ভাওয়াল নিউজ এজেন্সি -BNA

ভাওয়াল নিউজ এজেন্সি -BNA News

এই ছবিতে একটি কলা ব্যবহার করে  সহজ উপায়ে ব্যাখ্যা করা হয়েছে যে X-ray, CT স্ক্যান এবং MRI কীভাবে শরীরের ভেতরের গঠন দেখান...
02/09/2025

এই ছবিতে একটি কলা ব্যবহার করে সহজ উপায়ে ব্যাখ্যা করা হয়েছে যে X-ray, CT স্ক্যান এবং MRI কীভাবে শরীরের ভেতরের গঠন দেখানোর ক্ষেত্রে একে অপরের থেকে ভিন্ন।

X-ray ছবিতে শুধুমাত্র কলার বাইরের একটি সাধারণ ছায়া দেখা যায়। এটি বোঝায়, এক্স-রে মূলত হাড় বা ঘন বস্তুর গঠন দেখতে ব্যবহৃত হয়।

CT স্ক্যান ছবিতে কলার কিছু অভ্যন্তরীণ স্তর দেখা যায়, যা দেখায় এটি শরীরের ভেতরের টিস্যুর সূক্ষ্ম পার্থক্য বা রক্তপাতের মতো বিষয়ও শনাক্ত করতে পারে।

MRI ছবিতে কলার ভেতরের সূক্ষ্ম আঁশ ও টেক্সচার পর্যন্ত পরিষ্কারভাবে দেখা যায়। এটি বোঝায়, MRI নরম টিস্যু যেমন মাংসপেশি, অঙ্গপ্রত্যঙ্গ বা স্নায়ুর বিস্তারিত চিত্র দেখাতে সবচেয়ে দক্ষ।

জনস্বার্থেঃ কি মহাবিপদ থেকে গতকাল বেঁচে গেছিলাম!😔গতকাল ৩ মেয়ে আমাদের বাসায় এসে নক করে। যেহেতু আমি একা থাকি সারাদিন বাসায়...
02/09/2025

জনস্বার্থেঃ

কি মহাবিপদ থেকে গতকাল বেঁচে গেছিলাম!😔
গতকাল ৩ মেয়ে আমাদের বাসায় এসে নক করে। যেহেতু আমি একা থাকি সারাদিন বাসায় তাই কেউ আসলে খুলি না। গতকাল বাবা বাসায় ছিল তাই খুলেছিলাম। মেয়েরা এসে বললো বাড়িওয়ালা পাঠিয়েছে রুম দেখতে। আমি বললাম আমরা তো রুম ছাড়বো না। বলে ৫ তলা খালি হবে বাট তারা বাসায় নেই তাই আপনাদের রুম দেখতে বলছে। সেইম সিস্টেমের নাকি। আমি বললাম আমাদের তো টাইলস করা না আর ৫ তলা তো টাইলস রুম। বলে সমস্যা নাই দেখলেই হবে। তারপর ৩ মেয়ে আমাকে কথার ধা'ন্দা'য় ফেলে দেয়। একের পর এক প্রশ্ন করছে। আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছে না। তারপর আমাকে বললো ভিতরের রুমে যাই। বললাম যান। গিয়ে দেখে বাবা ভিতরে। বাবাকে দেখে থতমত খেয়ে যায়। বলে আচ্ছা ঠিক আছে বাড়িওয়ালার সাথে কথা বলবো নে।

একটু পর বাড়িওয়ালার সাথে আমার দেখা। তাকে জিজ্ঞেস করতে সে বললো নাতো আমি কাউকে পাঠাইনি! আজ সেই ৩ মেয়ে পাশের বাসায় সেইম প্রক্রিয়াতে মোবাইল, গহনা, টাকা নিয়ে গেছে।

আব্বুর ব্যবসার টাকা, গহনা(শেষ সম্বল) কাল সব যেত আমাদের।
খুব সাবধানে থাকবেন ঢাকায় আপনারা।

সবাইকে সর্তক করার জন্য পোস্টটি শে-য়া-র করে দিন।

লেখা- সংগৃহীত

গাজীপুর পুলিশ কমিশনারের বিদায়!
02/09/2025

গাজীপুর পুলিশ কমিশনারের বিদায়!

দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র।
01/09/2025

দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র।

(১) চুপ্পুকে সরাতে বাঁধা দিলো              বিএনপি(২) আওয়ামিলীগকে নিষিদ্ধে বাঁধা দিলো              বিএনপি(৩) নতুন সংবিধান...
01/09/2025

(১) চুপ্পুকে সরাতে বাঁধা দিলো
বিএনপি
(২) আওয়ামিলীগকে নিষিদ্ধে বাঁধা দিলো
বিএনপি
(৩) নতুন সংবিধানে বাঁধা দিলো।
বিএনপি
(৪) সংস্থারে বাঁধা দিলো
বিএনপি
(৫) জুলাই সনদে বাঁধা দিলো
বিএনপি
(৬) পি আরে বাঁধা দিলো
বিএনপি
(৭) বিপ্লবী সরকার ঘটন করতে বাধাঁ দিলো বিএনপি

তাহলে দেশের এই বিশৃঙ্খলা জন্য বিএনপি কি দায় নয়।

আমাকে প্রথম যেদিন স্কুলে দিয়ে আসা হয়, সেদিন কোনও এক স্যারের ধমক খেয়েছিলাম সম্ভবত এবং ধমকের পর আমি সোজা বাসায় চলে এসেছিলা...
01/09/2025

আমাকে প্রথম যেদিন স্কুলে দিয়ে আসা হয়, সেদিন কোনও এক স্যারের ধমক খেয়েছিলাম সম্ভবত এবং ধমকের পর আমি সোজা বাসায় চলে এসেছিলাম।

বাসায় আসার পর মা জানতে চাইলেন, স্কুল থেকে চলে এসেছি কেনো?
উত্তর দিয়েছিলাম, স্যার মেরেছে।

সঙ্গে সঙ্গে আমার মা আমার তীব্র অনিচ্ছাতেও টেনে নিয়ে গেলে স্কুলে।
প্রধান শিক্ষক কফিলউদ্দিন পাটওয়ারী স্যারকে বললেন, কেমন স্কুল এটা স্যার? স্কুলে ছেলেকে দিয়ে গেলাম, সে নিজের ইচ্ছায় চলে যায় কীভাবে? স্কুলে রাখবেন। মার খেয়ে চলে যেতে চাইলে আরও মার দিয়ে আটকে রাখবেন। হাড় মাংস আলাদা করে দেবেন প্রয়োজনে। বেয়াদবী করতে দেবেন না।
বাসায় গেলে আমরা ওষুধপত্র খাওয়াবো।

শৈশব কৈশোরের পুরোটা সময় এই ঘটনা আমার মা বাবা আমাকে বহুবার শুনিয়েছে। কারণ, শিক্ষকদের প্রশ্নে কোনও ছাড় নাই তাদের কাছে।
শিক্ষকদের সাথে বেয়াদবীর কোনও ঘটনা যাতে এক জীবনে না ঘটে।

২.
আজকাল ছাত্রছাত্রীরা দেখছি শিক্ষকদের সরাসরি প্রতিপক্ষ হয়ে উঠেছে।

শিক্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ, টেনে হিচড়ে নামানোর চেষ্টা, মারামারি, গাছের সঙ্গে বেঁধে রাখা সবই করছে।
গতকাল শিক্ষক অপসারনের এক মানববন্ধনে, শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রের অভিযোগের ফিরিস্তি শুনে তার দিকে কিছুক্ষন তাকিয়ে রইলাম।

তার বয়সে আমি তো দূরের কথা আমার বাবাও আমার স্কুলের শিক্ষকদের সম্পর্কে এতোকিছু জানতো না।

৩.
অনেকের কথা, যা হচ্ছে ঠিকই হচ্ছে। সব ঢেলে সাজানো দরকার।

কিন্তু ঢেলে সাজানো মানে কি অসম্মান করা? ঢেলে সাজানো মানে কি বেয়াদবী লাইসেন্স দেওয়া?

