07/08/2025
খুব খায়েশ ছিলো বাংলাদেশের গার্মেন্ট সেক্টর খেয়ে দিবে ডান্ডিয়া, একদম ভরে দিয়েছে ট্রাম্প!
ডোনাল্ড ট্রাম্প বাড়তি ২৫%, অর্থাৎ টোটাল ৫০% ট্যারিফ আরোপ করেছে দিল্লীর উপর। এই বাড়তি শুল্ক অ্যামেরিকায় ডান্ডিয়ান এক্সপোর্টের কেয়ামত ঘটিয়ে দিতে পারে। রাতারাতি হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যাবে। যত যাইহোক না কেন অ্যামেরিকা এখনো দিল্লীর "নিউ আউব্বো"! এই নিউ আউব্বো নাখোশ হয়ে একটু শাসন করতে চায় তাতেই সুপ্পু পুউয়ার অর্থনীতি ছ্যারাব্যারা হয়ে যাবে।
ওদিকে হুট করে পুরনো আউব্বো রাশিয়ার সাথেও অল অফ আ সাডেন সম্পর্ক কাট অফ করা যাবেনা। স্পেশ্যালি জ্বালানী এবং সমরাস্ত্রের বিষয়ে। তাছাড়া নন-মিলিটারি বাণিজ্যও বিলিয়ন ডলার। সাইয়ের মন, ভাইয়ের মন, দুই মন রাখার চূড়ান্ত দ্বিচারি নীতির মাশুল খানিকটা দিতেই হচ্ছে।
মাইঙ্কা চিপায় পড়ে নরখাদক মদি তার একান্ত ভৃত্য আজিট ডুভালকে মস্কো পাঠিয়েছে। দ্রুত এস-৪০০ ডেলিভারি বিষয়ক আলোচনার আড়ালে মূলত রাশিয়ান জ্বালানী টেল আমদানি এবং সু-৫৭ সংক্রান্ত ইস্যুতে আলোচনা হচ্ছে। দিল্লী প্রাণান্তকর চেষ্টা করছে যেন ট্রাম্পের মতো পুতিনও বিশেষ কোন শর্তারোপ না করেন। কারণ ট্রাম্প স্পষ্ট বলে দিয়েছে রাশিয়া থেকে তেল ও সমরাস্ত্র আমদানি বন্ধ না করলে ট্যারিফ আরও বাড়তে পারে। ডুভাল হয়তো পুতিনকে বুঝানোর ট্রাই করছে যে আপাতত আমরা তোমাদের কাছ থেক তেল ও অস্ত্র কিনছি না ট্রাম্পকে খুশী করার জন্য। বাট ওয়াশিংটনকে ম্যানেজ করেই আবার তোমাদের সাথে পিরিত করবো! ভ্লাদিমির ইলিচ পুতিন কি অতই বলদেয়াজম যে গেরুয়াদের চানাকিয়া চাল বুঝবেন না? তিনি নির্ঘাত এই ম্লুঞ্চি মুনাফেকদের এমন কোন চালে আটকাবেন যে আগামী ২০/৩০ বছর সিক্রেটলি হলেও তারা মস্কোর কাছে ধরা থাকবে!
মজা লাগছে এই ভেবে যে খেলা জমে গেছে। একদিকে ইতিহাসের ঘ্রিন্যতম খু/ নি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ওয়ার্ল্ড পলিটিক্সে একটা দোচনের উপরে আছে। তার উপর ট্রাম্পের ট্যারিফ। ওদিকে স্টিং যুক্ত অ্যামেরিকান সমরাস্ত্র ক্রয়ের চাপ, চীনের অটোম্যাটিক সাইলেন্ট প্রেশার উত্তরোত্তর বাড়ছেই, সদ্য সমাপ্ত যুদ্ধে পাক বাহিনীর হাতে গ্যাং/ ব্যাং খাওয়া, ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির/মম অত্যাচারের কারণে অ্যামেরিকান রিলিজিয়াস অথোরিটির নিষেধাজ্ঞায় পড়া, প্রাইম গোয়েন্দা সংস্থা র'এর উপর খড়গ... সব মিলিয়ে মদি এখন প্রকাশ্যেই ত্রাম্পে "আব্বা" ডাকতে প্রস্তুত! সো, খেলা জমে গেছে ব্রো! জাস্ট পপকর্ন নিয়ে বসুন আর তৃপ্তির সহিত ডান্ডিয়ানদের ব্যাং ব্যাং খাওয়া দেখুন!
- Bangladesh defence News