26/06/2025
"আমার আজকের এক সাধারণ সফর, কিন্তু মনে গেঁথে যাওয়ার মতো এক অসাধারণ উপলব্ধি..."
আজ আমি আমার এলাকা থেকে শহরের বাসায় যাচ্ছিলাম। রাস্তায় এক অটোচালক ভাইয়ের অটোতে উঠলাম। গাড়িতে বসতেই তিনি হেসে বললেন,
— “ভাইজান, ভালো আছেন?”
আমি বললাম,
— “জী, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?”
তিনি বললেন,
— “ভালো। আল্লাহর রহমতে চলতেছে।”
এরপর তিনি জিজ্ঞেস করলেন,
— “পড়াশোনা কেমন চলছে ভাইজান?”
আমি জানালাম,
— “এইতো, আলহামদুলিল্লাহ।”
উনি সঙ্গে সঙ্গে বললেন,
— “ আপনি তো সামনের বছর, ২০২৬-এ এসএসসি দিবেন, তাই না?”
আমি মাথা নেড়ে সম্মতি দিলাম।
এই পর্যায়ে আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম,
— “আপনি কি আমাকে চেনেন?”
তিনি হেসে উত্তর দিলেন,
— “চিনব না কেন? আপনি তো আমাদের সবার পরিচিত, শ্রদ্ধেয় মোহাম্মদ উল্লাহ ভাইয়ের বড় ছেলে। আপনাকে তো সবাই চেনে!”
এরপর তিনি যে কথাটা বললেন, সেটাই আমার হৃদয় ছুঁয়ে গেল —
— “আপনি যেহেতু সামনে এসএসসি দেবেন, তাহলে একটা মিষ্টি খাওয়াতে পারবেন তো?”
আমি বললাম,
— “ইনশাআল্লাহ, অবশ্যই। শুধু দোয়া করবেন।”
উনি বললেন,
— “ইনশাআল্লাহ, আপনার জন্য অনেক দোয়া করি ভাই। মন দিয়ে পড়াশোনা করবেন। শুধু পাশ করলেই হবে না — এমন মানুষ হবেন, যাকে মানুষ মনে প্রাণে স্মরণ করবে।”
এই কথাগুলো আমি শুনছিলাম চুপচাপ…
মনে হচ্ছিল, কথাগুলো শুধু আমার জন্য নয়, বরং আমাদের সকল এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য।
সবাই বলে,
📚 পড়ো ভালো ফল করো…
কিন্তু আজ এক অজানা মানুষ যেন মনে করিয়ে দিলো —
তোমার ফলাফলের জন্য কেউ একজন গর্ব করতে চায়… হয়তো একটা মিষ্টি খাওয়ার অজুহাতেই।
তাই বলছি — এখন থেকে পড়া শুধু নিজের জন্য না…
পাশের মানুষটার মুখে এক চিমটি হাসি ফোটানোর জন্যও।
লেখা: নাসিফ আহমেদ
★শেয়ার করে আপনার প্রিয়জনদের উৎসাহিত করুন।