অভিভাবকদের উদ্দেশ্যে বলা উচিত, আপনার সন্তানের স্কুলে যদি দূর্নীতি হয়, আপনি যদি আপনার সন্তানের মুখে সেসব শোনেন প্লিজ প্রথমে তাকে থামান।
তারপর আপনি আরও কয়েকজন অভিভাবকের সাথে যোগাযোগ করে তাদের সাথে নিয়ে আপনারা রাস্তায় দাঁড়ান। আপনারা অভিভাবকরা টেনে হিচড়ে দূর্নীতিগ্রস্থ শিক্ষককে নামিয়ে আনেন।

আপনার সন্তানকে ওখান থেকে সরান। আপনার সন্তানকে বিরত রাখুন তার শিক্ষকদের গায়ে হাত তোলা থেকে।

এমন চলতে থাকলে, একদিন এই দেশে শ্রদ্ধাবোধের দেয়াল পুরোটাই খসে পড়বে। কারণ মা বাবার বাইরে আমরা শিক্ষকদের শ্রদ্ধার মাধ্যমেই এই শ্রদ্ধাবোধের জগৎ নির্মাণ শুরু করি।

এই দেয়াল ভাঙতে দিয়েন না আপনার সন্তানকে।
তাদের ভেতর থেকে এখনই কোমল প্রাণটাকে নষ্ট করে দিয়েন না...

এরকম ভাবে চলতে থাকলে এক সময় দেখা যাবে বাবা মা তাদের পছন্দ হয় না তারা তাদের জন্মদাতা মা বাবার গায়ে হাত তুলেতেও এমনকি ঘর থেকে বের করে দিতেও দ্বিধা বোধ করবে না।,,,

লিখেছেনঃ Mazharul Haque Himu

শোনা যায়, চে গুয়েভারাকে যখন তার আস্তানা থেকে বিশ্বাসঘাতক রাখালের কারণে ধরা হয়, তখন এক সৈনিক বিস্ময়ে সেই রাখালকে প্রশ্ন ক...
01/09/2025

শোনা যায়, চে গুয়েভারাকে যখন তার আস্তানা থেকে বিশ্বাসঘাতক রাখালের কারণে ধরা হয়, তখন এক সৈনিক বিস্ময়ে সেই রাখালকে প্রশ্ন করেছিল—

“কীভাবে তুমি এমন একজন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলে, যিনি সারা জীবন তোমার অধিকার ও স্বাধীনতার জন্য লড়াই করেছেন?!”

রাখাল নির্লিপ্তভাবে উত্তর দিয়েছিল—

“তার যুদ্ধ আমার ভেড়াগুলোকে ভয় পাইয়ে দিত।”



এর বহু বছর আগে মিশরে মহান সেনানায়ক মোহাম্মদ করীম নেপোলিয়নের ফরাসি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। শেষ পর্যন্ত তিনি বন্দি হলেন এবং আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিল।

কিন্তু নেপোলিয়ন তাঁকে ডেকে বলল—

“আমি এমন একজন বীরকে হত্যা করতে চাই না, যিনি সাহসের সঙ্গে নিজের মাতৃভূমি রক্ষা করেছেন। ইতিহাস যেন আমাকে বীর-ঘাতক হিসেবে না চেনে। তাই আমি তোমাকে ক্ষমা করব, যদি তুমি আমার সেনাদের ক্ষতির জন্য দশ হাজার স্বর্ণমুদ্রা ক্ষতিপূরণ দিতে পারো।”

করীম হেসে উত্তর দিলেন—

“আমার কাছে এত অর্থ নেই। (তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন) তবে ব্যবসায়ীরা আমাকে এক লক্ষেরও বেশি স্বর্ণমুদ্রা ধার দিবেন।”

নেপোলিয়ন তাঁকে কিছু সময় দিল। করীমকে শৃঙ্খলিত অবস্থায় সৈন্যদের পাহারায় বাজারে আনা হলো, আশায় যে যাদের জন্য তিনি জীবন বিসর্জন দিয়েছেন, তারা এগিয়ে আসবে।

কিন্তু কোনো ব্যবসায়ী সাহায্যের হাত বাড়াল না। বরং তারা অভিযোগ করল যে আলেকজান্দ্রিয়ার ধ্বংস ও তাদের দুর্দশার জন্য করীমই দায়ী।

