It'z Eity

It'z Eity Welcome to My Family ❤️❤️❤️
ভালবেসে সবাইকে পাশে থাকার অনুরোধ।

মানুষকে খুশি রাখতে পারার মত কঠিন কাজ এই পৃথিবীতে আর একটাও নেই!♡💔💔💔
30/04/2025

মানুষকে খুশি রাখতে পারার মত কঠিন কাজ এই পৃথিবীতে আর একটাও নেই!♡💔💔💔

কখনো কখনো জীবন থমকে যায়, কিন্তু চলতে তো হবেই। দায়িত্বের পাহাড়, সম্পর্কের টানাপোড়েন, মানুষের শেষ না হওয়া প্রত্যাশা সব মিল...
18/04/2025

কখনো কখনো জীবন থমকে যায়, কিন্তু চলতে তো হবেই। দায়িত্বের পাহাড়, সম্পর্কের টানাপোড়েন, মানুষের শেষ না হওয়া প্রত্যাশা সব মিলিয়ে যেন দম বন্ধ হয়ে আসে। নিজেকে হারিয়ে ফেলি নিজের ভেতরেই, অথচ কেউ তা টেরও পায় না।

চারপাশের কোলাহলে আমি নিঃশব্দ, অথচ মনে হয় কাঁধে পুরো পৃথিবীর ভার নিয়ে দাঁড়িয়ে আছি। কখনো কারও কাছে বলতে চাই, কিন্তু শব্দগুলো গলার কাছেই আটকে থাকে। বুকের ভেতর জমে থাকা ক্লান্তি কেউ দেখে না, শুধু অনুভব করি।

এই হাতটার প্রতি যতটা মায়া তার থেকেও বেশি হারানোর ভয়।আর এই ভয়টাই আমাকে এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট।
09/04/2025

এই হাতটার প্রতি যতটা মায়া তার থেকেও বেশি হারানোর ভয়।
আর এই ভয়টাই আমাকে এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট।

08/04/2025

একটা কেয়ারলেস মানুষই যথেষ্ট একটা ফ্যামেলি ধ্বংস করতে,💔🥲

This post published by admin malek junayed.

কিছু সংখ্যক নারীরা ধারণা করে থাকে যে তাদের প্রচুর অপশন আছে! লাইফে চলার পথে অনেকের সাথে পরিচয় হয় ফ্রেন্ডশীপ হয়, আর সোস্...
07/04/2025

কিছু সংখ্যক নারীরা ধারণা করে থাকে যে তাদের প্রচুর অপশন আছে!
লাইফে চলার পথে অনেকের সাথে পরিচয় হয় ফ্রেন্ডশীপ হয়, আর সোস্যাল মিডিয়াতে প্রচুর পুরুষ তাদের চেক-আউট করে, ইনবক্সে নক করে, ট্রাই করে, হিট অন করে..! কিন্তু তারা এটা বোঝে না, যে এই অ্যাটেনশান গিভার গ্রুপের অলমোস্ট ৯৯ শতাংশই সিম্প!
এরা জাস্ট নারীসঙ্গই চায়, আপনার দায়িত্ব নেয়ার জন্য কেউ আপনার পিছে পিছে ঘুরে না।

06/04/2025
ভালোবাসা কি শুধুই সুখের সঙ্গী? না, ভালোবাসা তার প্রকৃত রূপ দেখায় দুঃসময়ের আঁধারে! ❤️তামিম ইকবাল অসুস্থ। খবর পেয়েই স্ত্রী...
25/03/2025

ভালোবাসা কি শুধুই সুখের সঙ্গী? না, ভালোবাসা তার প্রকৃত রূপ দেখায় দুঃসময়ের আঁধারে! ❤️

তামিম ইকবাল অসুস্থ। খবর পেয়েই স্ত্রী ছুটে গেলেন হাসপাতালে, সময়ের হিসাব-নিকাশ ভুলে। কারণ ভালোবাসা শুধু হাসি-আনন্দে নয়, বিপদে-আপদে পাশে থাকার নাম।

একজন মানুষের যখন শরীর ভেঙে পড়ে, তখন হয়তো সে হাজার মানুষের ভালোবাসা পায়, কিন্তু পাশে থাকার জন্য একজন মানুষই যথেষ্ট, যার ভালোবাসা নিখাদ, নিঃস্বার্থ।
আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক 🤲
✍️ SHEIKH MALEK JUNAYED

23/03/2025

ছোটকালে চাইতাম রোজা ২৯টা হোক। ঈদ দ্রুত আসুক। আর এখন চাই রোজা ৩০টা হোক। রমজানটা আরেকটু প্রলম্বিত হোক। বয়সের ব্যবধান এভাবেই অনেক চাওয়াকে উলট-পালট করে দেয়। ❤️🌸

19/03/2025

কত স্বপ্ন অধরা থেকে যায়, কত কথা বলা হয় না, কত কাজ থাকে অসমাপ্ত। মৃত্যু যেন এক নির্মম খেলা, যেখানে হেরে যাওয়া নিশ্চিত, জয়ের কোন সুযোগ নেই।

17/03/2025

Good Morning Everyone

Address

Gazipur
1346

Alerts

Be the first to know and let us send you an email when It'z Eity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category