
22/07/2025
কালকে থেকে যত বার নিজের সন্তান এর মুখের দিকে তাকায়ছি তত বার শুরু সেই মা গুলোর কথা মনে পরতেছে যারা সাজিয়ে গুছিয়ে স্কুলে পাঠানো কিন্তু তার সন্তান আর ফিরলো না তার বুকে 🥹🥹নিজেরই মনে হলে বুকের ভেতর হাহাকার করে উঠতেছে তাহলে সেই মা গুলোর মনের অবস্থা এখন কি 🥹🥹আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য দান করুক আমিন 🤲🤲🤲