মনোবল ভেঙে যাওয়া করীম নেপোলিয়নের কাছে ফিরে গেলেন। তখন নেপোলিয়ন বলল—

“আমি তোমাকে হত্যা করব না এজন্য যে তুমি আমাদের বিরুদ্ধে লড়েছ, বরং এজন্য যে তুমি নিজের জীবন উৎসর্গ করেছ এক কাপুরুষ জাতির জন্য, যারা স্বাধীনতার চেয়ে ব্যবসাকে বেশি ভালোবাসে।”

মোহাম্মদ রশীদ রিদা এ ঘটনার সারমর্ম এভাবেই ব্যক্ত করেছিলেন—

“যে মানুষ অজ্ঞ জনগণের জন্য দাঁড়ায়, সে যেন অন্ধদের পথ দেখাতে নিজের শরীরকে আগুনে জ্বালিয়ে দেয়।

আমরাও সেই রকম এক হতভাগ্য স্বার্থপর এবং ধান্ধাবাজ অকৃতজ্ঞ জাতি।

(সংগৃহীত)

নিয়োগ বিজ্ঞপ্তি!
01/09/2025

নিয়োগ বিজ্ঞপ্তি!

প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠক কেনো.?আমাদের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার হ ত্যার সাথে প্রত্যক্ষ এবং পর...
31/08/2025

