Saju's Lifestyle

Saju's Lifestyle My lifestyle

— জীবন হলো ফুলের মতো"    যত্ন নিলেই সুন্দর...!🌸
10/05/2025

— জীবন হলো ফুলের মতো"
যত্ন নিলেই সুন্দর...!🌸

07/05/2025

আসসালামু আলাইকুম
শুভ বিকেল।

শুভ দুপুর সবাইকে।
23/11/2024

শুভ দুপুর সবাইকে।

সবাইকে শুভরাত্রি।
25/10/2024

সবাইকে শুভরাত্রি।

শুভ দুপুর
25/10/2024

শুভ দুপুর

আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে।
25/10/2024

আসসালামু আলাইকুম
শুভ সকাল সবাইকে।

শুভ রাত্রি সবাইকে
24/10/2024

শুভ রাত্রি সবাইকে

মানুষ যেমন একটা মানুষকে ভালোবাসতে পারে, তেমনি আবার ঘৃণাও করতে পারে। এই ঘৃ"ণা কিন্তু কারো প্রতি এমনি এমনি আসে না। যে মানু...
24/10/2024

মানুষ যেমন একটা মানুষকে ভালোবাসতে পারে, তেমনি আবার ঘৃণাও করতে পারে।
এই ঘৃ"ণা কিন্তু কারো প্রতি এমনি এমনি আসে না।

যে মানুষটাকে একটা সময় অগাধ বিশ্বাস আর ভালোবাসা হয় সেই মানুষটাকেই ঘৃ"ণা করার মতো বাজে অভিজ্ঞতা মনে হয় পৃথিবীতে আর নেই...!!!
আর এই ঘৃ"ণা যখন মানুষটার প্রতি জন্মায় তখন সেখানে হাজার চেষ্টা করেও ভালোবাসাটা আর আসে না....

একটা মানুষকে তার আচার-আচরণ, ভদ্রতা, বিশ্বাস যোগ্যতা, তার দেয়া সম্মান এসবের ভিত্তিতেই ভালোবাসা হয়। আর একটা সম্পর্কের মধ্যে এইসবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই মানুষটার মধ্যে যদি এসবই না থাকে তাহলে তার প্রতি জন্ম নেয় এক আকাশ সমান খা"রাপ লাগা আর ঘৃ"ণার। যা চাইলেও আর মন থেকে মোছা সম্ভব হয় না।

আত্ন"সম্মান সবার আছে। একটা মানুষকে ভালোবাসা মানে এই না যে সব কিছুই বিস"র্জন দিতে হবে। ভালোবাসলে সব ত্যাগ করা গেলেও সম্মানে আ"ঘাতটা কেউই মেনে নিতে পারে না।

কিন্তু যে মানুষটা ভালোবাসার মানুষকে ছোট ছোট বিষয়েই অ"সম্মানিত করে, বা"জে শব্দ ব্যবহার করে সে আর যাই হোক ভালোবাসতে পারেনা।

ভুল সবারই হয়..!
ভুলটাকে সুন্দর ভাবে শুধরেও দেয়া যায়।
চাইলে ভুলটা ক্ষমাও করা যায় কিন্তু তাই বলে যার কাছে সম্মান আর বিশ্বাসের পূর্ণ মর্যাদা পাওয়া যায় না তাকে ভালোবাসতে চাইলেও তার প্রতি কোনো ক্রমেই আর ভালোবাসাটা আসে না।

সেখানে জন্ম নেয় অনেক অনেক ঘৃ"ণা.....!!!!!!!

আসসালামু আলাইকুম শুভ সকাল নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে ~~~~~~~~~~~~~~তাদের জন্য রয়েছে জান্নাত। যার তলদেশে প্রবাহি...
22/10/2024

আসসালামু আলাইকুম
শুভ সকাল
নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে
~~~~~~~~~~~~~~

তাদের জন্য রয়েছে জান্নাত। যার তলদেশে প্রবাহিত হবে নহরসমূহ। এটাই বিরাট সফলতা। (সূরা বুরুজ -১১)

আসসালামু আলাইকুম শুভ রাত্রি। —তওবাআস্তাগফিরুল্লাহ্-হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি...
12/10/2024

আসসালামু আলাইকুম
শুভ রাত্রি।
—তওবা
আস্তাগফিরুল্লাহ্-হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি,লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযী'ম।

আসসালামু আলাইকুম শুভ সকাল 🌸রাসুল (সাঃ)- বলেছেন, ভালো চিন্তা ও উত্তম ধারণা করাও ইবাদত। [মিশকাত: ৪৮২৭]
12/10/2024

আসসালামু আলাইকুম
শুভ সকাল 🌸
রাসুল (সাঃ)- বলেছেন,
ভালো চিন্তা ও উত্তম ধারণা করাও ইবাদত।

[মিশকাত: ৪৮২৭]

আসসালামু আলাইকুম। শুভ সকাল। ❤️শুকরিয়া ঐ রবের প্রতি যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে আবার সকাল দেখানআলহামদুলিল্লাহ 🤲🥰
11/10/2024

আসসালামু আলাইকুম।
শুভ সকাল। ❤️
শুকরিয়া ঐ রবের প্রতি যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে আবার সকাল দেখান
আলহামদুলিল্লাহ 🤲🥰

Address

Board Bazar
Gazipur
1740

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saju's Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share