05/02/2025
পৃথিবীতে আছে অনেক মানুষ
--------------------------------------------------------------
মমতাময়ী মা,নিষ্পাপ শিশু,
যার মনুষ্যত্বের বিকাশ মাত্র শুরু।
আছে বলিষ্ঠ ব্যাক্তিত্বময় বীর অথবা
স্বার্থপর মানুষ, বোকা মনুষ।
প্রতারিত ও প্রতারক সবাই সৃষ্টির সেরা বটে,
কখনো কখনো সত্য ভুল হয়ে রটে।
তাদেরকে কেউ দেখেনি যারা স্বতসিদ্ধ সত্য,
আমি দেখেছি যখন পড়েছি অবুঝ বেলায় পদ্য।
এমন মুর্তিরা থাকেন মানুষের কল্পনাতে,
কল্পনাকে জীবন দিতে চেষ্টা সকাল দুপুর রাতে।