প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠক কেনো.?
আমাদের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার হ ত্যার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত অন্ততপক্ষে ৭২ জন সেনা কর্মকর্তাকে তালিকাভুক্ত করে পঞ্চাশ পেজের একটি রিপোর্ট তৈরী করেছিল জাতিসংঘের মানবাধিকার কমিশন; যা আমরা সবাই'ই কমবেশি পড়ে দেখার সুযোগ পেয়েছি।
উক্ত ৭২ জন অফিসারের সবাই'ই কিন্তু প্রত্যক্ষভাবে ছাত্র জনতার হ ত্যার সাথে জড়িত নয়, কারো কারো অপরাধের পরিমাণটা একটু কম। তবে গণঅভ্যুত্থানে হ ত্যাযজ্ঞের সাথে জড়িত সহ বিগত পনেরো বছরে রেজিম কর্তৃক সবচেয়ে বেশি বেনিফেসিয়ারি এবং রেজিমকে ইন্ডিমেনিটি দেওয়া অফিসারের সংখ্যাটা ২২।
জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হবার পর হতে ইন্টারিম সরকারের গুম খুন কমিশন এবং আইসিটির অন্যতম প্রধান দায়িত্ব ছিল ইউএনের রিপোর্টে উল্লিখিত ওই ৭২ জনকে বিচারের আওতায় আনা। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার চরম অসহযোগীতা ও অসহনশীল আচরণের দরুন সরকারের কমিশনগুলো স্বাধীনভাবে কাজ করার সুযোগই পায়নি। দীর্ঘ একটি সময় যাবত সামরিক বাহিনীর সাথে স্নায়ু যুদ্ধ করে বিচারকার্য এগিয়ে নিতে হয়েছে কমিশনকে। কিন্তু সেনাবাহিনীর পক্ষ হতে অসহযোগীতা যখন মাত্রা ছাড়াতে শুরু করে তখন সরকার ন্যায়বিচারের লক্ষ্যে তার নীতি বদলাতে বাধ্য হয়।
খুব সম্প্রতি ইন্টারিম সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে সেনাবাহিনীর সাথে তিনটি বিষয়ে নেগোসিয়েশনে আসা হয়। সেই তিনটি বিষয়ের একটি হলো: “বিচারকার্যে সহযোগীতা”
সেটা কিরকম.?
উপরেই বলেছি, ইউএন এর রিপোর্টে তালিকাভুক্ত ৭২ জনের প্রত্যেকেই কিন্তু জুলাই আগস্ট হ ত্যাকান্ডে প্রত্যক্ষভাবে বা স্বেচ্ছায় যুক্ত ছিলেন না। যুক্ত ছিলেন: এমন অফিসারের সংখ্যা ২২।
সরকারের সাথে সেনাবাহিনীর বোঝাপড়া হয় এই জায়গাটায়। সরকার বিগত পনেরো বছর সহ, সাম্প্রতিক গণঅভ্যুত্থানে যেসব অফিসার ম্যাস কিলিং চালিয়েছে তাদের বিচারের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়। আর কম্প্রোমাইজ করা হয় যেসব অফিসার অপেক্ষাকৃত কম অপকর্মের সাথে যুক্ত— তাদের ক্ষেত্রে। আর ঠিক এজন্যই আমরা দেখতে পেয়েছি, সাবেক ডিএমও বা ডাইরেক্টর মিলিটারি অপারেশন্স জেনারেল নাজিম উদ্দৌলাকে পদোন্নতি দিয়ে বগুড়ায় ১১তম পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে এবং জেনারেল নাজিমউদ্দৌলাও ইউএন রিপোর্টের ওই ৭২ জন অফিসারের মাঝে একজন!
তো যা বলছিলাম.....
সবচেয়ে বেশি করাপ্টেড বা ম্যাস কিলার হিসেবে চিহ্নিত ওই ২২ জনের মাঝে ৫ জন অলরেডিই দেশের বাহিরে অবস্থান করছেন। বাকি থাকে ১৭ জন। এই ১৭ জনের ১৬ জনই সার্ভিং অফিসার; অর্থাৎ তারা এখনও চাকুরি করছেন এবং তারা যেনতেন কোনো অফিসার নন, প্রত্যেকেই হেভিওয়েট। যেমন: মেজর জেনারেল কবির আহমেদ (যিনি শেখ হাসিনার মিলিটারি এডভাইজার ছিলেন এবং বর্তমানে সিলেটে সেনাবাহিনীর স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাক্টিক্সের কমান্ড্যান্ট হিসেবে কাজ করছেন), মেজর জেনারেল মাকসুদুল হক, মেজর জেনারেল মাহবুবুর রশিদ, মেজর জেনারেল হাবিব উল্লাহ, মেজর জেনারেল আমিনুর, মেজর জেনারেল শেখ সারোয়ার
মেজর জেনারেল মামুন খালেদ, মেজর জেনারেল খালেদ আল মামুন আরো আরো কয়েকজন।
সবচেয়ে দু:খজনক ব্যাপার, তারা প্রত্যেকেই জেনারেল ওয়াকারের আস্থাভাজন। কেউ ডান হাত, কেউ বাম হাত এবং স্বয়ং জেনারেল ওয়াকার উজ জামান তাদের বিচারকার্য সম্পাদনের সুযোগ দিতে চান না; যা চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তার টিম এবং গুম খুন কমিশনের প্রতি সেনাবাহিনীর অসহযোগীতা মূলক আচরণেই প্রমাণিত।
তবে যেহেতু উক্ত ২২ জন অফিসারের নানাবিধ অপকর্ম সকল তথ্য প্রমাণের ভিত্তিতে ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে, তাই আইসিটি তাদের বিরুদ্ধে এরেস্ট ওয়ারেন্টও জারি করেছে। আর সমস্যাটা ঠিক এই জায়গাতেই। কারণ, এই সমস্ত হেভিওয়েট সার্ভিং অফিসাররা এরেস্ট হয়ে গেছে জেনারেল ওয়াকার তার মিশন ফুলফিল করতে বেকায়দায় পড়বেন। তাই তিনি কোনোভাবেই সহযোগীতা করছেন না।
তবে সম্প্রতি চীফ প্রসিকিউটর সরকারের উচ্চপর্যায়ের আস্থার উপর নির্ভর করে তার কাজ গুছিয়ে নিতে শুরু করেছেন। অর্থাৎ এতদিন যাবত সেনাবাহিনীর অসহযোগীতা মূলক আচরণের জন্য যাদের এরেস্ট করা সম্ভব হচ্ছিল না, তাদেরকে এরেস্ট করার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
জেনারেল ওয়াকার বুঝেছেন তাদেরকে এরস্ট হওয়া থেকে আর বিরত রাখা সম্ভব নয়। তবে এরেস্ট করলেও খেলা এখনও বাকি। কারণ, যতই তথ্য প্রমাণ থাকুক, চীফ জাস্টিস কোনোভাবে ইনফ্লুয়েন্সড হলে ফেব্রিকেটেড রায় বা আসামীদের যথোপযোগী শাস্তি নিশ্চিত হবেনা। খুব সম্ভবত জেনারেল ওয়াকার সেই কাজটিই করার চেষ্টা করছেন, যাতে করে তার অফিসারদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা না হয়।
আর আজকের এই সাক্ষাৎকে ঘিরে যারা ক্যু এর ভয় পাচ্ছেন বা অযথা প্যানিকড হচ্ছেন তারা ভয় পাবেন না। ক্যু কখনও বলে কয়ে সাক্ষাৎ করে হয়না। তারচেয়েও বড় কথা, ক্যু করার মত মোরাল গ্রাউন্ড'ই আর্মির নেই। লেস দ্যান টুয়েন্টি পার্সেন্ট অফিসার সৈনিক এই গর্হিত কাজে এগ্রি করতে পারে, তবে মোর দ্যান ফিফটি পার্সেন্ট অফিসার সৈনিক ফান্ডামেন্টালি ডিসএগ্রি করবে। তারপরও যদি তারা এমন সিদ্ধান্ত বিবেচনায় রাখে, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত।

