InaYaa's Dairy

InaYaa's Dairy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from InaYaa's Dairy, Gazipur.
(1)

যে পুরুষ তোমাকে ভালবাসবে তোমার জন্য তার যত বাজে স্বভাব আছে সে পরিবর্তন করবে , তোমাকে তার জীবনে মেইন প্রায়োরিটি দিবে । তো...
18/08/2025

যে পুরুষ তোমাকে ভালবাসবে তোমার জন্য তার যত বাজে স্বভাব আছে সে পরিবর্তন করবে , তোমাকে তার জীবনে মেইন প্রায়োরিটি দিবে । তোমার ভাললাগা ,তোমার মন্দ লাগা ,তোমার মুড সুয়িং সবটুকুই সে বুঝে নিবে ভালবেসে ।তোমার জন্য সে নরক কে বেহেস্ত বানাতে চেষ্টা করবে। কারন যে পুরুষ তোমাকে ভালবাসবে সে তার চোখে তোমাকে এনজেল ভাববে তাই তোমার শান্তিকে ভালবেসে সে তোমাকে সুখি করতে , সুখের পরিবেশ বানাবে তোমার জন্য । কারন কোন এন্জেল কখনও নরকে থাকতে পারেনা ।সে এটা তোমাকে সত্যিকারের ভালবাসলে বুঝতে পারবে ।

17/08/2025
🙂🙂
17/08/2025

🙂🙂

28/07/2025

একজন স্বামী,যে কিনা বাইরে‘সাধু মানুষ’।কিন্তু ঘরের ভিতরে জঘন্য। সে বন্ধুদের কাছে ভালো বন্ধু, অফিসের কলিগদের কাছে ভালো কলিগ,মা বাবার ভালো সন্তান, ভাই বোনের কাছে ভালো ভাই

“কিন্তু ঘরের দরজাটা বন্ধ হলেই,
সে হয়ে যায় অন্য মানুষ।
স্ত্রীকে মানুষ মনে করে না…
তার চোখে সে কেবলই ভুলের পাত্র,
অপমান করার সুযোগ।”

“বউ অসুস্থ হলেও, বলে— ‘নাটক করে।’
বাচ্চার সান্নিধ্যে বিরক্ত হয়,
একটু ভালোবাসা চাইলেই বলে— ‘তুমি শুধু অভিযোগ করো,

তার মনে পড়ে না,
এই মেয়েটাই সংসারের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে…”
সবকিছু চুপচাপ সহ্য করে বউ,
কারণ সে চায় সংসারটা ভেঙে না যাক।
সে কাঁদে, কিন্তু কেউ দেখে না…
তার ভালোবাসা তার স্বামীর চোখেই হারিয়ে গেছে।”

“বাইরের দুনিয়ায় যদি তুমি সাধু হও,
কিন্তু ঘরের মেয়ে ,বউ এর চোখে তুমি জঘন্য—
তাহলে তুমি কেবলই মুখোশধারী এক মানুষ।”

“যে স্ত্রী তোমার জন্য ঘর সাজায়,
তোমার পরিবারের দায়িত্ব নেয়,
নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে তোমার স্বপ্ন গড়ে তোলে—
তাকে কষ্ট দিয়ে, তুমি নিজের ভাগ্যেই আগুন লাগাও।
তুমি যদি ঘরের মেয়ে, বউ টাকে বুঝতে না শেখো,
একদিন এই ঘরটাই তোমার জন্য অচেনা হয়ে যাবে।
বাইরের মানুষ তোমায় সম্মান দেবে,
কিন্তু জীবনভর তুমি একা হয়ে যাবে…
কারণ — স্ত্রী হারালে, সংসার বলে আর কিছু থাকে না।”

স্বামীর খারাপ কথা,গুরুত্ব না দেওয়াসত্যি বলি, কখনো কখনো মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণা দেয়।একটা নারী যখন সন্তান জন্ম দেয়,তখন...
27/07/2025

স্বামীর খারাপ কথা,গুরুত্ব না দেওয়া
সত্যি বলি, কখনো কখনো মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণা দেয়।
একটা নারী যখন সন্তান জন্ম দেয়,তখন সে জীবন-মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে কাঁদে—
বাঁচার জন্য।
কিন্তু একজন স্বামীর মুখ থেকে যখন বারবার কটু কথা,
অপমান, আর অবহেলা ঝরে পড়ে…
তখন সেই নারী কাঁদে…
মরার জন্য।

সে ভাবে,
"মরে গেলে হয়তো এই কথাগুলো আর শুনতে হবে না…"
"এই ঘরের মাঝে, নিজেরই কোনো দাম নেই!"

