ভাওয়াল নিউজ এজেন্সি -BNA

ভাওয়াল নিউজ এজেন্সি -BNA News

07/08/2025

আবু তোহা আদনান কে আগামী বাংলাদেশের শিক্ষা মন্ত্রী হিসেবে দেখতে চাই।

আওয়ামীলীগ বিএনপিকে কেউ থামানো লাগবে না তাদের নেতাকর্মীদের কৃতকর্মে তারাই থেমে যাবে।। আওয়ামীলীগ বিদায় নিয়েছে, বিএনপিকে কে...
07/08/2025

আওয়ামীলীগ বিএনপিকে কেউ থামানো লাগবে না তাদের নেতাকর্মীদের কৃতকর্মে তারাই থেমে যাবে।। আওয়ামীলীগ বিদায় নিয়েছে, বিএনপিকে কেউ বিদায় নিতে বলে নাই নিজেদের নেতাকর্মীদের অপকর্মে প্রতিদিন জনপ্রিয়তা কমতেছে।। এতো বড় রাজনৈতিক দল এখনো বুঝতেছে না এই প্রজন্ম কি চায়।। কর্ম দিবসে রাস্তা বন্ধ করে বিজয় মিছিল করে আবার দুঃখপ্রকাশও করে।

- এড. সালা উদ্দিন রিগ্যান
আইনজীবী, সুপ্রিম কোর্ট, ঢাকা।

প্রায় ৭০০ বছরের পুরনো ইতিহাস নিয়ে ফ্রান্সের পেরিগু শহরের L'Eschif ১৩৪৭ সালে নির্মাণের পর থেকেই একটি সরু প্রাচীরের উপর দা...
07/08/2025

প্রায় ৭০০ বছরের পুরনো ইতিহাস নিয়ে ফ্রান্সের পেরিগু শহরের L'Eschif ১৩৪৭ সালে নির্মাণের পর থেকেই একটি সরু প্রাচীরের উপর দাঁড়িয়ে আছে। এটি একসময় টোল ব্রিজের পাহারা দেওয়ার জায়গা ছিল।

ওক কাঠ ও টিম্বার-ফ্রেমে তৈরি এই ভবনটি প্লাস্টার দিয়ে পূর্ণ, এবং এটি প্রাচীন মধ্যযুগীয় শহর Puy-Saint-Front-এর প্রাচীরের উপর স্থাপিত। শক্ত কাঠের বিমগুলো এর গঠন ধরে রেখেছে, আর এটি মধ্যযুগীয় স্থাপত্যের এক চমৎকার নিদর্শন হিসেবে যুগ যুগ ধরে টিকে আছে।

ডঃ ইউনুসের থ্রি জিরোর এক হলো শূন্য বেকারত্ব। কিন্তু মুনাফেকি এই যে ২০ লক্ষ ভারতীয় বাংলাদেশে এক বছর পরেও বাংলাদেশীদের বঞ্...
07/08/2025

ডঃ ইউনুসের থ্রি জিরোর এক হলো শূন্য বেকারত্ব। কিন্তু মুনাফেকি এই যে ২০ লক্ষ ভারতীয় বাংলাদেশে এক বছর পরেও বাংলাদেশীদের বঞ্চিত করছে!

- মেজর দেলোয়ার হোসেন (অবঃ)

খুব খায়েশ ছিলো বাংলাদেশের গার্মেন্ট সেক্টর খেয়ে দিবে ডান্ডিয়া, একদম ভরে দিয়েছে ট্রাম্প! ডোনাল্ড ট্রাম্প বাড়তি ২৫%, অর্থা...
07/08/2025

খুব খায়েশ ছিলো বাংলাদেশের গার্মেন্ট সেক্টর খেয়ে দিবে ডান্ডিয়া, একদম ভরে দিয়েছে ট্রাম্প!

ডোনাল্ড ট্রাম্প বাড়তি ২৫%, অর্থাৎ টোটাল ৫০% ট্যারিফ আরোপ করেছে দিল্লীর উপর। এই বাড়তি শুল্ক অ্যামেরিকায় ডান্ডিয়ান এক্সপোর্টের কেয়ামত ঘটিয়ে দিতে পারে। রাতারাতি হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যাবে। যত যাইহোক না কেন অ্যামেরিকা এখনো দিল্লীর "নিউ আউব্বো"! এই নিউ আউব্বো নাখোশ হয়ে একটু শাসন করতে চায় তাতেই সুপ্পু পুউয়ার অর্থনীতি ছ্যারাব্যারা হয়ে যাবে।