জান দেব, জুলাই দেব না।
ইনকিলাব জিন্দাবাদ।

লিখেছেন Shafin Rahman ভাই ।

চট্রগ্রামে পুলিশের উর্দ্ধতন পদে রদবদল দরকার। চট্রগ্রামের বর্তমান পুলিশ কমিশনার হাসিফ আজিজ ছিলেন আওয়ামী সুবিধাভোগী। গুলশ...
31/08/2025

চট্রগ্রামে পুলিশের উর্দ্ধতন পদে রদবদল দরকার।
চট্রগ্রামের বর্তমান পুলিশ কমিশনার হাসিফ আজিজ ছিলেন আওয়ামী সুবিধাভোগী। গুলশানে সাগর দিপা নামে একজন নব মুসলিম নারীর ফ্লাট দ’খলের সাথে জড়িত তিনি! লোটাস কামাল, বিপ্লব সরকারদের অত্যন্ত ঘনিষ্ট ছিলেন হাসিফ আজিজ । চিটাগাং রেইঞ্জে সবচয়ে বেশি আওয়ামী পুলিশ এখনও ভালো পোস্টে আছে। এই রেইঞ্জে বনজ কুমারের ক্যাশিয়ার ওসি শাহআলম চাঁদপুরের ফরিদগঞ্জের ওসি ! ফেনীর মানুষের কাছে এখনও এক আতঙ্কের নাম শাহআলম! আওয়ামিলীগ আমলে কয়েক থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করা এমনকি ২০১৮ সালে রাতের ভোটের সময় ওসি ছিলেন এমন ব্যক্তি হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা৷ ! ডিআইজি, চট্রগ্রাম রেইঞ্জ কেন তাদেরকে নিয়োগ দিয়েছেন সেটা তাঁকে জিজ্ঞেস করা দরকার ।
পুলিশের গাফলতির কারণেই চট্রগ্রামে বারবার হিন্দু, আওয়ামীলীগ এমনকি ইসকন তাদের ক্ষমতার জানান দিচ্ছে !
(নিচে ওসি, হাতিয়া আওয়ামী আমলে কোথায় কোথায় দায়িত্ব পালন করেছেন তার রেকর্ড দেয়া হলো। )

- সাংবাদিক ইলিয়াস হোসেন

দেশ করতে বিশুদ্ধ(ভা:রতের দা'লাল) জাপা হোক নিষিদ্ধ!
31/08/2025

দেশ করতে বিশুদ্ধ
(ভা:রতের দা'লাল) জাপা হোক নিষিদ্ধ!

আওয়ামী লীগ পুনর্বাসনে যারা কাজ করছে তাদের নামের তালিকা দেওয়া হল: ১. ডা. জাহিদ ২. রুনিন ফারহানা ৩. শাহেদ আলম বাটপার ৪. ...
30/08/2025

আওয়ামী লীগ পুনর্বাসনে যারা কাজ করছে তাদের নামের তালিকা দেওয়া হল:
১. ডা. জাহিদ
২. রুনিন ফারহানা
৩. শাহেদ আলম বাটপার
৪. জিল্লুর রহমান
৫. মাসুদ কামাল
৬. ফজলুর রহমান
৭. জেড আই খান পান্না

আপনিও কি তাই মনে করেন?

Address

Gazipur
1702

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাওয়াল নিউজ এজেন্সি -BNA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share