Jakir Hossain

  • Home
  • Jakir Hossain

Jakir Hossain Head of Quality at Hydroxide Knitwear Ltd.

03/08/2025

মীর জাফর বিজয়ী ছিল,
তবুও ২৬৮ বছর পরেও মানুষ এখনো ঘৃণা করে।
আর নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলেও মানুষ এখনো অন্তর থেকে ভালবাসে।

28/07/2025

দেশ এগুচ্ছে ঠিক......!
তবে ধ্বংসের দিকে। অন্যান্য দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি করে বিজ্ঞানী। আর আমাদের দেশে তৈরি হয় সভাপতি, সহ-সভাপতি। বৈশ্বিক সংকটে বন্ধ হতে চলছে রপ্তানি।

27/07/2025

বেশি উড়তে ইচ্ছে করে ?
উড়েন.......!!
তবে মনে রাইখেন বেশি উপরে কিন্তু অক্সিজেনের অভাব।
নিঃশ্বাস নিতে পারবেন তো.....?

26/07/2025

আসুক পোশাক শিল্পকে ধ্বংসর হাত থেকে সচেতন হই। নিজ কর্মস্থলকে সোচ্চার হতে হবে। সরকার আসবে যাবে ঠিক, কিন্তু তারা দেশের জনগণের চেয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে বেশি।

25/07/2025
23/07/2025

যেই পাইলট একটা যুদ্ধ বিমান একটা স্কুলের বিল্ডিং-এ ক্র‍্যাশ করাইলো, তাকে আপনারা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করলেন।

নিয়ম অনুযায়ী এটা আপনাদের করতে হবে সুতরাং করেন সমস্যা নেই। হয়তো পাইলটের কোনো দোষই ছিল না। হয়তো বা ছিলো। আমি জানি না। আমি জীবনে প্লেন উড়াই নাই।

কিন্তু যেই শিক্ষিকা নিজের জীবনটা উৎসর্গ করে, আগুনের মধ্যে ঢুকে তার শিক্ষার্থীদের উদ্ধার করলেন, এতোগুলা বাচ্চার জীবন বাঁচাইলেন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা গেলো না কেন?

কেন? শিক্ষিকা সিভিলিয়ান বলে? সিভিলয়ানদের মধ্যে বীরত্ব নাই তাই?

কী জানি! আমরা তো আসলে সেকেন্ড ক্লাস সিটিজেনও না, আমরা হইতেসি আপনাদের দাস-দাসী। মর্যাদাহীনতাই আমাদের ভাগ্যে আছে।

23/07/2025

মাইলস্টোন স্কুলের ছাত্র-ছাত্রী হতাহতের সংখ্যা নিয়ে যেন কোন ধামাচাপা দেয়া না হয়। এতটা নিচে নাইমেন না।

খয়রাতি সরকার, পরে দেখছে সমালোচনার ঝড় এর পোষ্ট মুছে ফেলতে বাধ্য হয়েছে।
22/07/2025

খয়রাতি সরকার, পরে দেখছে সমালোচনার ঝড় এর পোষ্ট মুছে ফেলতে বাধ্য হয়েছে।

উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় হাইড্রোক্সাইড নীটওয়্যার লিমিটেড পরিবারের পক্ষ থেকে আমরা গভীরভাবে...
21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় হাইড্রোক্সাইড নীটওয়্যার লিমিটেড পরিবারের পক্ষ থেকে আমরা গভীরভাবে শোকাহত 😭

15/07/2025

এত সুন্দর মনোরম পরিবেশে একটু গলা মিলিয়ে নিলাম। কখনো অভ্যাস নেই তবুও প্রকৃতি মাঝে মাঝে বাধ্য করে।
বিশেষ দ্রষ্টব্যঃ গান গুনার আগে হার্টের ঔষধ কাছে রাখবেন। বেসুরো গলায় গান শুনে হার্ট ফেইল করলে আমি দায়ী না 😀)

Address


Alerts

Be the first to know and let us send you an email when Jakir Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share