20/07/2025
🌿 ভাঙা ভোরের সংসার
দাদির জীবনের প্রথম বড় কষ্টটা এসেছিল তখন, যখন দাদা দ্বিতীয়বার বিয়ে করলেন। বুকের ভিতরটা ফেটে গেলেও, কণ্ঠে কোনো প্রতিবাদের সুর তুলতে পারেননি দাদি। ভেবেছিলেন, হয়তো এটাই শেষ। কিন্তু জীবন কি আর দয়ার মতো চলে?
দাদার জীবনে এল আরও এক স্ত্রী। এরপর একে একে তিনটি বিয়ে করলেন তিনি। আর দাদির কোলজুড়ে তখন পাঁচটি সন্তান। দুঃখের সুরে ভাগ্য যেন বাঁশি বাজাতো—কারণ তাদের মধ্যে মেয়েগুলো পৃথিবী থেকে বিদায় নেয় অকালেই। কেবল তিনটি ছেলে সন্তান থেকে যায় দাদির আঁচলের ছায়ায়।
হঠাৎ একদিন, এক অদ্ভুত ঘটনা। দাদার এক স্ত্রী—a শান্তশিষ্ট, একাকী নারী—পড়ে গেলেন কুয়াতে। কেউ বললো দুর্ঘটনা, কেউ বললো কিছুই ঠিক ছিল না। কিন্তু মৃত্যু ছিল কেবল শুরু। তার চলে যাওয়ার পর থেকেই শুরু হলো অজানা ভয়, অদৃশ্য ছায়া, আর রহস্যে মোড়ানো কাণ্ড—যা পুরো পরিবারকে আতঙ্কিত করে তুলল।
এই সময়েই ছোট দাদির কোলে এল দুইটি ফুটফুটে সন্তান। সংসার চলছিল, যেন একটা পুরনো গান—ভাঙা স্বরে গাওয়া।
এভাবেই একদিন হঠাৎ, দাদা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। যার গল্প শুরু হয়েছিল একাধিক বাঁকের মোড়ে, সেই মানুষটা যেন জীবনের শেষ বাঁক ছুঁতে চলেছেন…
#জীবনেরগল্প
#দাদিরকষ্ট
#গ্রামেরজীবন
#বাংলারপ্রতিচ্ছবি
#পারিবারিকগল্প
#ভাঙাগল্প
#আবেগঘন
#হারানোদিন
#বাংলারমনছোঁয়া