ওদিকে হুট করে পুরনো আউব্বো রাশিয়ার সাথেও অল অফ আ সাডেন সম্পর্ক কাট অফ করা যাবেনা। স্পেশ্যালি জ্বালানী এবং সমরাস্ত্রের বিষয়ে। তাছাড়া নন-মিলিটারি বাণিজ্যও বিলিয়ন ডলার। সাইয়ের মন, ভাইয়ের মন, দুই মন রাখার চূড়ান্ত দ্বিচারি নীতির মাশুল খানিকটা দিতেই হচ্ছে।

মাইঙ্কা চিপায় পড়ে নরখাদক মদি তার একান্ত ভৃত্য আজিট ডুভালকে মস্কো পাঠিয়েছে। দ্রুত এস-৪০০ ডেলিভারি বিষয়ক আলোচনার আড়ালে মূলত রাশিয়ান জ্বালানী টেল আমদানি এবং সু-৫৭ সংক্রান্ত ইস্যুতে আলোচনা হচ্ছে। দিল্লী প্রাণান্তকর চেষ্টা করছে যেন ট্রাম্পের মতো পুতিনও বিশেষ কোন শর্তারোপ না করেন। কারণ ট্রাম্প স্পষ্ট বলে দিয়েছে রাশিয়া থেকে তেল ও সমরাস্ত্র আমদানি বন্ধ না করলে ট্যারিফ আরও বাড়তে পারে। ডুভাল হয়তো পুতিনকে বুঝানোর ট্রাই করছে যে আপাতত আমরা তোমাদের কাছ থেক তেল ও অস্ত্র কিনছি না ট্রাম্পকে খুশী করার জন্য। বাট ওয়াশিংটনকে ম্যানেজ করেই আবার তোমাদের সাথে পিরিত করবো! ভ্লাদিমির ইলিচ পুতিন কি অতই বলদেয়াজম যে গেরুয়াদের চানাকিয়া চাল বুঝবেন না? তিনি নির্ঘাত এই ম্লুঞ্চি মুনাফেকদের এমন কোন চালে আটকাবেন যে আগামী ২০/৩০ বছর সিক্রেটলি হলেও তারা মস্কোর কাছে ধরা থাকবে!

মজা লাগছে এই ভেবে যে খেলা জমে গেছে। একদিকে ইতিহাসের ঘ্রিন্যতম খু/ নি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ওয়ার্ল্ড পলিটিক্সে একটা দোচনের উপরে আছে। তার উপর ট্রাম্পের ট্যারিফ। ওদিকে স্টিং যুক্ত অ্যামেরিকান সমরাস্ত্র ক্রয়ের চাপ, চীনের অটোম্যাটিক সাইলেন্ট প্রেশার উত্তরোত্তর বাড়ছেই, সদ্য সমাপ্ত যুদ্ধে পাক বাহিনীর হাতে গ্যাং/ ব্যাং খাওয়া, ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির/মম অত্যাচারের কারণে অ্যামেরিকান রিলিজিয়াস অথোরিটির নিষেধাজ্ঞায় পড়া, প্রাইম গোয়েন্দা সংস্থা র'এর উপর খড়গ... সব মিলিয়ে মদি এখন প্রকাশ্যেই ত্রাম্পে "আব্বা" ডাকতে প্রস্তুত! সো, খেলা জমে গেছে ব্রো! জাস্ট পপকর্ন নিয়ে বসুন আর তৃপ্তির সহিত ডান্ডিয়ানদের ব্যাং ব্যাং খাওয়া দেখুন!

- Bangladesh defence News

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে ডাটাএন্ট্রি অপারেটর (মহিলাদের জন্য সংরক্ষিত)  পদ সংখ্যা ৬জন। সহকারী ক্যাশিয়ার পদে ২জন ন...
06/08/2025

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে ডাটাএন্ট্রি অপারেটর (মহিলাদের জন্য সংরক্ষিত) পদ সংখ্যা ৬জন। সহকারী ক্যাশিয়ার পদে ২জন নিয়োগ বিজ্ঞপ্তি।
゚ #

আমি একজন গর্বিত রাজাকার৷ আমি এবং আমার বাবা পাকিস্তানি মিলিটারীদের সাথে মিলে বিভিন্ন মহিলাদের ক্যাম্পে দিশে আসতাম৷  ওই সম...
06/08/2025

আমি একজন গর্বিত রাজাকার৷
আমি এবং আমার বাবা পাকিস্তানি মিলিটারীদের সাথে মিলে বিভিন্ন মহিলাদের ক্যাম্পে দিশে আসতাম৷ ওই সময় তাদের গর্ভে যেসব সন্তান এসেছিলো তারা সবাই পরবর্তীতে আওয়ামিলীগের রাজনীতির সাথে জড়িত হয়েছে৷ এছাড়া পাকিস্তানকে তারা একদম সহ্য করতে পারেনা এবং ভারতের প্রতি তাদের কঠিন দূর্বলতা৷ তবে ইদানীং লক্ষ করছি পাকিস্তানি ক্যাম্পে জন্ম নেয়া অল্প কিছু পোলাপান আওয়ামিলীগ ছেড়ে আরেকটি দলে যোগ দিয়েছে!