একটা সময় সেই মেয়েটা কথা বলা বন্ধ করে দেয়।
সে রাগ করে না, অভিমানও করে না—
কারণ, সে বুঝে গেছে…
তার অনুভূতির দাম কেউ রাখে না।

সে শুধু টিকিয়ে রাখে সংসার।
ভেতরে ভেতরে ভেঙে যায়,
কিন্তু বাইরে সব ঠিক দেখায়।

লোকজন ভাবে, সে নিশ্চয়ই খুব সুখী।
কিন্তু তারা জানে না,
প্রতিদিন রাতের বালিশটা কাঁদে তার চোখের জলে।

একটা নারী সবচেয়ে বেশি কষ্ট পায় তখন,
যখন সে যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে,
তার মুখ থেকেই সবচেয়ে বেশি অপমান শুনতে হয়।

এই কষ্ট কোনো ডাক্তার বোঝে না,
এই যন্ত্রণা কোনো ওষুধে সারে না।

একটা কথা মনে রাখবেন—
একজন নারীর মুখে যদি হাসি না থাকে,
তাহলে বুঝে নিন, তার জীবনটা কান্নায় ভরে গেছে।
আর সে কান্নার সবচেয়ে বড় কারণ হয়ত আপনি নিজেই…

নারী ভাঙে একবারই, তারপর গড়ে তোলে এক অন্যরকম নিজেকে:নারীকে ভাঙা হয়তো সহজ— কারণ সে ভালোবাসে নিঃস্বার্থভাবে, বিশ্বাস করে চো...
27/07/2025

নারী ভাঙে একবারই, তারপর গড়ে তোলে এক অন্যরকম নিজেকে:

নারীকে ভাঙা হয়তো সহজ— কারণ সে ভালোবাসে নিঃস্বার্থভাবে, বিশ্বাস করে চোখ বুঁজে, আর নিজেকে বিলিয়ে দেয় নিঃশেষে। কিন্তু যখন সেই বিশ্বাস, সেই ভালোবাসা অবহেলার ধাক্কায় চূর্ণবিচূর্ণ হয়ে যায়— তখন সে আর আগের মতো থাকে না। সে ভাঙে, তবে হারে না। কারণ সে জানে, অন্য কেউ এসে তার ভাঙা হৃদয় জোড়া দেবে না। সে নিজেই নিজেকে জোড়া লাগায়— নিঃশব্দে, নিঃসঙ্গতায়, এবং ধীরে ধীরে।

নারী ভাঙার আগে শেষ পর্যন্ত চেষ্টা করে— সম্পর্ক টিকিয়ে রাখতে, অনুভূতিকে বোঝাতে, ভালোবাসার অস্তিত্ব প্রমাণ করতে। কিন্তু বারবার যখন তার কণ্ঠ নিস্পৃহতায় ডুবে যায়, আবেগ অবহেলার দেয়ালে ধাক্কা খায়, তখন সে চুপচাপ সরে আসে। অভিমান করতে করতে এক সময় সে বুঝে যায়— তার চোখের জল, তার না বলা কথাগুলো, তার অপেক্ষা— আসলে কোনো গুরুত্বই রাখে না সেই মানুষটার কাছে, যার জন্য সে এতটা ভেবেছিল।

তখনই সে নিজেকে গুটিয়ে নেয়— নরম মনের চারপাশে গড়ে তোলে এক কঠিন আবরণ। যে মেয়েটা একসময় সামান্য অবহেলায় ভেঙে পড়ত, এখন সে এক নিঃশব্দ পাহাড়— অনুভূতির ছায়াও যেখানে পড়ে না। কে ভালোবাসলো, কে ভুলে গেল, কে কাছে এলো, কে দূরে গেল— এসবের হিসেব রাখা বন্ধ করে দেয়। তার জন্য তখন নিজের শান্তিটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়।

