
25/11/2024
"জীবন খুব ছোট, তাই কষ্ট পুষে রাখার সময় নেই।
প্রতিদিন নতুন করে বাঁচো, ভালোবাসায় ভরিয়ে দাও চারপাশ।
নিজের স্বপ্নগুলোকে আগলে রাখো,
কারণ তুমি ছাড়া কেউ জানে না, এগুলো একদিন কতটা মূল্যবান হবে।
হাসো, ভালোবাসো, জীবনটাকে নিজের মতো করে সাজাও।"
#পজিটিভ_থাকুন #জীবন_সুন্দর