মুসাফির

মুসাফির Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মুসাফির, Digital creator, Gazipur.

একদা অরন্যে
যেভাবে অতিকায় বন্যপ্রানী হত্যা করে
আমরা অরন্যজীবনে শান্তি ফিরিয়ে এনেছি,
আজ এইসব অতিকায় কদাকার বন্যমানুষগুলো
নির্মুল করে
আমরা আবার সমতার পৃথিবী বানাবো।
সম্পদ আর আনন্দের পৃথিবী বানাবো।
শ্রম আর প্রশান্তির পৃথিবী বানাবো ।

-ইশতেহার

আমি ইমুন অই যুইত না লাগলে দূরে গিয়া মরস না আমার লগে আহনের দরকার কি? #আইলে Wellcome #সইরা গেলে Most wellcome....
23/09/2025

আমি ইমুন অই যুইত না লাগলে দূরে গিয়া মরস না আমার লগে আহনের দরকার কি?
#আইলে Wellcome
#সইরা গেলে Most wellcome....

মানুষের মন এক অদ্ভুত গোলকধাঁধা,যেখানে প্রতিটি মোড়ে লুকিয়ে থাকে স্বার্থের ছায়া।আমরা ভালোবাসি, কিন্তু ভালোবাসার মাঝেও প্রত...
18/09/2025

মানুষের মন এক অদ্ভুত গোলকধাঁধা,
যেখানে প্রতিটি মোড়ে লুকিয়ে থাকে স্বার্থের ছায়া।
আমরা ভালোবাসি, কিন্তু ভালোবাসার মাঝেও প্রতিদান চাই;
দান করি, কিন্তু দানের ভেতরও প্রত্যাশার হিসাব রাখি।

অনেকে বলে—সময় খারাপ,
কিন্তু সময় কি কখনো খারাপ হয়?
সময় তো শুধু বয়ে চলে,
খারাপ হয় মানুষ, খারাপ হয় তার চিন্তা,
খারাপ হয় তার হৃদয়ের অন্দরমহল।

যেদিন মানুষ প্রতিদানের খাঁচা ভেঙে
নিঃস্বার্থ হতে শিখবে,
সেদিনই মানবতার আসল সৌন্দর্য উন্মোচিত হবে।

#কাব্যিকচিন্তা #মানবচরিত্র #সময়ওমানুষ #স্বার্থেরখেলা #নিঃস্বার্থভালোবাসা #জীব

মানুষ যতই সরল ও সাধারণ হোক, কিছু লোক থাকে যারা তাকে ধ্বংস করার জন্য অকারণ ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা ভাবে, কপটতা ও চাতুর্য...
17/09/2025

মানুষ যতই সরল ও সাধারণ হোক, কিছু লোক থাকে যারা তাকে ধ্বংস করার জন্য অকারণ ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা ভাবে, কপটতা ও চাতুর্যের মাধ্যমে সরল মানুষকে পরাজিত করা যাবে। অথচ আল্লাহ তায়ালা কুরআনে ঘোষণা করেছেন—
“নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন।” (সূরা বাকারা: ১৫৩)

যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে, তার ক্ষতি করার ক্ষমতা কারো নেই। কারণ, মানুষের চক্রান্ত সীমিত, কিন্তু আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ। তাই ধৈর্য ধারণ করুন, আল্লাহর উপর আস্থা রাখুন। সত্য ও ন্যায় সবসময় টিকে থাকবে, আর মিথ্যা ও হিংসার ফল একদিন নিজেকেই গ্রাস করবে।

#আল্লাহরউপরভরসা #ধৈর্যেরশক্তি #কুরআনেরবাণী #সত্যঅবশেষেজয়ী #দার্শনিকচিন্তা #ইসলামীদর্শন

দিনের শেষে বুঝতে শিখেছি—কেউ কারো নয়। সব সম্পর্কই সময়ের সাথে বদলে যায়, আর শেষে মানুষকে একাই লড়তে হয় নিজের ভেতরের যুদ্ধে। ...
16/09/2025

দিনের শেষে বুঝতে শিখেছি—কেউ কারো নয়। সব সম্পর্কই সময়ের সাথে বদলে যায়, আর শেষে মানুষকে একাই লড়তে হয় নিজের ভেতরের যুদ্ধে।

#দিনশেষে #কেউকারোনয় #মানুষএকা #সময়েরপাঠ #দর্শন #জীবনেরসত্য #মনভাবনা

💭 মানুষ প্রায়ই অন্যের স্বচ্ছতা, নিষ্ঠা আর সদাচারকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করে। যে হৃদয় নিঃস্বার্থভাবে ভালোবাসা দে...
16/09/2025

💭 মানুষ প্রায়ই অন্যের স্বচ্ছতা, নিষ্ঠা আর সদাচারকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করে। যে হৃদয় নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয়, তার প্রতিদান খুব কমই সে পায়। ব্যবহার শেষ হলে মানুষ সম্পর্ককে ভুলে যায়, অথচ ভুলে যায় না সেই ক্ষত, যা অন্যায় ব্যবহার রেখে যায়।
“মানুষের প্রয়োজনে তুমি মূল্যবান, প্রয়োজন ফুরোলেই তুমি অবমূল্যায়িত। অথচ সত্যিকারের মূল্য থাকে প্রয়োজনের বাইরে থেকেও, যেখানে ব্যবহার নয়, শ্রদ্ধা ও ভালোবাসার স্থান থাকে।”

#মানুষেরপ্রকৃতি #দর্শনচিন্তা #জীবনেরকথা #ব্যবহারএবংবাস্তবতা #চিন্তাধারা #অন্তর্দৃষ্টি #দর্শন

মানুষকে চেনার জন্য কথার মাধুর্য কিংবা হাসির সৌন্দর্য যথেষ্ট নয়। প্রকৃত মানুষকে চেনার আয়না হলো সময়। সময়ের প্রবাহে যখন সুখ...
15/09/2025

মানুষকে চেনার জন্য কথার মাধুর্য কিংবা হাসির সৌন্দর্য যথেষ্ট নয়। প্রকৃত মানুষকে চেনার আয়না হলো সময়। সময়ের প্রবাহে যখন সুখ ও স্বস্তির আবরণ সরে যায়, তখনই উন্মোচিত হয় মানুষের আসল রূপ। আনন্দে সবাই সঙ্গী হয়, কিন্তু দুঃখে পাশে থাকা মানুষই আসল আপনকে প্রকাশ করে। তাই কাউকে দ্রুত বিচার করা নয়, বরং সময়ের পরীক্ষার শেষে কে সত্যিকারের আপন, আর কে কেবল অভিনয়ের মুখোশধারী—তা স্পষ্ট হয়ে ওঠে। সময়ই হলো সবচেয়ে নিরপেক্ষ দার্শনিক শিক্ষক।

#সময়েরদর্শন #মানুষচেনারপথ #সত্যঅসত্য #দার্শনিকচিন্তা #জীবনেরপাঠ #মানুষওসময় #মুখোশধারী

“সময় যেমন দেয়ালে দাগ ফেলে যায়, তেমনি জীবনেও রেখে যায় গল্প। ভাঙাচোরা সৌন্দর্যের মাঝেও লুকিয়ে থাকে এক অন্যরকম কবিতা।”
10/09/2025

“সময় যেমন দেয়ালে দাগ ফেলে যায়, তেমনি জীবনেও রেখে যায় গল্প। ভাঙাচোরা সৌন্দর্যের মাঝেও লুকিয়ে থাকে এক অন্যরকম কবিতা।”

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুসাফির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share