Al-Amin Hossain sadi

Al-Amin Hossain sadi আমি মোঃআল-আমিন হোসাইন সাদী, আমি একজন ইসলামীক স্কলার, এই পেইজটিতে ইনশাআল্লাহ ইসলাম নিয়ে আলোচনা করব।

30/09/2025

১️⃣
“চোখ হলো আল্লাহর অমূল্য নিয়ামত, তাই দৃষ্টি শুদ্ধ রাখুন।”
কোরআন:

“বল, আমি শুধু আমার পালনকর্তার দেওয়া দৃষ্টি ব্যবহার করি।”
(সূরা আল কাহফ, ১৮:১০১)

২️⃣
“যে দৃষ্টি খারাপের দিকে যায়, সেটাই অন্তরের ক্ষতি করে।”
কোরআন:

“নিঃসন্দেহে দৃষ্টি আত্মার জন্য পরীক্ষা।”
(সূরা নূর, ২৪:৩০)

26/09/2025

✨ আল্লাহই সমস্ত কিছুর একমাত্র স্রষ্টা ✨
আসমান-জমিন, সূর্য-চাঁদ, পাহাড়-নদী, গাছ-পালা, এমনকি মানুষকেও তিনি শূন্য থেকে সৃষ্টি করেছেন। 🌿🌌

✨ আলহামদুলিল্লআমার এক ভাইয়ের মাদরাসার অফিসে কিছু সময়।এটা শুধু একটি অফিস নয়, বরং দ্বীনের খেদমতের এক কেন্দ্র। এখান থেকে...
26/09/2025

✨ আলহামদুলিল্ল

আমার এক ভাইয়ের মাদরাসার অফিসে কিছু সময়।
এটা শুধু একটি অফিস নয়, বরং দ্বীনের খেদমতের এক কেন্দ্র। এখান থেকেই আগামী প্রজন্মকে কুরআন-সুন্নাহর আলোয় গড়ে তোলার দায়িত্ব পালন করা হবে, ইনশাআল্লাহ।

🤲 আল্লাহ তাআলা এই মাদরাসাকে কবুল করুন এবং উম্মাহর জন্য উপকারি বানান। আমিন

25/09/2025

🌸 গুনাহ থেকে সাবধান 🌸
বান্দা যেখানেই গুনাহ করুক না কেন—অন্ধকারে হোক, একা হোক বা লুকিয়ে হোক—আল্লাহ তাআলা সবকিছুই দেখেন। কোনো বিষয় তাঁর কাছে গোপন থাকে না।

24/09/2025

কাফেরদের দুনিয়ার সম্পদ দেখে ঈর্ষা বা আফসোস করো না।
সত্যিকারের শান্তি আসে আল্লাহর সন্তুষ্টি আর নিজের আমল থেকে।"
— সূরা আল-ইমরান ৩:১৯৬ 🌿

05/09/2025

যারা ঈমানের উপর থাকবে তাদের উপর জুলুম আসবে অত্যাচার আসবে তারপরেও মুমিন বান্দা আল্লাহতালার পথ থেকে সরে যাবে না।
আমরা যেন ঈমানের উপর থাকতে পারি আল্লাহতালা সেই তৌফিক দান করেন আমিন।

27/06/2025
14/06/2025

আলহামদুলিল্লাহ আমাদের এখানে রহমতের বৃষ্টি হচ্ছে।
হালুয়াঘাট নাশুল্লা ।

13/06/2025

আমাদের তেলিভিটা ঈদগাহ মাঠ।
নাশুল্লা হালুয়াঘাট ।

কিশোরগঞ্জ পাগলা মসজিদে জুমার নামাজ আদায় করার  উদ্দেশ্যে রওনা দিলাম সকলের কাছে দোয়া চাই
13/06/2025

কিশোরগঞ্জ পাগলা মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে রওনা দিলাম সকলের কাছে দোয়া চাই

Address

Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when Al-Amin Hossain sadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share