মানুষ বদলে গেলে সেটি হয় প্রচণ্ড তীব্রতায়। একবার পোড়া মাটি যেমন আর আগের মতো নরম হয় না, তেমনি একবার আহত হৃদয়ও আর আগের মতো কোমলতায় সাড়া দেয় না। মেয়েরা যখন বদলায়, তখন তাদের ভেতরের আলো নিভে যায়— কিন্তু তার ভস্মে গড়ে ওঠে এক কঠিন বাস্তবতা। তখন আর কেউ চাইলেও সেই আগের সহজ-সরল মেয়েটাকে ফেরাতে পারে না।

তাদের বদলে যাওয়া হয় না প্রতিশোধের জন্য— হয় আত্মরক্ষার জন্য। হয় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আর সেই বদলে যাওয়া মেয়েটাই একদিন দাঁড়িয়ে যায় এমন এক জায়গায়, যেখান থেকে ফিরে তাকানোর আর কিছুই থাকে না। তখন সে নিজেকে ভালোবাসতে শেখে— একা থাকতে শেখে, এবং বুঝে যায়, ভাঙা মনেও গড়ে তোলা যায় এক নতুন জীবন।

💔
26/07/2025

💔

সবার কষ্টে সান্ত্বনা দিই…কিন্তু নিজের কষ্টে?আমি অনেক সময় মানুষকে বলি —সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ,আল্লাহ আছেন,তিনি দেখছেন...
25/07/2025

সবার কষ্টে সান্ত্বনা দিই…কিন্তু নিজের কষ্টে?

আমি অনেক সময় মানুষকে বলি —
সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ,আল্লাহ আছেন,তিনি দেখছেন,তিনিই সহজ করে দেন।এই কথাগুলো আমি বিশ্বাস করেই বলি।

কিন্তু কখনও কখনও এমন সময় আসে,যখন নিজের ওপরই সেই কথা কাজ করে না।জানি সব আল্লাহর পরিকল্পনায় হচ্ছে,তবুও মনটা ভেঙে পড়ে।

ভেতরে ভেতরে অনেক ভারি লাগে,মন চায় কাঁদতে, কষ্ট লুকাতে আর যায় না।রাতে একা একা দুঃখ করি, কিন্তু বাইরে কাউকে বুঝতে দিই না।

তাওয়াক্কুল আমার আছে,আল্লাহর ওপর ভরসা আছে —কিন্তু কষ্টটা এমন হয়,যা কাউকে বলা যায় না, আর সহ্য করাও কঠিন হয়ে যায়।

তখন শুধু বলি —হে আল্লাহ, আপনি জানেন আমি কেমন কষ্টে আছি,আমি আপনাকে ছাড়া আর কারও কাছে যেতে পারি না।

এই কান্নাটাই হয়তো দোয়া হয়ে যায়।
এই অসহায়তা থেকেই আল্লাহর সাহায্য আসে।

তিনি হয়তো পরিস্থিতি না বদলান,কিন্তু আমার মনটা বদলে দেন।ভেতরের কষ্টটা একটু হালকা লাগে।
আল্লাহর কথা মনে পড়লে একটু সাহস পাই।

তখন বুঝি —আমি যেসব সান্ত্বনার কথা বলি,
সেগুলো শুধু অন্যদের জন্য না,আমার নিজের জন্যও ছিলো।

আর আল্লাহ… তিনিই যথেষ্ট 😍

23/07/2025

একজন মিথ্যাবাদী পুরুষ কখনোই একজন সৎ নারীকে সামলাতে পারে নাহ 🙂

শুভ সকাল 🌹
20/03/2025

শুভ সকাল 🌹

ইফতার এ তরমুজ খাওয়ার পর আমার অবস্থা এমন হয় 🙄তবুও খেতেই ইচ্ছা করে 🥰
17/03/2025

ইফতার এ তরমুজ খাওয়ার পর আমার অবস্থা এমন হয় 🙄
তবুও খেতেই ইচ্ছা করে 🥰

দুই দিন ধরে সকালে ঘুম থেকে উঠতে লেট হচ্ছে, তাই কোনো শুভ সকাল পোস্ট দেওয়া হচ্ছে না 🙄শুভ সকাল সবাইকে 🥰
16/03/2025

দুই দিন ধরে সকালে ঘুম থেকে উঠতে লেট হচ্ছে, তাই কোনো শুভ সকাল পোস্ট দেওয়া হচ্ছে না 🙄
শুভ সকাল সবাইকে 🥰

Address

Gazipur
1703

Alerts

Be the first to know and let us send you an email when InaYaa's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share