
19/06/2025
6k ফলোয়ার অথচ ফেসবুক মনিটাইজেশন দেয় নাই। পেজে কোনো সমস্যা নেই। ইস্যু নেই, কপিরাইট নেই, শুরু থেকে একটা ভিডিও ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অমান্য করে নাই। আমি একজন প্রফেশনাল ইউটিউবার। যারা মনিটাইজেশন পাইছে, তাদের মাধ্যমে অনেকের আইডিতে ফলোয়ার ১ হাজার, ভাল কোন ভিডিও নেই, আইডিতে কপিরাইট, আইডিতে ইস্যু আছে, তারপরও ফেসবুক তাদেরকে মনিটাইজেশন দিছে। এক্ষেত্রে আমি যা বুঝতে পারলাম, ফেসবুক সম্পূর্ণ আনলিগেল, লিগেল না।