারবে কাস্টমাররা ভাড়া নিতে পারবে। এক কথায় আমরা উবার ট্রান্সপোর্ট কোম্পানির মত একটা সিস্টেম নিয়ে আসছি।
৬। যদি কারো মিনি সুপার সপ থেকে থাকে। সে যদি বিটেকে যুক্ত হয় সাথে সাথে তার রয়্যালিটি পাশ হয়ে যাবে সেদিন থেকেই রয়্যালিটি ইনকাম পাবে।
৭। আমাদের কোম্পানির নিজস্ব সুপার শপ চালু হচ্ছে মাওনা বাজার এবং জয়দেবপুর ,গাজীপুর।

এখন আমাদের প্রত্যেকের উচিৎ #বিটেক_আউটলেট থেকে কেনাকাটার মাধ্যমে প্রতিদিন 2/4 পয়েন্ট করে সংগ্রহ করা তাহলে আমরা দেখতে পাবো বোনাসের যাদু 💸প্রতিমাসে বোনাস‼️

05/10/2025
03/10/2025

বিটেক এমন একটি সিস্টেম যেখানে আপনি আপনার প্রতিনিয়ত দৈনন্দিন ব্যক্তিগত এবং পারিবারিক খরচ করেই চলেছেন, কিন্তু এই খরচ থেকে যে আয় করা সম্ভব তা কি জানেন?বিটেক কমিউনিকেশন ওপিসির মাধ্যমে আপনি করতে পারবেন খরচ থেকে চমৎকার আয়। বিস্তারিত জানতে মেসেজ করুন।

চলছে বিটেক হেড অফিসে বিজনেস সেমিনার 🥰🥰
03/10/2025

চলছে বিটেক হেড অফিসে বিজনেস সেমিনার 🥰🥰

02/10/2025

আজকের প্রতিটি কেনাকাটাই শুধু প্রয়োজন মেটায় না, এটি হয়ে উঠতে পারে আমাদের আয়ের নতুন পথ।
BeeTech সিস্টেমে আমরা শুধু জিনিসপত্রই সংগ্রহ করি না, কেনাকাটার সাথে সাথে সংগ্রহ করি পয়েন্ট- অন্য কোথাও খরচ করলে কিছুই ফেরত আসে না, কিন্তু এখানে প্রতিটি খরচই ধীরে ধীরে বাড়ায় আমাদের অর্থনৈতিক শক্তি।

ভাবুন তো, দৈনন্দিন কেনাকাটা থেকেই যদি ভবিষ্যতের স্বপ্ন পূরণ হয়, তাহলে কত সহজেই জীবন বদলানো সম্ভব!
এটাই আমাদের শক্তি- খরচকে আয়ে রূপান্তর করার এক অনন্য সিস্টেম।
চলুন, আজ থেকেই প্রতিটি কেনাকাটাকে অভ্যাসে পরিণত করি নিজের ভবিষ্যৎ এবং পরিবারের নিরাপত্তার জন্য।

Web: www.beetch24.com
Together we can change the would economy.

★🏪 বিটেক আউটলেট 🏪★🏪 আউটলেটের নাম: এ.টি.এম মোবাইল শপঠিকানা: দোকান নং-০৮ (২য় তলা), হাজী সুনাম উদ্দিন ওয়াকফ্ এষ্টেট ও সুপার...
30/09/2025

★🏪 বিটেক আউটলেট 🏪★

🏪 আউটলেটের নাম: এ.টি.এম মোবাইল শপ

ঠিকানা: দোকান নং-০৮ (২য় তলা), হাজী সুনাম উদ্দিন ওয়াকফ্ এষ্টেট ও সুপার মার্কেট, ঢাকা রোড, চান্দনা চৌরাস্তা, গাজীপুর সিটি।

👤 প্রো:মো: আব্দুল আজিজ খান

🛍️ দোকানের ধরন: এখানে সকল প্রকার মোবাইল ফোন ও মোবাইল এক্সেসরিজ বিক্রয় করা হয়।

📞 মোবাইল নাম্বার:০১৭১৫৪৪৭১৭১

✅ এখানে কেনাকাটা করলেই পাবেন পয়েন্ট
বিটেকের প্রতিটি নিবন্ধিত কাস্টমার নির্দ্বিধায় চলে আসতে পারেন এই আউটলেটে।
আপনার প্রতিটি কেনাকাটা এখন হয়ে উঠবে আয়ের পথ!

টিম ওয়ার্ক ❤️বিটেক হেড অফিস ❤️
30/09/2025

টিম ওয়ার্ক ❤️

বিটেক হেড অফিস ❤️

🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest amo...
29/09/2025

🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest among my fans!

29/09/2025

আপনার আজকের কেনাকাটা শুধু খরচ নয়, এটি হতে পারে আপনার সন্তানের আগামীর নিরাপত্তার পথ।
BeeTech সিস্টেমে প্রতিটি কেনাকাটাই ধীরে ধীরে গড়ে তোলে আপনার ভবিষ্যতের সম্পদ।
আপনি যা ব্যয় করছেন, তা-ই পরিণত হচ্ছে বোনাস ও রয়্যালটিতে।
ভাবুন তো, প্রতিদিনের সাধারণ বাজার-সদাই যদি ভবিষ্যতের আয়ে রূপ নেয়!
আজকের সামান্য সচেতন সিদ্ধান্তই হতে পারে সন্তানের জন্য বড় একটি future..!
যেখানে অন্য খরচে কিছুই ফিরে আসে না, সেখানে BeeTech দিচ্ছে ভবিষ্যতের নিশ্চয়তা।
চলুন, নিজের কেনাকাটাকেই অভ্যাসে পরিণত করি.......
কারণ আজকের আপনার সিদ্ধান্তেই নির্ভর করছে আপনার সন্তানের আগামীকাল। 🌸

Web: www.beetch24.com
Together we can change the would economy-

Address

K-315/2, West Joydebpur Gajipur
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Bee Tech Online And Offline Business Place posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share