
02/10/2025
আমি প্রেগন্যান্ট বাবার বাড়ি আসছি । হাজব্যান্ড মাসে ১২ হাজার করে দেয়। এমনি কপাল খারাপ আমি আসলে লব্ন থেকে শুরু করে কাঁচাবাজার মাছ গোশত সব কিনতে হয়। আসার আগে বিকাশে টাকা দিয়েছি ৪ হাজার যাতে বাজার সদাই করতে পারে হাজব্যান্ড রেখে গেছে। ১ সপ্তাহে হলো হাঁস পালবে মা ২ হাজার টাকা দিলাম বাসায় এসেদেখি তেমন বাজার নাই ৬ হাজার টাকা দিলাম। চাচার ওষুখ 2 hazar taka দিলাম। আজকে বাবুরে নিয়ে ডাক্তার কাছে গেছি এসে দেখি ২ টা ছাগল নিয়ে বসে আছে ১৪ হাজার টাকা চাই। আমার নিজের কিছু টাকা আছে সেই টাকা দেখছে আমি রাগ করে ৭ হাজার দিছি। আমি নিজে প্রেগন্যান্ট সাথে ছোট বাবু আছে আমাকে বলে একটু হিসাব করে খাএই সময় মানুষ কি হিসেব করে খায়। এই ভাবে সাত দিনে ১৬ হাজার টাকা শেষ হাজব্যান্ড ২ মাসের জন্য ২৫ হাজার দিয়ে গেছে।আমার মাথা পাগল হয়ে যাচ্ছে কি করবো বন্ধুরা প্লিজ বলো। আমার বাবা কোন কাজ করে না চাল ডাল কিছুই কিনে না আমি স্বামীর র বাড়ি থেকে হেল্প করতাম। আমার মা এখন বলে ২৫ হাজার ২ মাসে কি হয় অথচ তারা একটি টাকাও খরচ করে না।
(সংগ্রহীত)