দলটার নাম বললে চাকরি থাকবে না৷

- সাংবাদিক ইলিয়াস হোসেন

নিয়োগ বিজ্ঞপ্তি!
06/08/2025

নিয়োগ বিজ্ঞপ্তি!

হুম, সবাই ইন্ডিয়ায়, কেউ কেউ পশ্চিমে। দু:খজনক।
05/08/2025

হুম, সবাই ইন্ডিয়ায়, কেউ কেউ পশ্চিমে। দু:খজনক।

নাটোরে রেললাইনে শিকল বেঁধে ট্রেন দূ'র্ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে! ট্রেন আসার আগেই এলাকার লোকজন দেখে ফেলায় বড় দূ'র্ঘটনা...
04/08/2025

নাটোরে রেললাইনে শিকল বেঁধে ট্রেন দূ'র্ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে! ট্রেন আসার আগেই এলাকার লোকজন দেখে ফেলায় বড় দূ'র্ঘটনার হাত থেকে রক্ষা পায় একটি আন্তঃনগর ট্রেন৷
দেশকে আওয়ামী মুক্ত করতে না পারলে আরও বড় না'শকতার জন্যে প্রস্তুত থাকুন৷ ওদেরকে আপনারা মানুষ হিসেবে বিবেচনা করছেন কিন্তু আওয়ামিলীগ জীবনে কখনই মানুষ ছিলো না ওরা মানুষ হবেও না৷ কোন এক বাপের জ'ন্মের কেউ কখনও আওয়ামিলীগ করতে পারেনা৷

- সাংবাদিক ইলিয়াস হোসেন

হাসিনার সহযোগী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম কিভাবে বেপজার মেম্বার হলো? মেজর  জেনারেল (অব:) নজরুল ইসলাম ১৭ লং কোর...
03/08/2025

হাসিনার সহযোগী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম কিভাবে বেপজার মেম্বার হলো?
মেজর জেনারেল (অব:) নজরুল ইসলাম ১৭ লং কোর্সের একজন অফিসার। তিনি ২০২১ সালে বেপজার চেয়ারম্যান ছিলেন, সেটাকে পুঁজি করে লোক চক্ষুর অন্তরালে তাকে জুলাই ২০২৫ সালে গোপনে বেজার মেম্বার করা হলো। অথচ এই জেনারেল ২০১৩ সালে চট্টগ্রামে কর্নেল জি এস হিসেবে কর্মরত ছিলেন। তখন মেয়র নির্বাচনে বেলা এগারোটার দিকে মেয়র প্রার্থী মঞ্জুর এর ছেলেকে তৎকালীন কর্নেল জিএস এই নজরুল কিড’ন্যাপ করে এবং মেয়র কে হুম’কি দেয় যদি সে প্রার্থিতা প্রত্যাহার না করে তাহলে ছেলেকে হ’ত্যা করা হবে। এই হু’মকির পরে এখনকার মেয়র প্রার্থী মনজুরুল ইসলাম সাংবাদিক সম্মেলন করে ভোটের দিন ভোট থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন, যার ফলে তখনকার আওয়ামী লীগের প্রার্থী নাসির মেয়র নির্বাচিত হয়।
এই কাজের পুরস্কার স্বরূপ পরবর্তীতে কর্নেল নজরুল ব্রিগেডিয়ার জেনারেল হন এবং পরবর্তীতে মেজর জেনারেল পদোন্নতি পান। সারা জীবন এই জেনারেল আওয়ামী ও তারেক সিদ্দীকীর পা চে’টে চাকরি করে এখন জুলাই বিপ্ল’বেরও পুরস্কার পাচ্ছেন!

- সাংবাদিক ইলিয়াস হোসেন

নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (ডিইডব্লিউ...
02/08/2025

নিয়োগ বিজ্ঞপ্তি!!!

বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (ডিইডব্লিউটিটিসি), সোনাকান্দা, নারায়ণগঞ্জ - এর জন্য প্রশিক্ষক নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী সকলের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি সংযুক্ত করা হলো।

স্থান: সোনাকান্দা, নারায়ণগঞ্জ
সাক্ষাৎকার: ০৪ আগস্ট ২০২৫, সকাল ০৯০০ ঘটিকা

বিস্তারিত জানতে ভিজিট করুন:
www.dewttc.com




⚓⚓🇧🇩🇧🇩

Address

Gazipur
1702

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাওয়াল নিউজ এজেন্সি -BNA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share